নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

এক উদ্দেশ্যহীন যাত্রার নতুন মাত্রা খুজে পাওয়ার গল্প !:#P

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১



হঠাৎ করেই সামু তে আসা। এখানে এসে এখানকার লেখকদের লেখা পড়ে, একজন লেখকের লেখায় আরেকজন লেখকের মন্তব্য পড়ে, একজন ব্লগারের সাথে আরেকজন ব্লগারের সুসম্পর্ক, সবকিছু দেখে অনেক বেশী ভালো লেগে যায়। !:#P

নিজেকে লেখক বলে দাবী করার দুঃসাহস নেই আমার। তবে ফেসবুক এ দু একটা কবিতা ও ছোটখাটো লেখা লিখে পরিচিত জন দের কাছে থেকে প্রশংসা পেয়েছি, যদিও সেখানে লেখা টা নিয়মিত ছিলনা। মাঝে মাঝে মন চাইলে ভালো লাগলে লেখা হতো। :P

কিন্তু এটা স্বাভাবিক, সবার ই মন চায় নিজের লেখা সম্পর্কে মতামত জানতে কেমন হল কিংবা আরও একটু কেমন হলে আরও একটু বেশী ভালো হতো তা জানতে, তাই কিছুটা লোভ ও লাগল নিজের পরিচিত মহলের বাইরে যারা আমাকে ব্যক্তিগত ভাবে চেনেনা এমন মানুষগুলো, যারা নিজেরাই লেখক তাদের মাঝে আমার আনাড়ি হাতের লেখা গুলোকে ছড়িয়ে দেই। জানতে ইচ্ছে হল খুব, কেমন লাগে তাদের কাছে আমার লেখা।

আর বরাবর ই আমার মানুষের ভালোবাসা, স্নেহ পাওয়ার খুব শখ, সামুর সবকিছু দেখে লেখা লেখার শখের সাথে সাথে মানুষের ভালোবাসা পাওয়ার লোভ টা ও আরও বেশী বেড়ে গেল। :P

যেই ভাবা সেই কাজ, খুলে ফেললাম সামু তে একাউন্ট আর খুব বেশী চিন্তা ভাবনা না করে লিখে ফেললাম নতুন একটা কবিতা, পোস্ট ও করলাম। =p~

এভাবে অনেক বেশী ভালো লাগা নিয়ে পুরোপুরি অপরিচিত একটি পথে এক ঝাক গুণী লেখকের সাথে সামু তে আমার পথ চলা শুরু। এ পথ চলতে চলতে কোথায় পৌছাব, কতদুর যাব এমন কোন চিন্তা ভাবনা বা উদ্দেশ্য আসলে মনে ছিলনা। নিজের লেখা এত বড় একটি প্লাটফর্ম এ পোস্ট করতে পারছি, এক ঝাক গুণী লেখকের লেখা পড়ছি, তাদের সংস্পর্শে আছি এটাই আমার কাছে অনেক বড় কিছু।

প্রথম কবিতা পোস্ট করার সাথে সাথে দেখি মোঃ নিজাম উদ্দিন মণ্ডল ভাই এর মন্তব্য, কি যে খুশী লাগল তখন। নিজাম ভাই ছিলেন সামু তে আমার প্রথম পোস্ট এর প্রথম মন্তব্য কারী। তারপর দেখি কাওসার চৌধুরী ভাই ও আবু আফিয়া আপু। এই তিনজন মানুষ সামু তে আমার প্রথম পোস্ট এর প্রথম ৩ জন মন্তব্য কারী। :-B

তারপর নিজাম ভাই ও আবু আফিয়া আপু হারিয়ে যায় কিছুদিনের জন্য। কিন্তু যেই মানুষটা সেই প্রথম থেকে আজ পর্যন্ত আমাকে লেখার জন্য উৎসাহ, পরামর্শ, দিক নির্দেশনা ও সাপোর্ট দিয়ে আমার পাশে আছেন, তিনি কাওসার চৌধুরী ভাই। ভাইয়া কে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা। একজন নতুন ব্লগার/ লেখকের জন্য একজন সিনিয়র ব্লগার/লেখকের সাপোর্ট অনেক বেশী সাহস সঞ্ছয়কারক ও উৎসাহ জনক যেটা প্রথম থেকে কাউসার ভাই এর কাছে থেকে পেয়ে আসছি।

এরপর অনেকদিন পর আবার খুজে পাই নিজাম ভাই কে। তার উৎসাহে আমি এখন মাঝে মাঝে ছড়া লিখি। :P



এভাবে পথ চলতে চলতে ধীরে ধীরে জানতে পারি সেফ হওয়া কি, প্রথম পাতা কি। তখন এই আনাড়ি লেখিকার মনে ও খুব ইচ্ছে জাগে সেফ হওয়ার, লেখা প্রথম পাতায় প্রকাশ পাওয়ার। :(

কিন্তু ইদানিং দু একটা লেখায় পড়লাম অনেকে অনেক মাস এমন কি বছর পার করে তারপর সেফ হয়েছেন। তখন হতাশ মনে সেফ হওয়ার ইচ্ছে ছেড়েই দিয়েছিলাম। :( :((

