নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভালোবাসি, কবিতা !

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭




ভেবেছিলাম আজ একটি কবিতা পোস্ট করবো । তবে অনেকসময় আমরা ভাবি একরকম কিন্তু অবস্থার প্রেক্ষিতে শেষ পর্যন্ত তা আর হয়না । আজও ঠিক তেমনই সকালে ব্লগে এসে সাম্প্রতিক মন্তব্ব্যে আধুনিক কবিতা, কবিতার মান, এসব সম্পর্কিত একটি পোস্ট পড়ে মনে একটি প্রশ্ন উদয় হল কারন এমন কিছু পোস্ট আগেও পেয়েছি তাই প্রশ্নের সাথে কিছুটা ইতস্তত, ইগোতে আঘাত লাগা, খানিক সংশয় আর সংকোচ থেকে আজ কবিতা পোস্ট করার বাসনা বাদই দিলাম :||

মনেতে যে প্রশ্নটি উদয় হওয়ায় এই লেখা তা হচ্ছে “কবিতা আসলে কি ? কাকে বলে কবিতা ? বানান কিংবা বিরাম চিহ্নের সঠিক ব্যাবহার ছাড়াও আর কি কি বিষয় দিয়ে একটি কবিতার মান নির্ধারণ করা যায় ? একটি কবিতায় কি কি থাকলে তা একটি মানসম্মত কবিতা হবে?”

লিখলেই যদি লেখক হয় তাহলে আমি একজন নবীন লেখক । কবিতা কাকে বলে তাইতো জানিনা তাই নিজেকে কবি বলে দাবী করার দুঃসাহসও নেই আমার । ভালো লাগে তাই লিখি, শখে লিখি । ব্লগে কারও লেখা ভালো হলে আমরা তাতে প্লাস দেই কিন্তু আমি এখন পর্যন্ত কারও লেখায় প্লাস দেইনি কারন আমি মনে করি কারও লেখায় প্লাস দেওয়ার মতো যোগ্যতা এখনও আমার হয়নি । আমি কতটুকুই বা জানি, লেখা সম্পর্কে কতটুকু বুঝি কেমনই বা লিখি আর সেই আমি কিনা অন্য কারও লেখার মান বিবেচনা করে তাতে প্লাস দিবো ? তা কি করে হয় ? এ যেন ক্লাস ফোরের এক বাচ্চা কে মাস্টার্স এর পরীক্ষার খাতা দেখতে দেওয়া। আমি বড়জোর আমার ভালোলাগা জানাতে পারি ।

যাই হোক, কবিতা সম্পর্কে তেমন কিছু জানা নেই নিজের মনে যা আসে তাই লিখি একটু গুছিয়ে, আর চেষ্টা করি যেন শব্দের অর্থ ও বানানগুলো সঠিক থাকে ।
প্রশ্নের উত্তর খুজতে গিয়ে গুগলে নিচের লেখাটি পেলাম ও পড়লাম । আপনারাও চাইলে পড়তে পারেন

কবিতার সমালোচনা প্রসঙ্গে, ফজলুররহমান বাবুল

একজন লেখক হিসেবে পছন্দের বিষয় নিয়ে নির্ভুল বানান ও সঠিক শব্দে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারাই আমার কাছে একটি সার্থক ও মানসম্মত কবিতা । আর একজন পাঠক হিসেবে যে কবিতা পড়ে আমার ভালো লাগে, কবিতার ভেতরে কঠিন কঠিন শব্দের অর্থ উদ্ধার করতে আমাকে মানসিক পরিশ্রম করতে হয়না, ভুল বানানে চোখ আটকে যায়না তেমন কবিতাই আমার কাছে পছন্দের কবিতা । ভালোলাগা একেক জনের কাছে একেক রকম । আমার কাছে যা ভালো লাগবে তা অন্য কারও কাছে নাও লাগতে পারে । সে ক্ষেত্রে একটি কবিতা কারও না কারও কাছে ভালো লাগতেই পারে তা যেমনই হোক ।

একটি মজার বিষয় হচ্ছে আমি যতদিন এখানে আছি এখন পর্যন্ত, কবিতা লিখে, অনেক ভালো লিখে এমন কারও কাছে থেকে কবিতা, আধুনিক কবিতা, কবিতার মান, সামু ব্লগের কবিতার মান এমন সম্পর্কিত কোন পোস্ট আমার চোখে পরেনি । আর যারা এসব নিয়ে পোস্ট দিয়েছে তাদের ব্লগ ঘুরে আমি কোন কবিতার দেখা পাইনি । আচ্ছা, একজন গণিতের শিক্ষককে যদি জীব বিজ্ঞান ক্লাস নিতে বলা হয় ক্লাসে গিয়ে তিনি কি পড়াবেন ? গণিত নাকি জীব বিজ্ঞান ? নাকি সারাটি ক্লাস তিনি গল্প করেই পার করবেন :P

আরও একটি কথা, কবিতা ছাড়াও তো ব্লগে গল্প ও আরও অনেক ধরনের লেখা পোস্ট হয় এবং তা প্রথম পাতায়ই । এসব পোস্ট কি প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করেনা ? সামু ব্লগের মান নষ্ট করেনা ? প্রথম পাতায় মানহীন কবিতা থাকলে যাদের ভালো লেখা খুজতে দ্বিতীয় কিংবা তার পরের পাতা গুলো ক্লিক করতে কষ্ট হয় সেইসব পোস্ট থাকলে কি তাদের সেই কষ্টটা হয়না ? সামুর গল্প গুলোও কি সব মানসম্মত হয় ? মানহীন গল্প কিংবা অন্যান্য লেখা কি প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করেনা ? উত্তর যদি হ্যা হয় তাহলে বলবো মানহীন গল্প বা অন্যান্য লেখা নিয়ে কেন কোন বিরক্তি নয় ? কবিতা নিয়েই কেন বিরক্তি? আর যদি উত্তর না হয় তাহলে বলবো, আপনি নিজের অজান্তেই একজন কবিতা প্রেমী কারন অন্যান্য সব পোস্ট বাদ দিয়ে আপনি ঘুরে ঘুরে কবিতাই দেখেন এবং তার মান নিয়ে বিবেচনা করে কষ্ট করে আবার তা নিয়ে পোস্টও দেন । আমরা যাকে বেশী পছন্দ করি তাকে নিয়ে থাকতেই ভালোবাসি ;)

তবে যখন কবিতা নিয়ে কিছু পোস্ট দেখে হতাশ হয়ে সংকোচে কবিতা পোস্ট করার ইচ্ছে দমে যায় ঠিক তখনই বিজন ভাইয়ার মতো সিনিয়র ব্লগারের কবিতা সংকলনের পোষ্টে নিজের লেখা কবিতা সেরা ৩০ এ দেখে কবিতা লেখা ও পোস্ট করার উৎসাহ যেন দ্বিগুণ বেড়ে যায় B-) !:#P

সবশেষে বলবো, কবিতা, কবিতার মান এসব নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই আর না কাউকে আঘাত করার জন্য এ লেখা । তবে একজন নবীন ও আনাড়ি লেখিকা হিসেবে যখন ওই ধরনের কিছু পোস্ট দেখি তখন কিছুটা ইতস্তত লাগে । সামু বিশ্বের সবচেয়ে বড় বাংলা ব্লগ কমিউনিটি তবে পাশাপাশি এটি একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের মাধ্যম । এখানে অবশ্যই মানসম্মত লেখা পোস্ট করা উচিত তবে যারা ভালো লিখে তারাও যেমন মডারেটরদের কাছে থেকে প্রথম পাতায় লেখার অনুমতি পেয়ে লিখছে আবার যারা মানহীন লেখা লিখে তারাও তেমনি প্রথম পাতায় লেখার অনুমতি পেয়েই লিখছে । তবে সবসময় যে একজন লেখকের সব লেখা ভালো হবে তাও নয় । তাই মডারেটররা হয়তো কারও লেখা পছন্দ করে তাকে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তার লেখার মান বাড়ছেনা বরং কমছে তখন মডারেটরদেরইবা কি দোষ । এ ক্ষেত্রে যা করা যেতে পারে, একজন নবীনকে, তার লেখাকে অনেক বেশী পর্যবেক্ষণ করে কিছুটা সময় নিয়ে তারপর তাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া কারন মাঝে মাঝে একদমই নতুন কিছু আইডি থেকে এমন কিছু পোস্ট আসে যেগুলো এইসব মানহীন কবিতা থেকেও বেশী ভয়ংকর :||

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলার ,কথা বলার, মত প্রকাশের যেমন অধিকার আছে তেমনই একটি স্বাধীন প্লাটফর্মে স্বাধীন ভাবে লেখারও অধিকার সবার আছে আর যাদের কবিতা ভালো লাগেনা তাদেরও স্বাধীনতা আছে তা এড়িয়ে যাওয়ার । হোক না সেটি কোন লুতুপুতু, ম্যাও প্যাঁও কবিতা তা নিয়ে একটি পোস্ট লিখে অতখানি কষ্ট ও সময় নষ্ট না করে শুধুমাত্র একটি ক্লিক করেই আপনি চাইলেই পরের পাতায় যেতে পারেন অথবা বিষয়ভিত্তিক ব্লগে গিয়ে যা মন চায় তা পড়তে পারেন । চয়েজ আপনার ।

হ্যাপি ব্লগীং 8-|

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর পোস্ট-- লেখা পড়া ও মন্তব্য করে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ ফিরোজ ভাইয়া 8-|

শুভকামনা রইলো আপনার জন্য, সাথে এক ঝুড়ি ফুলের শুভেচ্ছা মানে ফুলঝুরি শুভেচ্ছা !:#P

