নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পুড়ছি জল ও আগুনে-

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

কনফুসিয়াস

পূব বাঙলার অরাজক কালের যুবক। স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।

কনফুসিয়াস › বিস্তারিত পোস্টঃ

বিবাহনামা-

১৪ ই মে, ২০০৭ বিকাল ৩:৫৭

[ বিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পোষ্ট কেবলমাত্র বিবাহিতদের জন্যে। যুবক ও অবিবাহিত ভাইয়েরা শত হস্ত দূরে থাকুন। তবে... কথা আছে, সদ্য বিবাহিতরা পড়িতে পারেন। আপনাদের জন্যে জরুরী অবস্থা আপাতত শিথিল:-) ]



জানুয়ারির কোন এক রাত। সদ্য দেশ থেকে ফিরেছি, বিবাহ করে মোটামুটি যুদ্ধ জয়ী সেনাপতির মতন নূরানী হাসি সারাক্ষণ আমার চোখে মুখে। কারো সাথে দেখা হলেই খানিক কথাবার্তার পর পেটের মধ্যে ভুটভাট শুরু হয়ে যায়, কেবলই উশখুশ করতে থাকি কি করে নিজের বিয়ের গল্প বলা যায়। হাওয়া অনুকূল দেখলে শেষ মেষ গলা খাঁকারী দিয়ে বলেই ফেলি, ' তা শুনেছেন নাকি, কাহিনি তো একটা ঘটিয়ে ফেলেছি!' শ্রোতা তখন আগ্রহী হয়ে বলেন, তাই নাকি? কি করেছেন?

আমি তখন প্রসন্ন হাসি দিয়ে বলি, 'আর বইলেন না, বিয়ে করে ফেলছি!'

তারপরে শুরু হয় আমার প্যাচাল। এর আগে বহুবার বলে বলে আমি যেটাতে বিশাল দক্ষতা অর্জন করে বসে আছি। আমার সেই প্রাঞ্জল বর্ণনায় শ্রোতা মুগ্ধ হয়ে যান, আমিও গল্প শেষে আয়েসী ভঙ্গিতে একটা ঢেকুর তুলি।



তো, তেমনি একদিন, আলাপের কেউ নেই, তাই ইয়াহু চ্যাটে লগইন করে বসে আছি, এমন সময়ে অনলাইনে এলো আমার কলেজের এক বছরের জুনিয়ার এক ছোট ভাই। ও কানাডায় থাকে, অনেকদিন ধরে, পড়ছে, প্রেম করে ইউএস এ থাকা এক মেয়ের সাথে।

আমি তো তারে দেখে মহা খুশি। নক করে নানা কথা বার্তা বললাম, তারপরে আস্তে ধীরে রসিয়ে রসিয়ে বললাম, 'তা, শুনছো নাকি? কান্ড তো একটা ঘটাইয়া ফেলছি!'

সেই ছোট ভাই আমাকে বলে, 'আপনেরটা পরে শুনমু, আমি যে একটা কান্ড ঘটাইছি সেইটা জানেন নাকি?'

আমি একটু থমকে গেলাম। আলাপটা এগোলনা! :-(

জিজ্ঞেস করলাম, 'তাই নাকি? কি করছো?'

ও অতি উৎসাহে বলে, 'আর বইলেন না ভাই, লাস্ট সামারে ইউ এস গেছিলাম, ঐখানে গিয়া তো ওরে বিয়া করে ফেলছি!'

আমি চুপসে গেলাম। বলে কি! এইটা তো দেখি আমার চেয়ে বড় কাহিনি! বললাম, 'খাইসে! গ্রেট ব্যাপার! কেমনে কি হইলো?'

ও খুব মজাসে নিজের কাহিনি বলা শুরু করলো। মেয়ের বাবা কেমন করে বাগড়া দিচ্ছিলো প্রেমে, কিন্তু কেমন করে সে মা-কে ম্যানেজ করে তাদের বাসায় হাজির হয়। অতঃপর ওখানে একা একাই পুরা ফ্যামিলিকে ম্যানেজ করে বিয়ে করে ফেলে!

আমি নিজের কাহিনি গেলাম ভুলে, ওর কাহিনি শুনে নিজেই টাসকি খেয়ে বসে আছি! বলি, 'ভাল ভাল, খুব ভাল। এখন কি অবস্থা? কেমন আছো?'

ও বলে, 'এখন কঠিন অবস্থা! খুব মজা করছি দুইজনে। ক্যান ইউ ইমাজিন ম্যান দুইজনে টানা দুই সপ্তাহ একসাথে ছিলাম! এক রুমে!'



