নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম সেনা

কলম সেনা › বিস্তারিত পোস্টঃ

সাধীনতা তুমি

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

স্বাধীনতা তুমি অবৈধ সরকারের সাজানো ইলেকশন, স্বাধীনতা তুমি মন্ত্রীর তালিকায় অযোগ্য সিলেকশন। স্বাধীনতা তুমি মন্ত্রী সভায় বলা ফাকা বুলি, স্বাধীনতা তুমি শাপলা চত্বরে চালানো নির্বিচারে গুলি। স্বাধীনতা তুমি প্রতিবাদী বোনের বুকে বুটের লাথি, স্বাধীনতা তুমি ছাত্রলীগের কু কর্মের সাথী। স্বাধীনতা তুমি বাংলা মায়ের বুকের দীর্ঘশ্বাস, স্বাধীনতা তুমি ঝুলন্ত ফেলানির লাশ। স্বাধীনতা তুমি ক্ষমতাসীনদের স্বপ্ন বিলাস, স্বাধীনতা তুমি রানা প্লাজার বিভত্স লাশ। স্বাধীনতা তুমি পদ্মা সেতুর আবুলের হাসি, স্বাধীনতা তুমি সাজানো রায়ে সত্যের ফাসি। স্বাধীনতা তুমি রক্তে রঞ্জিত পিলখানা, স্বাধীনতা তুমি শাহবাগে মাতালের আস্তানা। স্বাধীনতা তুমি শিয়ার বাজারে লুটতারাজ, স্বাধীনতা তুমি মধ্য বিত্তের মাথায় বাজ। স্বাধীনতা তুমি ছাত্রলীগের অবাধ গুলি বর্সন, স্বাধীনতা তুমি রাস্তা ঘাটে মা বোন্ ধর্সন। স্বাধীনতা তুমি দু চোখে দেখা আমার সর্বনাস, স্বাধীনতা তুমি পরীক্ষার আগে প্রশ্ন পত্র ফাস। স্বাধীনতা তুমি মুক্তি যুদ্ধের বিকৃতি ইতিহাস, স্বাধীনতা তুমি সরিষার মধ্যে ভুতের বসবাস। স্বাধীনতা তুমি ফসলের নায্য মুল্য না পাওয়া চাষী, স্বাধীনতা তুমি সোনার বাংলা, তোমায় ভালবাসি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

হোয়াইট টাইগার বলেছেন: এতো দেখছি স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী তত্‍পরতা

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

বকস মুজিব বলেছেন: সত্য কথা বলেছেন

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

পুতুলেরআম্মু বলেছেন: হায়রে স্বাধীনতা!

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: আপনার টাইটেল এ বানান ভূল।আপনার কবিতা পড়ে মনে হচ্ছে আপনি আওয়ামীলীগ বা ছাত্রলীগ এর বিপক্ষে, আসলে এভাবে কবিতা লেখা ঠিক না, সরকার ইচ্ছা করলে এই কবিতার জন্য জেলে পাঠাতে পারে। আর হ্য কিছু কিছু জায়গা আছে যখন অন্যায়ের প্রতিবাদ করা যায় না।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কলম সেনা বলেছেন: সত্য কথা বলতে ভয় করি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.