নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত পথিক

Shaiful islam majumder

আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।

Shaiful islam majumder › বিস্তারিত পোস্টঃ

শ্বৈরাচার নীপাত যাক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

স্বৈরাচার নীপাত যাক
                 #সাইফুল_ইসলাম_মজুমদার

ওরে বীর জনতা!
কতকাল আর থাকবি নীরব,
ভাঙবিনা কি নীরবে অত্যাচারিত হওয়ার সর্বগ্রাসী প্রথা?

অসহায় মানুষের ক্রন্দন ধ্বনি কি তোর কানে বাজে না?
ওহে বীর!
কম্বল মুড়ে শুয়ে থাকা তো তোর সাঝে না!

কতকাল আর সইবি নিরবে, 
বলবি কি আমায়?
ওরে উঠে আয়!
দেখ যত বন্ধন ছিড়ে, রাস্তা আজ অবরুদ্ধ বিপ্লবী মানুষের ভিড়ে।
চেয়ে দেখ কাঁটা ভরা পথ দলে ওই কারা যায়!
ওরে উঠে আয়!

শকুনের থাবায় লুন্ঠিত আজ,
শান্তির গনতন্ত্র!
সত্যের সংগ্রামে ছুটে আয় তোরা,
হৃদয়ের চিরকুটে লিখে নিখে নিয়ে আয়,
মহাবিপ্লবের অমর মন্ত্র!

দেখিস নাকো আর কারো চোখ রাঙানি।
ভয় নেই আজ লাখো কন্ঠ তোর সাথে,
আয় ছুটে আয় আছে যত বাঁধা বিপত্তি সব চুর্নি।
বুকে রাখ বল আজ হবো মোরা হারিকেন,
হবো সাইক্লোন কিংবা ঘুর্নি!

তোরা কি ভূলে গেছিস নূরমোহাম্মদকে?
তোরা দেখিসনি কি করেছিল ওই প্রতিবন্ধী দেলোয়ার??
মুক্তির সৈনিক তারা, সত্যের তলোয়ার!

ওরে মুক্তিকামী জনতা!
থাকবোনা আর মোরা বন্দি,
মোরা আর যাবোনা কোন সংলাপে,
করবোনা আর কোন সন্ধি,
বাধবোনা মোরে আর কোন শর্তের বেড়াজালে,
ওরে আমরা থাকবোনাকো আর স্নায়ু বন্দি!!

ওরে আয় ছুটে আয়!
করিস না আর জীবনের ভয়,
প্রত্যাহ তো ঝরছেই তাজা রক্ত খামোখাই!
ওরে শুনে রাখ স্বৈরাচারী!
এ দেহে যতক্ষন থাকে একপোটা জল,
তোদের রুখবো আমি করবো ধ্বংশ অনর্গল!

তোরা বানিয়েছিস জনতার টাকায়,
দুনিয়ার উপর স্বর্গ!
ওরে শুনে রাখ শয়তানের দল,
মোরা আসছি তেড়ে, ভাঙবো তোদের
ওই সর্নাশা মিত্রবেশী দুর্গ!!

তোরা কি শুনতে পারছিস না ওই চিৎকার?
নাকি তোদেরর মনে বাসা বেধেছে ভয়?
ওরে কান পেতে শোন,
এ চিৎকার মজলুমের, নিপিড়কের নয়!

ওরে কে আছিস তোরা,
আয় ছুটে আয়,
বন্ধ করে দে ওই দুর্গের দরজা,
যেন কোন নিপিড়ক না পালায়!!

জয়ের পথে আজ মোরা ধ্বংসের পথে নয়,
অভিশাপ নয় বর্শা হাতে মোরা চুটেছি,
অনিশ্চয়তা আর ভয়কে মোরা রুখে দিয়েছি!
শুন তবে,আমরাই আজ বন্ধ করবো ওই অসহায় রক্তের ক্ষয়!!

৫ই জানুয়ারি, ২০১৫
সকাল ৯টা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.