আমি একটু গলা খাঁকারি দিলাম। ছেলে বলে কি! তারপরে আমতা আমতা করে বলি, 'না না, তাতো হবেই। বিয়ে করছো..., এখন তো একসাথেই...।'

কীয়ের কি! আমারে পাত্তাই দিলো না। এক নাগাড়ে বলতে থাকলো, 'এখন বস ভাল কইরা আপনার লাইগা দোয়া করেন!'

আমার তো জান শুকিয়ে গেলো! ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলাম, 'ক্যান, আমি আবার কি করলাম!?'

ও মুহাহাহা টাইপ একটা ভিলেনের হাসি দিয়া কইলো, 'আরে না, আপনে কি করবেন? করছি তো আমি! এখন মনে প্রাণে দোয়া করেন এত অল্প বয়সে আপনি আবার চাচা-কাকা না হইয়া যান!'



আমি বিরাট এক ঢোঁক গিললাম। আস্তে ধীরে লিখতে থাকলাম, 'ছি ছি, তোমরা আজকালকার বৈজ্ঞানিক যুগের পোলাপান, কী সব যে বলো না... ।'

ওর উচ্ছাসের ঠেলায় আমার এইসব কথাবার্তা মেসেঞ্জারের কোন চিপায় যে হারাইয়া গেলো, পরবর্তী কয়েক দিবস-রজনীও তাহাদের খুঁজিয়া পাইলাম না!

মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:০৭

আপন তারিক বলেছেন: হাহাহা.....

২| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১০

চোর বলেছেন: হু :(
৫ বছরের জুনিয়র পোলাপাইন মা-বাপ হয়া গেলো আর অহনো...
সবই কপাল!
প্রেম না থাকা একটা বিরাট সমস্যা। দেশে গিয়া অল্পসময়ে বিয়া করার চেষ্টা করা যে কত ঝামেলার কাজ, ভুক্তভোগিরাই জানে। হালার এত মাইয়া রাস্তায় ঘুরে, মাগার বিয়া করার লাইগা মাইয়ার আকাল।

৩| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১১

আনোয়ার সাদাত শিমুল বলেছেন: অ। এই কথা?
"যুবক ও অবিবাহিত ভাইয়েরা শত হস্ত দূরে থাকুন" দেখে আমি ভাবছিলাম - 'মোকসেদুল মোমেনিন' থেকে কপি পেস্ট মারবেন।

৪| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১৩

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: অই অবিবাহিত চোর এইখানে কি করে? ধর হালারে।

৫| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১৬

অরূপ বলেছেন: মামুর প্রবলেম কি? পোলাপাইন বহুত ফাজিল হইসে
চোর কিন্তুক জীবিত না, বউ নিয়া থাকে

৬| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১৭

অচেনা বাঙালী বলেছেন: চোর তোমার লজ্জা করেনা বড়দের আলোচনা শুনতে?

৭| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২১

কৌশিক বলেছেন: চোর কি অভিজ্ঞতাও রহিত!

৮| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২৩

জ্বিনের বাদশা বলেছেন: জইমা গেছে দেখি

৯| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৩১

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: খোকা খুকি সবাই হাজির!

১০| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৩৮

অঃরঃপিঃ বলেছেন: উস্কাও নাকি মিয়া?

১১| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৪

কনফুসিয়াস বলেছেন: খাইসে! আগে থেইকা বইলা রাখি, নাথিং পারসোনাল, এন্ড নো অফেন্স।
------------
মন্তব্যের বগি লাইনচ্যুত হইয়া পড়ছে দেখি! কি বিপদ! :-((

১২| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৪

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: কনফু লাস্ট কমেন্ট মুইছ্যা দিও। লাইন চ্যুত আসলেই।

১৩| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৫

কনফুসিয়াস বলেছেন: হুম, আমি আরো কিছু কমেন্ট মুছতেছি। কেউ মাইন্ড কইরেন না।

১৪| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৮

অরূপ বলেছেন: মামু তোমার তো চরম অবস্থা!
ডাগদর দেখাও!

১৫| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৮

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: যাহ মজাটাই শেষ!

