নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আপাতত কিছুই বলতে চাইছি না।

ককচক

ককচক নিকটা মূলত বকবক করার জন্য ওপেন করা হয়েছে

ককচক › বিস্তারিত পোস্টঃ

একাদশ শ্রেণীর ভর্তির আবেদন সংক্রান্ত ক্যাঁচাল

২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৪


'' Application time is over, you can apply on 22.01.22 and 23.01.22"

গত বৃহস্পতিবার রাত্রে সদ্য মাধ্যমিক পাশ করা চাচাতো ভাইয়ের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করার জন্য শিক্ষাবোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে উপরের ম্যাসেজটি দেখে ভাইকে বললাম, "আইজ আবেদন খরা যাইতো নায়, ২২ তারিখ আবেদন করা যাইবো।"
সে বললো, বাজারের কোনোএক কম্পিউটার দোকানী (যারা টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হয়ে ভর্তি আবেদন বা ফরম পূরণ করে দেয়) নাকি বলেছে আবেদন করার সময় শেষ।.... ইত্যাদি, ইত্যাদি ।
তার কথা শুনে বিস্তারিত জানার জন্য শিক্ষাবোর্ড প্রদত্ত উক্ত সাইট ঘাটাঘাটি করতে ''ভর্তির আবেদন, ফলপ্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু'' শিরোনামের একটা বিজ্ঞপ্তি চোখে পড়লো, সেটা পড়ে যেটা বুঝলাম-
প্রথম ধাপের আবেদন শুরু ও শেষ সময় ০৮/০১/২২ - ১৫/০১/২২। এবং পর্যায়ক্রমে যাচাই-বাছাই, পরিবর্তন, নিরীক্ষণ, ফলপ্রকাশ ইত্যাদি শেষে পূণরায় ২য় ধাপে ০৭/০২/২২ ও ০৮/০২/২২ আবেদন করা যাবে। [স্ক্রিনশট ০২ দ্রষ্টব্য]

অর্থাৎ কম্পিউটার দোকানীর কথাই রাইট। প্রথম ধাপের সময় শেষ। দ্বিতীয় ধাপে আবেদন করার জন্য ফেব্রুয়ারীর ০৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবুও কৌতুহল বা প্রশ্ন রয়ে গেলো, ১ম ধাপের আবেদনের সময় শেষ হয়ে গেলে ওয়েবসাইটে কেন বলা হচ্ছে
''you can apply 22.01.22 and 23.01.22'?!

লক্ষ্য করলাম ওয়েবসাইটে ভর্তি সম্পর্কিত তথ্য বা সাহায্যের জন্য বেশ কয়েকটি হ্যাল্পলাইন নাম্বার দেওয়া আছে। [স্কিনশর্ট ০৩ দ্রষ্টব্য] সেখান থেকে পরদিন সকালে (৯ টার পর) সিলেট বিভাগের নিম্নোক্ত নাম্বারগুলোতে কল দিলাম-


মহাপন্ডিত, দায়িত্বকান্ডজ্ঞানহীন কামলাগনের প্রথম দুজনের নাম্বার বন্ধ। বহু প্রচেষ্টার পর তৃতীয়জন কল রিভিস করলেন; মনে হলো ভদ্রলোক বেশ ব্যস্ত; যেনো কোনোএক গরুর হাটে গরু কেনাবেচা করছেন। দুইতিনবার হ্যালো হ্যালো বলে 'লাইনটা কেটে দিলেন'
৪থ নাম্বারের কল দেওয়ার পর মনে হলো, মহাশয় মহা টেনশনে; কথাবলার সময়-টময় একদমই নেই। উগাণ্ডার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা। অর্থাৎ
ভর্তি সম্পর্কে জানতে চাইতেই, ভদ্রলোক বলে বসলেন...
"ভর্তির সময় শেষ, ভর্তির সময় শেষ" .... এবং কেটে দিলেন! [স্কিনশর্ট -০৪ ]

এই হচ্ছে ডিজিটাল দেশের ডিজিটাল শিক্ষাব্যবস্থার কাজে নিয়োজিত ফাঁকিবাজ, স্বৈরাচার আমলাকামলাদের কাজ কর্মের অবস্থা।

এনিওয়ে, আজ সকালে পুনরায় ওয়েবসাইটটিতে ব্রাউজ করলাম। আলহামদুলিল্লাহ কোনোপ্রকার ঝামেলা ছাড়াই ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। [স্কিনশর্ট -০৫]


দেশের প্রতিটি সেক্টরের মতো শিক্ষাখাতেও ফাঁকিবাজ, দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিগণ বসে আছেন। উনাদের এইসব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হবে শিক্ষার্থীদের। এইসব দায়িত্বজ্ঞানহীন কর্তাব্যক্তিদের এইসব দায়িত্বহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: ডিজিটাল দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.