নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনও কল্পনা কখনও বাস্তব

কল্পলেখা

আমার কিছুই বলার নেই।নিজেকে আবিষ্কার করা এখনো বাকি।

কল্পলেখা › বিস্তারিত পোস্টঃ

আমার ধর্ম - "মনুষ্যত্ব"

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

আমি মুসলিম নই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। রোজার মাসে ৩০টি রোজা রাখি না। এ দ্বারা কি প্রমাণিত হল ? আমি মুসলিম না। তাহলে আমার ধর্ম কি? রোজ সকাল সন্ধ্যা ঠাকুরের সামনে হাতজোড় করে প্রণাম করি না। মন্ত্র জানিনা কিভাবে ঠাকুরকে খুশি করা যায় !!! তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? আমি তো তাহলে হিন্দু-ও না। আমি বৌদ্ধও না। আমি খ্রিস্টান ও না। আমার সৃষ্টিকর্তা আমার মা বাবা। আমার ঈশ্বর আমার মা বাবা। আমি আমার মামা-বাবার সন্তান। কিছুদিন আগে যখন কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আগুনে পুড়ে গিয়েছিল, আমি ও আমার বন্ধুরা মিলে পুরো কলেজ থেকে কাপড়, খাবার, টাকা তুলে তাদেরকে সাহায্য করতে তৎপর ছিলাম। শীতের সময় মানুষকে সাহায্য করার জন্যও পিছপা হইনি। তখন আমার ধর্ম কি ছিল? হিন্দু না মুসলমান? বাংলাদেশের অবস্থা এখন শোচনীয়। মুক্তিযুদ্ধের ৪২ বছর পরেও রাজাকাররা মাথা উঁচু করে এখানে ঘুরে বেরায়। তাদের ফাঁসির দাবি চাওয়াটা কি ভুল? একটা খুনির শাস্তি চাওয়াটা কি অপরাধ? আমি তো কোনও অপরাধ দেখতে পাচ্ছি না। কাউকে সাহায্য করলে, খুনিদের শাস্তির জন্যে সংগ্রাম করলে কি তার ধর্মের অবক্ষয় হয়? আজ আমি রাজাকারদের ফাঁসির জন্য সংগ্রাম করছি। মানুষ আমাকে জিজ্ঞেস করছে- "তোমার ধর্ম কি?? " আর আমি বিন্দুমাত্র চিন্তা না করে হাসি মুখে উত্তর দিচ্ছি- "মনুষ্যত্ব"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.