নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত পথিক

Shaiful islam majumder

আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।

Shaiful islam majumder › বিস্তারিত পোস্টঃ

অস্পরী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

অস্পরী
#দুরন্ত_পথিক

আমি চোখে ঝাপসা দেখছি
সব কিচু ঠিকই, কিন্তু শুধু তোমায় দেখছি একটু অন্য রকব ভাবে!
আমি তোমায় দেখছি আলোর মত,
যেই আলো আমাকে আজ অন্ধ করেছে।
সেই আলো তুমি হয়ে আমায় অনুভব করছ না।
হয়তো একটু ভালবাসার অভাবে!!

আমি তোমায় দেখছি একটু অন্য রকম ভাবে।
সবুজের মাঝে একখন্ড তুমি।
একা তুমি আছ বসে।
মায়াময়ী গোল দুটি চোখে
অপলকে চেয়ে আছ মায়ার পাত্র নিয়ে!
আমি আজ মাতাল হয়েছি তোমার ছড়ানো কেশে!!

তোমায় নিয়ে স্বপ্ন দেখি সকাল সন্ধা রাতে

অশরিরি তোমার চোঁয়ায়,
জেগে উঠি পাখিডাকা প্রাতে।

তুমি আমার দুপুর বেলার খরতাপের রোদ
তত জ্বালাও ইচ্ছে যত,
আমি নেবো নাকো শোধ।

বিকেল বেলার সূর্য তুমি রক্ত লালে লাল
তোমার আশায় থাকবো বসে,
তোমায় ভাববো চিরকাল।

তোমার স্বপ্ন সম্বল আমার,
তুমি মনের খোরাক আমার
হৃদয় ভরা উদ্দেলতা তোমার বিচরন।
থাকবে তুমি হৃদয় ঘরে আমার আমরণ।

ওগো আমার সাদা কালো জীবন,
তোমার চোঁয়ায় রঙ্গিন হবো রেখো আমায় স্বরণ।
তোমার আলোয় অন্ধকারে হব আমি পথিক।
তুমি হবে সঙ্গি আমার পথ দেখাবে সঠিক।

যদি তুমি দূরেও থাকো
নিজেকে যদি আড়াল রাখো।
ভুলবোনাকো তোমায় আমি যদ্দিন না মরি,
মনে রেখো তুমি ছিলে আমার,
স্বপ্নের অস্পরী!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.