![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ঈদ আসলে আমাদের সবাইকেই একটা কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় "দেশের বাড়ি কোথায়? ঈদ এ বাড়ি যাব কিনা?" ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ, আর যাদের দেশের বাড়ি ঢাকার বাইরে, আত্মীয় স্বজনরা সব দেশের বাড়িতে থাকেন তাদের কাছে ঈদ এর আরেক মানে হচ্ছে বাড়ি যাওয়া, নাড়ীর টানে, মাটির টানে । দেশের বাড়িতে পরিবার ও আত্মীয় সবাইকে একসাথে নিয়ে ঈদ উদযাপন করা।
ব্যক্তিগত জীবনে আমার নিজের দেশের বাড়ি ঢাকার খুব কাছে হওয়ায় এবং আত্মীয় রা সব ঢাকাতেই থাকায় ঈদ এ বাড়ি যাওয়ার আনন্দ ও যাত্রাপথে যে দুর্ভোগ দুটো থেকেই আমি বঞ্ছিত
প্রতিবছর ই খবরে ঈদ এ বাড়ি যাওয়া ও ঈদ শেষে যার যার কর্মস্থলে ফিরে আসার খবর দেখি ও আশেপাশের মানুষগুলোর কাছে থেকে যখন তাদের অভিজ্ঞতা শুনি তখন এই যে ঈদ এ ৪-৫ দিন আত্মীয়দের সাথে একসাথে ঈদ উদযাপন করার জন্য একেকজনের দীর্ঘ ও দুর্ভোগের পথ পাড়ি দিয়ে দূর দূরান্তে ছুটে যাওয়া এগুলো দেখে তখন ভাবি ভাগ্যিস আমার বাড়ি অত দূরে নয়
কিন্তু সারাবছর আত্মীয় স্বজন, পরিবার ও নিজের গ্রাম থেকে দূরে থেকে যখন ঈদ টি সবার সাথে একসাথে উদযাপন করা হয়। আর যখন এত কষ্ট করে বাড়ি পৌঁছানোর পর সেই প্রিয় মুখগুলো দেখা হয় তার আনন্দ থেকেও আমি বঞ্ছিত
আর মাত্র একদিন পরেই ঈদ। এর মধ্যে অনেকেই বাড়ি পৌঁছে গিয়েছে অনেকে হয়ত পথে আছে কিংবা যাচ্ছে সবার জন্যই রইল আমার দোয়া যেন তারা নিরাপদে তাদের পরিবারকে নিয়ে বাড়ি পৌছায়, সবার সাথে একসাথে ঈদ উদযাপন করে আবার নিরাপদে যার যার কর্মস্থলে ফিরে আসে
আরও কিছু মানুষ আছে যারা নিজের দেশ ও পরিবার কে ছেড়ে অনেক দূরে দেশের বাইরে । ইচ্ছে থাকা সত্ত্বেও যাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য দেশে আসা সম্ভব হয়নি। কেউ পড়াশোনার জন্য আবার কেউ কাজের খাতিরে পরিবারকে ছেড়ে পরিবারের জন্যই দূরে আছে, নিজের দেশ, পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে একাকী অবস্থান করা এইসব মানুষ গুলোর ঈদ টা ও যেন হয় অনেক আনন্দের, তাদের জন্য ও শুভকামনা
আরও কিছু মানুষ আছে এই ঈদ এ যাদের হয়ত একটা নতুন জামা কেনার বা পরার ও সামর্থ্য হয়নি। আমরা অনেকে হয়ত চেষ্টা করেছি তাদের জন্য কিছু করতে, কেউ বা করিনি, কেউ বা পারিনি। সেইসব অসহায় গরীব মানুষগুলোকেও যেন আল্লাহ কোন না কোন ভাবে ঈদ এর আনন্দ মিলিয়ে দেয় । ঈদ হোক সবার জন্যই আনন্দময়
এবারের ইদ এ আমার জীবনে যুক্ত হয়েছে কিছু নতুন মানুষ, আমার প্রিয় ব্লগার বন্ধুগণ। এই অল্পদিনে আমি তাদের কাছে থেকে অনেক ভালবাসা পেয়েছি এবং আমি নিজেও সামু ও সামুতে আমার ব্লগার বন্ধুদের অনেক বেশী ভালবাসি। ব্যক্তিগত ভাবে তাদের সাথে আমার পরিচয় নেই, আমি জানিনা কার দেশের বাড়ি কোথায়, কার পরিবারে কে কে আছে, কে কোথায় ঈদ উদযাপন করবে। সামুর এ বিষয়টি ই আমাকে বেশি আকৃষ্ট করেছে। আমরা একে অপরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানিনা, এমন কি কারও কারও প্রোফাইল এ ও ছবি নেই তারপরেও আমরা একে অপরকে পছন্দ করি শুধুমাত্র তাদের লেখা ও মন্তব্য এর মাধ্যমে, এটাই তো আসল ভালোবাসা। সামু তে আমার প্রিয় বন্ধুদের প্রতি ও রইল শুভকামনা ও দোয়া যেন পরিবারের সবাইকে নিয়ে ঈদ টি কাটে অনেক আনন্দে আর শান্তি তে।
