| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Shaiful islam majumder
আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।
সেদিন বিকেলে
সাইফুল ইসলাম মজুমদার
সেদিন বিকেলে তুমি এসেছিলে
এসেছিলে কাছে অার বেসেছিলে ভালো,
ডুবন্ত রবি ছড়াচ্ছিল মৃদু লাল অালো
সেদিন অামার হাতে হাত রেখে হেটেছিলে।
বাতাস হেলে পড়েছিল তোমার চুলে
তাকিয়েছিলাম অামি দুনিয়াটা ভূলে,
পকেটে রাখা নীল চুড়ি করেছিলাম বার
ডান হাত বাড়িয়ে ফের তাকালে অাবার,
নীল ছুড়ি নীল শাড়ি লেগেছিল বেশ
বিশ্বাস করো অাজো চোখে লেগে অাছে
তারি নেশাতুর রেশ!
এক পায়ে পরা ছিল পায়েল খানি,
তোমার কদমে সেদিন ঝরে পড়েছিল
মোর ছিল যত গ্লানি,
বাকরুদ্ধ নয়নে তাকিয়েছিলাম হায়
মোর পানে চেয়ে ফিরে ফিরে হেসেছিলে
মোর হাতে তুলে দিয়েছিলে খুলে সে পায়েল,
সেই মিষ্টি বিকেলের শেষ বেলায়।
সন্ধ্যা এসেছিলে নেমে তবে অাসেনিকো রাত,
অাবার অাসবে ফিরে সোনালী প্রভাত
অাবার হাটবে দুজন কোন মিষ্টি বিকেল বেলা
বাইবো প্রেমের হৃদে ফের ভালবাসার ভেলা❤
৮/১০/২০১৮
Dedicated to : The BluePearl
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।