নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানিনাকো কোন আইন, আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে

কবি জাকির হাসান (পাবনা)

কবিতায় বাঁচি

কবি জাকির হাসান (পাবনা) › বিস্তারিত পোস্টঃ

বিকৃত আত্মার পৃষ্ট-পোষক (ধারাবাহিক উপন্যাস)

১৫ ই মে, ২০১৬ রাত ১১:৩১



বিকৃত আত্মার পৃষ্ট-পেষক

জাকির হাসান

(পরিচিতি)


মোবারক মিয়া পাড়া গাঁয়ের এক পরিচিত নাম। গ্রামের যেসকল গন্যমাণ্য ব্যাক্তিবর্গ রয়েছে, তাদের কাতারে তাকে রাখতেই হবে।কিন্তু তার এই পদন্নতি তাকে ধীরে ধীরে অর্জন করতে হয়েছে। মোবারোক মিয়া যখন খুউব ছোট সবেমাত্র সে পৃথিবীর আমন্ত্রিত অতিথি, ঠিক সেই সময় তার পিতৃ-বিয়োগ ঘটে।সদ্য ভুমিষ্ট মোবারক ও ৭ বছরের শিশু জাফর কে নিয়ে মা আমেনার অভাব অনটনের র্জীর্ণ শীর্ণ দেহ।প্রাচীন ধ্বংস স্তুপের মাঝে সংসার নামক মহা-রথীর ঘাড়ে চেপে ঢাল তলোয়ার বিহীন রাজ্যের রাণী। অতি কষ্টে আদর মমতায় দু সন্তান কে তিনি খেয়ে না খেয়ে কোন মতে একটু বড় করে তুলেছিলেন।বাল্যকালে পিতাকে হারানোর পর বাঁচার তাগিদে পরের বাড়ির রাখাল হিসেবে আত্ম-প্রকাশ ঘটে মোবারক ও জাফর মিয়ার।এর পর জীবনের অনেক বাধা বিপত্তিকে দু হাতে দুমড়ে মুচড়ে সে আজকের পরিনত মোবারক মিয়া। গ্রাম্য শালিশ,সামাজিক পর্যায়ের বৈঠক, দরীদ্র মানুষের আহাজারীতে তার ছিল নিস্বার্থ অবদান।আদর্শ সমাজ ব্যাবস্থাপনায় তার ছিল যত্রতত্র নিবেদিত প্রাণ।যদিও তার পুথি বিদ্যা নিতান্তই সামান্য।অন্যন্য ছেলেদের মত দুরের পথ পাড়ি দিয়ে অধ্যায়ন করার সুযোগ সে পাইনি।শিক্ষার প্রতি অসাধারণ টান থাকায়, কাজের ফাঁকে ফাঁকে সে নিজ চেষ্টায় লেখাপড়া শিখেছিল।বাংলায় লেখা ও সাবলীল উচ্চারণে পড়তে তার কোন বাধা ছিলনা।নিরক্ষরভুক্ত সমাজে তাকে টিপ দিতে হয়না।”যাকে বলে স্ব শিক্ষায় শিক্ষিত” পৈত্রিক সুত্রে বসত বাড়ির চার বিঘা জমি ছাড়া আর তেমন কিছু ছিলনা।তাই অল্প বয়সেই বাস্তব সমাজের মুখোমুখি হতে হয়েছে তাকে।তখন কার সহজ পন্থা কৃষিকেই অনুসরন করল তারা।অল্প মূল্যে উর্বর কৃষি জমি বর্গা নিয়ে ধান পাট চাষ করে তারা জিবীকা নির্বাহ করত। আস্তে আস্তে তাদের পরিবার স্বচ্ছল হতে থাকল।এক সময় কৃষি পণ্যের ব্যাতিক্রম উদ্ভিদ পান চাষ ( তামাক জাতীয়) পণ্য উৎপাদন করে বিস্তর পয়সার মুখ দেখল। এ চাষের উদ্ভাবক কে? চাষ পদ্ধতি কোথা থেকে এল? তা আমার জানা নেই।তবে এ চাষ করে তারা দশ গ্রামে আইডল হয়ে থাকল।