কিন্তু আজ সকালেই দুর্ঘটনা টা ঘটল। !:#P দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর =p~ খুশী হওয়ার সাথে সাথে মনের মধ্যে আরও ভয় ও সংকোচ কাজ করছে কারন এতদিন আমার লেখা প্রথম পাতায় যায়নি আর এখন সরাসরি আমার লেখা প্রথম পাতায় যাবে সেখানে আরও বেশী পাঠক আমার লেখা পড়বে, আর প্রথম পাতায় জায়গা পেতে হলে লেখা মানসম্পন্ন হতে হয়, সবকিছু মিলিয়ে এখন থেকে নতুন যা কিছু লিখব আগের চেয়ে আরও দশবার বেশী ভাবতে হবে। বিষয়টা অনেক বেশী চিন্তার। কারন প্রশংসা, কিংবা জায়গা পাওয়া যত টা না কঠিন তার চেয়ে কঠিন সেটি ধরে রাখা।

আরও যেসব ব্লগার বন্ধু কিংবা ভাই ও বোন দের আমার পোস্ট এ মন্তব্য করার মাধ্যমে, তাদের পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরনা ও সাপোর্ট এর সাহায্যে আজ আমার প্রথম পাতা পর্যন্ত পৌঁছানো তারা হলেন,

মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বিজন রয়, রাজিব নুর, মোস্তফা সোহেল, প্রামানিক, সেলিম আনোয়ার, মনিরুল ইসলাম বাবু, শামচুল হক, মোঃ মাউদুল সরকার, শাহরিয়ার কবীর, খালেদা শাম্মী, সাইন বোর্ড, মনিরা সুলতানা, করুনাধারা, ফারহানা সুন্দর মন, মিথী_মারজান, জুনায়েদ বি রাহমান, ওবায়দুল হক, মীর সাজ্জাদ, পবন সরকার, কাইকর, বৃষ্টি বিন্দু, নাজিম সৌরভ, আকতার আর হোসাইন, ঠাকুরমাহমুদ, জোকস, প্রান্তর পাতা, ন্যায়দন্ড, নিশাচড়, সৈয়দ ইসলাম, নূর মোহাম্মদ নূরু, উদাস মাঝি, আখেনাটেন, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, রোকনুজ্জামান খান, তারেক_মাহমুদ, মোঃ মাইদুল সরকার (ভুল বশত যদি কার ও নাম বাদ পড়ে যায় আমি খুব ই দুঃখিত)

আর অবশ্যই ধন্যবাদ সামু মোডারেটর দের আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়ার জন্য।

এবং আমার প্রিয় ব্লগার বন্ধু/ভাই/ বোন, এতদিন আপনাদের সাপোর্ট এ যেমন প্রথম পাতা পর্যন্ত পৌছাতে পেরেছি আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো কিছু লিখতে আগের মত আপনাদের সাপোর্ট পাবো। ভালো লাগার পাশাপাশি আমার লেখা আপনাদের যদি ভালো নাও লাগে সেটা ও জানালে খুশী হব কিংবা আরও একটু কিভাবে হলে ভালো হতো এমন পরামর্শ ।

বিঃ দ্রঃ আনন্দ কিংবা খুশী নাকি বাটলে বাড়ে তাই আমার আনন্দের/খুশীর খবর সবার সাথে বাটতে আসা। আর যদি কেউ মিষ্টি খাওয়ার কথা বলেন, এখন ইফতারির সময় না হওয়াতে মিষ্টি খাওয়াতে পারছিনা বলে দুঃখিত। ইফতারির পর নিজ নিজ দায়িত্বে কথার ফুলঝুরির নাম করে কিনে খেতে পারেন :P

পরিশেষে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার লেখাটি পড়ার জন্য।

মন্তব্য ১০৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন, প্রথম পাতায় স্বাগতম।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য, আশা করি সামনের দিনগুলোতে ও থাকবেন।

২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৬

সবুজের ইবনে বতুতা বলেছেন: ব্লগে স্বাগতম।

কতদিন পর সেফ হলেন?

আমি এখনো সেফ হতে পারি নি? সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে।

"কতদিন পর সেফ হলেন?" এক মাস এক সপ্তাহ পর

"আমি এখনো সেফ হতে পারি নি? সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি"
প্রথম পাতায় সুযোগ পেতে এই পোস্ট এ মন্তব্য করতে পারেন
Click This Link
আর সামু মোডারেটরদের ফেসবুক পেজ কিংবা ইমেইল এ নক করতে পারেন। পাশাপাশি মানসম্মত লেখা লিখে যান, অন্য লেখকদের লেখায় যুক্তিপূর্ণ সুন্দর মন্তব্য করুন, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন, এবং ব্লগের নিয়ম কানুন বজায় রাখুন। আশা করি শীঘ্রই সেফ হবেন। শুভকামনা আপনার জন্য ভাইয়া।

৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন । সবসময় পাশে থাকবেন আশা করি।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ কলি আপু।

"সবসময় পাশে থাকবেন আশা করি" অবশ্যই আপু, আমারা সবাই সবার পাশে আছি সবসময়।

৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৪

নাজিম সৌরভ বলেছেন: অভিনন্দন, আমিও প্রথম পাতায় যাবার অপেক্ষায় আছি ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

