![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগে শুনেছি, সরকার ১০ টাকায় কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট করে দিয়েছে । এবার শুনছি, ১০০ টাকায় পোষাক শ্রমিকদের করে দেবো ।
এই ব্যাঙ্ক একাউন্ট তাদের কি কাজে লাগবে !?
শুনেছি মালিকরা সরকারের প্রস্তাবে, শ্রমিকদের বেতন বাড়াতে রাজি নন । তাহলে পোষাক রপ্তানির উপর ট্যাক্স বসানো হোক । ট্যাক্সের সেই টাকা সরকারের শ্রমিক কল্যানে ব্যায় করতে পারবে ।
এসব গঠনমুলক কাজ গুলো না করে, যত্তসব ফাল্তু কাজ করে চেলেছে ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪
শ্রীঘর বলেছেন: সহমত
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
রাতুল_শাহ বলেছেন: মানুষের ভাল করার ইচ্ছা থাকলে, অনেক উপায় বের হয়।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
ভোরের সূর্য বলেছেন: তাহলে পোষাক রপ্তানির উপর ট্যাক্স বসানো হোক । ট্যাক্সের সেই টাকা সরকারের শ্রমিক কল্যানে ব্যায় করতে পারবে ।
ট্যাক্স তো সরকার এখনো পায়।আপনি আরো একটা উপায় বাতলে দিলেন।এই ট্যাক্সের টাকায় আমাদের দীপু মণি দেশের পর দেশ ভ্রমণ করে বেড়াবে,এই টাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করতে যেয়ে ছাত্রলীগ,যুবলীগ টেন্ডারবাজি করবে,মন্ত্রি,সরকারি কর্মকর্তার পকেট ভারী হবে।
নতুন সরকার আসবে ভাল কথা তারাও একি কাজ করবে খালি নাম টা চেঞ্জ হয়ে যাবে আর কিছু না।মাঝ খান থেকে আমরা ম্যাঙ্গো পাবলিক ধরা খেতেই থাকবো বছরের পর বছর।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার ১০ টাকায় কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট করে দিয়েছে । এবার শুনছি, ১০০ টাকায় পোষাক শ্রমিকদের করে দেবো।
১০ টাকায় কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট ব্যাপক কাজে লেগেছে।
এতে ডিজেল ভর্তুকি, জেলে অনুদান ভর্তুকি ইত্যাদি সরকারি অনুদান সহযেই পেয়ে যাচ্ছে।
আগে এসবে দুর্নিতি হতো, ঘুশ ছাড়া টাকা আনতে পারত না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
কদমা বলেছেন: কৃষকদের বললে, তারা নিজেরাই একাউন্ট করে নিতে পারতো । এটা এমন কঠিন কিছু না ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
শাহজাহান মুনির বলেছেন: এসব গঠনমুলক কাজ গুলো না করে, যত্তসব ফাল্তু কাজ করে চেলেছে ।