নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা। আর এই অবিদ্যা থেকে আমি সবসময় দূরে থাকি।

সুপারডুপার

শ্রেষ্ঠ সত্য নিহিত থাকতে পারে ক্ষুদ্র বস্তুতে; শ্রেষ্ট মঙ্গল থাকতে পারে, যাকে আমরা অবজ্ঞা করি; শ্রেষ্ঠ আলো থাকতে পারে অন্ধকার আকাশ থেকে; শ্রেষ্ঠ রজ্জু হতে পারে দুর্বল সুতা থেকে।

সুপারডুপার › বিস্তারিত পোস্টঃ

খুব সহজে সামহোয়্যার ইন ব্লগের পোস্টে ও মন্তব্যে বাংলা ওয়েবসাইটের লিংক যুক্ত করুন (ছোট্ট টিপস)

০২ রা মে, ২০২০ ভোর ৪:১৩



ব্লগে বাংলা ওয়েবসাইটের লিংক যুক্ত করতে যেয়ে অনেকক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। দেখা যায়, সরাসরি কপি করে দিলে তা সুন্দরভাবে লিংক আকারে না এসে পুরো ইউআরএল এড্রেসটি চলে আসে (নিচের চিত্রের মত দেখায়) যেটা কিনা পেস্ট করার সময় এড্রেসটি পুরাপুরি না আসলে ইরোর দেখাতে পারে বা কাজ না করতে পারে।



কিন্তু আপনি খুব সহজেই সামহোয়্যার ইন ব্লগ পোস্টে ও মন্তব্যে বাংলা ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিম্নে তা স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলো :

স্ক্রিনশট -১

প্রথমে লিংকের ইংরেজি অংশটুকু কপি করবেন (স্ক্রিনশট -১)

স্ক্রিনশট -২

এর পরে মন্তব্যের অথবা পোষ্ট লেখার ঘরে লিংক যুক্ত করুন- এ ক্লিক করবেন। (স্ক্রিনশট -২)

স্ক্রিনশট -৩
স্ক্রিনশট -৪

ইউ আর এল -এ ইংরেজি অংশটুকু পেস্ট করবেন (স্ক্রিনশট -৩ ও ৪ )

স্ক্রিনশট - ৫

এরপরে আলাদাকরে ওয়েবসাইটটির বাংলা অংশ কপি করবেন (স্ক্রিনশট - ৫ )

স্ক্রিনশট - ৬
স্ক্রিনশট - ৭

ইউ আর এল -এ বাংলা অংশটুকু স্ল্যাশের পরে পেস্ট করবেন (স্ক্রিনশট - ৬ ও ৭ )

স্ক্রিনশট - ৮

স্ক্রিনশট - ৯

এর পরে ইচ্ছামত টাইটেল দিয়ে লিংক যুক্ত করুন -এ ক্লিক করবেন। আপনার লিংকটি মন্তব্যে বা পোস্টে যুক্ত হয়ে যাবে (স্ক্রিনশট - ৮ ও ৯ )

আশা করি, এতদিন যারা লিংক সংযুক্ত করতে যেয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে খুব সহজে প্রয়োজনীয় লিংকটি যুক্ত করতে পারবেন। লকডাউনের এই কঠিন সময়ে সামু ব্লগের সাথে আপনার সুন্দর সময় কাটুক। শুভকামনা সবার জন্য।

ছবিসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ ভোর ৪:৪৬

নেওয়াজ আলি বলেছেন: Good

০২ রা মে, ২০২০ ভোর ৪:৫২

সুপারডুপার বলেছেন: নেওয়াজ আলি ভাই,
আপনাকে ধন্যবাদ।

২| ০২ রা মে, ২০২০ ভোর ৫:২৮

নিমো বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩১

সুপারডুপার বলেছেন: Nemo ভাই , আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ভাল লেগেছে যেনে আমি অনেক আনন্দিত। আপনাকে ধন্যবাদ।

৩| ০২ রা মে, ২০২০ ভোর ৫:৩৫

নিমো বলেছেন: টেস্ট

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৫

সুপারডুপার বলেছেন: বুঝতে পেরেছি। কিন্তু আবার বেশি টেস্ট করতে যেয়ে ভুলক্রমে ভাইরাস ছড়াবেন না !!!