"আমিও প্রথম পাতায় যাবার অপেক্ষায় আছি" শুভ কামনা আপনার জন্য।

৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামানা রইলো ।
আমার নতুন গল্প।
"""ট্রিপল ফিল্টার টেস্ট""""
লিংক
(Click This Link)
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ রোকনুজ্জামান ভাইয়া।

"এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল" অবশ্যই সময় করে যাব আপনার ব্লগে এবং লেখা পরব।

আপনার জন্য ও শুভকামনা ভাইয়া।

৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

কাওসার চৌধুরী বলেছেন:
প্রতিদিন সময় করে আমার আপুটার ব্লগ ভিজিট করতাম নতুন কোন লেখা আছে কী না দেখার জন্য!! আজ থেকে আর এমনটা করতে হবে না। প্রথম পাতায় প্রতিদিন প্রিয় আপুটার লেখা পড়তে পারবো। এটা আমার জন্য খুব আনন্দের।

আমি সব সময় আপনাকে সাহস দিতাম, উৎসাহ দিতাম। আপনার আজকের লেখায় আমার নামটি দেখে খুব খুশি হয়েছি। এজন্য কৃতজ্ঞতা রইল। সেফ হওয়ার পর এত সুন্দর একটি লেখা দিয়েছেন, সত্যি তা মুগ্ধ করার মত। অনেক অনেক শুভ কামনা প্রিয় আপুটার জন্য। আশা করি নতুন নতুন লেখা দিয়ে ব্লগকে সমৃদ্ধ করবেন। শুভ কামনা রইল।

নিয়মিত ভাল ভাল পোস্ট দেন। ব্লগে ভাল লেখা পোস্ট করা মানে আপনি যে বিষয়টি নিয়ে লেখেন তা যেন মানসম্মত হয়। এটি গল্প, কবিতা, স্মৃতিচারণ, ভাবনা, ফিচার, প্রবন্ধ যাই হোক না কেন। লেখাটি পড়ে পাঠক যাতে খুশি হন এটি মাথায় রাখতে হবে। এজন্য বিষয়টি সুন্দর করে উপস্থাপনা করাটা জরুরী। পাশাপাশি বিষয়টির গভীরতা ও উপসংহার। এজন্য প্রচুর পড়াশুনা করতে হবে, জানতে হবে। যে লেখক বেশি জানেন, সমাজ ও সংস্কৃতি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের লেখার মান ভাল হয়, তথ্যবহুল হয়। এজন্য ভাল লেখার পূর্বশর্ত হল বেশি করে জানা, বেশি করে পড়াশুনা করা। অর্থাৎ নিজের জ্ঞানের পরিধি বাড়ানো। এটাই ভাল লেখার পূর্ব শর্ত। এছাড়া নিজের চিন্তা চেতনার বিকাশ করতে হবে, বেশি বেশি ভাবতে হবে। যে বিষয়টি নিয়ে লেখবেন সে বিষয়টি নিয়ে আগে ভালভাবে জানা খুব জরুরী।

হঠাৎ করে ভাল লেখক হওয়া যায় না। এটি একটি ধাররাবাহিক প্রক্রিয়া। যত লেখবেন তত লেখার মান বাড়বে। এজন্য প্রথম প্রথম ভাল মন্দ বাছ বিচার না করে প্রচুর লেখতে হবে। একটা সময় আসলে দেখবেন লেখার মান ভাল হচ্ছে। এজন্য লেখালেখিতে লেগে থাকতে হবে। এর কোন বিকল্প নেই।।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: "প্রতিদিন সময় করে আমার আপুটার ব্লগ ভিজিট করতাম নতুন কোন লেখা আছে কী না দেখার জন্য" জী ভাইয়া, আপনি প্রথম থেকে আমার লেখার নিয়মিত পাঠক এবং সবসময় পাশে ছিলেন পরামর্শ ও উৎসাহ দিয়ে। আমি একটা লেখা লিখেই অপেক্ষায় থাকতাম আপনার মন্তব্য এর জন্য, এবং জানতাম আর কেউ মন্তব্য না করলেও আপনি অবশ্যই করবেন :-B

"হঠাৎ করে ভাল লেখক হওয়া যায় না। এটি একটি ধাররাবাহিক প্রক্রিয়া। যত লেখবেন তত লেখার মান বাড়বে। এজন্য প্রথম প্রথম ভাল মন্দ বাছ বিচার না করে প্রচুর লেখতে হবে। একটা সময় আসলে দেখবেন লেখার মান ভাল হচ্ছে। এজন্য লেখালেখিতে লেগে থাকতে হবে। এর কোন বিকল্প নেই" চেষ্টা করছি ভাইয়া, ইনশাল্লাহ করে যাব।

আবার ও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য এর জন্য এবং ইফাতারি এর পিক দিয়ে এখন খাবারের লোভ দেখানোর জন্য :P

৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

অচেনা হৃদি বলেছেন: অভিনন্দন আপু !