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

ডার্ক ম্যান বলেছেন: পাঠক হিসেবে মন্তব্য করার অধিকার যে কারো আছে ।
ব্লগের লেখার মান নিয়ে প্রশ্ন তোলা অবান্তর ।
আমাদের দেশে কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয় প্রতি বছর , আবার অবিক্রীতও থাকে কবিতার বই বেশী ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @পাঠক হিসেবে মন্তব্য করার অধিকার যে কারো আছে -- তা তো অবশ্যই আছে ভাইয়া । সমালোচনা বরং একজন লেখকের লেখার উন্নতিতে সহায়ক যদি লেখক তা পজিটিভলি নেয় । তবে সমালোচনা ভালো বিদ্বেষ নয় ।


@ব্লগের লেখার মান নিয়ে প্রশ্ন তোলা অবান্তর -- সহমত পোষণ করছি ভাইয়া ।

@আমাদের দেশে কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয় প্রতি বছর , আবার অবিক্রীতও থাকে কবিতার বই বেশী-- কথা ঠিক ভাইয়া । সত্যি বলতে ব্লগ ছাড়া কবিতা পছন্দ করে, বই কিনে কবিতা পড়বে এমন মানুষ খুজে পাওয়া কঠিন । তাই হয়তো এখন আমরা সবাইও নিজেদের শখের ছোট খাটো কবিতা নিয়ে ব্লগে ছুটছি, আফটার অল যে কোন লেখকই তার লেখার জন্য পাঠক চায় আর যদি সে পাঠক নিজেই লেখক হয় তাহলে তো কথাই নেই ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


সাহিত্যে, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে বেশী ভাবনার, সবচেয়ে শক্তিশালী কথার, সবচেয়ে বেশী আবেগ ও নিজকে প্রকাশের মাধ্যম হলো কবিতা; কাহারা কবিতার মর্ম না বুঝে বিরোধীতা করছেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @সাহিত্যে, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে বেশী ভাবনার, সবচেয়ে শক্তিশালী কথার, সবচেয়ে বেশী আবেগ ও নিজকে প্রকাশের মাধ্যম হলো কবিতা-- হ্যাঁ ঠিক বলেছেন চাঁদগাজী সাহেব । তবে আমার কাছে গল্প লেখা অনেক কঠিন লাগে কবিতা সহজ । আমি গল্প লিখতে চাই কিন্তু পারিনা :(


@কাহারা কবিতার মর্ম না বুঝে বিরোধীতা করছেন? --নির্দিষ্ট কেউ নয় তবে মাঝে মাঝে দু একটি এমন পোস্ট চোখে পড়ে ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া বিশ্বাস করবেন ? আমি গতকালকেই ভাবছিলাম অনেকদিন আমার দেশী ভাই সাজ্জাদ ভাইকে দেখিনা ব্লগে আর আজই কেমন পেয়ে গেলাম ভাইয়াকে 8-|

@কবিতা সুন্দর-- ভাইয়ার কাছেও কবিতা ভালো লাগে জেনে ভালো লাগলো !:#P

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সাইন বোর্ড বলেছেন: যিনি আসলে চেষ্টা করেও কোন কবিতা লিখতে পারেনা তারাই কেবল কবিতা নিয়ে এধরণের নোংরা সমালোচনা করতে পারে । আর একজন ভাল কবির গদ্যও লবণ ছাড়া তরকারীর মতো না । এই যেমন আপনিই উপরের যে লেখাটি পোষ্ট করেছেন সেটা একজন নিছক গল্পকার বা আবোল-তাবোল লেখকের পক্ষ্যে এত সুন্দর করে বলা সম্ভব ছিল না । কথাগুলো সুন্দর করে বলতে পেরেছেন আপনি কবিতা লিখেন বলে । আর একজন কবি অবশ্যই কবিতা বেশি লিখবে কারণ কবিতা তাকে বেশি করে টানে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @যিনি আসলে চেষ্টা করেও কোন কবিতা লিখতে পারেনা তারাই কেবল কবিতা নিয়ে এধরণের নোংরা সমালোচনা করতে পারে -- হা হা :P সমালোচনা ভালো তবে তা অবশ্যই হওয়া উচিত সুন্দর ভাষায় । সমালোচনা অবশ্যই হবে । বরং সমালোচনা একজন ব্যক্তিকে সাহায্য করে উদ্যম নিয়ে সামনে আগাতে, সফল হতে । সেক্ষেত্রে একজন সমালোচক আশীর্বাদ স্বরূপ

"নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো"


তবে বিদ্বেষ কেন ?


@আর একজন ভাল কবির গদ্যও লবণ ছাড়া তরকারীর মতো না ।
-- আমার গল্প লেখার খুব ইচ্ছে হয় কিন্তু অনেক কঠিন লাগে :(


@এই যেমন আপনিই উপরের যে লেখাটি পোষ্ট করেছেন সেটা একজন নিছক গল্পকার বা আবোল-তাবোল লেখকের পক্ষ্যে এত সুন্দর করে বলা সম্ভব ছিল না । কথাগুলো সুন্দর করে বলতে পেরেছেন আপনি কবিতা লিখেন বলে । আর একজন কবি অবশ্যই কবিতা বেশি লিখবে কারণ কবিতা তাকে বেশি করে টানে । -- আপনার কথাগুলো আমার জন্য অনেক বেশী অনুপ্রেরনা সাইন বোর্ড ভাইয়া !:#P আমি তাকে ভালোবাসি তাই কবিতা লিখি আর আপনারা আমার লেখা পছন্দ করেন বলে তা ব্লগে পোস্ট করি 8-| এবং আমিও অনেক ভালোবাসি সামুকে, আপনাদেরকে । আর হ্যাঁ ভাইয়া, কবিতাই আমাকে বেশী টানে কারন আমার কাছে কবিতা মানে সে আর কবিতা লেখা মানে তাকে ভালোবাসার আনন্দ !:#P

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

আরোগ্য বলেছেন: দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন। আপনাকে সাধুবাদ জানাই।
তবে একটা কথায় কষ্ট পেলাম। আপনি কোন পোস্টে লাইক দেন না। একটা লাইক লেখককে খুব অনুপ্রেরণা দিয়ে থাকে। আপনি যেহেতু ব্লগে পড়ছেন তাই আপনি একজন পাঠক আর আপনার অবশ্যই লাইক দেয়ার যোগ্যতা আছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: @দারুন একটা বিষয় নিয়ে লিখেছেন। আপানকে সাধুবাদ জানাই --- এই বিষয়ে লিখবো তা ভাবিনি' হঠাৎ লিখে ফেললাম ।

আসলে ভাইয়া' লাইকের বিষয়টি এমন যে কোন লেখা ভালো লাগলে আমি তাতে মন্তব্য করি' তখন হয়কি' লেখা পড়ে মন্তব্য করতে করতে লাইক দেওয়ার কথা ভুলেই যাই =p~ আর আসলেই না ভাইয়া লেখায় প্লাস দিতে আমার কেমন ইতস্তত লাগে' আসলেই কি আমার তেমন যোগ্যতা আছে? এখানে হয়তো আমার কনফিডেন্সের অভাব আছে। আশা করি সময়ের সাথে সাথে তা পেয়ে যাবো 8-| লেখায় প্লাস ও লাইক অনেক অনুপ্রেরণা দেয় সত্যিই ভাইয়া' আমি চেস্টা করবো আমার নিজের মাঝে সেই কনফিডেন্স নিয়ে আসার যেনো কোন ইতস্তত বোধ না করে প্লাস দিতে পারি। আর এখন তো আমি নিজেও কিছুটা সিনিয়র তাই প্লাস আমি দিতেই পারি :P

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভব ভালো । অভিব্যক্তিও বেশ সুন্দর। রিম্যাক্স এর সঙ্গে প্লাস দেওয়া নিয়ে বলার আছে সময় নিয়ে পরে আবার আসছি।

শুভকামনা ভালোবাসা প্রিয় ছোট বোনকে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: @অনুভব ভালো। অভিব্যক্তিও বেশ সুন্দর --ভালো লাগলো ভাইয়া যে লেখা ভালো লেগেছে 8-|



@রিম্যাক্স এর সঙ্গে প্লাস দেওয়া নিয়ে বলার আছে সময় নিয়ে পরে আবার আসছি --- হাহা! অপেক্ষায় রইলাম ভাইয়া।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আপনি কি আসছেন?
সামনা সামনি দেখা হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

কথার ফুলঝুরি! বলেছেন: সবার সাথে সামনা সামনি দেখা হওয়াটা আসলেই অনেক আনন্দের ভাইয়া । তবে আমি যে এখানেই বেশি কম্ফরটেবল ফিল করি। এ বছর হয়তো না তবে আগামীবার অবশ্যই চেস্টা করবো' যদি বেচে থাকি।

ভাবছিলাম লুকিয়ে লুকিয়ে একফাঁকে চলে যাবো কিনা :((

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সুন্দর লেখেছেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে অনেকদিন অনলাইনে দেখেছি ফাহিমা আপু তবে আপনার লেখা পড়িনি। মনে হয় বিজি থাকেন তাই কম লিখেন। তবে আজ আপনাকে আমার লেখায় পেয়ে ভালো লাগলো খুব 8-| সাথে লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



একটা চীরকালের অমিমাংসীত প্রসঙ্গ নিয়ে লিখেছেন। সাথে ব্লগের কথাও উঠে এসেছে। কিছু বলার আগে আপনার এমন সুচারু লেখাকে বাহবা দিয়ে রাখি।

