নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানিনাকো কোন আইন, আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে

কবি জাকির হাসান (পাবনা)

কবিতায় বাঁচি

কবি জাকির হাসান (পাবনা) › বিস্তারিত পোস্টঃ

কবি জাকির হাসানের কবিতা

১৩ ই মে, ২০১৬ রাত ১১:৫৫

ধরন-গড়ন
জাকির হাসান
জীবনের যথার্ত রুপ করিতে গড়ন
অধম পুঁজি করে উত্তমের ধরন
ভেতরে ফাঁকা-ফাঁকি লেবাসী বরন
উত্তম-হীন-দিনে বিরস যাপন
দৈন্য হৃদয়ের অন্তপুরে দেখি নাই দৃষ্টি মেলে
সত্য মেলে সাধনাতে মুক্তি কোথা গেলে
ছলে, কলে, বাহুবলে, কিংবা যত সাধনায়
জীবন তরী বড় আনাড়ী কুলের দেখা নাই
এবার পুঁজি পাপের পালা
লোক ঠকিয়ে গা জুড়াবো, মিটবে গায়ের জ্বালা
হয়ত সবই ভাগ্য দেবীর খেলা ?
জীবন তরী ঠিকানাহীন বাড়ছে ক্রমে বেলা
ক্ষণ, অনুক্ষণ, যুগের লগণ
হা হুতাশ,দ্বীর্ঘশ্বাস, মলিন বদন
পেছনে তাকালে সব মরুর মতন
তাই ভেবে ছল ছলে করুন নয়ন
সম্মুখে কতদুর
শরীরের ভার কুলাতে পারিনা তবু যেতে হবে বহুদুর
জানি পাবনা পরিত্রান
স্থীর জীবনের সঙ্গি এখন অনুশোচনা-অপমান
হটাত সকল ভ্রান্তি ছেদে
নিজেরে দেখি অন্তপুরে বিন্দু আলো পেতে
ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ের বিশাল সমাহার
হেরেও জিতেছি, অবশেষে বুঝেছি, এটাই জগতের কারবার
ওহে করুনাময়
ভূলের ভ্রন্তি ক্রান্তি পেরুলে অবশেষে কি হয়?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ ভোর ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: জীবনের যথার্ত রুপ করিতে গড়ন
অধম পুঁজি করে উত্তমের ধরন

খুবই মুল্যবান কথা । অনেক ধন্যবাদ ।

২| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৩২

কবি জাকির হাসান (পাবনা) বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.