৪| ০২ রা মে, ২০২০ ভোর ৫:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: লিংকটা কপি করে https://bit.ly তে শর্ট করলেই হয়ে যায়। লিংক শর্ট এবং এক্সপ্যান্ড নিয়ে আমার একটি পোস্ট আছে। দেখতে পারেন :)
খুব সহজেই এক ক্লিকে লিংক ছোট করে ফেলুন

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৪৩

সুপারডুপার বলেছেন: নুপা ভাইকে আমার ব্লগে স্বাগতম। আমিও কিন্তু নুপা।

আপনার পোস্টটি দেখলাম। যখন অনেক বেশি বড় লিংক হয়ে যাবে তখন লিংক ছোট করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে হচ্ছে। এই টিপসটিও অনেক কাজের। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় বোঝার উপায় থাকে না যে এটি ফিশিং কি না ও লিংকে ভাইরাস আছে কি না। শর্ট লিংক Expand করার উপায় বলে দিয়ে এই সমস্যা বোঝার উপায়ও আপনি বাতলে দিয়েছেন । এই প্রয়োজনীয় পোস্টটির লিংক আমার পোস্টে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক শুভকামনা... ভালো থাকবেন ।

৫| ০২ রা মে, ২০২০ ভোর ৫:৩৭

নিমো বলেছেন: আনি সাধারণত Link Shortener ব্যবহার করি। তবে আপনার পদ্ধিতটাও জানা রইল।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫১

সুপারডুপার বলেছেন:



Nemo ভাই,

Link Shortener / URL Shortener ও কাজের। কিন্তু এই পদ্ধতিতে আপনি বাংলা ওয়েবসাইটের লিংক সরাসরি ব্যবহার করতে পারছেন। মন্তব্যের জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় !

৬| ০২ রা মে, ২০২০ সকাল ৮:১০

চাঙ্কু বলেছেন: ঠিক আছে!

০২ রা মে, ২০২০ দুপুর ১:০২

সুপারডুপার বলেছেন: যা করোনার দিন কাল পড়েছে ! ঠিক থাকলেই ভালো। ঠিক থাকলেও , চাঙ্কু ভাইয়ের লজ্জায় মুখে হাত কেন !?

আপনিতো আপনার চায়না টায়না থেকে আসেন নি !?

অনেক শুভকামনা... ঠিক থাকুন সবসময়।

৭| ০২ রা মে, ২০২০ সকাল ৯:১১

জাফরুল মবীন বলেছেন: Yes, Sir, I know that :)

০২ রা মে, ২০২০ দুপুর ১:১৭

সুপারডুপার বলেছেন:

কিন্তু স্যার , Repetition is the mother of learning । তাই আবার না হয় জানলেন ! পোস্টটি পড়ার ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

স্যার আরেকটি কথা আপনি যে ভাবে আমাদের করোনা ভাইরাস নিয়ে আমাদের সচেতন করার চেষ্টা করছেন, তাতে আপনার সতর্ক ও ভালো থাকা অনেক বেশি জরুরি। কারণ ব্লগের কিছু জন কিন্তু করোনা ভাইরাসের উপসর্গ লুকিয়ে আপনার কাছে চিকিৎসা নিতে যেতে পারে !

ভালো থাকুন সবসময়। অনেক শুভকামনা...

৮| ০২ রা মে, ২০২০ সকাল ১০:৪৯

সোনালি কাবিন বলেছেন: ++++

০২ রা মে, ২০২০ দুপুর ১:২৫

সুপারডুপার বলেছেন: একই পোস্টে নুপা ও পুপার আগমন। স্বাগতম! স্বাগতম !