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ অচেনা হৃদি আপু।
শুভ কামনা আপনার জন্য।

৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: এবার কী বোর্ডে ঝড় তুলুন!
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২

কথার ফুলঝুরি! বলেছেন: "এবার কী বোর্ডে ঝড় তুলুন" হাহা জী অবশ্যই। কি বোর্ড এর ঝড় সাথে লেখার ঝড় :P
ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: সবসময়ের শুভকামনা।
ধৈর্য্য সহকারে এগিয়ে চলুন।

শুভব্লগিং।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: "ধৈর্য্য সহকারে এগিয়ে চলুন" অবশ্যই, ধৈর্যই তো সফলতার মূলমন্ত্র।
অনেক ধন্যবাদ আপনাকে বিজন রয় ভাই।

১০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশ্, সেফ করে মডুরা কি আকামডাই না করলো? X(
প্রথম পাতায় তো আর গপ্পো করা যাবে না?:(
কি করি?
আন্দোলনে নামতে হবে..:D



আমার ভাই, তোমার ভাই
কথা আপা, কথা আপা:P
কথা আপার ভয় নাই
ছড়া পড়া ছাড়ি নাই!(কবিতা বাদে:()

জ্বালোরে জ্বালো
লগইন করো!
কিবোর্ড ভাঙবেই
লেখালেখি চলবেই!!
আহংকারীর ট্রাক্টর
ভেঙে দাও গুড়িয়ে দাও :P

বি. দ্রঃ
এবারের সংগ্রাম
আনলিমিটেড মন্তব্য করার সংগ্রাম
এবারের সংগ্রাম
লেখকদের জ্বালিয়ে মারার সংগ্রাম!(পারলে ঠেকাও;))

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

কথার ফুলঝুরি! বলেছেন: "ইশ্, সেফ করে মডুরা কি আকামডাই না করলো?" হাহা! আসলেই আকাম :P এখন থেকে আমার ও যে কোন লেখা পোস্ট করার আগে অনেক বেশী ভাবতে হবে :P

হাহা! সংগ্রাম চালিয়ে যান মণ্ডল ভাই তবে ভালোবাসার সংগ্রাম যেখানে কোন রক্তারক্তি বা কাউকে আহত করার সুযোগ নেই !:#P

আমার প্রথম পোস্ট এর প্রথম মন্তব্য কারী আপনি :-B

১১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা!
এখন থেকে দায়িত্ব আরো বেড়ে গেল। আরো ভাল লেখার প্রত্যাশায় থাকবে সামু'র পাঠকগণ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাইয়া।

"এখন থেকে দায়িত্ব আরো বেড়ে গেল" তা তো অবশ্যই ।

"আরো ভাল লেখার প্রত্যাশায় থাকবে সামু'র পাঠকগণ" চেষ্টা করবো ভালো লিখতে অবশ্যই

১২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

আবু আফিয়া বলেছেন: আপনাকে অভিনন্দন,
এই অযোগ্যের কথা স্মরণ করায় আপনার প্রতি রইল কৃতজ্ঞতা

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আবু আফিয়া আপু।
আপনি সামু তে আমার প্রথম পোস্ট এর ৩ নং মন্তব্য কারী :P

১৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

লাবণ্য ২ বলেছেন: অভিনন্দন আপু!

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ লাবণ্য আপু।
পাশে থাকবেন সবসময় আশা করি 8-|

১৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
অভিনন্দন ফুলঝুরি!!!
অনেক অনেক শুভেচ্ছা।
খুব সুন্দর হোক সামুতে পথচলা।:)

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিথি মারজান আপু।
আশা করি আগের মত এখন ও সবসময় পাশে থাকবেন ।

১৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: হ্যাপি ব্লগিং :-B

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে শুভকামনা জানানোর জন্য

১৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১

আখেনাটেন বলেছেন: এবার ধুঁমায়ে লিখতে থাকেন কথার ফুলঝুরি ছুটিয়ে। :D

শুভ ব্লগিং। অনেক অনেক শুভকামনা কথার ঝুলফুরি থুক্কু ফুলঝরি!! :P :D

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২

কথার ফুলঝুরি! বলেছেন: "এবার ধুঁমায়ে লিখতে থাকেন কথার ফুলঝুরি ছুটিয়ে" অবশ্যই চেষ্টা করবো। পাশে থাকবেন আশা করি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। =p~

"কথার ঝুলফুরি থুক্কু ফুলঝরি" হাহাহা! মজা পেলাম আনেটাখেন থুক্কু আখেনাটেন :P

১৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: এখন তো আপনার দায়িত্ব বেড়ে গেল।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: জি ভাইয়া তা তো অবশ্যই। এখন আরও হাজার বার ভাবতে হবে কিছু লিখতে গেলে। 8-|

১৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৫

ডট কম ০০৯ বলেছেন: প্রথম পাতায় সু স্বাগতম।

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ডট কম ০০৯ ভাইয়া !

১৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ হোক আপনার পথচলা, ভালো অবিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
শুভকামনা সবসময়

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমাকে শুভকামনা জানানোর জন্য। পাশে থাকবেন সবসময় আশা করি।

২০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন!!
অনেক অনেক শুভ কামনা।

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ মনিরা আপু।
আপনার জন্য ও রইল অনেক শুভ কামনা ও ভালোবাসা

২১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। স্বাগতম প্রথম পাতায়।

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে স্বাগত জানানোর জন্য।
পাশে থাকবেন সবসময় আশা করি।

২২| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রিনয় কবির বলেছেন: অভিনন্দন , আমি এখনো সেফ হলে পারলাম না...।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে অভিনন্দন জানানোর জন্য।
"আমি এখনো সেফ হলে পারলাম না" লেখা চালিয়ে যান ভাইয়া, ইনশাল্লাহ পারবেন একসময়। শুভকামনা আপনার জন্য।

