নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধু হও, সাধু সাজিও না

কথামৃত

ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কু্লক্ষয়

কথামৃত › বিস্তারিত পোস্টঃ

ব্লগে বিজ্ঞানের বিষয়ে আলোচনা এত কম কেন?

০৪ ঠা মে, ২০২৫ দুপুর ১:২১

ব্লগে বিজ্ঞানের অবস্থা এমন, যেন এক বস্তা পঁচা আমের মধ্যে একটা আধপঁচা আপেল! মানে আছে, কিন্তু খুঁজে বের করতে গেলে হিমশিম খেতে হয়।

এখানকার বেশিরভাগ ইউজার বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চায় না, বরং কার ধর্ম বড়, কোন রাজনীতিবিদ কেমন, আর কার গোষ্ঠী কারে কতটুকু গালাগালি দিতে পারে এসব ফাউল জিনিষ নিয়ে পড়ে আছে। বিজ্ঞান নিয়ে কেউ কিছু লিখতে গেলেই কমেন্ট সেকশনে এমন ঝাঁপিয়ে পড়ে, যেন নাসার কোনো গোপন মিশন ফাঁস হয়ে গেছে!

আসলে সমস্যা হলো, বিজ্ঞান তো আর ফালতু বিতর্কের খোরাক দেয় না! আপনি যদি বলেন, "ডারউইনের বিবর্তন তত্ত্ব জীববিজ্ঞানের মূল ভিত্তিগুলোর একটি"; ব্যস! এতেই একদল ঝাঁপিয়ে পড়বে, যেন আপনি তাদের পূর্বপুরুষ আর ধর্মগুরুদের সরাসরি গরিলা বলে দিয়েছেন! কমেন্টে কেউ বলবে, "আমরা বানর না, তুই বানর!" আরেকজন এসে বলবে, "পশ্চিমাদের ধোঁকা! এটা নাস্তিকদের চক্রান্ত!" অবস্থা এমন হয়ে গেছে, যেন আপনি যদি বলেন, "বিজ্ঞান–প্রযুক্তি আমাদের উন্নতির চাবিকাঠি," কেউ একজন ঠিকই কমেন্ট করবে, "তাহলে ধর্ম কি? রাজনীতি কি? দেশপ্রেম কি?".….. ব্লা ব্লা ব্লা হর্সশিট! যেন বিজ্ঞান মানেই ধর্মদ্রোহীতা আর দেশদ্রোহিতা! বাংলা ব্লগে মানুষ মারামারি করবে, ব্যক্তিগত আক্রমণ করবে, গালাগালি করবে, কিন্তু বিজ্ঞান নিয়ে কেউ সিরিয়াস হবে না

তবে হ্যাঁ, দু-একজন পাগল বিজ্ঞানপ্রেমী এখনো আছে, যারা বুদ্ধিমানদের হারিয়ে যাওয়া জাতি থেকে এসেছে। কিন্তু তারা যখন কিছু লেখে, তখন সে লেখা পড়ে লোকজন এমন তাকিয়ে থাকে, যেন ফরমুলা ওয়ানের গতি দিয়ে ঠেলাগাড়ি চালানো হচ্ছে!

তাই, বিজ্ঞান নিয়ে যদি আমরা বাংলায় ভালো আলোচনা চাই, তবে আমাদেরকেই বাংলা ব্লগে এই (গঙ্গার জল অথবা পদ্মার পানি) পরিষ্কার করতে হবে, না হলে সবসময়ই এখানে ফালতু ঝগড়াঝাঁটির ঢেউ চলতেই থাকবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.