১৬| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৫২

অচেনা বাঙালী বলেছেন: মিস্টি নাখাইতেই পোটলা টাইনা নিলো

১৭| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৪

চোর বলেছেন: ধুরো, ভালো মনে কইরা একটা কমেন্ট দিলাম; অহন পাবলিকে তাড়া দেয়। :(

গল্প পইড়া মনে হইলো, এইডা বিবাহিতদের চাইতে ব্যাচেলরদেরই বেশি পড়া দরকার।

১৮| ১৪ ই মে, ২০০৭ বিকাল ৫:০৩

মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:

১৯| ১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০০

ফাহা বলেছেন: সুন্দর!!

২০| ১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

তানজিল মাহমুদ শাহ বলেছেন: বিয়া একটা কইরাই ফেলি

২১| ১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮

কনফুসিয়াস বলেছেন: আনন্দে বাগড়া দিবার জন্যে দুঃখিত।
তবে এখন ঠিকাছে মনে হয়।

২২| ১৪ ই মে, ২০০৭ রাত ৮:৪৩

অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: বিবাহ করি নাই, কাজেই পড়ি নাই ।

২৩| ১৪ ই মে, ২০০৭ রাত ৮:৪৬

চোর বলেছেন: দুনিয়ার ব্যাচেলর, এক হও,লড়াই করো!

২৪| ১৪ ই মে, ২০০৭ রাত ৯:২৭

মাহমুদ রহমান বলেছেন: সরি পড়ে ফেলেছি, এখন কি উপায়?

২৫| ১৪ ই মে, ২০০৭ রাত ৯:২৮

মাহমুদ রহমান বলেছেন: ৫ না দিয়ে পারছি না।

২৬| ১৪ ই মে, ২০০৭ রাত ৯:২৯

অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: দুআ ইউনুস খতম দেন ।

২৭| ১৪ ই মে, ২০০৭ রাত ৯:৪১

হেজাব বলেছেন: হাহ হাহ হাহ
অসুবিধা নাই কনফু এবং নয়া মৃত-ভাইয়েরা আজকে থেইকাই তারিখ গননা করা শুরু কইরা দ্যান

২৮| ১৪ ই মে, ২০০৭ রাত ৯:৫৫

অমিত বলেছেন: বাল, আমি যখন রাইতে ঘুমাই তখন এই আড্ডাগুলা হয়..

২৯| ১৪ ই মে, ২০০৭ রাত ১০:০১

ধুসর গোধূলি বলেছেন: পড়তে ঢুঁকি নাই, ইট্টু হা-হুতাশ করতে ঢুঁকলাম! :-(

৩০| ১৪ ই মে, ২০০৭ রাত ১০:১৭

অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: ধুগো, না পইড়া ভালোই করছেন ।
আমিও পড়ি নাই ।

কনফু টা সেদিনকার বাচ্চা পোলা, দ্যাখেন, কী খাইস্টা কথা-বার্তা ল্যাখে !

৩১| ১৫ ই মে, ২০০৭ রাত ১২:৪৪

হাসান মোরশেদ বলেছেন: কনফু কি আগাম ঈশারা ঈংগিত দিলা নাকি?
অগ্রীম অভিনন্দন তুলে রাখো । শুভস্য শিঘ্রম ভ্রাতঃ
(হারানোর তো কিছু বাকী নাই)!

৩২| ১৫ ই মে, ২০০৭ রাত ১২:৪৭

ধুসর গোধূলি বলেছেন: মনেলয় এহনি বিয়া করি...! দুষ্কে আর ভাল্লাগে না।

৩৩| ১৫ ই মে, ২০০৭ রাত ১২:৫৫

আলভী বলেছেন: জটিল কনফু। আপনে মিয়া আসলেই বস। [বিয়া করি নাই, তবুও পড়লাম]

৩৪| ১৫ ই মে, ২০০৭ রাত ১২:৫৫

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: বিয়া করুম :-(

৩৫| ১৫ ই মে, ২০০৭ রাত ১:১৬

সুমেরু বলেছেন: মজা পাইসি।

৩৬| ১৫ ই মে, ২০০৭ রাত ২:১৭

কনফুসিয়াস বলেছেন: এখানে দেখি অনেক কান্ড হইয়া গেছে!
গুড গুড, কিপিটাপ! :-)

৩৭| ১৫ ই মে, ২০০৭ দুপুর ১২:৪৩

মাহবুব সুমন বলেছেন: চলুক

৩৮| ১৫ ই মে, ২০০৭ দুপুর ১২:৪৯

ফ্রুলিংক্স বলেছেন: আপনারটা কেমনে কি??

