![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আহা কি সৌন্দর পোলাডা, নিচ্চয় ভদ্দ ঘরের ছাওয়াল"। অতি পরিচিত এই সংলাপ প্রায়শই বাংলা সিনেমায় শুনতে পাওয়া যায়। ভদ্র ঘরের ছাওয়াল বলতে সুন্দরকেই বোঝানো হয়। ছেলেটি সুন্দর তাই তাকে ভদ্র ঘরের সন্তান বলা হচ্ছে (সিনেমা ভাষ্য অনুযায়ি আমরা মনে মনে ধরে নিতে পারি কালো ছেলে-মেয়েরা অভদ্র ঘরের সন্তান)। যদি ছেলেটি কালো হতো তাহলে হয়তো তার দিকে কেউ ফিরেও তাকাতো না। কালো'কে মানুষ অপছন্দ করেছে সর্বকাল। এ আর নতুন কিছু নয়। সংলাপটিতে "ভদ্র ঘরের সন্তান" বলতে আরো একটি বিষয় দৃশ্যমান হয়েছে, আর তা হলো ছেলেটি একটি ধনী (ভদ্র) পরিবারের। তার বাবার বিশাল বিজনেস, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ী আছে। বাংলা সিনেমাতে সাধারনত এই বিষয়টিই স্পষ্ট ফুটিয়ে তোলা হয়।
অসুন্দর মানে কালো। কালো মানে গরিব। গরিব মানে ফইন্নি ফইন্নি চেহারা। আমাদের অর্থমন্ত্রীর ভাষায় বলতে হয় "রাবিশ"।
এখানে উল্লেখ্য যে, আমি নিজেও কুচকুচে কালো, অসুন্দর এন্ড গরিব। আমাকে দেখে কেউ কখনো বলবে না আমি একটি ভদ্র ঘরের সন্তান।
©somewhere in net ltd.