![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরাশার সুরে স্মৃতিগুলোর অভিশাপে
প্রাণহীন পাথরের শহরে নির্বাসিত লোকের ভিড়ে
প্রিয়ার অজস্র অভিশাপে হইনি আমি কবি
হয়েছি শুধু নির্বাক...;
আজ আবার হয়েছি আরেক কবি !
তবে এ কবি এবং কবিতা সুন্দরের প্রতীক নয়,
কোন ভালোবাসার প্রতীকও নয়
শুধু এক আজন্ম অভিশাপের প্রতীক।
অতৃপ্তি যখন রক্তের ভেতরে খেলা করে
সেগুলো প্রাণহীন এ ইন্দ্রিয়ে ধরা পড়ে
অসহায় এক স্নায়ু আচ্ছন্নকারী অনুভূতিতে।
আমার প্রিয় যা কিছু তা থেকে
আজ বহু দূরে যোজন দূরে আছি আমি ----- অফুরন্ত দূরত্বের এ প্রাচীর।
বিষাদের বৃত্তের বাহিরে নিঃশ্বাসের শব্দে
লক্ষ জনম ধরে কষ্টের তীব্রতার কুঠার আঘাত
বুকে নিয়ে গাইতে থাকব প্রিয়ার অভিশাপের গান,
বেঁচে থাকব দিগন্তের ওপারে নির্ধারিত চির অন্ধকার জগতে।
ছবিঃ নেট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
জাহিদ অনিক বলেছেন:
অনেকদিন পরে কবিতা নিয়ে ফিরে এলেন কবি।
সেজন্য ধন্যবাদ।
কবিতার নিগূরতম ভাবে ভালোলাগা রইলো।
একটা গানই কেবল মাথায় আসছে কবিতাটা পড়ে,
প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরও প্রিয় হয় জানি---------
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: নিজের কাজে বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম.... একারণে, ব্লগে আসতে পারিনি। আপনি ভালো আছেন নিশ্চয়!!
গানটা অনেক সুন্দর.....
কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে প্রিয়া অভিশাপ দেয় তাকে প্রিয়া বানানোর চেষ্টা না করাই ভাল।
অভিশাপ নিয়ে চির অন্ধকার জগতের বাসিন্দা হিসেবে আপনাকে দেখতে চাই না। আলো ঝলমলে সুন্দর পৃথিবীতে বিচরণ হোক আপনার। কবিতা ভাল লেগেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: true love .... তে
চারিটি এলিমেন্ট থাকে !! যাহোক,এতো গভীরে গেলাম না।।
সত্যিকারের ভালবাসা গুলো এমন হয় উচিৎ তার ভিতরে স্বীধনতা থাকা,এবং অন্যর ফিলিংস বুঝতে পারাটা,
না হলে এটা হয়ে যায় এক তরফা ভালবাসা। তবে সত্যিকারে ভালবাসাতেও খুনসুটি থাকবেই ;
আর এটা তেমন একটা মেজর সমস্যা না।
কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিদের হতাশ হতে নেই ! কবি হলো যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ, যে শত আঘাতেও নুয়ে পড়েনি , হার মানে নি । শাখা প্রশাখা কেটে গেছে তবুও সে মরে যায় নি !
কবিতা ভাল লেগেছে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন,
বনের রাজা সিংহ,আর সিংহ কখনো ঘাস খায় না। এটা সিংহের অহংকার।
তেমনি কবিদের অহংকার হল কল্পনা প্রতিভা দিয়ে কবিতা লেখা,
কবিরা কখনো হতাশ না
কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
অর্ধ চন্দ্র বলেছেন: অজানা সে আশা নিয়ে তবুও বেঁচে থাকে কবিতার কবি,
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন ভায়া,
কবিতা পাঠে ধন্যবাদ ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সেলিম ভাই।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০
উম্মে সায়মা বলেছেন: অভিশাপ মুছে গিয়ে আলোয় উদ্ভাসিত হোক চার দিগন্ত....
