নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন একটাই, হচ্ছেকি সমাধান ? ? ?

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২০



মরছে মানুষ যাচ্ছে প্রান
কি করে হয় ক্রোধ দমন, হচ্ছে আন্দোলন
বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ যানবাহন !

বাবা মার কোল ছেড়ে শিক্ষার্থী রাজপথে
রক্তের দামে কিনবো নিরাপদ সড়ক
আর নয় দফা দাবীতে !

ক্যামেরার ক্লিক ক্লিক আর কলমের ছুটোছুটি
এখানে ওখানে বৈঠক
আর মতামতের বাটাবাটি !

দুইদিন খুব মাতামাতি
তারপর সেই চিরচেনা পথে হব অন্তর্ধান
যত যাই হোক প্রশ্ন একটাই
হচ্ছেকি সমাধান ? ? ?

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: :) আমরা আশাবাদী!

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @আমরা আশাবাদী! -- শুধু আশা করা পর্যন্তই যেতে পারি হৃদি আপু, আদৌ কোন সমাধান হয়না :( কয়দিন খুব হৈচৈ হবে, তারপর যেই লাউ সেই কদু :(

২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতায় ''তেজ'' আছে।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় ''তেজ'' আছে। --- রাজপথে আন্দোলনরত সেইসব শিক্ষার্থীদের চেয়ে অন্তত কম ।

আসলেইতো ভাইয়া, কোন সমাধান কি হয়েছে আজ পর্যন্ত ? ? হয়নি , হবেওনা , এভাবেই চলবে আমাদের প্রিয় বাংলাদেশ

৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১। হুর ল্যাগেট উংগ সেই?? (কি খবর ইয়ং মেয়ে ):P
২। আজকাল ব্লগের আপুরা মেকাপ ছেড়ে বিদ্রোহ করছে নাকি? ভালো, ভালো! খুউব ভালো!!;)
৩। @যত যাই হোক প্রশ্ন একটাই, হচ্ছে কি সমাধান ?
... আপাতত কোন সমাধান নেই।

আইডিয়াঃ
চলো, আমরা সবাই রাজনীতি শুরু করি....:P

পুনশ্চঃ
লাইক দিলুম, এখন খাওয়াও!!!:P

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @হুর ল্যাগেট উংগ সেই?? -- এটা কোন দেশী ভাষাগো কাজিন :||

@আজকাল ব্লগের আপুরা মেকাপ ছেড়ে বিদ্রোহ করছে নাকি?-- অন্য আপুদের কথা জানিনা, কিন্তু আপনার কথা আপু মেকাপ ও বিদ্রোহ কোনটাই পারেনা :(

@আপাতত কোন সমাধান নেই।-- সমাধান কখনো ছিলনা, নেই আর হবেও না X((

@চলো, আমরা সবাই রাজনীতি শুরু করি....:P--- দুঃখিত, এই বিষয়টা আমার কাছে একদমই অপছন্দ :P

@লাইক দিলুম, এখন খাওয়াও--- ছোট ছোট শিঙ্গাড়া খাচ্ছি , খুব মজা :-B



৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 1. সুইডিশ ভাষা। ওমেরাজ্বীর কাছ থেকে ধার করা.:P

2. কোন এক সময় আমরা একসাথে কোচিং করেছিলুম।(আমার বান্ধবীকে কেউ যেন মটকি না বলে!:P)

অর্ণা আজ হিরো ওরে,
আমি এখন লুল(জিরো):(
রাজনীতি না করে বোধহয়
হলো বিরাট ভুল!!:P

৩. খাচ্ছো খাও! তোমার ওজন যেন ১০০ হয়.X(

পুনশ্চঃ
এবার নওগাঁ, তানোর, মোহনপুর, রাজশাহী হয়ে ঘুরে আসলাম। তবে তাহেরপুর, বাগমারাসহ কয়েকটি জায়গা বাদ পড়েছে। :(

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: @সুইডিশ ভাষা। ওমেরাজ্বীর কাছ থেকে ধার করা-- ফিক মাইকেট রলিগ :P (অনেক মজা পেলাম) =p~

@আমার বান্ধবীকে কেউ যেন মটকি না বলে--- কে বলেছে আপনার বান্ধবী মোটকি, তার শুধু একটু ওজন বেশী :P না মানে, একটু না অনেক বেশী =p~

@খাচ্ছো খাও! তোমার ওজন যেন ১০০ হয়.--- আমি যত খুশী খেতে পারি :P কারন আমি মটু হইনা :D

@নওগাঁ, তানোর, মোহনপুর, রাজশাহী হয়ে ঘুরে আসলাম।-- ঘোরাঘুরির কাহিনী শুনতে চাইনা X(( কেউ বেরায় জানলে আমার হিংসা হয় কারন আমি চাই কিন্তু পারিনা :((

৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারে কিছুটা হলেও, হবে!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: @অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারে কিছুটা হলেও, হবে! -- কিন্তু আমার মনে হচ্ছে কিছুই হবেনা, বরাবরের মত। দুইদিন মাতামাতি তারপর সেই একই অবস্থা :( কোন সমাধান হবেনা জানি :(

৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের বোন,

গতকাল আমাদের এখানে সারাদিন প্রায় ট্রেন অবরোধ ছিল। জাতীয় নাগরিক পজ্ঞীকরনের নামে যেভাবে একসঙ্গে চল্লিশ লক্ষ মানুষকে বাতিল করা হয়েছে তাতে এখানেও অশান্তি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবার গৃহযুদ্ধের আশংকার কথা উল্লেখ করেছেন। আজ সকালে দুটি জায়গায় দেখলাম নমশূদ্র সম্প্রদায় পদসভা করছে। আর এটাই বোধহয় সুস্থ আন্দোলনের চিত্র । অভাব অভিযোগ থাকবে , থাকবে তার প্রতিবাদের ভাষা। কিন্তু রাজধানীর রাজপথে যে সব প্লাকার্ড ব্যবহার করা হচ্ছে তাতে আমার ক্ষুদ্র বুদ্ধিতে দেশের সার্বিক অবক্ষয়ের ছবি তুলো ধরছে বলো মনে হয়।

কতৃপক্ষের উচিত দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসা।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: @গতকাল আমাদের এখানে সারাদিন প্রায় ট্রেন অবরোধ ছিল-- আপনার ওখানেও দুর্ভোগ জেনে খারাপ লাগলো ভাইয়া।

@রাজধানীর রাজপথে যে সব প্লাকার্ড ব্যবহার করা হচ্ছে তাতে আমার ক্ষুদ্র বুদ্ধিতে দেশের সার্বিক অবক্ষয়ের ছবি তুলো ধরছে বলো মনে হয়--- ভাইয়ার সাথে আমি একমত। প্রতিবাদ হবে, আন্দোলন হবে কিন্তু সেটাও হতে হবে এমন যেন কেউ এ বিষয়ে প্রশ্ন তুলতে না পারে।

তবে ভাইয়া, এসব কোমলমোতি শিশুরা বাবা মায়ের কোল ছেড়ে রাজপথে আন্দোলন করছে, সাহসিকতার দিক থেকে ওরা অবশ্যই প্রশংসার দাবীদার ।

আর এসব অশ্লীল প্ল্যাকার্ড এর বিষয়ে বলবো, ওদের আর কতটুকু বিচার বুদ্ধি । আমি বলবো এখানে আমাদেরই দোষ। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি । একটা শিশুর বিকাশতো হয় তার পরিবার থেকেই। আমরা বড়রা যদি না বুঝাই ওদের, ওরা কি শিখবে ?

খুবই অবাক হচ্ছি যে, অনেকে আবার এসব প্ল্যাকার্ড কে সমর্থনও করছেন । বুঝিনা যে, মানুষ কেন একটা সঠিক বিষয়কে সমর্থন করতে গিয়ে আরেকটা ভুলকেও পাশাপাশি সমর্থন করে। যেটা ভুল সেটি ভুলই। টি এস সি এর ঘটনায়ও দেখেছি অনেকে সেটির সাথে ঘুষ নেওয়া, দুর্নীতি এসব বিষয়কে টেনে এনেছেন। আরে বাবা, প্রকাশ্যে চুমু দেওয়া আর প্রকাশ্যে ঘুষ নেওয়া কি এক হল?

এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কথাবার্তার যে শ্রী তা এতদিন ফেসবুক আর আশেপাশে দেখতাম আর এখন দেখছি সংবাদ আর শিরোনামে।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিশেষ প্রেক্ষাপটে লিখিত কবিতা ভালো হয়েছে। বাড়ি ফিরছি। অটোতে বসে টাইপ করছি। কিছু টাইপো হতে পারে। ক্ষমা প্রার্থী । কবিতায় লাইক দিয়েছি ।

অনেক অনেক শুভকামনা প্রিয়বোনকে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @বিশেষ প্রেক্ষাপটে লিখিত কবিতা ভালো হয়েছে-- লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম প্রিয় ভাইয়া।


@বাড়ি ফিরছি। অটোতে বসে টাইপ করছি। কিছু টাইপো হতে পারে। ক্ষমা প্রার্থী--- টাইপো দু একটি কার না হয় ভাইয়া ? আর এত যে ব্যস্ততার মাঝেও যে বোনের লেখা পড়েছেন ও নিজের মতামত জানিয়েছেন, আবার লাইকও দিয়েছেন :-B তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

