নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানিনাকো কোন আইন, আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে

কবি জাকির হাসান (পাবনা)

কবিতায় বাঁচি

কবি জাকির হাসান (পাবনা) › বিস্তারিত পোস্টঃ

কবি জাকির হাসানের কবিতা

১৪ ই মে, ২০১৬ রাত ১২:৩০

সম্প্রদায় পরিচিতি
জাকির হাসান
মানুষের মৌলিক পরিচিতি সে মানুষ
বেশভূষা আর প্রাতিষ্ঠানিক পরিচিতি, মানুষের বিবর্তনের ধারা মাত্র
মানুষ মতভেদে আত্ন-স্বার্থে কোলহ করে
সৃষ্টিকর্তাকে বিভাজন করে
সৃষ্টির বিতর্ক জাত-পাত সংঘর্ষে আজও প্রবাহমান
কোনো মতাদর্শই সব গোত্রে সমান সমাদৃত নয়
তবে তার গ্রহন যোগ্যতার একটা দাবী থাকে
কালের আবর্তে অনেক কিছুই বিলীন হয়
অাবার নতুনের আগমনে সে দাবীই জোরালো হয়
বিবর্তনের ধারায়, নব চেতনায়, তা ক্রমশ উন্মাদনা ছড়ায়
জাত বর্ণের বিভাজনে মানুষ সম্প্রদায়ভুক্ত
সম্প্রদায় সবসময় সঙ্কুচিত নীতিমালায় পরিচালিত
আচার, অনাচারে মানুষের বিকাশ বর্ণময়
সৃষ্টি কর্তার অন্ত-নিহিত তাতপর্যও বর্ণময়
সৃষ্টির বিকাশকে উন্মুক্ত করতে গিয়ে মানুষ
সাম্প্রদায়ীকতাকেই চীরাচরিত লালন করে আসছে
যা মানুষ কে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেে
এটা পুরাপুরি প্রতারনা
রিতি-নীতির বেড়াজালে মানব সত্তা বিলুপ্ত হয়ে-
ভন্ডদের খোরাকে পরিনত হচ্ছে
দন্দ সংঘাতে শুধু প্রতারকরই লাভবান হচ্ছে
প্রকৃতি সমস্থই লালন করে
এটাই একমাত্র আশ্বর্য সুখকর অনুভূতি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.