আপনার কথার সাথে মিলিয়েই বলি - অনেকেই অনেক কথা বলেন , প্রিয় এই ব্লগটির লেখার দৈন্যতার কথা বলেন । আর আমি বলি কি, আমরা কেউই সব্যসাচী লেখক নই ! আমরা অনেকেই একদম আনকোরা,অধোয়া। আমাদের এই অধোয়া লেখায় ঋদ্ধ লেখকেরা চোখ বাঁকা করতে পারেন । হাসতে পারেন আমাদের লেখার কাঁচা গন্ধ শুকে, লেখার দৈন্যতা দেখে । এতে কি কারো কিছু যায় আসে ? নাকি গিয়েছে কোনদিন!
আপনার মতো আমিও বলি, ব্লগ একটা উন্মুক্ত মঞ্চ, বারোয়ারী পুজো মন্ডপের মতো। এখানে কারো প্রবেশাধিকারে বাঁধা নেই, নেই লেখা দিতেও। লেখা তো যে কেউই লিখতেই পারেন,দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়। এমন সহজ, এলেবেলে লেখা ব্লগের সৌন্দর্যহানি করে বটে কিন্তু তাকে রোখার সাধ্যি কার! এতে যে লেখকের স্বাধীনতা ক্ষুন্ন হয়!
আবার স্বাধীনতা এমন নয় যে তা থেকে দূর্গন্ধ ছড়াবে।
তাই কারো কথায়ই কারো হতোদ্যম না হওয়াই ভালো।

এবারে চীরকালের অমিমাংসীত ব্যাপার “কবিতা”কে নিয়ে আমার ধারনার কথা লিখি। আপনার মনে উদয় হওয়া প্রশ্নের উত্তরও ধরে নিতে পারেন তাকে। যদিও আমি কোনও কাব্যবিশারদ নই।

শব্দের অর্থ আর বানান ঠিক থাকলেই যে কবিতা হবে এমনটি নয়। যদিও কবিতার মাধ্যম হলো শব্দ । কি রকমের শব্দ ? কাব্যিক শব্দ না কি আটপৌরে ? প্রচলিত সাধারন শব্দ না কি সালঙ্কারা ? এ ব্যাপারেও কাব্যমহারথীদের কোনও সমঝোতা হয়নি আজও । কারন, সমারসেট মম এর ভাষায় কবিতা হ’লো সাহিত্যের রাজমুকুটটি । গন্ডোগোলটা এখানেই। সাহিত্য কি, এখন এ প্রশ্ন স্বাভাবিক ভাবেই আসবে। সাহিত্য যে কি, তা নিয়েই নানা মুনির নানা মত। তাই “কাহাকে বলে কবিতা” এ নিয়েও বাকবিতন্ডার কমতি নেই।

আমার মতে কবিতা অনেক রকম । শুধু কবিতাই নয়, কবিতার পাঠক ও অনেক রকম ।
আসলে কি, কবিতার প্রধান দু’টি গুন থাকে- - ধ্বনিময়তা আর চিত্রময়তা । সব ভাষার কাব্যেই দেখবেন , ধ্বনিই তার আদি গুন । জানেন তো মনে হয় , একসময় কবিতা সুর করে পড়া হতো । গানের আলাদা কোনও পরিচয় ছিলোনা সেদিন । পুঁথি বলুন আর পাঁচালীই বলুন, ওগুলো কবিতার আসল বৈশিষ্টে আজও বেঁচে আছে । এর পরে কবিতায় চিত্রকল্প যোগ হয়েছে । শুধু চিত্রকল্পই নয় বহুরৈখিকতাও এসেছে পেছন পেছন ।
ভারতচন্দ্র থেকে চিত্রকল্পের শুরু । চর্যাপদ থেকে ভারতচন্দ্র, মাঝে মধুসূদন হয়ে রবীন্দ্রনাথে এসে ঠেকেছে । রবীন্দ্রনাথ ধ্বনিময়তায় সবচেয়ে সার্থক ও সফল । কিন্তু চিত্রময়তায় নয় । এখানে তাঁর মুন্সীয়ানা তেমন নেই । সেখানে জীবনানন্দকে ফেলতে হবে আপনাকে চিত্রময়তায়।
বহুল পাঠেই উন্মোচিত হয় তেমন একটি কবিতার বহুরৈখিকতা । বারেবারে পড়তে হয় । তখন আর তাকে গতানুগতিক মনে হয়না । কিন্তু আধুনিক কবিতায় এসবের দেখা খুব একটা পাবেন না । সবটাই যেন বিমূর্ত । যা আছে তা সমসাময়িক কালের রেখাচিত্র । বহুরৈখিকতা নয় । আর ব্লগের অনেক কবিতায় এর কিছুই নেই, এই সত্যটা কঠিন মনে হলেও “লেখকের স্বাধীনতা”র প্রশ্নে তাকে এড়িয়ে যাওয়াই মঙ্গল।

কবিতায় তাই শব্দ-রূপের ভেতর দিয়েই শব্দাতীতের স্বাদ পেতে হবে । ব্যঞ্জনা থাকতে হবে শব্দের । এই রকম শব্দগুলি যখন পাশাপাশি বসবে আর দুলিয়ে দিয়ে যাবে মনখানাকে , তখন তা কবিতা হয়ে উঠবে । তাই ভাষার সাথে সাথে ভাবনাও থাকতে হবে ।
কতোগুলি ছোট ছোট লাইন মানেই কিন্তু কবিতা নয় । যে লোকটা টকাটক এরকম লাইন বানিয়ে দিতে পারেন তাকেই কবি মনে করবেন না। এরকমের লাইনে যার উপলব্দির প্রকাশ নেই, দর্শন নেই, সে কবিতার বোঝা বয় বলদের মতো ।
তাই স্বয়ং রবীন্দ্রনাথও আক্ষেপ করেছেন “ বাঙালি কবি নয় কেন?” বলে । তীব্রভাবে সমালোচনাও করেছেন এই বলে - “ আজকাল শত সহস্র বঙ্গীয় বালক আধ পয়সা মূলধন লইয়া (বিদেশী মহাজনদিকের নিকট হইতে ধার করা) দিন রাত প্রাণপণপূর্বক বাংলা সাহিত্য-ক্ষেত্রে কবিত্ব চাষ করিতেছেন; আজ যখন দেখিলেন বাংলা সাহিত্য-ক্ষেত্র তাঁহাদের যত্নে কাঁটা গাছ ও গুল্মে পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, তখন তাঁহারা কপালের ঘাম মুছিয়া হর্ষ-বিস্ফারিত নেত্রে দশ জন প্রতিবাসীকে ডাকিয়া কহিতেছেন, “আহা, জমি কী উর্বরা!”
আবার বাঙালি কেন কবি নন,তাতে রবীন্দ্রনাথের আক্ষেপ ফুটে উঠেছে এভাবেই-“বলাই বাহুল্য যে, যাহার মনোবৃত্তি সকল অত্যন্ত দুর্বল, সে কখনো কবি হইতে পারে না। যে বিশেষরূপে অনুভব করে না সে বিশেষ রূপে প্রকাশ করিতে পারে না। বলা বাহুল্য যে, বাঙালির হৃদয়ে ভাবের অর্থাৎ অনুভাবকতার গভীরতা, বলবত্তা নাই, তাহা যদি থাকিত তবে কার্যের এত দরিদ্রদশা কেন থাকিবে? অতএব বাঙালি জাতি যদি না ভাবে তো সে প্রকাশ করিবে কীরূপে? কবি হইবে কীরূপে?”

আমিও তেমনি বলি-
কবিতার কোন স্বতঃসিদ্ধ গ্রামার নেই।
কবিতায় কঠিন কিম্বা সহজ শব্দ ব্যবহার বড় কথা নয় ,কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ ,লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী। শব্দ-রূপের ভেতর দিয়েই শব্দাতীতের স্বাদ পেতে হবে । ব্যঞ্জনা থাকতে হবে শব্দের । এই রকম শব্দগুলি যখন পাশাপাশি বসবে আর দুলিয়ে দিয়ে যাবে মনখানাকে , তখন তা কবিতা হয়ে উঠবে । তাই ভাষার সাথে সাথে ভাবনাও থাকতে হবে। বাক্য যখন কাব্য বলে গন্য হতে চাইবে , তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের বা তাৎপর্যের আভাস থাকতে হবে । এই যে তাৎক্ষনিক অর্থের অতিরিক্ত কোনও অর্থ, এটাই ব্যঞ্জনার কথা টেনে নিয়ে আসবে।
কবিতা হলো স্প্রীংয়ের খাটের মতো ,বসলেই দোলা দিয়ে যাবে ।
আধুনিক কবিতার কথা আলাদা। আধুনিক কবিতার অবস্থা নিয়ে আক্ষেপ করার কিছু নেই । আধুনিক কবিতা নিত্যই ভাঙছে আবার গড়ছেও । সেটা তেমন হাতে পড়লে তবেই !