২৩| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সনেট কবি বলেছেন: তবে এবার কথাগুলো ফুল হয়ে ঝরুক।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ কবি আমার পোস্ট এ খুব চমৎকার মন্তব্য এর জন্য।

"এবার কথাগুলো ফুল হয়ে ঝরুক" চেষ্টা করবো। তবে আপনারা পাশে থাকবেন সবসময় আশা করি ।

২৪| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন; লিখুন।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে অভিনন্দন জানানোর জন্য ও লেখার জন্য উৎসাহ দেওয়ার জন্য।

আশা করি পাশে পাবো সবসময়

২৫| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন,
শুভেচ্ছা অফূরান।

প্রথম পাতায়
সামুর খাতায়
লিখুন যা খুশি
আমরাতো সবাই আছি।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১০

কথার ফুলঝুরি! বলেছেন: "প্রথম পাতায়
সামুর খাতায়
লিখুন যা খুশি
আমরাতো সবাই আছি" অনেক ভালো লাগল লাইন গুলো।

ধন্যবাদ অনেক বিদ্রোহী ভৃগু ভাইয়া।

২৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথার ফুলঝুরি বর্ষিত হোক ব্লগে
শুভাগমন, সাদর সম্ভাষণ

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মন্তব্য দিয়ে আমাকে প্রথম পাতায় স্বাগত জানানোর জন্য।

পাশে থাকবেন সবসময় আশা করি।

২৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:১২

ওমেরা বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! কি সুন্দর ফুল। ফুল আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য।

২৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!




স্বাগতম প্রথম পাতার নবীন এক ব্লগারকে ।
সামুর প্রতি আপনার অনুরাগ যেন এমনিই থাকে অনুক্ষন ।
শুভেচ্ছান্তে ।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: আহমেদ জী এস ভাইয়া, আপনার চমৎকার মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ।

আশা করি সামনের দিনগুলোতে পাশে পাবো

২৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো !:#P

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ভাইয়া আমাকে শুভকামনা জানানোর জন্য।

৩০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি ভাইয়া তা তো অবশ্যই। এখন আরও হাজার বার ভাবতে হবে কিছু লিখতে গেলে।ন

নিজের মন থেকে যেটা সায় দিবে তাইই লিখবেন।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: "নিজের মন থেকে যেটা সায় দিবে তাইই লিখবেন" জী ভাইয়া, লেখার ক্ষেত্রে মনের সায় দেয়াটাই তো আসল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর পরামর্শের জন্য।

৩১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাগতম ও অ‌ভিনন্দন। আ‌রো ভা‌লো‌ ভা‌লো লেখা পড়ার প্রত্যাশা কর‌ছি।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া আমাকে স্বাগত জানানোর জন্য।

"আ‌রো ভা‌লো‌ ভা‌লো লেখা পড়ার প্রত্যাশা কর‌ছি" জী ভাইয়া চেষ্টা করবো অবশ্যই। এখন তো আরও চিন্তা বেড়ে গেল লেখার ক্ষেত্রে

৩২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৫

করুণাধারা বলেছেন: অভিনন্দন, কথার ফুলঝুরি!!

এবার প্রথম পাতা ভরিয়ে তুলুন নানা কথার ফুলঝুরিতে। অসংখ্য শুভকামনা রইল।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার চমৎকার মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ আপু।

"এবার প্রথম পাতা ভরিয়ে তুলুন নানা কথার ফুলঝুরিতে" চেষ্টা করবো আপু। আশা করি পাশে পাবো সবসময়।

৩৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনি ভাল করবেন আশা করছি।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে স্বাগত জানানোর জন্য।

"আপনি ভাল করবেন আশা করছি" ভালো লাগল জেনে ভাইয়া তবে সাথে ভয় টা আরও বেড়ে গেল, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো করতে। তবে আপনাদের পাশে চাই সবসময়।

৩৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮

রসায়ন বলেছেন: আমি সেফ হয়েছি এক বছর পরে । এনিওয়ে, পোস্ট , লাইক , কমেন্ট করে একটিভ থাকুন ।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: আমিও তো সেফ হবার আশা ছেড়েই দিয়েছিলাম ভাইয়া :P তবে গতকাল ই হঠাৎ অঘটন টা ঘটে গেল :P

৩৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু, আপনার পোষ্টটি আমার ভীষনই ভালো লাগল। অনেক গুছিয়ে মনের কথাগুলো লিখেছেন। আমরা যারা পুরোন হয়ে গিয়েছে তাদের মিষ্টি সব স্মৃতিকে জাগিয়ে দিলেন।

আপনার মতো অনুভূতি আমারো হয়েছিল। যখন প্রথম পাতায় জায়গা পেয়েছিলাম, আনন্দের সাথে সাথে ভয়, সংকোচও ছিল। এখনতো আমার লেখা মানুষের চোখে পড়বে! ভুলভাল কিছু লিখে ফেললে খবর হয়ে যাবে আমার। হাহা।

আপনার জন্যে অনেক শুভকামনা। প্রচুর স্নেহ, ভালোবাসা পান সামু থেকে। অনেককিছু শিখুন এবং অন্যকে শেখান।
ওয়েলকাম টু দ্যা সেফ ওয়ার্ল্ড! হ্যাপি ব্লগিং!