পরিশেষে সবার জন্য রইল ঈদ এর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা । “ঈদ মোবারক”
ঈদ এর ব্যস্ততা কাটিয়ে সবাই আবার সামু তে যেন ব্যস্ত হয়ে যাই। নতুন নতুন সুন্দর সুন্দর লেখা উপহার দেই পাঠকদের।
বিঃ দ্রঃ ঈদ এর দিন সবাইকে আমার বাড়ীতে দাওয়াত দিতে পারলে খুব ভাল হত। তবে সেটি সম্ভব হচ্ছে না বিধায় সবার জন্য ছবিতে পুডিং নিয়ে আসলাম। এ খাবার টি আমার খুব পছন্দের তাই আমার প্রিয় ব্লগার বন্ধুদের জন্য ও এটি ই নিয়ে আসলাম
ঈদ এর শুভেচ্ছা, খাবার, সবকিছুই অগ্রিম। বাকি রেখে ফাঁকি দিয়ে ফেলার ভয়ে অগ্রিম ই নিয়ে আসলাম
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও ঈদ মোবারক প্রিয় কবি।
২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩
সৈয়দ তাজুল বলেছেন:
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও ঈদ মোবারক সৈয়দ তাজুল ভাইয়া। পরিবারের সবার সাথে আপনার ঈদ টি হোক অনেক আনন্দের।
৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩
সিগন্যাস বলেছেন: সুন্দর লিখেছেন।প্লাস নেন।
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া।
"প্লাস নেন" অনেক ধন্যবাদ ভাইয়া। আনন্দিত হলাম অনেক।
ঈদ এর শুভেচ্ছা আপনার জন্য।
৪| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ও ফুলের ডালা
ফুল দিয়ে গাঁথবো মালা,
কিন্তু,
আমার গানের মালা আমি করবো কারে দান?
বি. দ্রঃ এবারে ভাবছি ঈদ উপলক্ষে আপুদের মেকাপ বাক্স গিফ্ট করে সালামিটা আদায় করবো!
আইডিয়াটা কেমন??
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: " ও ফুলের ডালা
ফুল দিয়ে গাঁথবো মালা,
কিন্তু,
আমার গানের মালা আমি করবো কারে দান" বরাবরের মত খুব ই চমৎকার লাইন মালা গাথা শুরু করলে সেটি দান করার মত মানুষের অভাব হবেনা আমার প্রিয় নিজাম ভাই এর
"বি. দ্রঃ এবারে ভাবছি ঈদ উপলক্ষে আপুদের মেকাপ বাক্স গিফ্ট করে সালামিটা আদায় করবো!
আইডিয়াটা কেমন??" হাহা! আইডিয়া মন্দ না, আপুরা তো মেকাপ বক্স পেলে মহা খুশী । এমন কি কোন কোন আপুর কাছে থেকে ডাবল সালামি ও পেতে পারেন সেই সম্ভাবনা ও আছে
৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: সাপের মুখে খেয়ে চুমু, ব্যাঙ্গের মুখেও হামি
তোমার ধূর্ত বুদ্ধি ফূর্তি আনে, বুঝি এক কেউকেটা তুমি।।
এমন করে চল্লে পরেই, গৃহস্থের এক দিন,
জেলে ঘুরিয়ে ঘানি দিবানিশি, তোমায় শুধতে হবে ঋণ।।
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: রাজীব নুর ভাইয়া এত কঠিন কথা
বরাবরের মত এবার ও আপনার মন্তব্য এর মানে বুঝতে আমার অনেক ভাবতে হয়েছে তবে কি বুঝলাম আর কি বুঝলাম না আল্লাহ জানে আচ্ছা আমি কি একটু বেশী বোকা ?
আমার লেখায় আপনার লেখা চারটা লাইন পেয়ে আমি মহা খুশী ধন্যবাদ ভাইয়া।
আপনি ও আপনার পরিবারের সবার জন্য ঈদ এর শুভেচ্ছা।
৬| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও ঈদ মোবারক বিদ্রোহী ভৃগু ভাইয়া।
৭| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "আমরা একে অপরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানিনা, এমন কি কারও কারও প্রোফাইল এ ও ছবি নেই তারপরেও আমরা একে অপরকে পছন্দ করি শুধুমাত্র তাদের লেখা ও মন্তব্য এর মাধ্যমে, এটাই তো আসল ভালোবাসা।"
-- ঠিক! ঠিক!
এটাই অরিজিনাল, খাঁটি, ১০০% ক্ষতি ছাড়াই লাভ
লেখকদের আমি কত্তো ভালোবাসি!!!
@রাজীব নুর,
নুর ভাই??
