নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোফিয

কিচু বলব

মোফিয › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঘৃনাদিবস এবং ঘৃন্যভূমী

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬


ফাসি দেয়া সকল রাজাকারের মৃতদেহ একজায়গায় পুতে দেয়া যায়।

যেহেতু রাজাকারের দেহ নিজ জেলায় নিতে সবাই অনাগ্রহী সেহেতু একজন রাজাকােরর বাড়ীতে এই কাজটি করা যায়। এক্ষেত্রে সাকা'র বাড়ীকে ব্যবহার করা যায়। (রাউজান গুডস হিল)

সাকার ফাসির দিনটি জাতীয় ঘৃনাদিবস হিসাবে পালন করা যায়। ঐ দিন ঐ যায়গায় গিয়ে সবাই থুথু এবং মূত্র ত্যাগ করে আসবে।

সকল ব্যবস্থাপনার ভার মুক্তিযোদ্ধা সংসদ এর উপর ন্যস্ত করা যায়।

দয়াকরে সকল স্বাধীনতার পক্ষের মানুষকে এই ব্যপারে ভাবতে অনুরোধ করছি .....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

রাহমান বিপ্লব. বলেছেন: অতি আবেগ দিয়ে দেশ চলেনা তো :(

দেখুন না কী অবস্থা! Click This Link

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

মোফিয বলেছেন: আবেগ হীন বাঙ্গালী দেশ স্বাধীন করতে পারত না ...........

২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

চলন বিল বলেছেন: ফকা পরিবার, শেখ পরিবারকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অর্থনৈতিক ভাবে সাহায্য করেছিল। ১৯৯৮ সালের ৯ ই জুলাই বাংলাদেশ জাতীয় সংসদে সাকা চৌধুরীর এই দাবীর জবাবে শেখ হাসিনার অভিমানী জবাব ছিল - ‘এখন তিনি টাকার গরম দেখান, ’৭১ সালে সাহায্যের কথা বলেন, এই টাকা কোথা থেকে এসেছে? সংখ্যালঘুদের সম্পদ লুট করে, সামরিক জান্তার পা চেটে এই টাকা এসেছে । তাঁর বাবা বেঁচে থাকলে উনার পেটে হাত দিলে ৩২ নম্বরের ভাত পাওয়া যেত।' এই কথাগুলো থেকেও দুই পরিবারের উষ্ণ সম্পকের ধারনা পাওয়া যায়। ১৯৪৭ এর আগের সেই কলকাতা ভিত্তিক বন্ধুত্ব শেখ মুজিব ঝেড়ে ফেলতে পারেন নি । অবিভক্ত পাকিস্তান আমল থেকেই ফজলুল কাদেরের সাথে শেখ মুজিবের একটি অন্তরঙ্গ পারিবারিক সম্পর্ক ছিলো । মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা হবার সুবাদে রাজনৈতিক ভাবেই মুজিবের সাথে ফকা আর তার পরিবারের একটি অতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে । আর একই বয়সী শেখ কামালের সাথে সাকার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিলো । শেখ মুজিবের আগ্রহে হাসিনার সাথে সালাউদ্দিন কাদেরের বিয়ের কথাবার্তা অনেক দূর পর্যন্ত গিয়েছিলো ।
যা পরবর্তীতে সাকা চৌ সাংবাদিকদের সামনে নিজেই স্বীকার করে বলেছিলেন,
“ হাসিনা তো আমাকে নিয়ে বলবেই । কেননা উনি আবার আমার প্রতি একটু দু”ব্ব”ল…আমাদের বিয়ে হবার কথা ছিলো কি না… ওয়াজেদ মিয়ার সাথে উনার বাসর রাতের শাড়ি আমারই কিনে দেয়া”

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশী চেতনার জন্যই তো আজকে দেশের এই দশা। গুডস হিল চট্টগ্রামে অবস্থিত।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

মোফিয বলেছেন: চেতনাহীন ময়লা তেনার জন্য উন্নয়নের চাকা ধীর গতির হয়ে যায় .............

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: মফিজ আপনি বুঝি কয়লা দিয়ে দাত মাজা সেই মফিজ, মিউ মিউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.