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার খুব সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার যেমন আমার লেখা ভালো লেগেছে আমার ও খুব ভালো লাগল আপনার মন্তব্য।

তবে আপু, জানেন ? আপনার নাম দেখে আমি না আগে আপনাকে ভাইয়া ভাবতাম :P কিন্তু একদিন প্রান্তর পাতা ভাই এর পোস্ট এ দেখি আপনাকে আপু বলতে :(( :P হাহা! খুব মজা পেয়েছিলাম

৩৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জ্বালোরে জ্বালো
আগুন জ্বালো,
লেখকের চামড়া
তুলে নেব আমরা!:P


ওই লেখক?
প্রথম পাতায় এসে কি মাথা শট হয়ে গিয়েছে??:P

@" তিনি কাউসার(কাওসার) চৌধুরী "
-আমার বন্ধুকে আবারো গরু(কাউ) বানিয়েছেন কেন??X(

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: "জ্বালোরে জ্বালো
আগুন জ্বালো,
লেখকের চামড়া
তুলে নেব আমরা!:P" হাহা! ছিল্লা কাইটটা লবন লাগায় দিব :P

"ওই লেখক?
প্রথম পাতায় এসে কি মাথা শট হয়ে গিয়েছে??:P

@" তিনি কাউসার(কাওসার) চৌধুরী "
-আমার বন্ধুকে আবারো গরু(কাউ) বানিয়েছেন কেন??"

নিজাম ভাই কাল আসলেই মাথা টা কেমন হয়ে গিয়েছিল, একদিকে অফিসে অনেক কাজের প্রেশার তার উপর সেফ হয়েছি সেই খুশী, আবার লিখছি প্রথম পাতার জন্য সব মিলিয়ে মাথা নষ্ট :(( তাই আমার ও আপনার প্রিয় কাওসার ভাই এর নাম এর বানান খেয়াল করিনি। আপনাকে অনেক ধন্যবাদ ভুল টা ধরিয়ে দেওয়ার জন্য। আগামী তেও এমন কিছু দেখলে অবশ্যই বলবেন ভাইয়া।

৩৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: প্রথম পাতায় অভিনন্দন। লিখতে থাকুন। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই আমাকে অভিনন্দন জানানোর জন্য।
পাশে থাকবেন ভাইয়া সবসময়

৩৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

কাওসার চৌধুরী বলেছেন: ওই লেখক?
প্রথম পাতায় এসে কি মাথা শট হয়ে গিয়েছে??:P

@" তিনি কাউসার(কাওসার) চৌধুরী "
-আমার বন্ধুকে আবারো গরু(কাউ) বানিয়েছেন কেন??X(

মুই কিন্তু মাইন্ড খাই নাই। আন্নে ক্যান আপুনিকে বিরক্ত কচ্ছেন!! :( :( :(

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া খুব ই দুঃখিত আমি, কাল অফিসের কাজ, সেফ হওয়া, প্রথম পাতার জন্য লেখা, সব মিলিয়ে মাথা নষ্ট হবার উপক্রম হয়েছিল, তাই আপনার নামের বানান টা খেয়াল ই করিনি :( আমার নামের বানান যখন কেউ ভুল লিখে আমার খুব খারাপ লাগে। কিন্তু আমি নিজেই আপনার টা ভুল লিখেছিলাম। :((

"মুই কিন্তু মাইন্ড খাই নাই" আমি জানি ভাইয়া, কিন্তু আপনি আমাকে বলেন নি কেন? তাহলে বেশী খুশী হতাম। কারন আমি চাইনা আমার লেখায় বানান ভুল হোক এবং সেটি দেখতে দৃষ্টিকটু লাগুক তাও আবার আমার প্রিয় কাওসার ভাই এর নাম :(
যাই হোক, ঠিক করে দিয়েছি এখন। ভবিষ্যতে এমন হলে অবশ্যই কোন চিন্তা ভাবনা না করে বলে ফেলবেন। :-B

৩৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "@কাওসার চৌধুরী বলেছেনঃ মুই কিন্তু মাইন্ড খাই নাই। আন্নে ক্যান আপুনিকে বিরক্ত কচ্ছেন!!"


যার জন্য করি চুরি
সেই বলে চোর,
পুচকে;) এক লেখিকার জন্য
আমায় করলি পর? :(

কোট টাই পরে তুই
সেজেছিস হিরো?X(
হয়ে যাক লড়াই আজ
দেখি কে জিরো??:P

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: "যার জন্য করি চুরি
সেই বলে চোর,
পুচকে;) এক লেখিকার জন্য
আমায় করলি পর" হাহা! নিজাম ভাই :P আমিতো আসলেই পুচকি, আমার বয়স মাত্র এক মাস এক সপ্তাহ :((

"কোট টাই পরে তুই
সেজেছিস হিরো?X(
হয়ে যাক লড়াই আজ
দেখি কে জিরো??" নিজাম ভাই ভয় পেয়েছি ভাই, লড়াই টরাই করবেন না ভাই, রক্তা রক্তি ভয় লাগে :P

৪০| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



ধন্যবাদ, অভিনন্দন শুভেচ্ছা একরাশ।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য এর জন্য।
এবং দারুন পিক টার জন্য ডাবল ধন্যবাদ :P