শেষে বলি-
ব্লগের অধিকাংশ কবিতা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন, তারা যে খুব একটা খারাপ কিছু বলেন তা নয়। কবিতা নিয়ে সেকালেও যেমন সমালোচনা হয়েছে কঠোর, একালেও তার খামতি হবার কথা নয়। এটা স্বাভাবিক। কারন, কবিতা এখন কোয়ালিটিতে নয় কোয়ান্টিটিতে ভারী।
এর জবাবে আমাদের যা করা উচিৎ তা হলো, যে কোনও লেখায় আমাদের ভাবনার উন্মেষ, বিকাশ , বিস্তার , উৎকর্ষ আর তার রূপ-রস-গন্ধ ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাওয়া। সমালোচনাকে ইতিবাচক ধরে নিয়ে নব উদ্যমে নতুন চিন্তা -চেতনার অনুশীলনে রত থাকা। রবীন্দ্রনাথের কথা মতো আমাদের মনোবৃত্তিকে সবল করে তোলা।

আসলে কবিতা চিরকালের । এর কোন গৎ নেই , নেই অনুগতি । বক্র-গতি, সোজা-গতি আছে হয়তো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা নিয়ে দু একটি লেখা আগেই পড়েছি কিন্তু আজ সকালে একটি লেখা পড়ে মাথায় কিছু প্রশ্ন আসলো' তাই লেখা। পছন্দের বিষয়টি একটি পাজেলের মতো' কখনোই সবারটা এক হবেনা তাই তার কোন মীমাংসাও যে হবেনা ভাইয়া।

হা ভাইয়া' ব্লগ লেখার একটি স্বাধীন জায়গা। কিন্তু কবিতা ছাড়াও তো আরও লেখা থাকে যেগুলোর মান নিয়ে কখনও প্রশ্ন হতে দেখিনি তাহলে শুধু কবিতাই কেন? সব গল্পই কি ভালো হয়? সবচেয়ে বড় কথা যেখানে এড়িয়ে যাওয়ার অপশন আছে' বিষয় ভিত্তিক ব্লগ আছে' তাহলে এতো বিরক্তি কেন যে তা মন্তব্যতেও কুলায়না তা নিয়ে পোস্টই দিতে হয়।

ভাইয়ার তথ্যনির্ভর মন্তব্য পেয়ে ভালো লাগলো খুব । কবিতা সম্পর্কে জানা গেলো।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

হাবিব বলেছেন: কবিতার প্রতি আমার ভালবাসা যে কেমন তা আপনাকে বুঝাতে পারবোনা..........

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: তা আপনার লেখা কবিতা পড়লে এমনিতেই বোঝা যায় হাবীব ভাইয়া। আমি নিজেও অনেক ভালোবাসি কবিতা ।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+++

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার ছোট এই মন্তব্যখানি অনেক বেশী অনুপ্রেরণা। সাথে প্লাস :#)

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

বলেছেন: আহমেদ জী এস @ হেটস অফ
আপনার মতো আমরাও বলি, ব্লগ একটা উন্মুক্ত মঞ্চ, বারোয়ারী পুজো মন্ডপের মতো। এখানে কারো প্রবেশাধিকারে বাঁধা নেই, নেই লেখা দিতেও। লেখা তো যে কেউই লিখতেই পারেন,দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়। এমন সহজ, এলেবেলে লেখা ব্লগের সৌন্দর্যহানি করে বটে কিন্তু তাকে রোখার সাধ্যি কার! এতে যে লেখকের স্বাধীনতা ক্ষুন্ন হয়!
আবার স্বাধীনতা এমন নয় যে তা থেকে দূর্গন্ধ ছড়াবে।
তাই কারো কথায়ই কারো হতোদ্যম না হওয়াই ভালো।


-------------------কবিতাভাবনার বিষয়। ভাবনার কোনো গ্রামার নেই, থাকে না কোনো সীমারেখা, সেও তো অসীম বা অরুপ আলো। আমি তাকে কিভাবে ব্যবহার করবো সেটা তো আমার উপরই বর্তায়। তবে কবিতা লিখতে গেলে যে ভাবনার দরকার তা মনে হয় এখন একটু ছেদই পরেছে মানুষের ভেতর। কারণ মানুষ এখন অস্থির। এখন সবাই বাঘ হতে চায়, কোকিল না। মানুষ সব হরণ করতে চায় এবং যেটুকু পাবার তার চেয়েও বেশি সে চায়। আসলে কবিতার একটা নিজস্ব স্বভাব আছে। আর এ স্বভাব যতক্ষণ না একজন কবি নিজে রপ্ত করতে পারেন তার পক্ষে কখনোই কবিতা লেখা সম্ভব হয়ে উঠে না। তবে বাংলা গ্রামার জানলে একটা সুবধিা হয় সেটা হলো, সারাজীবন কবিতার মতো কবিতার জল ছাপ ফেলা যায় কিন্তু কবিতা কখনোই লেখা যায় না।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ আহমেদ জী এস @ হেটস অফ---- আসলেই জী এস ভাইয়া চমৎকার মন্তব্য করেছেন । আমরা যেন সামুতে আমাদের লেখার স্বাধীনতা ও মন্তব্য করার স্বাধীনতার অপব্যবহার না করি । লেখকরাও যেন চেষ্টা করে লেখার কোয়ানটিটির সাথে সাথে তার কোয়ালিটি বাড়াতে এবং সমালোচকরাও যেন সম্মানজনক ও সুশীল ভাবে লেখার সমালোচনা করে ।


@কবিতাভাবনার বিষয়। ভাবনার কোনো গ্রামার নেই, থাকে না কোনো সীমারেখা, সেও তো অসীম বা অরুপ আলো। আমি তাকে কিভাবে ব্যবহার করবো সেটা তো আমার উপরই বর্তায়। তবে কবিতা লিখতে গেলে যে ভাবনার দরকার তা মনে হয় এখন একটু ছেদই পরেছে মানুষের ভেতর। কারণ মানুষ এখন অস্থির। এখন সবাই বাঘ হতে চায়, কোকিল না। মানুষ সব হরণ করতে চায় এবং যেটুকু পাবার তার চেয়েও বেশি সে চায়। আসলে কবিতার একটা নিজস্ব স্বভাব আছে। আর এ স্বভাব যতক্ষণ না একজন কবি নিজে রপ্ত করতে পারেন তার পক্ষে কখনোই কবিতা লেখা সম্ভব হয়ে উঠে না। তবে বাংলা গ্রামার জানলে একটা সুবধিা হয় সেটা হলো, সারাজীবন কবিতার মতো কবিতার জল ছাপ ফেলা যায় কিন্তু কবিতা কখনোই লেখা যায় না। --
হ্যাঁ ভাইয়া কবিতা ভাবনার বিষয়, একজন কবিকে লিখতে হলে তার ভাবনার গভীরে, কল্পনার গভীরে, আবেগের গভীরে ঢুকে যেতে হয় এবং সেখান থেকে তুলে আনতে হয় একটি লেখা । কিন্তু আসলেই ভাইয়া আমরা অস্থির বেশী এখন, লেখার ক্ষেত্রেও । তাই ভাবনার খুব বেশী গভীরে যাওয়ার মতো ইচ্ছে ও সময় আমরা নেইনা তাই লেখাগুলোও হয়তো তেমন হয়না ।

সবশেষে বলবো ভাইয়া, শেখার কোন শেষ নেই, পড়ার ও জানারও নেই । আর লেখকদেরও পড়তে হয় জানতে হয়, করতে হয় চর্চা, লেখার মান বাড়ানোর জন্য এবং একজন লেখকেরও ইচ্ছে থাকতে হবে তার সৃষ্টি যেন পাঠকের হৃদয় ভরিয়ে দিতে পারে, হৃদয় ছুঁয়ে যেতে পারে তাই লেখককেও তার নিজের হৃদয়ের গভীরে যেতে হবে একটি লেখা লেখার জন্য ।
তবে মাঝে মাঝে যখন কবিতা নিয়ে কিছু পোস্ট দেখি তখন কিছুটা খারাপ লাগে ও ইতস্তত লাগে । আর যাই হোক কারও সৃষ্টি যেমন হোক তা নিয়ে কাউকে আঘাত করা উচিত নয় আর কবিতা নিয়েই কেন, যদি মানের কথা উঠে ? অন্য কিছু কেন নয় ?

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর পোষ্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @সহজ সরল সুন্দর পোষ্ট। --- ধন্যবাদ ভাইয়া, লেখা ভালো লাগায় অনুপ্রাণিত ।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন:



খাইছে নানি ক্ষেপছে ক্যান ;) । অত কিছু বুঝি না আমি । যারা লেখক/লেখিকা /কবি তাঁরা মাথা ভাঙুক ;)
তবে একটি বড় কথা বলি । B-)) মান সম্মত ও মানহীন লেখা আসবেই । সবার লেখা মান সম্মত হবে আশা করাটা কল্পনাতীত । আমি মনে করি লেখক/লেখিকা/কবিদের যেমন নিজের মানের দিকে নজর দেওয়া উচিত ,তেমনি পাঠকদেরও গঠনমূলক সমালোচনা করে শুধরে নেবার সুযোগ করে দেওয়া উচিত । তাহলে মান সম্মত লেখা আসবে । নতুনরা শিখতেও পারবে । সমস্যা অধিকাংশ ব্লগাররা সমালোচনা গ্রহণ করতে পারে না ,মে বি রাগ ও করে ,তাই হয়তো যারা ক্ষমতা রাখে কিছু বলার ,বিষয়টা কে ইচ্ছা করেই এড়িয়ে যায় । সবাই না ,কেউ কেউ আবার ঠিক বলছে ।