পোস্টে ++++ এর জন্য আমি অনেক আনন্দিত।

ভাল থাকুন সবসময় এই শুভ কামনায় :-

৯| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: https://bit.ly/2YqD4zZপরীক্ষা মুলক

০২ রা মে, ২০২০ দুপুর ১:৪৩

সুপারডুপার বলেছেন: পরীক্ষা করেই কোনো কিছু গ্রহণ করা দরকার।

১০| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: [link|https://www.prothomalo.com/international/article/1654169/কিম-জং-উনের-দেখা-মিলল-শেষে|পরীক্ষা মুলক ২ এটা আপনার পদ্ধতিতে।

০২ রা মে, ২০২০ দুপুর ১:৩৩

সুপারডুপার বলেছেন: আমার পদ্ধতিতে , এই রকম হওয়ার কথা, কিম জং–উনের দেখা মিলল শেষে - Test

সাড়ে চুয়াত্তর ভাই , মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক শুভকামনা...

০২ রা মে, ২০২০ দুপুর ১:৩৯

সুপারডুপার বলেছেন: অথবা আমার পদ্ধতিতে কপি পেস্ট লিংক দিলে, এই রকম দেখাতে পারে:
https://www.prothomalo.com/international/article/1654169/কিম-জং-উনের-দেখা-মিলল-শেষে

১১| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহজ কথা কঠিন্ করে!!
আমি করি এমন করে

০২ রা মে, ২০২০ দুপুর ২:০৪

সুপারডুপার বলেছেন: আপনার লিংক এড্রেসটি এইরকম দেখাচ্ছে :


ফলাফলে দেখাচ্ছে : তথ্যটি পাওয়া যায় নি !!! পুনরায় অনুসন্ধান করুন ... (নিচে স্ক্রিনশট )


ফলাফলের এই মেসেজটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলেই আপনি ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকতে পারবেন।

সহজ কথা! কিন্তু আপনার জন্য মানা অনেক কঠিন !

১২| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৪৯

সোনালি কাবিন বলেছেন: আপ্নার পুরনো কোয়ান্টাম মেথড বিষয়ক পোস্টে এক্টা জিজ্ঞাসা ছিল। উত্তরের অপেক্ষায় রইলাম।

০২ রা মে, ২০২০ দুপুর ২:২৮

সুপারডুপার বলেছেন:


প্রিয় পুপা,

জানার আগ্রহ নিয়ে প্রশ্নটি করার জন্য এবং এই পোস্টে রিমাইন্ড দেয়ায় ধন্যবাদ। আপনাকে উত্তর দিয়েছি।

ভালো থাকবেন।

১৩| ০২ রা মে, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

০২ রা মে, ২০২০ দুপুর ২:৩১

সুপারডুপার বলেছেন: আপনার ভালো লাগাতে আমি অনেক আনন্দিত। আপনাকে ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা...

১৪| ০২ রা মে, ২০২০ দুপুর ২:৪৩

জুন বলেছেন: এটা কি করে গেল বুঝতে পারছি না সুপার ডুপার। এটা আমার ব্লগস্পটের লিংক। আমিতো দিলাম ব্লগের শেষ লেখাটার লিংক :-/
ফিশিং ফ্যাশিং কি বুঝতে পারছি না :(

০২ রা মে, ২০২০ বিকাল ৫:১৯

সুপারডুপার বলেছেন: জুন আপা, আমিও তো বুঝতে পারছি না। রিপেয়ার মিপেয়ার করে দেখতে পারেন ...

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময় জুন আপা। আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা ...

১৫| ০২ রা মে, ২০২০ বিকাল ৪:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: সুপারডুপার এবং আর্কিওপটেরিক্স ভাইকে ধন্যবাদ।

০২ রা মে, ২০২০ বিকাল ৫:০৬

সুপারডুপার বলেছেন:

আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন। অনেক শুভ কামনা ....

