![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
আমার প্রবাসি আঙ্কেল আব্দুস সালিকের অনেক পুরুনো বন্ধু অরুনকে তার ফেইসবুকে লিখা চিঠি সবার সাথে শেয়ার করলাম তার অনুমতি নিয়ে। শেয়ার করার কারনটা হল এক জন মানুষ তার দূর্ঘ্য প্রবাস জীবনের অনেক সুখে থাকার পরও দেশের প্রতি মমত্ববোধের কারনে মাতৃভূমিতে ফিরার যে আবেগ এবং অনূভূতিটার জন্য। আর ৪৫ বছর পর ফেইসবুকের মাধ্যমে তার বন্ধুকে ফিরে পাবার উল্লাসটার কথা জানানোর জন্যই শেয়ার করা।
বন্ধু অরুন,
ফেইসবুকে তোমার খবর পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। মনের আকাশে আমাদের কলেজ জীবনের অনেক স্মৃতি মনে পড়ছে। কিছুদিন তুমি আমার ঘনিষ্ট বন্ধু ছিলে, সেই ঘনিষ্টতার সুত্র ধরে তোমাদের বাসায়ও আমি কিছু দিন ছিলাম। তোমার বোন রুবি সহ তোমাদের পরিবারের সবার কথা খুবই মনে পড়তেছে। চাচা চাচি কি বেঁচে আছেন? প্লিজ দোস্ত তাদের সবাইকে আমার কথা স্মরন করিয়ে দিও। তুমি শুনে খুশি হবে, আমার ফেইসবুক অপেন করার পর থেকে, আমার ঘনিষ্ট সাতাইশ জন বন্ধু-বান্ধব দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তোমার মত সংযোগ স্থাপন করেছে। এদের মধ্যে তোমারও কিছু বন্ধু বান্ধব রয়েছে। আমার কিছু তথ্য তোমাকে দিচ্ছিঃ আমার তিনটি সন্তান। বড় ছেলে উচ্ছল সালিকঃ এক সন্তানের বাবা, পেশাঃ ব্যাবসা। তোমার এক অতি পরিচিত পরিবারে তাকে বিয়ে দিয়েছি। ২য় সন্তানের নামঃ ফারজানা সালিক শাপলাঃ পেশায়ঃ বিলেতে একটি বড় কম্পানির বড় কার্মকর্তা এবং সে ছোট কাল থেকে আমার সাংস্কৃতিক সংঘটন (দিশারি) এর একজন নামকরা গানের শিল্পি। বর্তমানে তুমি ইউটিউব এবং ফেইসবুকে শাপলা সালিক এ ক্লিক করলে সব কিছু দেখতে পারবে। ছোট ছেলে সচ্ছল সালিকঃ বিলেতে একজন প্রতিষ্ঠিত ব্যাংকার। ১৯৭০ ইংরেজি ফেব্রয়ারি মাস থেকে শুরু করে আজ ৩৭ বছর পর বিলেতের সকল ব্যাবসা, বানিজ্য, সমাজ কর্ম এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের ইতি টেনে বর্তমানে বাংলাদেশে স্থায়ী ভাবে অবসর জীবন যাপন করছি। বাংলাদেশের মাটিতে শেষ জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছি। যদিও অনেকের জন্য এদেশে বসবাস করা একটা দূরোহ কাজ কিন্তু আমার জন্য এটি কোন সমস্যা নয়। আমি গ্রেট বিটেনের ৭ লক্ষ মানুষের একজন নেতা বা একজন বিশেষ ব্যাক্তিত্ব হওয়ার চেয়ে, আমার বাংলাদেশের ১৬ কোটি মানুষের একজন সাধারন নাগরিক হিসেবে বেঁচে থাকাকেই আমি উত্তম মনে করছি। তুমি সহ আমার সকল ঘনিষ্ট বন্ধু বান্ধব কে শেষ জীবনটা দেশে ফিরে এসে কাটানোর অনুরোধ জানাচ্ছি। আমি যুক্তরাজ্যে তুলনামূলক ভাবে অনেক অনেক কম্ফোটেবল থাকার পরেও দেশে এসে গত পাঁচ বছরে তেমন কোন সমস্যার মুখোমুখি হইনি এবং বেশ ভালোই আছি। আমার ৩৭ বছরের প্রবাস জীবনে বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে দেশে এসে সাত আট বছরের মত ভ্রমন করে ছিলাম আর এখন গত পাঁচ বছরে ১০মাস লন্ডনে ভ্রমনে গিয়ে থেকে এসেছি।