আরেক কথা নানি ,আমার ক্লিকাইতে কষ্ট হয় , ;) B-) =p~ ,পেজ লোড হয় ,সময় নেয় ,পরে আবার অন্য লেখায় যেতে সময় লাগে । কি করণীয় ? B-)) নানাজান ভালো আছে তো ? আমার মনে হয় নানার সাথে রাগ করেই এই পোস্টের জন্ম । ঘরে না পারিলে ব্লগে তো পারিবে :#) :P , না ? =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: sb]@খাইছে নানি ক্ষেপছে ক্যান ;) । অত কিছু বুঝি না আমি । যারা লেখক/লেখিকা /কবি তাঁরা মাথা ভাঙুক ;)-- মাঝে মাঝে এমন দু একটি পোস্ট দেখি কবিতা নিয়ে ক্ষ্যাপা না হয়ে তো উপায় নেই X(( তবে ক্ষ্যাপা ক্ষ্যাপি বুঝিনা যাহা সত্য ও যৌক্তিক তাহাই বলি সবসময় এবং তাহাই বলিয়াছি B-) এর জন্য অবশ্য বাস্তবেও অনেকে আমাকে পছন্দ করেনা কারন আমি আবার সত্য বলি কিনা। তবে তাতে আমার কিছু যায় কিংবা আসেওনা :P

@তবে একটি বড় কথা বলি । B-)) মান সম্মত ও মানহীন লেখা আসবেই । সবার লেখা মান সম্মত হবে আশা করাটা কল্পনাতীত । আমি মনে করি লেখক/লেখিকা/কবিদের যেমন নিজের মানের দিকে নজর দেওয়া উচিত ,তেমনি পাঠকদেরও গঠনমূলক সমালোচনা করে শুধরে নেবার সুযোগ করে দেওয়া উচিত । তাহলে মান সম্মত লেখা আসবে । নতুনরা শিখতেও পারবে । সমস্যা অধিকাংশ ব্লগাররা সমালোচনা গ্রহণ করতে পারে না ,মে বি রাগ ও করে ,তাই হয়তো যারা ক্ষমতা রাখে কিছু বলার ,বিষয়টা কে ইচ্ছা করেই এড়িয়ে যায় । সবাই না ,কেউ কেউ আবার ঠিক বলছে । -- সমালোচনা অবশ্যই হবে আর সমালোচনা বরং ভালো কারন তাতে নিজের ভুল গুলো শুধরে নেওয়া যায় কিন্তু সমালোচনা, বিরক্তি সব কেন কবিতা নিয়ে ? কবিতা ছাড়া কি আর কিছু ব্লগে পোস্ট হয়না ? গল্পও কি সব মানসম্মত হয় ? কই কখনো গল্প নিয়ে কোন পোস্ট দেখিনি :|| লিখতে হলে সমালোচনা গ্রহন করার মন মানসিকতা থাকতে হবে মাস্ট । কিন্তু আমি সমালোচনার কথা বলিনি আমি বলেছি বিদ্বেষ বা বৈষম্য এর কথা ।


@আরেক কথা নানি ,আমার ক্লিকাইতে কষ্ট হয় , ;) B-) =p~ ,পেজ লোড হয় ,সময় নেয় ,পরে আবার অন্য লেখায় যেতে সময় লাগে । কি করণীয় ?
--- ক্লিকাইতে কষ্ট হলে ব্লগে লেখা পড়ার দরকার নেই । লেপ গায়ে গিয়ে ঘুমান গিয়ে |-)



@নানাজান ভালো আছে তো ? আমার মনে হয় নানার সাথে রাগ করেই এই পোস্টের জন্ম । ঘরে না পারিলে ব্লগে তো পারিবে :#) :P , না ? =p~-- মন্তব্য এর এই অংশটুকু পড়ার পর মনে হচ্ছে আর কারও মাথা ভাঙ্গি আর না ভাঙ্গি আমার কাকুর মাথা ভাংতেই হবে কারন তাহার মাথা কিঞ্চিৎ নষ্ট মনে হচ্ছে =p~ জী আপনার নানাজান ভালো আছে, আলহামদুলিল্লাহ 8-| তবে নানার সাথে রাগ করে এই পোস্টের জন্ম কেন হইবে ? নানা তো নিজেই কবি, কবিতা প্রেমী !:#P তাছাড়া ব্লগ কি ফেসবুক নাকি যে একজন আরেকজনের উপর ভালোবাসা হলে, রাগ হলে, অভিমান হলে ওমনি একটা পোস্ট দিতে হবে =p~ বড় কথা নানা হোক আর যেই হোক কথার ফুলঝুরি কে জানেনা কেউ ব্লগের বাইরে ;)

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

কুঁড়ের_বাদশা বলেছেন: =p~ =p~ =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: কি হয়েছে কি কুঁড়ের_বাদশা =p~ কুঁড়েমি মনে হয় ভালোই ধরেছে । কুঁড়ের_বাদশার কাছে থেকে এখন অনেক কম লেখা পাচ্ছি । কিছুদিন আগে একটি লেখা দেখেছিলাম কিন্তু যখন দেখেছি পড়ার মতো অবস্থা ছিলনা আর পরে ভুলে গিয়েছি :((

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: কি ভাইয়া, খুব মজা পেয়েছেন মনে হচ্ছে লেখা পড়ে :||

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-))

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: =p~ =p~ =p~

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল কমেন্ট করার সময় হাতে তেমন সময় ছিল না ; যে কারণে বলেছিলাম যে সময় পেলে আবার আসবো। এসেছি ঠিকই তবে, শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাইয়ের তথ্যবহুল কমেন্টটি পড়ার পর কোথায় যেন হারিয়ে গেলাম। এমন পূর্ণাঙ্গ বিশ্লেষন ধর্মী কমেন্টের মধ্যে নিজের ছোট্ট মন্তব্যটি আপাতত কোথায় যে হারিয়ে গেল যে মনের অন্দরে খুঁজেই পেলাম না। পরে লতিফ ভায়ের কমেন্টটেও একরাশ মুগ্ধতা জানিয়ে আপাতত বিদায় নিলাম বোনের পরবর্তী পোস্টের জন্য।

ব্লগ দিবসে সকলকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।


১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: তা তো বুঝলাম ভাইয়া তবে আপনার বোন কিন্তু আপনার পরবর্তী মন্তব্য এর জন্য অপেক্ষা করছিল :( তবে হ্যাঁ, আহমেদ জী এস ও লতিফ ভাইয়া অনেক ভালো বলেছেন ।

@ব্লগ দিবসে সকলকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো । --- আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া 8-|

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

শিখা রহমান বলেছেন: বাহ!! কথার ফুলঝুরি যে আজ আসলেই ফুলঝুরি খুলে বসেছে। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছো।

মন্তব্যের যাদুকর আহমেদ জী এসের এমন দুর্দান্ত মন্তব্যের পরে আর কিই বা বলার থাকতে পারে। পোস্টের আর ওনার মন্তব্যের সাথে সহমত।

ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়। শুভ হোক ব্লগিং আর কবিতার যাত্রা!!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ!! কথার ফুলঝুরি যে আজ আসলেই ফুলঝুরি খুলে বসেছে। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছো। -- তোমার কমপ্লিমেন্ট পেয়ে মনটা আনন্দে দুলে উঠলো যেন, প্রিয় শিখা আপু !:#P লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু ।

মন্তব্যের যাদুকর আহমেদ জী এসের এমন দুর্দান্ত মন্তব্যের পরে আর কিই বা বলার থাকতে পারে। পোস্টের আর ওনার মন্তব্যের সাথে সহমত।-- আপনার মতামত জেনে ভালো লাগলো আপু ।

@ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়। শুভ হোক ব্লগিং আর কবিতার যাত্রা!! -- শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আপু । অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য ।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নীল আকাশ বলেছেন: উপরের সবার মন্তব্যের শানে ই নযুল এক জায়গায় দিলাম........
১। পাঠক হিসেবে মন্তব্য করার অধিকার যে কারো আছে ।
২। ব্লগের লেখার মান নিয়ে প্রশ্ন তোলা অবান্তর ।
৩। আমাদের দেশে কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয় প্রতি বছর, আবার অবিক্রীতও থাকে কবিতার বই বেশী ।
৪। আমরা কেউই সব্যসাচী লেখক নই ! আমরা অনেকেই একদম আনকোরা,অধোয়া। আমাদের এই অধোয়া লেখায় ঋদ্ধ লেখকেরা চোখ বাঁকা করতে পারেন । হাসতে পারেন আমাদের লেখার কাঁচা গন্ধ শুকে, লেখার দৈন্যতা দেখে । এতে কি কারো কিছু যায় আসে ? নাকি গিয়েছে কোনদিন!
আপনার মতো আমিও বলি, ব্লগ একটা উন্মুক্ত মঞ্চ, বারোয়ারী পুজো মন্ডপের মতো। এখানে কারো প্রবেশাধিকারে বাঁধা নেই, নেই লেখা দিতেও। লেখা তো যে কেউই লিখতেই পারেন,দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়। এমন সহজ, এলেবেলে লেখা ব্লগের সৌন্দর্যহানি করে বটে কিন্তু তাকে রোখার সাধ্যি কার! এতে যে লেখকের স্বাধীনতা ক্ষুন্ন হয়!
আবার স্বাধীনতা এমন নয় যে তা থেকে দূর্গন্ধ ছড়াবে।
তাই কারো কথায়ই কারো হতোদ্যম না হওয়াই ভালো।
৫। কবিতার কোন স্বতঃসিদ্ধ গ্রামার নেই। কবিতায় কঠিন কিম্বা সহজ শব্দ ব্যবহার বড় কথা নয় ,কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ ,লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী। শব্দ-রূপের ভেতর দিয়েই শব্দাতীতের স্বাদ পেতে হবে । ব্যঞ্জনা থাকতে হবে শব্দের । এই রকম শব্দগুলি যখন পাশাপাশি বসবে আর দুলিয়ে দিয়ে যাবে মনখানাকে , তখন তা কবিতা হয়ে উঠবে । তাই ভাষার সাথে সাথে ভাবনাও থাকতে হবে। বাক্য যখন কাব্য বলে গন্য হতে চাইবে , তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের বা তাৎপর্যের আভাস থাকতে হবে । এই যে তাৎক্ষনিক অর্থের অতিরিক্ত কোনও অর্থ, এটাই ব্যঞ্জনার কথা টেনে নিয়ে আসবে।
কবিতা হলো স্প্রীংয়ের খাটের মতো ,বসলেই দোলা দিয়ে যাবে ।
আধুনিক কবিতার কথা আলাদা। আধুনিক কবিতার অবস্থা নিয়ে আক্ষেপ করার কিছু নেই । আধুনিক কবিতা নিত্যই ভাঙছে আবার গড়ছেও । সেটা তেমন হাতে পড়লে তবেই !
৫। আমরাও বলি, ব্লগ একটা উন্মুক্ত মঞ্চ, বারোয়ারী পুজো মন্ডপের মতো। এখানে কারো প্রবেশাধিকারে বাঁধা নেই, নেই লেখা দিতেও। লেখা তো যে কেউই লিখতেই পারেন,দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়। এমন সহজ, এলেবেলে লেখা ব্লগের সৌন্দর্যহানি করে বটে কিন্তু তাকে রোখার সাধ্যি কার! এতে যে লেখকের স্বাধীনতা ক্ষুন্ন হয়!
আবার স্বাধীনতা এমন নয় যে তা থেকে দূর্গন্ধ ছড়াবে।
তাই কারো কথায়ই কারো হতোদ্যম না হওয়াই ভালো।
৬। মান সম্মত ও মানহীন লেখা আসবেই । সবার লেখা মান সম্মত হবে আশা করাটা কল্পনাতীত । আমি মনে করি লেখক/লেখিকা/কবিদের যেমন নিজের মানের দিকে নজর দেওয়া উচিত ,তেমনি পাঠকদেরও গঠনমূলক সমালোচনা করে শুধরে নেবার সুযোগ করে দেওয়া উচিত । তাহলে মান সম্মত লেখা আসবে । নতুনরা শিখতেও পারবে । সমস্যা অধিকাংশ ব্লগাররা সমালোচনা গ্রহণ করতে পারে না ,মে বি রাগ ও করে ,তাই হয়তো যারা ক্ষমতা রাখে কিছু বলার ,বিষয়টা কে ইচ্ছা করেই এড়িয়ে যায় । সবাই না ,কেউ কেউ আবার ঠিক বলছে ।
৭। সব শেষে ব্লগ দিবসে সকলকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