১৬| ০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫৮

আমি তুমি আমরা বলেছেন: নতুন ব্লগারদের কাজে লাগবে আশা করা যায়।

০২ রা মে, ২০২০ বিকাল ৫:১৫

সুপারডুপার বলেছেন:


আমার ব্লগে আপনাকে স্বাগতম।

যারা এখনো জানেন নি , তাঁদের সবার-ই এই সহজ টিপস জেনে তথ্য সূত্রে বাংলা ওয়েবসাইটের লিংক দেওয়া সহজ হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। অনেক শুভকামনা..

১৭| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফলাফলে দেখাচ্ছে : তথ্যটি পাওয়া যায় নি !!! পুনরায় অনুসন্ধান করুন ... (নিচে স্ক্রিনশট )

সত্য নয়। আমি ক্লিক করে পাচ্ছি
অ্ন্যদের সমস্যা হবার কথা নয়।
হচ্ছে না স্বাভাবিক, আরও বাড়ছে সাধারণ ছুটি

০২ রা মে, ২০২০ বিকাল ৫:২৮

সুপারডুপার বলেছেন:

কেমন সত্য ! আমি বিস্তারিত আগের মন্তব্যে বলেছি। অন্যরাও ক্লিক করে জানতে পারবে।

এখন তো আপনার লিংক ইংরেজিতে। এটাতো সবাই আগে থেকেই জানে। লিংকে বাংলা থাকলে কিভাবে সহজে মন্তব্যে ও পোস্টে যুক্ত করা যাবে এটাই পোস্টে বোঝাতে চাচ্ছি।

ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

১৮| ০৩ রা মে, ২০২০ রাত ১২:০৭

কাছের-মানুষ বলেছেন: নতুন ব্লগারদের জন্য যথেষ্ট পুষ্টি আছে পোষ্টটাতে। নতুনদের কাজে লাগবে।

০৩ রা মে, ২০২০ রাত ২:২৩

সুপারডুপার বলেছেন:



কাছের-মানুষ ভাই ,

আমার ব্লগে আপনাকে স্বাগতম। পোস্টটির গুরুত্ব বোঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

নতুন ব্লগারদের অনেক ক্ষেত্রে তথ্যসূত্রে বাংলা ওয়েবসাইটের লিংক (ইউআরএল এড্রেসে বাংলা থাকলে ) দিতে সমস্যায় পড়তে হয়। তাদের জন্য তথ্যসূত্র সহ গঠনমূলক পোস্ট ও মন্তব্যে এই একটি সহজ টিপস অনেক কাজে দিতে পারে। এতে তথ্যসূত্রবিহীন বিভ্রান্তিকর পোস্ট ও মন্তব্য এড়ানো সম্ভব হবে। সামহোয়্যার ইন ব্লগারদের এই টিপসটি কাজে লাগলে আমি অনেক আনন্দিত।

আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন ...

১৯| ০৩ রা মে, ২০২০ রাত ১২:১২

কাবিল বলেছেন: ভালো টিপস।
নতুন ব্লগার আরো ভালো ভাবে বুঝতে হলে সামু প্রোফাইলে মেনুবারে সহযোগিতা ক্লিক করতে পারেন।

০৩ রা মে, ২০২০ রাত ২:৩৮

সুপারডুপার বলেছেন:


কাবিল ভাই, আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আপনি ভাই সন্ধানের শুরুতেই হাবিল না নিয়ে কাবিল নামটা নিলেন কেন !?

এই সহজ টিপসটি আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। হাঁ , নতুন ব্লগার আরো ভালো ভাবে বুঝতে হলে সামু প্রোফাইলে মেনুবারে সহযোগিতা ক্লিক করতে পারেন।

ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো। অনেক অনেক শুভ কামনা ...