পরবর্তীতে তাদের পরামর্শ ক্রমেই এলাকাতে এ চাষের বিস্তর প্রসার হয়েছিল। মোবারক মিয়া তার ক্ষুদ্র শিক্ষা দিয়ে এভাবেই নিরবে সমাজ গড়ার কাজ করত।এর পর তরুণ বয়সে বিয়ে-শাদী করে সংসারের ভীত গড়ার পর নিজের ছেলেদের ও বড় ভায়ের ছেলেদের শিক্ষিত করার সর্বাত্মক প্রচেষ্টা ছিল তার।মোবারকের এক মাত্র বড় ভাই জাফর মিয়া তখনকার হাল ফ্যাশনে ডুবে গিয়েছিল। পরিস্কার পোশাক পরা, দেহকে পরি পাটি করা এবং সেই সময়ে বিত্ত শ্রেণীর সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের অ-নৈতিক কার্যক্রমে নিজেকে সংযুক্ত রাখা ছিল তার কাছে গর্বের।সে ছিল নিরক্ষর,উড়নচন্ডী ও অর্থনাশী।তবুও বড় ভাইয়ের প্রতি মোবারকের পরম শ্রদ্ধা ছিল।” শুধু ঐ স্ব শিক্ষায় শিক্ষিত মূল্যবোধের কারণে।” মোবারক মিয়ার সংসারে ৫ ছেলে ও দুই মেয়ে, জাফর মিয়ার সংসার একটু বড় ৫ ছেলে ও ৫ মেয়ে। খড়ের চালের বাঁসের চাটাই দিয়ে গেরস্থ আদলে চতুর্মুখী ঘর দিয়ে ঘেরা এক ওঠানওয়ালা বাড়িতে দুই ভায়ের ছেলে মেয়েগুলো একে অপরের সাথে মিলেমিশে একটি পরিবারের হয়ে বড় হচ্ছিল। যেখানে হিংসা বিদ্দেষ ছিলনা, প্রাপ্তি অ-প্রাপ্তির বালাই ছিলনা, ছিলনা সামাজিকতার বাধা-নিষেধ।বড় ভাই স্বভাব বৈরাগী হওয়াতে মোবারক মিয়াই এতবড় পরিবারের প্রায় সমস্থ দায়ীত্ব নিজের মত করে বয়ে চলত। বড় ভাই যাই হোক সংসারের প্রয়োজনে মোবারক মিয়া মাঝে মাঝে তার পরামর্শ নেয়। জাফর মিয়াকে যোগ্য সন্মাননা দিয়েই সে সংসারের মঙ্গল দ্বীপ জ্বালে।
”অনৈক্যে বিশ্বাসী নয় ঐক্যেই শক্তি,
প্রভুত্ব আছে যেথা ভক্তিতেই নিস্পত্তি “
সংসারের প্রভূত ক্ষতি সাধন করলেও বড়ভাই তার পিতৃছায়া।ঠিক এই রুপ সমস্থ সংসারের মঙ্গল প্রদীপের মত।কখনো কোন কারণে সে বড়ভায়ের সাথে উদ্যত আচরণ করেনি।”এই হচ্ছে স্ব শিক্ষায় শিক্ষিত মোবারক মিয়া” মোবারক মিয়াকে কেউ তার ভায়ের অপকর্ম সমন্ধে জানালে সে এক প্রকার অহঙ্কার করেই বলত
( “ স্রোতের জ্বল পর্যাপ্ত প্রবাহেই বেগবান হয়
আর সেই বেগ খাল বিল নদীনালা চষে বেড়ায়ে আবার সাগরেই ফিরবে, মাঝখানটাই কেবল উন্মাদনা” )
চলছে চলুক তুমি বলার কেহে? অমনি মুখ থুবড়ে স্তব্ধহয়ে বোবা হয়ে সমাজ পড়ে রয়।
( মোবারক স্ব শিক্ষায় শিক্ষিত কথাটা তিনবার উচ্চারিত হয়েছে। তার জ্ঞ্যন, জীবণ দর্শণ ও মতাদর্শের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক “ স্ব শিক্ষায় শিক্ষিত বাক্যটি তার প্রতি উৎসর্গ করলাম”................চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.