নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানিনাকো কোন আইন, আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে

কবি জাকির হাসান (পাবনা)

কবিতায় বাঁচি

কবি জাকির হাসান (পাবনা) › বিস্তারিত পোস্টঃ

কবি জাকির হাসানের কবিতা

২০ শে মে, ২০১৬ রাত ১২:৪৩

বাংলাদেশ

জামাত শিবির রাজাকার
(জাকির হাসান)
যুদ্ধ অপরাধী কালো অপশক্তি রাজাকার
ধর্মের লেবাসে বিকৃত আত্তায় দেশ পুড়াইয়া করিল ছারখার
জঙ্গি আঁতাত ক্রস কানেকশন
দেশের মানুষ আজ দিশেহারা রাজাকারের কেন হয়না পতন
ওরা খূনী, ওরা লুটেরা
মানুষ ভক্ষন করে ওরা আজ দেশর মাটিকে কুলষিত করিতে করিছে পাঁয়তারা
এ লজ্জা, জাতির ভীষন লজ্জা
যখন দেখি ক্ষমতার মসনদে কোনে এক পক্ষ শক্তির ছয়াতলে
কু কর্ম কু বাসনার চরিতার্থে মত্ত অন্তরালে
ওরা দেশকে বানাতে চায় তালেবান আফগানী
ওদের স্বৈরাচারী কঠোর মনোভাবের চাবুক দিয়ে ঘায়েল করতে চায় মানব সভ্যতা জাতি
ওরা উন্নয়রনর নিতিমালাকে বলে সূদ বানিয্য
সভ্যতা বদলে ওরা দেশ বানাতে চায় দারিদ্রের সম্রাজ্য
ওরাই লেবাসধারি শয়তানের দোষর স্বার্থে হানাহানি করে টুপি মাথায় ঘুষখোর
সম্রাজ্যবাদ কায়েম করতে শুরু করে কালোবাজারি
নগ্ন কালোথাবা ওদের রাতের বেলা চোরাই পথে অবৈধ অস্ত্রের বিকট ঝনঝনানী
বোমা বারুদ ফাটিয়ে রক্তের হোলি খেলে ওরা পিশাচ শয়তানি
সভ্যতা মানবতা বিদ্ধংসী ওরা নারী শিশু পাচারকারী
ধর্মিয় লেবাস পরে নিরবে প্রতারনা করে ওরা পতিতা কারবারী
নারী ওদের কাছে ভোগের পন্য
আজও শতশত মা বোনের বেদনার্ত নিষ্পাপ মুখ মলিন ওদের জন্য
ওরা আমলা, ওরা চামচা
দেশের স্বার্থ বিকিয়ে ধামাধরা কামলা
হরিলুট করে অবৈধ পন্থায় ওরা আজ সমাজপতি
তাইতো মুক্তি যোদ্ধা নিরবে নিভৃতে কাঁদে আক্ষেপ তার নিজের প্রতি
সাম্প্রদায়ীক বৈসম্য ওরা সুযোগ খোঁজে
উস্কানী চালিয়ে লুটপাট, দাঙ্গা, হাঙ্গামা অস্থিতিশীল অরাজকতা করে দেশের সম্ভ্রম লুট করে
ওরাই ফতোয়াবাজ
নোংরা স্বার্থে অসভ্য চিত্তে নিদারুন বিচারি প্রহসনে মানব সভ্যতায় কলঙ্কের কালি মাখে
ওরা প্রতারনা করে নিরবে নিভৃতে
বাংলাদেশের হৃদয়ে জোঁকের মত রক্ত চুষছে দিনেরাতে
ফতোয়ার নিরব ঘাতক ব্যাধিতে জীর্ণ করে রেখেছে দেশ জাতিকে
বাল্য বিবাহ জনসংখ্যার উদ্ধগতি আজ ঠেকাবে কে
তাইতো ক্ষুদ্র পরিসর আমার সোনার বাংলায় এত ধর্ষন, সন্ত্রাস, চাঁদাবাজি
আমি কবি
কি করে সহিব এত তুমি বলে দাও জাতি?
আজ ডিজিটাল দিনে সময় হয়েছে রুখে দাঁড়াতে হবে
ওদের বিষদাঁত কালো অপশক্তির শেকড় উপড়াতে হবে
এটাই আজ নিস্পেষিত,নির্যাতিত জাতির আবদার
কোন আপস নয় মনে রাখতে হবে, ওরা সভ্যতা গনতন্ত্র বিদ্ধংসী
ওরা জামাত, শিবির, রাজাকার

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ ভোর ৪:৪১

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ আধুনিক বাংলা কবিতা । একটি নতুন স্টাইলের কবিতা বলে প্রতীয়মান হল ভাষা প্রাঞ্জল ভাব পরিস্কার । ধন্যবাদ ।

২| ২০ শে মে, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম

৩| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৩

কবি জাকির হাসান (পাবনা) বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.