নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদমা

কদমা › বিস্তারিত পোস্টঃ

সোনাদিয়ার ডলফিন আর কচ্ছপের দুর্লভ হ্যাবিটেট ধংস করে সরকার ডিপ সি পোর্ট করছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

চিটাগাং আর মংলার পাশাপাশি পটুয়াখালিতেও আরেকটি সমুদ্র বন্দর হতে যাচ্ছে । এই ৩টি বন্দরই বাংলাদেশ স হ এই সমগ্র অঞ্চলের জন্য যথেষ্ট । আর ডিপ সি পোর্ট যদি করতেই হয়, তাহলে অন্য কোথাও প্রয়োজনে কঙ্ক্রিটের প্ল্যাট ফর্ম করেও করা যেতে পারে । কাজেই ঐ হ্যাবিটেট ধংস করাটা সম্পুর্ন অযৌক্তিক ।



সুত্র : Click This Link



ছবিতে দেখুন কি সুন্দর হ্যাবিটেট টি সরকার অযথা নষ্ট করতে যাচ্ছে । আসুন আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ডলফিন-কচ্ছপ অন্য কোথাও বাসা খুঁজে নেবে, ডিপ সি পোর্ট অনেক বেশি জরুরী আমাদের মতো ছোট্ট একটা দেশের জন্য।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

টুনা বলেছেন: একটা দেশের উন্নয়নের জন্য গভীর সমুদ্র বন্দর একান্ত জরুরী। যারা এই আর্টিক্যাল নেটে দিয়েছে বা যারা এই আর্টক্যালের পৃস্টপোষক গিয়ে দেখেন তাদের দেশেও গভীর সমুদ্র বন্দর রয়েছে। তারা সবচাইতে বেশী ক্সতি করছে পরিবেশের আর শাস্তি পেতে হচ্ছে আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষকে।
কথায় বলে পেটে খেলে পিঠে সয়।

সুতরাং কথা সোজা সাপ্টা যারা এই নীতিকথা বলে তার তাদের নিজের চরকায় তেল দিক। আমি গভীর সমুদ্র বন্দর প্রতিস্ঠার পক্ষে।তা যত তাড়াতাড়ি সম্ভব। শুধু কচ্ছপ আর আর ডলফিন নয় সমস্ত মাখলুকাত মানুষের জন্য। সুতরাং আমাদের উপকারের জন্য তারা হাসি মুখেই ত্যাগ স্বীকার করবে।

ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

ম ম বলেছেন: ভাই,
অনেক সম্ভাবনার এই ডিপ সী পোর্ট।
জিডিপি ২% বৃদ্ধি করা সম্ভব।
এশিয়ার নতুন সিঙ্গাপুর হতে পারে বাংলাদেশ এই পোর্টকে নিয়ে।।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

আঁধার রাত বলেছেন: সোনাদিয়ার ডলফিন আর কচ্ছপের দুর্লভ হ্যাবিটেট দিয়ে আমাদের কি হবে শুনি। প্রকৃতি প্রেম দেখান বান্দর বন গিয়ে ব্লগে কি দাদা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.