পুনশ্চঃ এরকম পুডিং আমি ৫-৬ টা খাই!
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: আমার প্রিয় নিজাম ভাই এর ও পুডিং পছন্দ জেনে ভালো লাগল
৮| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
বৃষ্টি বিন্দু বলেছেন: ইসস রোযা রেখে এমন মজার পুডিং দেখলে কি আর তর সয়!!!
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা আসলেই আপু' পুডিং খুব ই লোভনীয় খাবার
৯| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: ঈদ মোবারক। লেখাটিও ভালো হয়েছে। পাশাপাশি প্রিয় মন্ডল ভাই আর ছোট রাজীব নুর ভাই যেভাবে ঈদ পালনে মেতে উঠলেন, তাতে নিজেও উঠেছি বড় নেচে।
সকলকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভ কামনা।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো হয়েছে জেনে খুশী হলাম পদাতিক ভাই ঈদের আনন্দে মেতে উঠি সবাই
১০| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ঈদ মোবারক।
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:০৬
কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ মোবারক ইকবাল ভাই
১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
আপনার চারিধারের এবং একই সাথে দূরদূরান্তে যাওয়া অজানা সকলের যাত্রা শুভ হোক ।
আর ঈদের দিনে কাউকে দাওয়াত দিতে হয়না । ঈদের দিন মুসলমানদের বাড়ী সব মানুষের জন্যে উন্মুক্ত ।
শুধু কথার ফুলঝুরি ছোটালে তো হবেনা, খাওয়াতে চাচ্ছেন না , সেটাই আসল.............
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
১৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন: না' মানে' ইয়ে' ভাইয়া' এখন অনেকে দাওয়াতের কথা বলেতো তাই
১২| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬
সামু পাগলা০০৭ বলেছেন: আমার কাছে লেখাটি অসাধারণ লাগল!
সব ধরণের মানুষের ঈদকে কভার করে ফেলেছেন নিজের লেখার মাধ্যমে।
আমরা কারো ব্যক্তিগত জীবন, পিকচার না দেখে জেনে শুধু লেখা ও রুচির ওপরে ভিত্তি করে একে অপরকে ভালোবাসি, বন্ধু বানাই, সেটা আমারো মনের কথা। এজন্যেই আমি সামুকে এত পছন্দ করি। আর আপনারো একই অনুভূতি দেখে ভালো লাগল।
লাইক লেখায়।
ঈদের আন্তরিক শুভেচ্ছা রইল কথা আপু!
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০১
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম আপু আপনাদের থেকেইতো লেখা শিখছি
১৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
মন্তব্যে আমতা আমতা করার দরকার নেই । ইট ওয়জ জাষ্ট আ জোক .....
আপনার পছন্দের পুডিং নিয়ে আসাতেই খুশি ।
ভালো থাকুন ।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: "মন্তব্যে আমতা আমতা করার দরকার নেই । ইট ওয়জ জাষ্ট আ জোক" হাহাহা! আমার আমতা আমতা করা টা ও তো ছিল একটা জোক, ভাইয়া
দেরীতে প্রতিউত্তর এর জন্য দুঃখিত আহমেদ জী এস ভাইয়া।
১৪| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
কাওসার চৌধুরী বলেছেন: এতো সুন্দর পোস্ট কোন ফাঁক দিয়ে যে চলে গেল খেয়াল হয়নি।
আপনার বাড়ি ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় বেঁচে গেছেন। আশা করি পরিবারের সবাইকে নিয়ে চমৎকারভাবে ঈদের দিনটি কেটেছে।
ব্লগের সবাইকে দাওয়াত দেওয়ার স্টাইলটা ভীষন ভাল লাগলো। আসলে ব্লগটি একটি পরিবারের মত। ব্লগে আমিও নতুন; সে হিসাবে এটি আমার প্রথম ঈদ। আপু, পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা দেবেন।
আর, কথা ম্যামকে স্পেশাল ঈদের শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: অবশেষে পাওয়া গেল আমার প্রিয় কাওসার ভাই কে ভাইয়া কে আমার পোস্ট এ না পেয়ে ভাবছিলাম আগে ভাইয়া আমার ব্লগ এ এসে এসে খোঁজ নিত আর এখন দেখাই পাওয়া যায়না
ঈদ এর বাসি শুভেচ্ছা ভাইয়া
১৫| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
এই ছুটিতে আপনার প্রিয় কেকা আপার নূডুলসের রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন; এগুলো ১০০০% স্বাস্থ্যকর। যেমন- নূডুলসের শরবত, নুডুলসের স্পেশাল বিরানি, নূডুলসের পুডিন, নূডুলসের সেমাই; নূডুলসের আচার ইত্যাদি।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! ভাইয়া
এবার ঈদ এ বাসায় নুডুলস রান্না করা হয়নি ভাইয়া হলে অবশ্যই ট্রাই করতাম
হিহি
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭
সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।