নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানিনাকো কোন আইন, আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে

কবি জাকির হাসান (পাবনা)

কবিতায় বাঁচি

কবি জাকির হাসান (পাবনা) › বিস্তারিত পোস্টঃ

কবি জাকির হাসানের কবিতা

১৯ শে মে, ২০১৬ রাত ১২:২০

দু হাত বাড়িয়ে দাও
জাকির হাসান

দু হাত বাড়িয়ে দাও, আমি তোমারি
কোনদিন কোথাও যাবনা, তোমার সীমানা ছাড়ি
প্রতিঙ্গা করলাম এই অক্ষন, এ জীবনে বাজী
তোমার কাজল ঘন গহীন দু চোখে করব বসবাস, সেথায় আমার বাড়ী
উদম উদ্যমে হব তোমাবাসি
ফাগুন পল্লব যেথা রাশিরাশি
দুরন্ত আদিবাসী হব, ছুটে যাব কঙ্কাবতীর চুড়ায়
তুমি শঙ্কা মনে এলো চুলে আমারি অপেক্ষায়
ঘনে আসা সাঁঝের বেলায়
আমি চম্পা,মালতি,বকুল, কদমে সাঁজাবো তোমায়
জোছনা বিলাসে আমি হব অভিলাসি
তুমি হাসনাহেনার সৌরভে বহুরুপি, তোমাতে বিলীন আমি
চৈত্র দিনে হিজল তলায় বিছিয়ে শীতল পাটি
কেচ্ছা শোনাব পথিক কবির যারা শোনার চেয়ে খাঁটি
জলের কুলে, ক্ষেতের মাঠে, বিস্তৃত সীমানায়
যদি যেতে চাও ভাটির পথে কোন দুর পড়াগাঁয়
যেথা ভাটি গান গেয়ে মাঝি বায় নাও
আমি শুধুই তোমার হব, প্রতিঙ্গা করলাম দু হাত বাড়িয়ে দাও।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ ভোর ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: দু হাত বাড়িয়ে দাও, আমি তোমারি
কোনদিন কোথাও যাবনা, তোমার সীমানা ছাড়ি

খুব ভাল লাগল কবিতাখানি ।ধন্যবাদ

২| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪

কবি জাকির হাসান (পাবনা) বলেছেন: আপনকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.