আমি যা মনে করি, এখানে ২ ধরনের দায়িত্ব দুই জনের।
১। লেখকের দায়িত্ব - একটা পোষ্ট দেবার আগে অন্তত নিজে ভালো করে দেখা দরকার যে,আমি যেটা পোষ্ট দিচ্ছি সেটার ব্লগে দেবার মানানসই নাকি? উপযুক্ত নাকি? এই ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষ হতে হবে.......[কিছু কিছু পোষ্ট নিয়ে আসলেও.........।]
২। পাঠকের দায়িত্ব - প্রিভিউ ভালো না লাগলে পড়বেন না। আর পড়লে কোন জায়গায় খারাপ লাগল, সেটা মন্তব্যে বলে দিন । লেখক কে শিখতে সুযোগ দিন। আপনার ভালো একটা মন্তব্য হয়ত লেখক কে অনেক বড় ভূল সংশোধন করার সুযোগ করে দিবে।
ভালো প্রবন্ধ লিখেছেন, টপিক চমৎকার।
শুভ কামনা রইল!



১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @উপরের সবার মন্তব্যের শানে ই নযুল এক জায়গায় দিলাম........ -- বাহ, খুবই চমৎকার একটি কাজ করেছেন ভাইয়া । তবে আমার মনে হয় একটু কারেকশন দরকার । সমালোচনা অবশ্যই হবে এবং সেগুলো মাথায় রেখে পূর্ণ উদ্যমে আরও ভালো করে আগাতে হবে, তবেইনা হবে উন্নতি । কিছু লেখা কিন্তু সমালোচনার যোগ্যই না তাই যখন আমার লেখা সমালোচনা পাওয়ার যোগ্য তখন এটাও অনেক বড় কিছু ;)তবে আমি কিন্তু সমালোচনা নিয়ে কিছু বলিনি আমি বলেছি বিদ্বেষ নিয়ে । কবিতা বিদ্বেষ


@আমি যা মনে করি, এখানে ২ ধরনের দায়িত্ব দুই জনের।
১। লেখকের দায়িত্ব - একটা পোষ্ট দেবার আগে অন্তত নিজে ভালো করে দেখা দরকার যে,আমি যেটা পোষ্ট দিচ্ছি সেটার ব্লগে দেবার মানানসই নাকি? উপযুক্ত নাকি? এই ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষ হতে হবে.......[কিছু কিছু পোষ্ট নিয়ে আসলেও.........।]
২। পাঠকের দায়িত্ব - প্রিভিউ ভালো না লাগলে পড়বেন না। আর পড়লে কোন জায়গায় খারাপ লাগল, সেটা মন্তব্যে বলে দিন । লেখক কে শিখতে সুযোগ দিন। আপনার ভালো একটা মন্তব্য হয়ত লেখক কে অনেক বড় ভূল সংশোধন করার সুযোগ করে দিবে। -- একদম ঠিক বলেছেন ভাইয়া ।
১। লেখকেরও উচিত শুধুমাত্র একটি লেখা পোস্ট করবো এমন টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসা । একটি লেখা যেন মানসম্মত হয় ও পাঠকের হৃদয় ছুয়ে যায় তা ভাবতে হবে । সময় নিয়ে, চিন্তা ভাবনা করে, ভাবনার ও বিষয়বস্তুর গভীরে গিয়ে লিখতে হবে তবেইনা তা পাঠকেরও হৃদয়ের গভীরে পৌঁছাবে ।

২। হ্যাঁ সেটাই, এড়িয়ে যাওয়ার অপশন আছে সবার জন্যই । লেখা ভালো না লাগতেই পারে তাই বলে একচ্ছত্র ভাবে কবিতার বিদ্বেষী হওয়া নয় ।

লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

নজসু বলেছেন:



গুরু গম্ভীর পোষ্ট।
আমার এখানে কাজ হলো পোষ্ট আর কমেন্টগুলো পাঠ করা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: @গুরু গম্ভীর পোষ্ট--- হা হা । কি জানি ভাইয়া এতটা গুরুগম্ভীর ভাব নিয়ে তো লিখিনি :P তবে এখন ভাবছি ব্লগের কবিতা বিরোধীরা যদি এই পোস্টের গন্ধ পেত তাহলে আমার খবর ছিল :P পোস্টের শিরোনামটা একটু ঘুরিয়ে দিলেই এই গুরুগম্ভীর পোস্ট হয়ে যেতো বিতর্কিত পোস্ট ;) =p~



@আমার এখানে কাজ হলো পোষ্ট আর কমেন্টগুলো পাঠ করা। -- হা হা হা ! না ছোট্ট ভাইয়া, আপনি চাইলে কিছু বলতেও পারেন =p~

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে ।কবিতা বা যে কোনো আর্টের তেমন কোনো মাপদন্ড আছে কি ? আমার তো জানা নেই!

শুভকামনা

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @পুরোপুরি একমত আপনার সাথে ।কবিতা বা যে কোনো আর্টের তেমন কোনো মাপদন্ড আছে কি ? আমার তো জানা নেই!-- আমার মনেও একই প্রশ্ন আপু । তবে একজন শিল্পী কিংবা লেখক যেই হন, সবার আগে তার নিজের লেখা নিজেরই ভালো লাগতে হবে আর যারা পাঠক তাদের একেকজনের ভালো লাগা একেক রকম সো একজনের ভালো না লাগলে আরেকজনের কাছে লাগবে, এটাই স্বাভাবিক ।

আপুর জন্য ভালোবাসা ও শুভকামনা ।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মনের কথাটাই লিখেছেন। আপনি সত্যিই কথার ফুলঝুরি। অন্যের লেখা দেখে নাক সিঁটকানো আঁতেলদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে- তারা কি একলাফে শিক্ষিত হয়ে এতদূর আসতে পেরেছে নাকি তাদেরকেও অ আ ক খ দিয়ে শুরু করতে হয়েছে? তাদেরও তো বিভিন্ন চড়াই-উৎরাই পাড়ি দিয়ে ব্লগে এসে হামবড়া ভাব দেখানোর সুযোগ নিতে হয়েছে। অন্যের লেখা দেখে নাক সিঁটকানো লোকদের জন্য করুণা ছাড়া আর কিছুই হয় না। যে বা যারাই এসব বলে থাকুক তাদেরকে বলব- অন্যের মূল্যায়ন করতে শিখুন, তাহলে আপনিও সম্মান পাবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার মনের কথাটাই লিখেছেন। -- জেনে ভালো লাগলো আমার ভাবনার সাথে ভাইয়ার ভাবনা মিলে গিয়েছে ।

