নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
ভাই, পথটা কি হাসপাতালের দিকে গেছে? রাস্তায় দাঁড়ানো এক ব্যাক্তিকে অন্য ব্যাক্তির সরল প্রশ্ন। কিন্তু তিনি প্রশ্নটার জবাব দিলেন গরল করে। তার উল্টো প্রশ্ন ‘পথটার কী ডায়রিয়া বা এইডস হইছে নাকি যে হাসপাতালের দিকে যাবে? পথ সর্বত্রই যেতে পারে। সংসদ থেকে পতিতালয়-শশ্বান থেকে আঁতুড় ঘর, রাজপ্রাসাদ থেকে রাজপথ, আবার সাধারন ভবন থেকে রাষ্ট্রভবন- পথ সর্বত্রই যেতে পারে। কিন্তু গত প্রায় একটা বছর দেশের সব পথই থমথমে হয়ে আছে এক অজানা আশংকাতে, যেমনটি ছিল পাঁচ বছর আগেও। বিরোধী দলের হরতাল কর্মসূচি আর পুলিশের দমননীতির চিপায় পড়ে সাধারন পাবলিকের মরনদশা। অনেকেই বের হয়ে কোথাও যেতে পারেননি, আবার অনেকে আটকে গেছেন মাঝপথে। আর বর্তমানে চলা জেএসসি এবং জেডিসি পরিক্ষার্থীদের কথা আর কি বলবো। তাদের কারো পাঁচ এবং কারো আট বছরের সাধনায় যে আগুন জালিয়ে যাচ্ছেন রাজনিতিবিদরা সেটা কোন ভাষায়ই ব্যাখা করা সাধ্যাতিত।।
কিন্তু বিরোধী দল অথবা সরকারী দল কেউই জনতার ভোগান্তির কথা ভাবেননি। আর নেতাদের তো এ নিয়ে ভাবার সময় নেই! মূর্খদের ভাবনা শুধু পকেট গোছানোর। এক মন্ত্রি গেছেন জাপান সফরে। জাপান সফরে যাবার পর তিনি গেছেন এক স্বয়ংক্রিয় গাড়ী তৈরির কারখানায়। সেখানে গিয়ে তো তিনি তাজ্জব বনে গেলেন। হাতে তেমন কোন কাজ হয় না বললেই চলে, প্রায় সব কাজই হয় মেশিন-দ্বারা। সেই কারখানা পরিদর্শন শেষে লিফটে করে সবাই নিচে নামছিল। হঠাৎ এক ভদ্র মহিলা বিরক্তির সঙ্গে “ক্যাগ” করে উঠল। মন্ত্রি সাহেব তার উর্ধ্বতন কর্মকর্তার কাছে মহিলার ক্যাগ করে উঠার কারন জানতে চাইলেন, কর্মকর্তা পাশের আরেক লোককে দেখিয়ে জানালেন, লোকটি নাকি মহিলাটিকে গুতো মেরেছেন। এ কথা শুনার পর মন্ত্রি সাহেব গদগদ করে বলে উঠলেন, যাক এখানে কিছু কাজ তাহলে হাতেও করা হয়। এই হচ্ছে আমাদের নেতাদের অবস্থা। তারা সোজা রাস্তাটা চেনেন কম। জনগনের পশ্চাৎ দেশে বাঁশ দেয়ার জন্য তারা সব সময় বাঁকা রাস্তাটাই বেছে নেন।
যাই হোক শেষ আরেকটা গল্প হয়ে যাক, সাথে ফ্রি হিসেবে ছোট আরেকটা দিয়ে দিব, কারন এখন সবকিছুর সাথে ফ্রি দেবার প্রথা জোরালো ভাবে প্রচলিত। বাজে কথা না বাড়িয়ে শুরু করে দেই, এক নেতা তার চাল্লিকে বলছেন, ‘ভাবছি আগামী মাস থেকে যৌতক বিরোধী আন্দোলনে পথে নামব’। তখন তার চাল্লি (খাঁটি বাংলায় চ্যালা) বলল, এই মাসেই কেন নয় হুজুর? নেতা সাথে সাথে বললেন, ধুর বোকা, এই মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে মেয়ের। পথ যত বন্ধুরই হোক, পথে হাঁটতে নেতাদের কোন-রুপ অসুবিধা হয় না। এক প্রেমিক জুটি সারারাত ঘুরেফিরে সকালে মেয়ের বাসায় ফিরে এসেছে। মেয়ের বাবা সারারাত ঘুরে সকালে ফিরে আসার কারন জানতে চাইলেন। তখন ভীরু প্রেমিক বলল, জ্বি-সাতটায় আমাকে অফিস যেতে হবে কিনা। আমাদের রাজনৈতিক নেতারাও ক্ষমতায় যাবার পর জনতাকে পথে নামিয়ে নিজেকে উপরে টেনে তোলে সেটা বিরোধী নেতাই হোক আর সরকার দলিও নেতাই হোক। কিন্তু শেষ দিকে আবার পথে ফিরে আসেন, কারন তখন যে আবার ভোট চাইতে হয়। অন্যদিকে ক্ষমতায় যাবার পরঃ মাকসুদের সেই গানের মতন “গনতন্ত্রকে গন-ধর্ষন করে চলেন”, হরতালের নামে, দমন নীপিড়ন নীতিতে আর আমরা সাধারন জনগন তাদের রাজনৈতির বুলডোজারের পিশনে পিষ্ট হয়েও আবারো তাদেরই সুযোগ করে দেই, কারনটা হয়ত তেমন পরিস্কার নয়, তবুও মনে হয় আমাদের কাছে আর কোন দরজা হয়ত খোলা নেই। নাকি আছে? থাকলে মতামত দিয়ে জানাতে পারেন। আছে, এই আশাবাদ ব্যাক্ত করে আজকের মত বিদায়, হয়ত ফিরবো আগামিতে অন্য কোন রম্য নিয়ে, যদি সাহস পাই।।
বিঃ দ্রঃ ইহা একটি রম্য রচনা, কারো জীবনের সাথে মিল খাইলে আমি পাগল দায়ী নই। আর জানেন তো পাগলে কিনা বলে। সবাই ভাল থাকুন, শুভ কামনা রইল।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২
রাইসুল সাগর বলেছেন: লিখার মিসটেকে ভুল দেখা দিছিলো তাই।।
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
কালোপরী বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
রাইসুল সাগর বলেছেন: উন্মাদ তাই
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
শীলা শিপা বলেছেন: আপনারা লিখতে থাকবেন আর আমরা দেখতে থাকব... ভাবতে থাকব কি হবে, কি হবে... আসলে কি কিছু হবে??? যেমন চলছে চলতেই থাকবে... একদলের পর অন্যদল আসবে... হাজার বছর ধরে উপন্যাসের মত চলছিল, চলছে, চলবে...।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
রাইসুল সাগর বলেছেন: কিছুই আর করার নাই
শুধু আপেক্ষাই করে যাই। ।
তবে আমি আশাবাদী মানুষ। আশায় আছি সব ঠিক হয় যাবে।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
মামুন রশিদ বলেছেন: হরতাল-বেসামাল... নিদারুন রম্য!
আমাদের রাজনীতিবিদরা সব ভালো-মন্দের উর্ধে ।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
রাইসুল সাগর বলেছেন: হা হা। তাই কি ভাই??? তবে জন পেদানি খাওয়ার আগে ভালো হইবো না তারা মনে লয়।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
জনাব মাহাবুব বলেছেন: শুধুই রম্য !