৪১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


যার জন্য করি চুরি
সেই বলে চোর,
পুচকে;) এক লেখিকার জন্য
আমায় করলি পর? :(

আন্নে ক্যান করলেন চুরি
মোর ঘর তন?
তাই ভেবে মাথা খান মোর
করে ভন ভন।। :( :(

ভাবছি একখান মামলা করুম
ফ্যামেলি কোর্টে ভাই,
পুলিশ, আদালত আর ডিবির ভয়ে
মন্ডল শুধু পালাই পালাই।।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! কাওসার ভাই, মামলা টামলা বাদ দেন :P মিলে মিশে থাকি ভাই ভাই বোন বোন B-))

৪২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:২০

শিখা রহমান বলেছেন: অভিনন্দন ফুলঝুরি!! কথার অপরূপ ফুলঝুরিতে মেতে উঠুক ব্লগ। শুভব্লগিং!

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ শিখা আপু, আপনার চমৎকার মন্তব্য এর জন্য।
আশা করি সবসময় পাশে পাবো আপু।

৪৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিন্তু আজ সকালেই দুর্ঘটনা টা ঘটল। !:#P খুশী হওয়ার সাথে সাথে মনে........
দুর্ঘটনা টা ঘটলে মানুষ আনন্দিত হয় , নূতন অভিজ্ঞতা হলো !!!

অভিনন্দন থাকল কথার ফুলঝুরিতে মোহিত হব আগামী দিনে
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: "দুর্ঘটনা টা ঘটলে মানুষ আনন্দিত হয়" সেফ হওয়া তো ভাইয়া আনন্দিত হওয়ার মতই একটা দুর্ঘটনা :P
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

৪৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
নানী তোমার ব্লগিং বা লেখার স্টাইল দেখে মনে হয়,
তুমি পুরাতন পাপী-টাপি হবে..... :P


যাক,প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়াতে
এই পাপীতাপীর পক্ষ হইতে

অভিনন্দন!!

নানীর জন্য অশেষ ভালোবাসা রইলো।। :-B

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: "নানী তোমার ব্লগিং বা লেখার স্টাইল দেখে মনে হয়,
তুমি পুরাতন পাপী-টাপি হবে" হাহা! না রে আমার দুষ্ট নাতী :P নানী তোমার নতুন পাপী ;)

আমার নাতির জন্য ও অনেক ভালোবাসা ও ধন্যবাদ নানী কে শুভেচ্ছা জানানোর জন্য।

৪৫| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:৪১

খনাই বলেছেন: শুধু কথার ফুলঝুরি নিক নিয়ে আর আপনার সব কথার ফুল ঝুড়ি উল্টে ব্লগে বের করলেই কিন্তু হবে না এখন আর । লেখার ফুলঝুরি ছোটাতে হবে । ভালো লেখার । কম কিন্তু ফুল ফোটানোর মতো ভালো লেখাই ব্লগে একজন ব্লগারকে বাঁচিয়ে রাখতে পারে । আপনিও তেমন লিখে ব্লগের পাতায় পাতায় ফুল ফোটাবেন সেই আশা করে থাকলাম । শুভেচ্ছা ।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: "কম কিন্তু ফুল ফোটানোর মতো ভালো লেখাই ব্লগে একজন ব্লগারকে বাঁচিয়ে রাখতে পারে । আপনিও তেমন লিখে ব্লগের পাতায় পাতায় ফুল ফোটাবেন সেই আশা করে থাকলাম" কি দারুন চমৎকার কথা বলেছেন ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনার খুব চমৎকার মন্তব্য এবং পরামর্শের জন্য। আশা করি পাশে পাবো সবসময়।

৪৬| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৬

রাকু হাসান বলেছেন: আপু সকালের তাজা একটা অভিনন্দন নিবেন.ছোট্ট এই ব্লগারের কাছ থেকে । স্বাগতম প্রথম পাতায় :-B

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: "আপু সকালের তাজা একটা অভিনন্দন নিবেন" সকালের তাজা অভিনন্দনের প্রতিউত্তর দিতে দিতে দুপুর হয়ে গেল ভাইয়া :(

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য এর মাধ্যমে আপু কে অভিনন্দন জানানোর জন্য।

৪৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: স্বাগতম প্রথম পাতায়। ব্লগ আরও সমৃদ্ধ হবে আপনার আগমীর লেখনীতে, এই আশাকরি ।


শুভ কামনা রইল।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া।

"ব্লগ আরও সমৃদ্ধ হবে আপনার আগমীর লেখনীতে" চেষ্টা করবো অবশ্যই তবে আপনাদের কে চাই পাশে সবসময়।

৪৮| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯

পদ্মপুকুর বলেছেন: প্রথম দিকেই বলেছেন 'নিজেকে লেখক হিসেবে দাবি করার দুঃসাহস আমার নেই'... কিন্তু পুরো লেখা পড়ে আপনাকে অলেখক বা দুর্বল লেখক মনে করার কোন উপাদান খুঁজে পেলাম না। ঝরঝরে ভাষা, কোন ফাম্বলিং নেই। আশা করি সামু আরো একজন ভালো লেখক পাচ্ছে।