কবিতা ভালো হয়েছে শাহরিয়ার কবীর ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সায়মা।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: অসাধারণ লেখনী।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
জাহিদ অনিক বলেছেন:
আমি ভাল আছি, ট্রু লাভের চারটি এলিমেন্ট! সেগুলো কি কি জানতে ইচ্ছে করছে খুব !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: ট্রু লাভের চারটি এলিমেন্ট
১.বন্ধুত্ব-
যাকে আপনি গার্লফ্রেন্ড হিসাবে ভাবছেন, তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন।
সে আপনাকে বুঝতে পারে কিনা, কিংবা আপনি তাকে।
এখানে আন্ডারস্ট্যান্ডিংটা প্রথম এলিমেন্ট.. বলা যায়।
২. সমবেদনা-
এখানে সমবেদনা বলতে বুঝানো হয়েছে। সামনের জনকে তার কোন যন্ত্রণা থেকে বের করে নিয়ে আসা। সে ইচ্ছা বা ক্ষমতাটা থাকা। ধরুণ, কোন ডাক্তাররে কাছে যান, ডাক্তার কি রুগীর মত আচারণ করে।অর্থাৎ তার কথাগুলো মন দিয়ে শুনতে পারা ,যাতে তার গভীর বেদনা স্পর্শ করা। যদি ভালবাসা সত্যিই হয়, তাহলে মুখের একটা কথা অনেক কষ্ট শেষ করে দিতে পারে।
৩. আনন্দ-
সে আপনার আনন্দে বা আপনার আনন্দে সে আনন্দিত হয় কিনা। যদি ভালবাসায় আনন্দ না থাকে, তাহলে সেটা কোনদিনই ট্রু লাভ না...
৪. উপেক্ষা-
শর্তহীন ও ভেদাভেদহীন ভালবাসা কথা বলা হয়েছে। সে দেখতে সুন্দর তাই তাকে ভালবাসি,এখানে কোন কিছুর জন্য নয় তার সবকিছুর জন্য তাকে ভালবাসি। শুধুমাত্র কোন একটা দিকের জন্য না। এখানে দুজনে কোর রকম ভীতি ছাড়া নিজেকে প্রকাশ করার স্বাধীনতা পায়। এককথায় দুজনের মধ্যে কেউ যেন মুখোশ পড়ে না থাকে। এমন পরিস্থিতি যেন ককনো না হয়,তাহলে এ ভালবাসা ক্ষনস্থায়ী। ক্ষণস্থায়ী ভালবাসা কখনো ট্রু লাভ হতে পারে না।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতা পড়ে মনে হয়, আপনি ১টা কবিতা লিখেছিলেন কোনকালে, এখন উহাকে রদবদল করে অন্য রংগে, অন্য ঢংগে পরিবেশন করেন!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: আমিও আপনার সাথে সহমত,
কবিতা লেখার জন্য যে পরিমানে শব্দ ভান্ডার জানা বা জ্ঞানের প্রয়োজন হয়,
সে পরিমানে আমার নাই। অবশ্যই নিজের অযোগ্যতা স্বীকার করি,ভাই।
তারপরেও যে আপনারা পড়েন। এটাই বা কম কিসের।
কবিতা লিখে তো আমার সংসার চলে না। শুধু লিখি শখের বসে....
ধন্যবাদ ভাই।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জানবেন কবিবর
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর শাহারিয়ার কবীর !!!!
এই অভিশাপ , বিরহ ব্যপার গুলো আমার বেশ ভালো লাগে ;
কি চমৎকার সব কবিতা পড়া যায়
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: আপা আপনার মন্তব্য পড়ে মনে পড়ে গেল,
মান্নাদের গানের কথা,“ সবাই তো সুখী হতে চায় ...... ”
সেই সাথে“ নাসির উদ্দিন হোজ্জার কথা”-
একবার এক লোক নাসির উদ্দিন হোজ্জাকে জিজ্ঞাসা করেছিল,
আচ্ছা, সকাল বেলা সবাই একদিকে না গিয়ে সবাই ভিন্ন দিকে যায় কেন?