২০| ০৩ রা মে, ২০২০ রাত ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুপারডুপার ভাই, খুব জরুরী পোস্ট দিয়েছেন। ব্লগে আমি এসব শিখেছি নিজে নিজে কেউ কোনো সহযোগিতা করেনি, সহযোগী পোস্টও ছিলোনা। আশা করি নতুন-পুরাতন সবাই এই পোস্ট দেখে উপকৃত হবেন। ধন্যবাদ ও শুভ কামনা রইলো।




০৩ রা মে, ২০২০ রাত ৩:২২

সুপারডুপার বলেছেন:



প্রিয় মাহমুদ ভাই ,

অতি সাধারণ পোস্টটির গুরুত্ব বোঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার ছাইপাশ লেখায় আপনার উৎসাহ দেওয়া আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। প্রয়োজনীয় নতুন টিপস ও টেকনোলজি আপনি শিখতে চান। আপনি অনেক আধুনিক মানুষ।

ব্লগে অনেকেই গুরুত্বপূর্ণ পোস্ট লেখেন কোনো তথ্যসূত্রছাড়া কাট কপি পেস্ট। এছাড়াও লেখক যার কাছে থেকে ডাটা নিচ্ছেন তাকে ক্রেডিট দিচ্ছেন না। ঐ বিষয়ে জানা না থাকলে পাঠককে বিস্তারিত জানতে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। কিন্তু লিংক দেওয়া থাকলে আগ্রহী পাঠক সহজেই লিংকে যেয়ে বিস্তারিত জেনে আসতে পারেন।

তথ্যসুত্র বিহীন পোস্টে অপ্রয়োজনীয় বিতর্ক চলে আসে। যা থেকে ব্যক্তি আক্রমণ পর্যন্ত শুরু হতে পারে। যেমনঃ রিসেন্ট একটি পোস্ট দেখুন : একটা করোনা ভাইরাসের ওজন কত? - পলাতক মুর্গ । ব্লগার এই ডাটা কোন জার্নাল থেকে পেলেন কিছুই বলেন নি। ফলে সবার জন্যই এটি একটি বিভ্রান্তিকর পোস্ট।

আশা করি নতুন-পুরাতন সবাই তথ্যমূলক পোস্ট লেখলে অবশ্যই সূত্র উল্লেখ করে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন।

ভালো থাকবেন ... অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্যে ...

২১| ০৩ রা মে, ২০২০ রাত ৩:০২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: দারুন পোস্ট। আপনার লিখা দেখে লিংক সংযুক্ত করতে পারলাম খুব সহজে।

০৩ রা মে, ২০২০ সকাল ৭:৪৯

সুপারডুপার বলেছেন: আমার পোস্টটি আপনার উপকারে লেগেছে জেনে , আমি অনেক আনন্দিত।

ভালো থাকবেন সবসময় ... অনেক অনেক শুভকামনা...

২২| ১৬ ই মে, ২০২০ ভোর ৪:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুপারডুপার ভাই, আপনাকে নিয়ে জাফরুল মবিন ভাইয়ের “জ্বীন” পোস্টে মন্তব্য করেছি।
আশা করি পড়ে উত্তর দিবেন।
শুভ কামনা রইলো ভাই।

১৯ শে মে, ২০২০ ভোর ৪:৫৮

সুপারডুপার বলেছেন:



মাহমুদ ভাই, আপনার শুভ কামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাফরুল মবিন ভাইয়ের “জ্বীন” পোস্টে তো আমাদের আলোচনা - সমালোচনা চলছেই। ঐ পোস্টে আমার শেষ দুটি মন্তব্যের উপর আপনার মতামত কি? আশা করি আপনি তা ঐ পোস্টে জানাবেন।

ভালো থাকবেন সবসময়। অনেক অনেক শুভকামনা ...

২৩| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ধারনা শেয়ারে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.