| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরপর আরো একদিন সকাল হবে। আমি বেঁচে থাকব সেদিনও। কিন্তু সেদিন সকালে চোখ খুললে আর আমার সামনে সেই ভয়াবহ স্মৃতিগুলি ভেসে উঠবে না।
এমন একটা দিন আসবে যেদিন আমি আর, তার প্রোফাইলে বারবার নজর দেব না, আমার সার্চলিস্টে সবার উপরে ঐ নামটা থাকবে না।
আরেকটা দিন আসবে যেদিন আমি আর তার একটা টেক্সটের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করবো না। এরপর আরো একদিন সকাল হবে। আমি বেঁচে থাকব সেদিনও। কিন্তু সেদিন সকালে চোখ খুললে আর আমার সামনে সেই ভয়াবহ স্মৃতিগুলি ভেসে উঠবে না।
এমন একটা দিন আসবে যেদিন আমি ভিড়ের মাঝে আর তাকে খুঁজবো না, কোন অপরিচিত মানুষকে দেখে হুবুহু তার কথা মনে পড়বে না।
এরপর থেকে কোন প্রিয় গানের লিরিক্সে, মুভির চরিত্রে আর তাকে কল্পনা করবো না।
সেদিন থেকে রাতগুলা আর আমার কাছে একা লাগবে না, আমি স্লিপিং পিল ছাড়াই ঘুমাতে পারবো। আমি যখন আকাশের দিকে তাকাবো, আমার কাছে তা আর অন্ধকার লাগবে না।আমি দেখবো আকাশটা ঠিক আমার মতই অসাধারন সুন্দর। আমি অনুভব করতে পারবো আকাশের জ্বলতে থাকা তারাগুলোকে।
এরপর থেকে আর কেউ আমাকে দেখে জানবে না, আমার মনের গভীরে একটা ক্ষত আছে, হারিয়ে ফেলার ক্ষত। আমি হয়ে উঠবো সেদিন সদ্য জন্ম নেওয়া একটা শিশুর মত। যার অতীত আর তাকে কষ্ট দেবেনা। এবং সেদিন থেকে সবকিছুই আমাকে আর তেমন কষ্ট দেবেনা। আমার বুকের ভেতরে যে চিনচিন ব্যথা সেটাও আর থাকবে না। এবং সেদিন আমি জানবো অবশেষে আমি মুক্তি পেয়েছি। আমি আর যন্ত্রনা পাবোনা।এরপরে আমি আবারো ভালবাসবো।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
কল্পলেখা বলেছেন: কষ্ট তো জীবনেরই অংশ ![]()
২|
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬
জিসান উদ্দিন সেখ বলেছেন: একদম
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১২
জিসান উদ্দিন সেখ বলেছেন: কষ্ট ...