অরুন তুমি আমার সাথে যোগাযোগ রেখ আর তোমার সমন্ধে সব কিছু জানার অনেক অনেক আগ্রহ বোধ করছি। তুমি নিশ্চই জানো তোমার আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দক্ষিন সুরমা কলেজের অধক্ষ্য মোস্তাক না ফিরার দেশে চলে গেছে। পুরুন বন্ধু বান্ধবদের কে পেলে অনেক আনন্দ বোধ করি। বন্ধু তুমি অনেক ভালো থাকো। ফেইসবুক ইত্যাদিতে আমি খুব একটিভ না, তুমি আমার ছেলে মেয়েদের ফেইসবুকে গেলেই আমার সমন্ধে জানতে পারবে। তুমি শুনে খুশি হবে আমার দূর্ঘ্য প্রবাসি জীবনে যুক্তরাজে আমাকে চিনে জানেনা লোকের সংখ্যা খুবই কম। একজন সচেতন বাংলাদেশি হিসেবে আমি প্রবাসে অতন্ত আন্তরিক ভাবে নিজের দায়িত্ব ওখানে পালন করার চেষ্টা করেছি। তুমি ভালো থাকো বন্ধু। আর শাপলার গান শুনে তোমার কেমন লাগে আমাকে জানিও।
ইতি তোমার বাল্যবন্ধু সালিক।
সবাই ভালো থাকুন। শুভকামনা সব সময় সবার জন্য।
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪১
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
রাতুল_শাহ বলেছেন: সুন্দর।
বয়স যতই হোক না কেন বন্ধুদের কথা মনে পড়লে বুকটা হাহাকার করে।
আবারও সেই দিনগুলি ফিরে পাওয়া আশা মনে জাগে।
৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
দৈববানী বলেছেন: আমি বাংলাদেশে থেকেও শাপলা সালিকের গানের ভীষন ভক্ত। বিশেষ করে মনের মানূষ গানটি নিয়মিত শুনি ও দেখি। আর তার বাবা আপনার চাচা । জেনে খুবই ভাল লাগলো। আমি আপনার চাচার সাথে কথা বলতে চাই। এটা সম্ভব কি?
২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে। চাচার সাথে কথাবলেছিলাম আমি আপনার ব্যাপারে উনি অনুমতি দিয়েছেন। আপনি দয়া করে, আপনার ইমেইল এডরেসটা দিলে আমি চাচার ফোন নাম্বারটা পাঠিয়ে দিব। শুভকামনা সব সময় আপনার জন্য।
৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩১
মামুন রশিদ বলেছেন: ৩৭ বছর লন্ডনে কমফোর্টেবল লাইফ কাটিয়েও শেষ বয়সে মাতৃভূমির টানে দেশে ফিরে এসেছে । এটাকেই বলে দেশের মায়া ।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৬
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন আপনি ওনার জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশে কোন ঝামেলায় পড়ে এই দেশপ্রেম যাতে নষ্ট না হয়ে যায়। শুভকামনা জানিবেন নিরন্তর।
৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাপরে!! কতদিন পর!!! আসলে দেশের মায়া এমনই হয়।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন আপনিও হঠাৎ একদিন দেখবেন যে অনেক দিন পার হয়ে গেছে জীবনের। এখন থেকে জীবনের হিসাব নিকাশ কেয়াফুলি করতে থাকেন। আমার চাচা সালিক সাহেব মনে করেন প্রত্যেকের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা খুবই প্রয়োজন। তখন নিজের জীবনের চিন্তা ভাবনাকে বাস্তব রুপ দিতে সুবিধা হয়।
আর শুভকামনা জানিয়েছেন আপনাকে।
৬| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
বাংলাদেশী দালাল বলেছেন: শেয়ার করার জন্য কৃতজ্ঞ রাইসুল সাগর ভাই।
খুব ভালো লাগল।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকেও। শুভকামনা জানিবেন নিরন্তর।
৭| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মনিরা সুলতানা বলেছেন: আমি গ্রেট বিটেনের ৭ লক্ষ মানুষের একজন নেতা বা একজন বিশেষ ব্যাক্তিত্ব হওয়ার চেয়ে, আমার বাংলাদেশের ১৬ কোটি মানুষের একজন সাধারন নাগরিক হিসেবে বেঁচে থাকাকেই আমি উত্তম মনে করছি।
সালাম উনাকে ...
