| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে মার্কিন রাষ্ট্রদুত লুঙ্গি পরে রিকশাচালক সেজে সপরিবারে ছবি তুলে তা সানন্দে মিডিয়ায় শো করছে,
সেখানে বাড়িধারাবাসি তাদের এলাকায় লুঙ্গি পরে রিকশাচালানো নিষিদ্ধ করেছে ।
১জন ভিন দেশি বুঝলেও আমাদের দেশের তথাকথিত নব্য অভিজাতরা এটা বোঝেনা যে, লুঙ্গি পড়া রিকশাচালকেরা আমাদের ১ ধরনের ঐতিহ্য হয়ে গেছে ; যেমন পান্তা ইলিশ আমাদের ঐতিহ্য ।
এছাড়া এই গরমে প্যান্ট-জাঙ্গিয়া পরে রিক্শা চালানো যে কত কষ্টকর সেটা তারা বোধ হয় অনুভবই করেন না । লুঙ্গির নিচের অংশটা খোলা হওয়ায় এটা আমাদের দেশের গরম প্রধান আবহাওয়ার জন্য উপযোগি ।
২|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা তো বাই বর্ণ ব্লু ব্লাড না!!!!
এক দুই পুরুষ আগে টান দেন দেখবেন আসল বাইর হয়্যা যাবে!!!
তাই সেই ক্লেদ ঢাকতেই নব্য ভদ্দরনোকি ফুটাইতে চায়
৩|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাজ হাসান বলেছেন: আসলে আপনারা কেউই জানেন না কেন লুঙ্গী ব্যানড ইন বাড়িধারা।
কারন ঐখানে লুঙ্গি পইরা এতদিন সর্টকাট এ কাজ সেরে নিত সবাই,কিন্তু যখন দেখল সবারই একই অবস্থা তখন করে দিল লুঙ্গী ব্যানড।আরো শুনেতেছি যে এই লুঙ্গি ব্যনড নাকি এক তরফা ভাবে করা হয়েছে তাই কিছুদিনের মধ্যেই নাকি শাড়ি ও ম্যাক্সি ব্যানড করা হবে।কারন এগুলো সবই খুব সহযে (বাকিটা বুইঝা নেন)........................................
কি ভাই মাইন্ড খাইলেন???? @ বাড়িধারাবাসি।
৪|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
পেন্সিল চোর বলেছেন: লুঙ্গি আমাগো অহংকার(লুঙ্গি পাড়া মানুষদের জন্য
৫|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
মঈনউদ্দিন বলেছেন:
৬|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
নাহিদ সৈকত বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা তো বাই বর্ণ ব্লু ব্লাড না!!!!
এক দুই পুরুষ আগে টান দেন দেখবেন আসল বাইর হয়্যা যাবে!!!
তাই সেই ক্লেদ ঢাকতেই নব্য ভদ্দরনোকি ফুটাইতে চায়
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
পুংটা বলেছেন: লুঙ্গির ফাসি চাই