নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোফিয

কিচু বলব

মোফিয › বিস্তারিত পোস্টঃ

৩০০ এম পি - সারে চার বছর ????????

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯



৩০০ এমপি গত ৪.৫ বছরে তাদের কর্ত‌ব্য আর তার বাইরে কে কি করেছে (দেশের জন্য এবং নিজের জন্য) এর একটা হিসাব কি আমরা পেতে পারি ?? তার সাথে বিভিন্ন মন্ত্রি রা



এই চাওয়াটা কি খুব বেশী চাওয়া হবে ?



যেমন ঃ তারা কতদিন দেশে ছিলেন

কতদিন সংসদে ছিলেন

কতদিন নিজ এলাকায় ছিলেন

কি কি উন্নয়ন করেছেন



ইত্যাদি ইত্যাদি ......................



আমরা কিসের ভিত্তিতে তাদের পরিক্ষার ফল দেব ????????????????

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: পকেটের উন্নয়নতো করছেন।

২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই !! কে রে হিসাব চায়!

নিশ্চয়ই রাজাকার, জঙ্গী!!!
যুদ্ধাপরাধীর পক্ষের লুক!!!

বটতলার উকিলকে ডাক। তারে আইজ আইন শিখায়া ছাড়ুম!!!!!!!!!!

;)

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪১

নিষ্‌কর্মা বলেছেন: আইন প্রণেতারা কেন এলাকার উন্নয়ন করবেন? এলাকার উন্নয়নের জন্য আছে নির্বাচিত স্থানীয় সরকার। আইন প্রণেতাদের হাত দিয়ে যেন এক পয়সাও খরচ না হয়, সেই দিকেই নজর দিতে হবে সবাইকে।

স্থানীয় সরকারের এক জন কর্তার চেয়ে একজন আইন প্রণেতা কখনোই এলাকায় বড় কিছু হতে পারেন না। যদি নিজে হাতে পয়সা খরচ করার অদম্য ইচ্ছা থেকে থাকে, তা হলে উনি আইন প্রণেতা না হয়ে স্থানীয় সরকারে কোন পদের জন্য নির্বাচন করুন।

আমাদের উদ্ভট দেশ চলেছে উটের পিঠে, উলটো দিকে। অন্য দেশের নির্বাচনের মত করে আমাদের নির্বাচন হলে অন্য দেশের মত কেন আইন প্রণেতাদের এলাকার উন্নয়ন থেকে দূরে রাখা হবে না? কেউ কি বলবেন?

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

মোফিয বলেছেন: ভাই নিষকর্মা এম পি রা কি শুধুই আঈন প্রনেতা ? জন প্রতিনিধি না ? তার এলাকার উন্নয়ন কি সে দেখবেন না ? হ্যা কাজটা স্থানীয় সরকার বস্তবায়ন করবেন কিন্তু বরাদ্দ হবে কোথা থেকে ?


আমি ব্যাপারটা সেরাম পরিস্কার না .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.