@আপনি সত্যিই কথার ফুলঝুরি।
-- হা হা ! তাই বুঝি ভাইয়া 8-|


@অন্যের লেখা দেখে নাক সিঁটকানো আঁতেলদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে- তারা কি একলাফে শিক্ষিত হয়ে এতদূর আসতে পেরেছে নাকি তাদেরকেও অ আ ক খ দিয়ে শুরু করতে হয়েছে? তাদেরও তো বিভিন্ন চড়াই-উৎরাই পাড়ি দিয়ে ব্লগে এসে হামবড়া ভাব দেখানোর সুযোগ নিতে হয়েছে। অন্যের লেখা দেখে নাক সিঁটকানো লোকদের জন্য করুণা ছাড়া আর কিছুই হয় না। যে বা যারাই এসব বলে থাকুক তাদেরকে বলব- অন্যের মূল্যায়ন করতে শিখুন, তাহলে আপনিও সম্মান পাবেন। --- সুন্দর বলেছেন ভাইয়া, একজন লেখক যেমনই লিখুক তাকে এবং তার লেখাকে সম্মান করা উচিত । আফটারঅল যে অন্যকে সম্মান করবে সেই সম্মান পাবে । সবসময় লেখা ভালো হবেনা ঠিক সমালোচনাও হবে ঠিক । কিন্তু বিদ্বেষ নয়, বৈষম্য নয় । কেন শুধুমাত্র কবিতা নিয়েই বিদ্বেষ হয় :(

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতা নিয়ে চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন; পাশাপাশি ব্লগের কবিতার মান, পাঠকদের দৃষ্টিভঙ্গীও তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ প্রিয় 'কথাপু'। বুঝা যাচ্ছে অনেক সময় নিয়ে পোস্ট লিখেছেন। কমেন্ট অনেক বিজ্ঞ ব্লগার এ বিষয়ের উপর চমৎকার বিশ্লেষণ করেছেন। কয়েক মাস আগে বর্তমান সময়ের আধুনিক কবিতা নিয়ে আমি এই নিবন্ধটি লিখেছিলাম।

ব্লগে এখন পর্যন্ত কোন কবিতা পোস্ট না করলেও আমি কবিতা লিখি। আর ক্লাস সিক্স থেকে কবিতা লিখেই আমার লেখালেখিতে হাতেখড়ি। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, ব্লগে শুধু কবিতার সমালোচনা হবে কেন? গল্প-ফিচার-রাজনীতি বাদ যাবে কেন?

অফটপিক, ব্যস্ততার জন্য আপনার গত কিছু পোস্ট পড়া হয়নি, এজন্য দুঃখিত। সময়-সুযোগে পড়বো। আর, আগামী কালকের ব্লগারদের গেটটুগেদারে আসছেন তো? আসলে খুশি হবো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন:
@কবিতা নিয়ে চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন; পাশাপাশি ব্লগের কবিতার মান, পাঠকদের দৃষ্টিভঙ্গীও তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ প্রিয় 'কথাপু'। বুঝা যাচ্ছে অনেক সময় নিয়ে পোস্ট লিখেছেন। কমেন্ট অনেক বিজ্ঞ ব্লগার এ বিষয়ের উপর চমৎকার বিশ্লেষণ করেছেন। কয়েক মাস আগে বর্তমান সময়ের আধুনিক কবিতা নিয়ে আমি এই নিবন্ধটি লিখেছিলাম।
--- দু একদিন দেখেছিলাম কবিতা নিয়ে কিছু পোস্ট, কিন্তু কাল সকালে আরও একটি পোস্ট দেখে একটু বেশীই কেমন লাগলো এবং মনে হল প্রশ্নগুলো তাই লিখে ফেললাম মনের কথা । হা ভাইয়া আপনার লেখাটিও পড়েছিলাম । বরাবরের মত অনেক তথ্য নির্ভর ও চমৎকার একটি পোস্ট ।



@ব্লগে এখন পর্যন্ত কোন কবিতা পোস্ট না করলেও আমি কবিতা লিখি। আর ক্লাস সিক্স থেকে কবিতা লিখেই আমার লেখালেখিতে হাতেখড়ি-- আমার ভাইয়া তো অলরাউন্ডার B-) আপনার কবিতার হাতও যে পাকা তা আমার কয়েকটা কবিতার পোস্টে আপনার মন্তব্য দেখেই বুঝতে পেরেছি ;)

@আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, ব্লগে শুধু কবিতার সমালোচনা হবে কেন? গল্প-ফিচার-রাজনীতি বাদ যাবে কেন?
-- প্রিয় ভাইয়াকে সহমত পেয়ে ভালো লাগলো । আমারও একটাই প্রশ্ন ভাইয়া, ব্লগে কি শুধু কবিতাই পোস্ট হয় যে শুধু কবিতা নিয়েই বিদ্বেষ ?

@অফটপিক, ব্যস্ততার জন্য আপনার গত কিছু পোস্ট পড়া হয়নি, এজন্য দুঃখিত। সময়-সুযোগে পড়বো। আর, আগামী কালকের ব্লগারদের গেটটুগেদারে আসছেন তো? আসলে খুশি হবো।
--- শুধু আমার পোষ্টে না, অনেকদিন ভাইয়ার নতুন গল্পও যে পাইনা । গেট টুগেদারে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু আমি সেখানে কম্ফরটেবল ফিল করবোনা জানি তাই যাবো না :(
একবার ভাবছিলাম চুপি চুপি গিয়ে সবাইকে দেখে আসবো ;) তবে নেক্সট যখন হবে তখন যেতে চাইই চাই :#) আপনাদের সুন্দর সুন্দর ছবি দেখার অপেক্ষায় রইলাম ।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার পোস্ট....
এখন বাথরুম সিঙ্গারের মতো ঘরেঘরে কুবি.....
দুই লাইন লিকেই বলে অনুকুবিতা......
আর প্রেমিকার বর্ননাগুলো :`> ইউ নো ;)

একজন অকবি হিসেবে আমার মতামত হলো সংখ্যায় নয় কোয়ালিটিকে প্রাধান্য দেওয়া উচিত...
তবে এখন কোয়ালিটির থেকে সাইজই দেখে ;) ;)

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @এখন বাথরুম সিঙ্গারের মতো ঘরেঘরে কুবি.....
দুই লাইন লিকেই বলে অনুকুবিতা......
--- হা একমত :|| তবে আমি কিন্তু কবিতা লিখিনা । ওই মনের দু একটি কথা একটু ছন্দমিল রেখে গুছিয়ে লিখি আর সেটাকেই সবাই কবিতা ভেবে ভুল করে :P

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আগের কমেন্টগুলোতে মজা করলাম B-))
পোস্টটাকে একটু নেড়েচেড়ে দেখা আরকি ;)

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আগের কমেন্টগুলোতে মজা করলাম B-))
পোস্টটাকে একটু নেড়েচেড়ে দেখা আরকি ;)
--- হুম :|

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি তো একটা কিউট কুবি ;)

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কথার ফুলঝুরি! বলেছেন: কি :||

আমাকে আমার অফিসের সবাই লেডি ডন নাম দিয়েছে কি আমার কিউটনেস দেখে :|| আমি অনলি আমার বিশেষ কবি আমার মদন চাঁদের কাছে কিউট :``>> আর দুনিয়ার বাকী সবাই জানে আমি কি ;) সাবধান :|

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: লেডি ডন :D :D

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: জ্বী :|

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু জানেন, পৃথিবীর অধিকাংশ বড় বড় সাহিত্যিকরা কবিতা দিয়েই লেখালেখির হাতে খড়ি শুরু করে!
আপনার প্রিয় কোন কবি আছে?

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @আপু জানেন, পৃথিবীর অধিকাংশ বড় বড় সাহিত্যিকরা কবিতা দিয়েই লেখালেখির হাতে খড়ি শুরু করে!--- কবিতা যে সাহিত্যের অনেক বড় একটি অংশ ভাইয়া । তবে ইদানীং আসলেই কবিতাগুলো কেমন যেন, যত্রতত্র পাওয়া যায় এমন আবার একই সাথে আমরা যারা সাধারন মানুষ দু একটি কবিতা শখে লিখি তারা তো চাইলেও রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম হতে পারবো না কিন্তু যারাই লিখি একটু চেষ্টা তো করতেই পারি ভালো করার ।

কিন্তু ব্লগে দেখি শুধু কবিতা আর কবিতার মান নিয়েই সমালোচনা ও বিদ্বেষ হয়, গল্প বা অন্যান্য লেখা নিয়ে হয়না তাই নবীন ও একজন আনাড়ি লেখিকা হিসেবে কিছুটা ইতস্তত লাগে, সংকোচ লাগে মাঝে মাঝে ।


@আপনার প্রিয় কোন কবি আছে? -- অবশ্যই আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ ও রুদ্র-মুহম্মদ-শহিদুল্লাহ ।
রুদ্র-মুহম্মদ-শহিদুল্লাহ এর লেখা "ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো" আমার অসম্ভব পছন্দের একটি কবিতা ও গান আর এই কবিতার "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে" আমার সর্বকালের সবচেয়ে প্রিয় লাইন :P

আর আমার সবসময়ের সবচেয়ে প্রিয় কবি আমার বিশেষ কবি আমার মদন চাঁদ :P খুব ইচ্ছে হচ্ছে আমার প্রান্ত ভাইয়াকে তার লেখা আমার অনেক পছন্দের একটি কবিতা দেখাই কিন্তু সম্ভব হচ্ছেনা :(

(গণিতের পোস্টটি ড্রাফটে আছে এখনও । ইদানীং একটু বেশী প্রেম, ভালোবাসার আর বিরহের ভুত চেপেছে মাথায় তাই গণিতের মত কাটখোট্টা বিষয় নিয়ে বসতে ইচ্ছে হচ্ছেনা, যদিও কখনোই ইচ্ছে করেনা কিন্তু লেখাটি বড় শখের তাই শেষ করতেই হবে, আমার মদন চাঁদ আর ছোট্ট ভাই প্রান্তর পছন্দের বিষয় বলে কথা ;) আমাদের প্রান্ত ভাইয়া আবার না কখন পড়াশোনার চাপে ডুব দেয় :|| )