করুণাধারা বলেছেন: নাহ! মনে হয় না কোনো সমাধান হবে। অনেক আন্দোলন দেখেছি, অনেকবার আশাও করেছি এবং সবশেষে হতাশ হয়েছি। কিভাবে যেন সব সময় উল্টা-পাল্টা বুঝিয়ে আন্দোলন বানচাল করা হয়। আমার ধারণা এবারও তাই হবে। দেখা যাক।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: হা করুণাধারা আপু, এমনটিই তো দেখে আসছি সবসময়। যে কোন বিষয়ে, কয়দিন খুব মাতাআতি হবে, লেখালিখি হবে কিন্তু তারপর আবার একই অবস্থা, কোন সমাধান হবেনা, কোন বিচার হবেনা। আমার তো কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর জন্য, ওদের এত কষ্টও না বৃথা যায় ।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি সময়োপযোগী হয়েছে কথা আপু....... B-).......,
এ আন্দোলন কতটুকু সফল হবে জানি না; তবে নিঃ সন্দেহে সরকারের টনক নড়বে এটা নিশ্চিত; পরিবহন সেক্টরের সীমাহীন অরাজকতা বন্ধ করতে হবে। পরিবহন খাত গণমুখী করতে হবে; দেশটা পাবলিকের কোন নেতা বা গডফাদারের নয়।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: আপনি আশাবাদী ভাইয়া, কিন্তু আমি হতে পারছিনা।

এমন অনেক আন্দোলন হয়েছে অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, অপরাধ নিয়ে কিন্তু আজ পর্যন্ত না কোনটার বিচার হয়েছে না কোন সমাধান। আর সরকার? সরকার শুধু পারবে সহানুভূতি দেখাতে আর কিছুনা ।

এসব কোমল মোতি ছোট ছোট বাচ্চাগুলো যারা খেলাধুলা বাদ দিয়ে বাবা মার কোল ছেড়ে রাজপথে নেমেছে আমার ভয় হচ্ছে ওদের এত কষ্টও না বৃথা যায়।

১০| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:২০

রঞ্জন রয় বলেছেন:

নেতাজীরা কয়েকদিন বুলি উড়াবে , তারপর হাওয়া।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @নেতাজীরা কয়েকদিন বুলি উড়াবে , তারপর হাওয়া---- ঠিক বলেছেন রঞ্জন রয় ভাইয়া। আমি পুরোপুরি একমত আপনার সাথে। কয়েকটা দিন এমন অস্তিরতা থাকবে, সরকার আর নেতারা বড় বড় কথা বলবে, সহানুভূতি দেখাবে, তারপর যে লাউ সেই কদু। সব আগের মত।

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৩

চাঙ্কু বলেছেন: সময়ই বলে দেবে তবে একটা ঢেউতো লাগলো অন্তত

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সময়ই বলে দেবে তবে একটা ঢেউতো লাগলো অন্তত--- হা চাঙ্কু ভাইয়া সময়ই সব বলে দিবে। ঢেউ লাগছে কিন্তু আমিতো আশাবাদী হতে পারছিনা। এমন ঢেউতো আগেও অনেক ক্ষেত্রে লেগেছে কই কিছু হয়েছে কি সমাধান ? ? তবে আশা করি এবং দোয়া করি, এবার যেন অন্তত এসব ছোট ছোট বাচ্চা গুলোর কষ্ট টা বৃথা না যায় ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর লিখেছেন। কিছু হোক বা না হোক প্রতিবাদ একদম তৃণমূল পর্যায় থেকে হয়েছে। আজ হোক কাল হোক সমাধান আসবে ইনশাআল্লাহ।

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @কিছু হোক বা না হোক প্রতিবাদ একদম তৃণমূল পর্যায় থেকে হয়েছে। আজ হোক কাল হোক সমাধান আসবে ইনশাআল্লাহ---আপনি আশাবাদী দেখে ভালো লাগলো ভাইয়া। যদিও আমি তেমন আশাবাদী হতে পারছিনা তবে দোয়া করি অন্তত এসকল ছোট ছোট বাচ্চা গুলোর কষ্ট যেন বৃথা না যায়।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

এ.এস বাশার বলেছেন: দারুন প্রতিবাদ... কিন্তু কি জানেন... এত প্রতিবাদ এত রক্ত... সঠিক মূল্যায়ন হল না...
সরকার মনে করছে সবকিছুতে বিরধীদলের হাত.....
সুন্দর হয়েছে লেখা... আগে পোষ্টটা দেখিনি.... তাই এখন পড়ে গেলাম....
শুভকামনা রইলো.......

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: @দারুন প্রতিবাদ... কিন্তু কি জানেন... এত প্রতিবাদ এত রক্ত... সঠিক মূল্যায়ন হল না... -- হা বাশার ভাইয়া, শেষ পর্যন্ত কোন আন্দোলনই মূল্যায়ন হয়না তেমন। কয়দিন খুব হৈ চৈ তারপর সেই একই দশা :(

লেখা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। পরে হলেও লেখাটি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.