২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৭
রাইসুল সাগর বলেছেন: চাচা আপনাকেও সালাম এবং শুভকামনা জানিয়েছেন। ভালো থাকুন সব সময়।
৮| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাপরে!! কতদিন পর!!! আসলে দেশের মায়া এমনই হয়।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:২০
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন আপনিও হঠাৎ একদিন দেখবেন যে অনেক দিন পার হয়ে গেছে জীবনের। এখন থেকে জীবনের হিসাব নিকাশ কেয়াফুলি করতে থাকেন। আমার চাচা সালিক সাহেব মনে করেন প্রত্যেকের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা খুবই প্রয়োজন। তখন নিজের জীবনের চিন্তা ভাবনাকে বাস্তব রুপ দিতে সুবিধা হয়।
আর শুভকামনা জানিয়েছেন আপনাকে।
৯| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৮
বাংলার হাসান বলেছেন: মাটির টান যায়না উপেক্ষা করা।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:২১
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন আপনি ঠিকই বলেছেন। উত্তম কমেন্ট।
১০| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:০৯
তারছেড়া লিমন বলেছেন: কিচ্ছু বলার নাই ভাই...........শুধু শ্রদ্ধাভরে এই মানুষটার সু-স্বাস্থ কামনা করছি।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৪
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন আপনার জন্য দোয়া করছেন যাতে আপনিও ভালো থাকেন।
আর ভাইডি আমার তরফ থেকে সব সময় শুভকামনা তো তোমার জন্য থাকেই।
১১| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: চাচার প্রতি শ্রদ্ধা ।
গর্বে বুকটা ভইরা গেলো ।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
রাইসুল সাগর বলেছেন: আমিও আপনার সাথে একমত। আর চাচা আপনাকে অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিযেছেন।
১২| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৪৯
যুবায়ের বলেছেন: চমৎকার একটি চিঠি...
বন্ধু শব্দটির মধ্যই কেমন যেন একটি যাদু আছে..
বাল্যবন্ধুদের কথা মনে হলে বুকটা কেমন জানি খালি খালি লাগে..
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫০
রাইসুল সাগর বলেছেন: চাচা বলেছেন যে আপনিও অনার মত আবেগ প্রবন। শুভকামনাও জানিয়েছেন আপনাকে।
১৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৩০
দৈববানী বলেছেন: [email protected].
Thanks a lot for your co-operation.
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫১
রাইসুল সাগর বলেছেন: দুঃখিত তাই ব্লগে আসার সময় হয়নি সারাদিন। আপনার মেইল এ এখনি নাম্বারটা দিয়ে দিচ্ছি।
১৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৬
মেহেরুন বলেছেন: চমৎকার চিঠি।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪০
প্রিয়তমেষূ বলেছেন: চিঠি ও স্মৃতি!!!
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৩
রাইসুল সাগর বলেছেন: হুম.।
১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট
০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
১৭| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।
১৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
বনলতা মুনিয়া বলেছেন: বন্ধুত্বের টান
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সরল চিঠি ।
মজা লাগছে !