![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জানো কতদিন কেটে গেল ? কেটে যাচ্ছে ? কেটে যাবে?
শুধু মাত্র তোমার ছবি দেখে ?
আমি তো শুধু নির্বাক তাকিয়ে থাকি
সেই অজস্র মায়া ভরা চোখের দিকে
আমি শত চেষ্টা করেও চোখ সরাতে পারিনা ।
তুমি কি জানো ?
তুমি কি জানো তোমার ছবি না দেখে ঘুমিয়েছি এমন কোন রাত নেই ......
তুমি কি জানো তোমার কথা না চিন্তা করে ঘুমিয়েছি এমন কোন রাত নেই.........
তুমি কি জানো তোমার কথা মনে পড়ে নি এমন কোন দিন নেই ..............................
তুমি কি জানো তোমার কথা চিন্তা করে নিজেকে কষ্ট দেয়ার নতুন অযুহাত খুজি
বড্ড বোকা ছিলাম ?
নিজেকে একবার আয়নায় রেখে একবার মন কে জিজ্ঞেস করো দোষ টা কার ?
আমি পারলাম না ।
আমার ঘুমহীন চোখে ৪.৫২ তে তোমাকে মনে পড়ার দোষ আমি নিতে পারলাম না ।
কারন এই দোষে তুমি যে সমান অধিকার রাখো ।
ক্ষমা কে কাকে করবে খুব পেচানো প্রশ্ন তাইনা ?
হয় আমার কাছে আসো অথবা আমাকে মুক্তি দাও ।
মানুষ মরে একবার , তুমি মারছো আমাকে অগনিত বার ।
বাচার অধিকার কি আমার বাদে সবার ?
তুমি কি জানো ?
কখনো কি মনে পড়ে আমায় ?
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৪
কল্পকাব্য বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
হাছান রকি বলেছেন: মানুষতো আমিও ছিলাম. ভালবাসা আমায় জানোয়ার বানিয়ে দিলো ........।
আপনার মতো সেইম অসুখ যে আমারো .
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫
কল্পকাব্য বলেছেন: ভাগ্যের লিখনি
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
Shawal বলেছেন: খুব ভাল।