![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কোন জায়গা নাইরে
আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।
তোমার মনের কুসুম কুসুম নিরজনতা
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।
আমি বাউল হতে চাই রে বন্ধু বাউল হতে চাই
তোমার মনের মেঠো পথে দূরের কোন গাঁয়।
তোমার বাঁশীর সুরে সবই ভুলে যেতে চাই ।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।
আমি জিরিয়ে নিতে চাই রে একটু জিরিয়ে নিতে চাই
তোমার মনের বট বৃক্ষের শীতল ছায়ায় ।
তোমার চেনা সুরে সুরে উদাস হতে চাই।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।
তোমার মনের কুসুম কুসুম নিরজণতায়
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।
এই গানের ব্যাপারে কিছু জানি না ইচ্ছে করলে শুনতে পারেন ।
এই লিঙ্ক থেকে
আমি একটা জিন্দা লাশ
আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই একটু খানি সুখ
হায়রে একটু খানি সুখ
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে
আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক
আমার মত কষ্ট যেন পায় না কোন লোক
হায়রে পায় না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত
মিছে আশায় তারি পিছে মন আর ঘুরিস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
এটা বারী সিদ্দিকির গান , শুনতে চাইলে >> ডাউনলোড করুন
২২ শে জুন, ২০১০ ভোর ৪:৫৯
কমুনা বলেছেন: আমুও
২| ২২ শে জুন, ২০১০ ভোর ৪:৫৬
নাহোল বলেছেন: কমুনা ..এত দিন কৈ ছিলা????টুমার অনেক মিস করসি..
২২ শে জুন, ২০১০ ভোর ৫:০০
কমুনা বলেছেন: খালি ব্লগিং করলেই দিন চলে না রে পাগলা , মিস করছ ক্যান ? আমি তো তুমারে মিস্টার করি না
৩| ২২ শে জুন, ২০১০ ভোর ৫:০১
নাহোল বলেছেন: খেক খেক..তুমি ক্যাডা এইটা কিন্তু আমি জানি..কৈয়া ফেলামু নাকি???
৪| ২২ শে জুন, ২০১০ ভোর ৫:১৭
অ্যামাটার বলেছেন: "আমার কোনও জায়গা নাই রে"---গানটার গীতিকার কাওসার আহমেদ চৌধুরি(জ্যোতিষী), সূরকার লাকি আখন্দ, শিল্পী পুতুল।
২৩ শে জুন, ২০১০ রাত ১১:৩৪
কমুনা বলেছেন: থ্যাংকু
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১০ ভোর ৪:৫২
নুরুন নেসা বেগম বলেছেন: গান ভালবাসি।