![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব কাছ থেকে কালিপূজা দেখলাম,বেদ এ এসব পূজার কোন অনুমোদন নেই,
কালি পূজা আসলে পুরোপুরি অকাল্টইজম,তান্এিকতা,বেশির ্ভাগ হিন্দু না জেনে বুঝে এই পূজার আয়োজন করে,উৎসব করে,অনেকে আবার বলি দেয়,মুলত কালি মৃত্যুর দেবতা,কালি যখন কাদছিল নিজের নিস্ঠুরতায় নিজে তখন তাকে বলা হয়,তোমাকে আর নিজের হাতে মানুষ মারতে হবে না, তোমার চোখের জলই মানুষ এর মৃত্যু ঘটাবে,ডাইরিয়া থেকে হেপাটাইটিস বি, সবই জল হতে সংক্রমিত হয়।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫২
সরদার হারুন বলেছেন: হিন্দু ধর্মের একই অঙ্গে বহুরূপের খেলা আছে ।
কালি পূজো হলো পার্বতির শম্ভু নি:শম্ভু যুদ্ধের একটি রূপ ।
সে যুদ্ধে কালিরূপী পার্বতি শত্রু সেনাদের রক্ত স্রোতের মধ্যে ও
যুদ্ধে বিরত হয়নি। তখন তাকে বাধা দিতে তার স্বামী মহাদেব
কালির পায়ের তলে পরে যায়। কালি তখন উলঙ্গ ছিল তাই সে জিহবায় কামর দেয় ।সেই রূপটাই পূজো করে কালি পূজো নামে।
পার্বতির অনেক নাম যেমন পার্ববতি ,কালি,কমলা ইত্যাদি ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
এমএম মিন্টু বলেছেন: হুম অনেক কিছু জানা হোলো । তবে ইসলাম এক মাত্র শান্তির ধর্ম
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: কালীর স্বামী মহাদেব? তাহলে দুর্গার স্বামী কে?
অসুরের বৌয়ের নাম কি?
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯
সরদার হারুন বলেছেন: আপনি আমার লেখা ভাল করে পড়েন নি। দুরগার অনেক নাম যথা- দৃর্গা,কালি, চন্ডি কমলা ইত্যাদি । কাজেই স্বামী মহাদেবই ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৮
খেলাঘর বলেছেন:
হিন্দু ধর্ম ৫ হাজার বছর ধরে ক্রমে আকার ধারণ করে এখানে এসেছে; বেদ ইত্যাদি মানুষের সৃস্টি; কালি পুজাও সেভাবে যুক্ত হয়েছে।