তখন নাসির জোজ্জা উত্তর দিয়েছিল-
সবাই যদি একদিকে যায় তাহলে, পৃথিবী সব লোকে ভিড়ে ডেবে যাবে,,
একারণে.. সবসময় কাল্পনিক বিরহী কবিতা লিখি..... ।
কবিতা পাঠে ধন্যবাদ আপা।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
শুধু লিখে গেছেন । মোটামুটি হয়েছে ।
ঝটপট কবিতা লিখবেন না কখনও । ভাববেন , সময় নেবেন , বাক্যগুলো ভাঙাচোরা করবেন , তবেই কবিতার আদল ফুটে উঠবে ।
অনেকদিন পরে এলেন ! শুভেচ্ছান্তে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: এটা সত্য যে এ কবিতা খুব অল্প সময় নিয়ে লেখা ভাই।
অবশ্যই পরে বার কবিতা লেখার সময় নিয়ে লিখব....
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
ধ্রুবক আলো বলেছেন: অন্ধকার জগতে নয়, আলোর জগতেই বেঁচে থাকবেন। অন্ধকার একদিন কেটে যাবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভায়া,
ভালো আছেন নিশ্চয়!!!
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
মোজাহিদ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ অনেক ভালো লাগলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে স্বাগতম,
কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিরা আলোর জগতের বাসিন্দা, তারা অভিশপ্ত হতে পারেননা ।
সুন্দর কাব্যে ভাল লাগা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয়ার আগ্রসী রুপ যখন দেখা যায়, তখন প্রতিটি কবি নিজেকে অভিশপ্ত মনে করে ভাই।
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়ার সাথে সহমত
কবির হাতে পরলে অভিশাপও মঙ্গলময় বানী হয়ে যায়
ভাল লাগল
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: মন্তব্য ভাল লাগা রইল ভাই।
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
শায়মা বলেছেন: এত কষ্ট কেনো ভালোবাসায়!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,,,, ভালবাসায় চরম কষ্ট গো বুবু !
কবিতা পাঠে ধন্যবাদ শায়মা আপা।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
জাহিদ অনিক বলেছেন:
বিস্তারিত মন্তব্যের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ কবি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তর পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ দাদা।
ভালো আছেন নিশ্চয়!!!
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৩
রাবেয়া রাহীম বলেছেন: প্রিয়ার অভিশাপ বুকে বয়ে কত প্রেমিক হৃদয় চিতায় জ্বলতে থাকে তাঁর হিসাব কেউ রাখে কি?
এ যে বড় কষ্টের লেখা কবি ।
কবিতায় ভাল লাগা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: হিসাব কেউ না রাখলেও তবে প্রিয়ার অভিশাপগুলো মহাকবি বানিয়ে ছাড়ে।
কবিতা পাঠে ধন্যবাদ আপা।
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
এত কষ্ট জীবন নষ্ট! সব ভুলে গেলেন নাকি?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: রাত ও দিন মিলে পৃথিবী চলে, তেমনি সুখ ও দুঃখ মিলে জীবন চলে। কষ্টও জীবনের অংশ......
ভুলে যাইনি কিছু সব মাথায় আছে; মনে হয় সেটা হবে না, সে প্রচুর অহংকারী ও বোকা।
আর একটু ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারিনি।
কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: কবিদের হতাশ হওয়া ভাল, শূন্য হওয়া ভাল, তাহলে কবিতা প্রসব হয় বেশি।
তবে কবিদের নষ্ট হতে নেই।
তাহলে কবি মরে যাবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: তবে কবিদের নষ্ট হতে নেই।
তাহলে কবি মরে যাবে।
গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা শুধু কবিদের বেলায় হবে কেন;
প্রতিটি মানুষের ক্ষেত্রে এমন হওয়া উচিৎ।
এমনিতে আমার বিরহী লিখতে ভাল লাগে।
কবিতা পাঠে ধন্যবাদ দাদা।
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে শাহরিয়ার ভাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সোহেল ভাই।
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ কিছুদিন পর আপনার দেখা মিলল। কবিতা ভালো লেগেছে। বাসুন্তি শুভেচ্ছা রইলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম ভাই...
