![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রতিটি রাতে স্বপ্নোত্থিত চোখে
তার ছায়া-প্রতিছায়া দূর নক্ষত্র হতে
ভেসে ভেসে আসে আমার হৃদয়ে !
কী যেন অসীম ইন্দ্রজাল হৃদয়ের গভীরে_;
কোনদিন কী এ পার্থিব জীবনে;
এ অপার্থিব অন্তর্নিহিত ভাবকে
জীবন্ত প্রকৃতিতে ও স্বাধীন বন্দনাতে
ফিরে আসবে কী ?
কারণ, আমি পারি না তাকে এড়াতে!
কী যেন এক আকর্ষণের তীব্রতায় ও নিবিড়তায়
ঘিরে থাকা আমার সমস্ত উন্মাদনা!
নাহয়, আমি এ নামহীন সম্পর্কের
মাঝে বেঁচে থাকব
জীবন নামক কারাগারে !!
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ !!
২| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম হয়েছি। চা দেন।
কবিতা ভাল হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২২
শাহরিয়ার কবীর বলেছেন: কি চা মেয়াবাই? রং চা না, আদা চা খাবেন?
কবিতা পাঠে ধন্যবাদ !
৩| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ্, দ্বিতীয় হয়ে গেলাম!
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: দুই নাম্বার হয়েছেন ..... ইশ !!! কী মুশকিল
দুঃখ করেন নাহ !!
আশা করি, আগামীতে আবার প্রথম হবেন ।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়াবাই, আমারে দুই নাম্বার কইলেন? মনডা বেজায় খারাপ হইয়া গেল।
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: আর কমু না...
আন্তরিক সরি !!
৫| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: বেঁচে থাকা ছাড়া আর কোন অপশন আছে কি !!!! ...........হাহাহা, তাই বেঁচেই থাকুন।
ভালো হয়েছে। +।
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: দাদা, আমি সবসময় আশাবাদী দলের লোক। আমি তাকে নিয়েই বেঁচে থাকব!
যদিও অতিরিক্ত কল্পনা প্রবণ ও আবেগ থাকাটা কখনো কখনো মানুষকে বিপদগামী করে তুলে;
এগুলো সব জীবনের বিচিত্র অভিজ্ঞতার সমাহার!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: চাইলেও জীবনে কিছু কিছু মানুষকে হয়তো কখনই এড়িয়ে চলা যায়না।
সশরীরে এড়িয়ে গেলেও মন ঠিকই তার কাছে পড়ে রয়।
কবিতায় +++
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: জীবন বিকাশের জীবনটি কেবল অন্তজীবন নয়; কবিতা সেই সত্যেই কল্পণা-প্রকল্পনা করে সবসময় “জীবন স্মৃতির” !
সুন্দর মন্তব্য করেছেন সোহলে ভাইয়া।
কবিতা পাঠে ধন্যবাদ।
৭| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: সম্পর্ক যখন যেমন থাকে সেটাই উপভোগ্য হে কবি;
আপাতত নামহীন এই সম্পর্ক কে পূর্ণ মনোযোগে অনুভব করার চেস্টা করেন।
কবিতা ঠিক কবিতা'র মতই হইছে।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আপা!!
৮| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১
রোদ্দূর মিছিল বলেছেন: অনুভূতির অকপট প্রকাশ। ভালো লাগলো।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
১০| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর পোষ্ট দিলেন । আর কবিতাটা দারুণ লাগলো ।+++++
শুভকামনা ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: বেশ কিছুদিন ধরে নিজের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম !!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু!
১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ডোডো পাখি, কবিতা বুঝিতে পারলুম না।
কবীর ভাই আপনার প্রোপিক টা সেরাম হইছে। এটাই রেখে দিবেন।।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০
শাহরিয়ার কবীর বলেছেন: যাক, একটা কিছু ভাল হলে হয়েছে !!!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
১২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যে উপস্থিতির হার দেখলাম। মিসিং আছে?
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কি আর করা .....
১৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন: সত্যি বলতেই কি নামহীন কোন সম্পর্ক আছে কবি?
কবিতায় ভালোলাগা বরাবরের মত।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
নামহীন কোন সম্পর্ক বাস্তবে আছে কিনা তা আমার জানা নেই তবে,
কল্পনায় এ সম্পর্ক অনেকে সাথে গড়ে তোলা যায়।
এখানে প্রতিটি কাব্য একটি মানুষের নিয়তি বর্ণনা করে থাকে কিন্তু
বাস্তবে তা কখনো কখনো অনুভব ও উপভোগ করার শক্তি থাকে নাহ!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
১৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫০
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল কবিতা!++
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সায়মা !!
১৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:২৪
মিথী_মারজান বলেছেন: কিছু আকর্ষণ,কিছু অনুভূতি, কিছু উন্মাদনা হৃদয়কে পরিপূর্ণ করতে সাহায্য করে।
নামহীন সম্পর্কের দোলাচল নিপাত যাক।
পূর্ণতা পাক আবেগ আর ভালোবাসা।
সুন্দর কবিতা ভাইয়া।
ভালোলাগা রইলো।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ও গভীর অনুভবে অসংখ্য ধন্যবাদ মিথী আপু !
১৭| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫
সেলিম আনোয়ার বলেছেন: শেষ অংশ হার্ট টাচিং। আবেগ্লুত কবিতা । সুন্দর +
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সেলিম ভায়া !!
১৮| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
তবে প্রফাইল ছবি পরিবর্তন করায় প্রথমে চিনতে সমস্যা হয়েছিল।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: পিচ্চি ছবিটা পরিবর্তন করেছি ভাই।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
১৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
মিঃ সালাউদদীন বলেছেন: আধ্যাত্মিক প্রকৃতির কবিতা, শেষের তিন লাইন বুঝতে পারলাম না ? কবিকে ধন্যবাদ ।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: এটি একটি অসুর্ম্পণ কবিতা ! একারণে কবিতা পড়ে বুঝতে কষ্ট হয়েছে ভায়া ! শেষের তিন লাইন হল, বর্তমানের কবির কল্পণার প্রতিছবি যদি কখনো বাস্তবে রুপ না দেয় তখন কোন নামহীন সম্পর্ক নিয়ে কবির বেঁচে থাকার আকুতি!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
২০| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
২১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৮
ধ্রুবক আলো বলেছেন: নামহীন সম্পর্কের নাম হবে কারাগার হবে না। কবিতা ভালো লেগেছে!
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো
ধন্যবাদ ভাই।
২২| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: খাপছাড়া কেন হঠাৎ ?
খাপখোলা তলোয়ার
এই রূপে আছে ধার
হয়ে যাবে তুমি খুন
জ্বলেরে জ্বলে আগুন।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি সবসময় এলোমেলো চিন্তা করি তো; তাই নিজেকে খাপছাড়া কবি নাম দিয়েছি
খুব সুন্দর ছন্দ লিখেছে মন্তব্য করেছেন ভাই।
ধন্যবাদ জানবেন ।
২৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত কবি হতাশ!!!
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,,, কিছুদিন ব্যস্ত ছিলাম ,,,,,,,,,
কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।
২৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতার নাম দেখি খানদানি !
প্রো-পিকটা ভাল লাগল না।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: প্রোফাইল পিক সবাই বলে ভালা ; আপনি বলেন ভালো নাহ !!
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি এবং কবিতা- সবই ভাল হয়েছে। কবিতার শেষ তিনটে চরণ অনবদ্য।
কবিতায় ভাল লাগা + +
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৩
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল