নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত পথিক

Shaiful islam majumder

আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।

Shaiful islam majumder › বিস্তারিত পোস্টঃ

ঝতুপর্ণা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১

                      ঝতুপর্ণা
             সাইফুল ইসলাম মজুমদার

ওহে কে তুমি এলোকেশী, লাজুক লাজুক চোঁখ।
দুই ভ্রমরের মিলনমেলায়, লাল টিপের ই ছোট্র
ভেলায়
অপরূপা ওগো তুমি তাই, চেয়ে আছি তোমার
আঁখি পানে আমি, অপলক!!!!

কে গো তুমি নেশাময়ী, বিদিশা রমনী
তোমার বদন মোর দুআঁখি দ্বারে করে করাঘাত,
তোমার মাঝে হারাই আমি,
কাটে রাত্তির আসে প্রভাত।
তোমার ভাবনায় আজ স্বপ্ন বুনি!!

ওগো তুমি কি যৌবন বসন্তের ফুটন্ত গোলাফ?
নাকি কোন ফুঁই মাছার দোলদোলে লতা,
যে হেলেদুলে বাতাসের সাথে কয় কথা।
ওহে বাসন্তি করবে না মোর সাথে একটু আলাফ??

তুমি কি হেমন্তের শীতের আগমন?
রঙ্গিন আলখাল্লায় রাঙ্গিয়ে দেয়া,
শীতল হাওয়ার মৃদু চোঁয়া,
ওগো তুমি কি দিনের প্রথম রবির, উষ্ণ সন্ধিক্ষণ!!

হবে কি তুমি মোর হৃদয় দিগন্তের হিম শীতল হাওয়া,
মোর বক্ষবামে তোমার চবি আঁকা,
অন্তরের কৌটায় তোমার তরে
আছে প্রেম রাখা।
বলছি তোমায় হারিয়োনা প্রিয়া ভূলে মোর সব চাওয়া!!

তুমি কি বর্ষা দিনের ঝির ঝিরি ঝির,
আমি কখনো দেখিনি তোমার চাহনিতে এতটুকু মেঘ,
তবু তোমার পানে চেয়ে পাই আমি ঘন বর্ষনের আবেগ।
ওগো তোমার অপেক্ষায় আছি আমি হয়ে অধীর!!

তুমি কি গ্রিষ্মের খরতাপের মাঝে শ্যমলিমার প্রান্তর?
বুকফাটা রদ্দুরের মাঝে একফোঁটা জল,
নাকি নিরবধি বয়ে ছলা নদীর জল কলকল।
ওগো তোমার ভাবনায় মোর আকাশে বহে এক অনিশ্চয়তার ঝড়!!

শরতের গাম্ভির্যে কেগো তুমি কন্যা?
পাহাড়ের পাদদেশের ফোটা সতেজ জবা ফুল,
নাকি কোন ঝিল পুকুরের কাশেভরা কূল?
ওগো বলো কে তুমি রুপের বন্যা!

জানি তুমি এক জিবন্ত প্রণয় সুরার অমৃত ঝর্ণা!!
ওগো তুমি কি বিলোনিয়ার চরের সেই কৃষ্ণআঁখির ঝতুপর্ণা???

২০ই ফেব্রুআরি,  ২০১৫
গাজীপুর,ঢাকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.