শুভ কামনা। ভাল থাকবেন।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: 'কিন্তু পুরো লেখা পড়ে আপনাকে অলেখক বা দুর্বল লেখক মনে করার কোন উপাদান খুঁজে পেলাম না। ঝরঝরে ভাষা, কোন ফাম্বলিং নেই" অনেক বেশী ভালো লাগল কথা গুলো জেনে। নিজের লেখা সম্পর্কে কেউ ভালো বললে খুশী হওয়ার সাথে সাথে ভয় টা ও আরও বেড়ে যায় যদি সামনের লেখা গুলো ভালো না হয় :(

"আশা করি সামু আরো একজন ভালো লেখক পাচ্ছে" চেষ্টা করবো অবশ্যই ভালো লিখতে।

৪৯| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর স্বপ্নময় হোক আগামীর পথচলা।

শুভ ব্লগিং।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ মাউদুল ভাই, আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

পাশে থাকবেন সবসময় আশা করি।

৫০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

শামচুল হক বলেছেন: খুশি হলাম প্রথম পাতায় পেয়ে। অভিনন্দন।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল হক ভাইয়া।

৫১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

আবু ছােলহ বলেছেন:



আপনি ব্লগ কাঁপাবেন। বেশ অল্প সময়ে সেফ হলেন। লিখেনও অনেক সুন্দর। এই ব্লগের শক্তিমান এবং জনপ্রিয় লেখক হোন এই দুআ করি।

সাফল্য কামনা নিরন্তর।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: 'আপনি ব্লগ কাঁপাবেন। বেশ অল্প সময়ে সেফ হলেন। লিখেনও অনেক সুন্দর" আপনার কাছে থেকে এত বেশী প্রশংসা পেয়ে কি বলব ভেবে পাচ্ছিনা ভাইয়া। আমাকে যোগ্য মনে করেছেন তাতে আমি ধন্য।

"এই ব্লগের শক্তিমান এবং জনপ্রিয় লেখক হোন এই দুআ করি" অনেক ধন্যবাদ আপনাকে দোয়া করার জন্য।
ভালোবাসা ও শুভকামনা আপনার জন্য ও ভাইয়া। পাশে পাবো সবসময় আশা করি।

৫২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাই লেখক বন্ধু!!;)

লেখক?
আপনি কি প্রতিউত্তর করতে করতে ক্লান্ত?
প্রক্সি দিতে হবে?
নাকি পাবনাতে সিট বুকিং করবো??:P


পুনশ্চঃ
ব্লগে নতুন কিছু নিক এসেছে! প্রোপিকে সব সুন্দরী মেয়ে!B:-) আমার কেন জানি লজ্জা লাগছে!:P
আপনাকে বলছিঃ ওদের একটু স্বাগত জানান!!:(
সুমি খাতুন
মাহি রহমান
Mdsajibmuktiakter
আফসানানাজনীন
আয়শা রহমান আশা


বি. দ্রঃ আমার হম্বিতম্বি সব বড়দের সাথে!!:P

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: লেখক?
আপনি কি প্রতিউত্তর করতে করতে ক্লান্ত?
প্রক্সি দিতে হবে?
নাকি পাবনাতে সিট বুকিং করবো?' অবশ্যই ক্লান্ত না, নিজাম ভাই। প্রথম পেজ এর প্রথম পোস্ট এ সবার কাছে থেকে এত বেশী ভালোবাসা পাবো ভাবিও নি !:#P
তবে হয়েছে কি :P এক ই সাথে কাজ ও একটু বেশী দুইদিন ধরে অফিসে তাই :(( আপনার পোস্ট টা ও এখন ও পড়তে পারিনি, এবং কাওসার (এবার ঠিক আছে :P ) ভাই এর শেষ পোস্ট টা :(

"ব্লগে নতুন কিছু নিক এসেছে! প্রোপিকে সব সুন্দরী মেয়ে!B:-) আমার কেন জানি লজ্জা লাগছে" হাহা! লজ্জা পাবার কিছু নাই, :P ভাগ্যিস আমার প্রপিক এ আপনার লজ্জা পাবার মত কোন পিক ছিলনা তাহলে আমার প্রথম পোস্ট এ প্রথম মন্তব্য কারী হিসেবে আপনাকে পেতাম কই =p~
একটু ফ্রী হয়ে যাচ্ছি আপনার হয়ে আমাদের নতুন ছোট ছোট আপুদের স্বাগত জানাতে। ;)

৫৩| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: অভিনন্দন কথার ফুলঝুরি :)
আপনার নতুন লেখা খুব শীঘ্রই দেখতে পাবো আশাকরি ।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য। পাশে থাকবেন সবসময় আশা করি।

"আপনার নতুন লেখা খুব শীঘ্রই দেখতে পাবো আশাকরি" অবশ্যই চেষ্টা করবো, তবে এখন তো আরও একটু বেশী ভাবতে হবে লিখতে গিয়ে :P প্রথম পাতা বলে কথা।

৫৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই ভালো বলেছেন। আর আপনার জন্য অভিনন্দন ।।

ভালো লেখা উপহার দিয়ে যান।।।


শুভ কামনা রইলো।।।।







১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১০

কথার ফুলঝুরি! বলেছেন: আমার ব্লগ ঘুরে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আব্দুল্লাহ্ আল মামুন ভাইয়া।

"ভালো লেখা উপহার দিয়ে যান" চেষ্টা করি ভাইয়া, বাকিটা পাঠক বলতে পারবে কতটুকু ভালো হয়।

আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.