নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদমা

কদমা › বিস্তারিত পোস্টঃ

ভেবে দেখুন, দেশকে কিন্তু আমরা সবাই ভালবাসি, হোক সেটা ভিন্ন ভিন্ন দৃষ্টি ভঙ্গিতে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

যুদ্ধাপরাধিদের বিচার আমিও চাই । কিন্তু এই ইস্যুতে দেশ কে, জাতিকে এতোটা বিভক্ত আর গৃহযুদ্ধোন্মুখ দেখে আমি শংকিত । আমাদের দেশের সবাই দেশকে ভালোবাসে, এতে আমার কোন সন্দেহ নেই । এমন কি জামাতও, হয়তো তাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ।



আমাদের দেশটা যে কত সম্ভাবনাময়, এটা যারা বোঝেন; তারা সবাই আমার মত শঙ্কিত হবেন । আমরা অনেক দ্রুত ১টি উন্নত জাতিতে পরিনত হচ্ছিলাম । ইনফ্যাক্ট এখনই আমরা পৃথিবির অনেক দেশের চেয়ে উন্নত । আমাদের দেশের মানুষ কর্মঠ, আমরা অল্পেতে সুখি । সুখি মানুষের দেশগুলোর মধ্যে আমরা আছি । আমাদের দেশের মানুষের মত দেশ-প্রেমিক আর বন্ধুবতসল মানুষ খুব কম দেশেই আছে ।



এতোসব ইতিবাচক গুন যে জাতির মাঝে আছে, সে জাতির উন্নতি কে ঠেকায় ! কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে, এই ঠেকানোর জন্যই শক্তিশালি কোন দেশি-বিদেশি চক্র ততপর । আসুন, ঠান্ডা -মাথায় ১টু ভেবে দেখি



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

পাগলা জগাঈ বলেছেন: পেমেন্ট ঠিক মত পাইছেন তো?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

কদমা বলেছেন: নারে ভাই। আপনি বলে দেন, কার কাছ থেকে নোবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.