![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূব বাঙলার অরাজক কালের যুবক। স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
রজনীগন্ধা
জীবনানন্দ দাশ
---------------
এখন রজনীগন্ধা - প্রথম- নতুন-
একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে;
অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর
আলো নিভে আসে।
অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;
রজনীগন্ধার ফুলে, মৌমাছির কাছে।
কেউ নেই, কিছু নেই, তবু মুখোমুখি
এক আশাতীত ফুল আছে ।
---------------
সবচে' প্রিয় কথাটা খুবই কনফিউজিং, কথাটার উপর আমার পুরাপুরি বিশ্বাসও নাই। তবু কেউ যখন জিগায় তোমার সবচে' প্রিয় কবিতা কোনটা, আমি চোখ বুইজা এইটার কথা বলি।
জীবনানন্দের এত এত সুন্দর কবিতা থাকতে এই প্রায়-অপরিচিত কবিতাটা কেন আমার প্রিয়- সেইটা জানা নাই।
২| ০২ রা জুন, ২০০৬ সকাল ৯:০৬
অপ বাক বলেছেন: আমার পছন্দ শুধু একটা বাক্যই- অনেক কাজের পর এই খানে থেমে থাকা ভালো-
রূপসি বাংলা ছাড়া অন্য কোনো বইয়ের কবিতাই আমার কাছে সম্পূর্ন ভালো লাগে নাই, একটা দুইটা দৃশ্য গেঁথে থাকে মাথার ভিতরে শুধু এক বোধ জন্ম লয়
৩| ০৫ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
কনফুসিয়াস বলেছেন: আমার বেশি পছন্দ শেষ লাইনটা, তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে...।
ধুর, আসলে পুরা কবিতাটাই পছন্দ!
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: একটি নক্ষত্র আমাদের পথ দেখায় ।