![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন টা অনেক সুন্দর , যদি দেখার মত মন থাকে এবং দেখতে পারো ।সন্ধ্যার বেলার সূর্য ডোবার দৃশ্য অনেক আবেগপুর্ন । রাতের আকাশ অনেক মায়াময়ি । কখন কি দেখেছ ? যারা রাত ১.৩০-২ টার দিকে হঠাত হাটতে বের হয়েছে তারা জানে রাতের আকাশ এঁর কি নেশা ( যদিও অনেক রিস্ক থাকে ) । এই নেশা একবার লেগে গেলে বিপদ । সহজে সারানো যায় না । এখন ও যন্ত্র মানব হয়ে উঠা হয়নি। সুন্দর কিছু ডাকে এখনো । জীবন টা খারাপ না । ঝড় তো আসবেই , বয়েও যাবে । তাই বলে কি জীবন কে থামিয়ে দিব । না । নতুন করে গড়ব । পণ অনেক আগেই করেছিলাম । নিজের দোষে মধ্যে বিপথে চলে গিয়েছিলাম । আগের রাস্তায় ফিরে আসতে কিছুক্ষন বাকি । জীবন টা সুন্দর যদি উপভোগ করতে পারো । অপেক্ষা বাদ , এখন প্রত্যাশা শুরু ।
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
কল্পকাব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৫ ভোর ৪:১১
সচেতনহ্যাপী বলেছেন: বিপথে যাওয়া সাধারনত (এককথায়) পরিস্থিতির পাকে পড়ে।। আবার তা থেকে ফিরেও আসা যায়,যদি মনের জোর আর একান্ত ইচ্ছে থাকে।।
যা লিখেছেন তা যদি মন থেকেই লিখে থাকেন তাহলে আপনি পারবেন সফল হতে।।