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
রাইসুল সাগর বলেছেন: হ ভাই রম্য সিরিয়াসলি কইলে বোমা খাইতে এবং জেলেও যাইতে পারি।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাগর ভাই আপনার তুলনা হয়না। +++++ নেন।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই আপনি আছেন বলেই অনুপ্রেরনা পাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫২
শান্তির দেবদূত বলেছেন: রাজনৈতিক রম্য ভাল হয়েছে। নেতারা যে কবে বুঝবেন! দিনের পর দিন হরতাল দিচ্ছে বিরুধীদল! দেশের মানুষের প্রতি এদের কি কোব দয়ামায়া নেই
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
রাইসুল সাগর বলেছেন: না নাই ভাই। এদের রাজনিতি নিজেদের জন্য। সেটা সরকারি দলের নেতা হোক আর বিরুধীদলের। কোন ফারাক নাই।
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++ দিলাম ।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা দিলাম নিরন্তর।
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
রক্ত পলাশী বলেছেন: "জনগনের পশ্চাৎ দেশে বাঁশ দেয়ার জন্য তারা সব সময় বাঁকা রাস্তাটাই বেছে নেন।"
ভাইরে, বাঁশ নিতে নিতে তো আমরা অভ্যস্ত হয়েই আছি.....। অনুরোধ একটাই,
এবার থেকে তেল মাখিয়ে সোজা পথেই দিয়েন।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রাইসুল সাগর বলেছেন: হা হা।।
বাংলার মানুষ আজ বাঁশ খেতে খেতে বিষাক্ত। । না ভাই আপনার আশা সফল হবার নয়। কারন জনগন কষ্ট করে বাঁশ না নিলে কেমনে বুঝবো রাজনিতিবীদগো ঝাঁঝ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য। বাঁশ খান, ব্যাথা পান বেশি বেশি, তাতেই রাজনৈতিকরা হবেন খুঁশি।
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
ড. জেকিল বলেছেন: হাজার বছরের পুরনো সেই রাত......
সুন্দর লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
বেঈমান আমি. বলেছেন: ব্রো কই তুমি?
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
রাইসুল সাগর বলেছেন: হারাই গেছি ব্রো। আপনি কেমন আছেন??
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে রম্য।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৪
রাসেলহাসান বলেছেন: ভালো লেগেছে।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনি আছেন এখনো..... অবাক.. কত্তদিন পর রাইসুল ভাই..
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
রাইসুল সাগর বলেছেন: মাঝে মাঝে আসি আবার হারাই। আশা করি ভালো আছেন।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
তানিয়া হাসান খান বলেছেন: আপনি আছেন এখনো..... অবাক.. কত্তদিন পর রাইসুল ভাই.. ?
কোথায় ছিলা তুমি ?/ ম্যাসেজ দাও আবার হারায় যাও ঘটানা টা কি ?
খুব ভাল লেগেছে তোমার রম্য রচনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
রাইসুল সাগর বলেছেন: আছি আপু, তোমাদের আশেপাশেই। বেশ কিছু ব্যাস্ততা আছে। তাই আসা হয় না। তোমার বই দেখলাম। তোমার নতুন বইয়ের জন্য শুভকামনা। বই মেলায় এখনো যেতে পারিনি, কয়েকদিনের মধ্যেই যাব। তোমার প্রকাশনীর নাম লিখে রাখছি বইয়ের নাম সহ। তুমি ভালো থেকো আপু সব সময়। শুভকামনা নিরন্তর।
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
জুন বলেছেন: পথ যত বন্ধুরই হোক, পথে হাঁটতে নেতাদের কোন-রুপ অসুবিধা হয় না। রম্যের ছায়ায় কঠিন বাস্তব রাইসুল সাগর । ভালোলাগলো অনেক ।
+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু।
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
ব্লগারের স্বপ্ন বলেছেন: (y)
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
রাইসুল সাগর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
নিয়েল হিমু বলেছেন: ফেবুতে নাম্বার দেয়া ২ আর এখানে ৩ ক্যান ?