কবিতা পাঠে ধন্যবাদ।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা.....
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবিতা, বিরহী কবিতা পড়তে ভাল লাগে।
আমার ভাল লাগা রইল +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬
আটলান্টিক বলেছেন: আপনি অনেকদিন পরে এলেন শাহরিয়ার ভাই।নিশ্চয় ভাল।আছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভাল নাই।। বাবা-মা আমাকে বাড়ী থেকে বের করে দিয়েছে,
আর বলছে এবার বিয়ে তবেই বাড়ী ফিরবি, আর না হলে তোর মত ছেলে বাড়ী তুলব না।
তোকে আর ভাত দিব না
কিন্তু আমাকে কে বিয়ে করবে।।
তা আপনি কেমন আছেন?
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
আটলান্টিক বলেছেন: আমি ভাইয়া নিজের মধ্যেই ডুবে আছি।আপনি 'কন্যা চাই' টাইপের বিজ্ঞাপন দেন প্রথম পাতায়
কিছু হইলেও হইতে পারে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: এ কবি যোগ্যতা দিয়ে কী কোন মাইয়ার বাপ তার মাইয়া দিবো?? না মাইর?
যদি মাইরের অংশীদার হন তাইলে বিজ্ঞাপণ দিমু
৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
সাহসী সন্তান বলেছেন: কাওকে ভুলে থাকা যতটা কষ্টকর, তার থেকে বেশি কষ্টকর তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা। সত্যি বলতে, এটাকেই বোধহয় অভিশপ্ত জীবন বলে। কবিতায় যে পরিমাণ হাহাকার বিরাজ করতেছে এই পরিমাণ হাহাকার বাস্তবে কারো জীবনে ঘটলে সে বাঁচতো কিনা সন্দেহ...
তবে কবিতা ভাল হইছে! জীবনের সব মেঘ দূরভিত হয়ে কবির মনে নির্মল বসন্তের বাতাস বয়ে যাক, সেটাই কামনা করি।
শুভ কামনা শাহরিয়ার ভাই!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ বলেছেন !! মনে থাকবে...
ধন্যবাদ ভায়া।
৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: কারো অভিশাপে কবি কষ্ট পেতে পারেন, কিন্তু এতে তিনি পরিশুদ্ধ হন, বিস্তৃত হন। সুতরাং, এতে আক্ষেপের কিছু নেই।
আহমেদ জী এস এর ১৩ নম্বর উপদেশটা আমলে নেবেন আশা করি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন !!
এ কবিতাটি খুব অল্প সময় নিয়ে লেখা; আহমেদ জী এস ভাইয়ের উপদেশ মনে থাকবে।
কবিতা পাঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
নীলপরি বলেছেন: অভিশাপ কিন্তু অনেক সময় আশীর্বাদও হয়ে যায় ।
কবিতা ভালো লাগলো । +++++++
শুভকামনা ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বন্ধু!
৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
সিনবাদ জাহাজি বলেছেন: শাহরিয়ার কবির ওরফে দেবদাস ভাই.............
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: দেবদাস ছেলাম এবং আছি.....
কবিতা পাঠে ধন্যবাদ !!
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!!
বেশ!!
ভালো লাগলো কবি!!
আরো ভালো লেখার দোয়া রইলো!!
++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! সুন্দর দেখে আমিও মুগ্ধ !!
কবিতা পাঠে ধন্যবাদ !!
৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
জুন বলেছেন: প্রিয়জন কি কখনো অভিশাপ দিতে পারে শাহরিয়ার কবির ?
এসব শাপ অভিশাপ ভুলে সুন্দর কিছু আশা প্রত্যাশা নিয়ে ঝলমলে কবিতা লিখুন ।
আপনার কবিতা ভালোবাসি ।
+
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই কবিতা লিখব আপু !!
কবিতা পাঠে ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।