৩৯| ১৫ ই মে, ২০০৭ দুপুর ১:০৩

অচেনা বাঙালী বলেছেন: *********তীর্ব পের্তিবাদ*************
এস এম মামু ধনী সে বিদেশী মুজা পরে।
আমি গরীব দেশি মুজা পরি, কোয়ালিটি ভাল না ছিড়া যায় এই কথাই কইসি। দুষের কি কইছি ? কনফু আমার কমেন্ট মুছলো ক্যান?

-----------------------------------------------------

"তোমাদের মধ্যে যাহারা অবিবাহিত অবস্থায় এই পোস্ট দেখিয়াছ তাহারা জাঝা হইতে বঞ্চিত হইবেক"

৪০| ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:০৭

মনিটর বলেছেন: আপনে মানুষ ভালো না, আপনে আমার 'জারীর' আপুর সাথে টাংকি মারার ট্রাই করছেন, আমাকে ব্যান করাইছেন। আপনার খবর আছে - কনফুসিয়াস! জারীর আপুর দিকে আর নজর দিবা না

৪১| ১৬ ই মে, ২০০৭ রাত ৯:১১

কনফুসিয়াস বলেছেন: মনিটর ভ্রাত,
কীয়ের কি! কবি জারীর ইতিমধ্যেই আমাকেও ব্যান খাওয়াইয়াছেন। সেই দুঃখে আমি যাই যাই!
-----------
অচেনা বাঙালী,
দুঃখ পাইয়েন না। দেশী বিদেশী- বেলাইনে চলা সব কমেন্টই মুছিয়া দিয়াছি।
প্রতিবাদটার তীব্রতা এইবার কমাইয়া দিতে পারেন।

৪২| ১৭ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪

কৌশিক বলেছেন: কনফু, আগুণের পরশমনিতে আপনাকে ২৪শে জুন অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ও অনুমতি প্রার্থনা করছি।

৪৩| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:১৬

এই আমি মীরা বলেছেন: বিবাহিত নই তবুও পড়িলাম। মজাও পাইলাম। ৫ :)

৪৪| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:১৭

এই আমি মীরা বলেছেন: অবিবাহিতদের দুরে থাকতে বলা হয়েছে। অবিবাহিতাদের বলা হয় নি কেন?

৪৫| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:১৮

আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আগুনের পরশমণিতে অনেকদিন যাবত কনফুকে প্রত্যাশা করছি। আশা করছি - কনফু নিরাশ করবে না।

৪৬| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:২৬

যীশূ বলেছেন: প্প্ব্রপ্প্ম্নপ্প্বন্প্প্ব্ত্র.......প্প্ব্রপ্প্ম্নপ্প্বন্প্প্ব্ত্র.......

৪৭| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৩:২৭

যীশূ বলেছেন: প্প্ব্রপ্প্ম্নপ্প্বন্প্প্ব্ত্র ..., প্প্ব্রপ্প্ম্নপ্প্বন্প্প্ব্ত্র ......প্প্মম

৪৮| ১৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫০

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: "কুংফু ভাই, ৯৮% একমত ...
শুধু দুইটা জায়গায় ভুল করছেন ...
আমি বুয়েটী না ... আইইউটিয়ান ... এইটা ১% ...
আর আমি ক্যাডেটও না ... শাহীন-নটরডেম ... এইটা আর ১% ...
বুয়েটের কিছু অর্বাচীন পোলাপানের কাছ থেইকা কিছু উন্নাসিক আচরণ কখনো কখনো পাইছি ঠিকই, কিন্তু আমার খুব পছন্দের কিছু মানুষও বুয়েটেই পড়ছে ... তাদের ব্যবহার আগের ব্যবহারগুলিরে ডিসক্রীট ছাগলামী বইলাই ভাবতে শিখাইছে ... আর ক্যাডেটরা অসামাজিক এই কথার কোন প্রমাণ আমি আজ পর্যন্ত পাই নাই ... বরং ইন্টারের পরে হলে গিয়া দেকঝছি ক্যাডেটের পোলাপানরাই বরং তাড়াতাড়ি মানায়া নেয় ..."

কেমিকেল আলীর একটা পোস্টে আপনের উদ্দেশ্যে এই কমেন্টটা করছিলাম ... আপনার চোখে পড়বে কিনা শিওর হইতে না পাইরা এইখানে দিয়া গেলাম আবার ... পড়া হইলে ডিলিট মাইরেন :-)

৪৯| ১৯ শে মে, ২০০৭ ভোর ৪:৪৭

দ্রোহী বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ

জটিল কাহিনী। আমরা যারা প্রেম করে আগে ভাগেই বিয়ে করে ফেলেছি, তারাই মনে হয় ভালো আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.