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

রাফা বলেছেন: পাছে লোকে কিছু বলে,
সদা ভয়ে সদা লাজ।

এটা কি মাস্টার্স বা পিএইচডি করার কোন পেপার ! একেবারেই তা নয়।বরং এখানে লিখতে লিখতেই শানিত করে নিতে পারেন নিজের লেখনি শক্তিকে।ব্লগের নিতীমালা মেনে যে কারো লেখার জন্যই এই প্লাটফর্ম । আপনার মননশীলতার পরিচয় পাওয়া যাবে ,আপনার লেখার মাধ্যমেই।কাজেই আপনি যাই লিখুননা কেনো তার পাঠক এখানে আপনি পাবেন আমি নিশ্চিত।আলোচনা ,সমালোচনা সেটা হোক নেগেটিভ বা পজেটিভ আপনার বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করুন।

বেশি উপদেশ দিয়ে ফেললাম মনে হয়।ধন্যবাদ,ক.ফুলঝুরি

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: করিতে পারিনা কাজ' সদা ভয় সদা লাজ' পাছে লোকে কিছু বলে........... স্কুলে আমার একজন স্যার প্রায়ই এই কবিতাটি শোনাতো। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানেই ভাইয়া' লোকে কি বলবে। একমাত্র এই ভাবনাই আমাদের অনেক ভালো ভালো ও নিজস্ব পছন্দের কাজের ক্ষেত্রে অন্তরায়।।

হ্যা ভাইয়া' ঠিক বলেছেন আপনি। ব্লগ স্বাধীনভাবে লেখার যায়গা' এখানে যেমন লেখার ক্ষেত্রে স্বাধীনতা আছে ঠিক তেমনই একজন পাঠকেরও স্বাধীনতা আছে তার পছন্দ অনুযায়ী লেখা পড়ার। আবার সমালোচনা হবে তাও ঠিক কিন্তু বিদ্বেষ নয় বিশেষ করে লেখালেখির একটি নির্দিষ্ট শাখা কে নিয়ে।

একজন সিনিয়র হিসেবে অবশ্যই উপদেশ দিতে পারেন ভাইয়া। আপনারাই তো আমাদেরকে সঠিক পথ দেখাবেন ।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: হেই কথা আপু!

পোস্টের বক্তব্যের সাথে আমি একমত পোষন করিনা, তবে এটা মানতেই হয় আপনার অন্য সব পোস্টের মতোই গোছালো, সাবলীল একটি পোস্ট!

দ্বিমতের কারণ বলি।

১) গণিতের শিক্ষকের জীব বিজ্ঞান ক্লাস নেওয়া নিয়ে যে উদাহরণ দিলেন সেটি নিয়ে বলি। আমি এবং আমার মতো অনেক মানুষই জীবনে অভিনয়, মেক আপ আর্টিস্ট, সেট ডিজাইন, ডাইরেকশনের কাজ করেনি। তার মানে কি এই একটি মুভি দেখি আমরা এটা ডিসাইড করতে পারবনা সেই মুভিটি ভালো না খারাপ? সাধারণ মানুষের বিচারেই বড় বড় পরিচালক, সাহিত্যিক, কবি, আঁকিয়েরা তৈরি হয়েছে।
অকবিরা যেসব সমালোচনা করেছে, ব্লগের বিখ্যাত কবিরাও সেসব ত্রুটি আরো গভীরে অনুভব করেছেন বোধ করি। সেসব নিয়ে হয়ত লেখেননি এই দ্বিধায় যে কেউ তাদের প্রশ্ন করতে পারে, "আপনি কি এমন বড় কবি!?" এই ভয়টি তো আমার মতো অকবিদের নেই। তো আমরা মনে যা আসে বলে দেই। ;)

২) কেন কবিতা নিয়েই এত সমালোচনা? অন্য লেখাও তো মানহীন হয়! আসলে সমস্যা হচ্ছে সামুতে প্রচুর পরিমাণে কবিতা আসে, অন্য লেখার তুলনায় কবিতা এগিয়ে। আহমেদ জী এস যা বললেন আর কি, "কবিতা এখন কোয়ালিটিতে নয় কোয়ান্টিটিতে ভারী।" সেজন্যে কবিতার মানহীনতা বেশি চোখে পড়ে। যদি ছয়টি গল্প আসে, তার মধ্যে ৩ টি খারাপ হয়, অতোটা চোখে পড়েনা। ৩০ টি কবিতার মধ্যে ১৫ টি খারাপ হলে মনে হয় হায় হায়! কি হলো! আর প্রতিটি মানুষ কিশোর বয়সে প্রেমে পড়ে, বা ছ্যাকা খেয়ে প্রথম যে কাজ করে সেটা হচ্ছে কবিতা লেখা। কবিতা এমন এক জিনিস যা বেশিরভাগ মানুষ লিখে ফেলে। ভাবে ছন্দ মিলিয়ে কয়েকটি টি লাইন লিখলেই তো হলো। গল্প বা অন্যান্য লেখায় প্রচুর শব্দ ব্যবহৃত হয়, তাই সকলে সেই দিকে যায়না। এজন্যে কবিতার ওপর দিয়ে সবচেয়ে বেশি অত্যাচার যায়, সবাই তো সবকিছু পারেনা। পাখিকে সাঁতার কাটতে বলে তো লাভ নেই। বাংলাদেশী আইডল বা কোন রিয়েলিটি শোতে যখন বেসুরো মানুষ আসে, আমরা হাসাহাসি করি। ভাবি কিভাবে এরা বোঝেনা এরা কতটা বেসুরো, ব্লগের অনেক কবিরও সুর তাল লয় সেভাবেই কেটে যায় আর আড়ালে অথবা সামনাসামনি অনেকে হেসে ওঠে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। নিজের লেখা পাঠক হিসেবে পড়া এজন্যে অনেক জরুরি। তাহলে সহ্যের বাইরের বানান ভুল ও ছেলেমানুষী পূর্ণ লাইন গুলো মানুষের চোখে পড়ার আগেই এডিটেড হতে পারে। কিন্তু ব্লগে এমন অনেক কবিতা আসে যা পড়ে বোঝা যায় যে কোন এফোর্টই দেওয়া হয়নি। প্রথম পাতায় ঢোকা মাত্র তেমন ৪/৫ টি পোস্ট দেখলে যে কারোই মেজাজ গরম হবে, সামুর মান ও জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন উঠবে। এজন্যেই কবিতার মতো কঠিন একটি লেখনী শিল্পের সমালোচনা করে তাকে উন্নত করার চেষ্টা করছেন কেউ কেউ। সবার সমালোচনার ভাষা এবং প্রকাশ সঠিক হচ্ছে তাও বলবনা, তবে অনেকের সাথে আবার আমি একমত।

আমি আপনার সাথে কিছু ব্যাপারে তীব্রভাবে সহমতও পোষন করি।

মানসম্পন্ন কবিতার সে ডেফিনেশন দিলেন, ১০০% রাইট মনে হলো। আর শেষের দিকে যা আসল, যদি মানুষজন এত বেশি সমালোচনা করে তবে নবীন লেখকেরা ভয় পেয়ে যাবেন। লিখে লিখেই তো মানুষ উন্নত হয়! একদম সহমত পোষন করছি। সেলফ জাজমেন্ট ভীষনই জরুরি। কোনটি জঘন্য কোনটি উন্নতির দিকে যাবার যোগ্যতা রাখে, কোনটি উন্নত সেটি বোঝার ক্ষমতা না থাকলে লেখক, কবি হওয়া সম্ভব না।

কথা আপুর পোস্টে কথার দোকান খুলে বসলাম। ;)
ভালো থাকবেন আপু!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @গণিতের শিক্ষকের জীব বিজ্ঞান ক্লাস নেওয়া নিয়ে যে উদাহরণ দিলেন সেটি নিয়ে বলি। আমি এবং আমার মতো অনেক মানুষই জীবনে অভিনয়, মেক আপ আর্টিস্ট, সেট ডিজাইন, ডাইরেকশনের কাজ করেনি। তার মানে কি এই একটি মুভি দেখি আমরা এটা ডিসাইড করতে পারবনা সেই মুভিটি ভালো না খারাপ? সাধারণ মানুষের বিচারেই বড় বড় পরিচালক, সাহিত্যিক, কবি, আঁকিয়েরা তৈরি হয়েছে------- হ্যাঁ আপু, কথা ঠিক, লেখক হোক, অভিনয় শিল্পী হোক, গায়ক হোক যে কেউ হোক তারা তাদের পাঠক ও দর্শকের বিচারেই সুনাম পায়, বড় হয় । আমরা কেউ ওসবে জড়িত না থাকলেও একটি চোখের দেখায় সহজেই বলতে পারবো তা ভালো লেগেছে কিনা আবার কোন কিছু খারাপ হলে আমরা মতামতও দিতে পারবো যে একটু এভাবে হলে আরও একটু ভালো হত । কিন্তু আলোচনা বা সমালোচনা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে তখন তো বলতেই হয় আপনি নিজে একটু অভিনয় করে দেখান, একটি সেট ডিজাইন করে দেখান কিংবা মানহীন হলেও একটি কবিতা লিখে দেখান ।
যে কোন কাজ সহজ নয়, আমরা সাধারন মানুষ সমালোচনা খুব ভালো করতে পারি কিন্তু আমাদেরকে যদি কখনো ক্যামেরার সামনে দাড়াতে হয় একটি ডায়ালগ বলতে, একটি সেট সাজাতে বলা হয় কিংবা মেক আপ করতে বলা হয় তখন আমরা বুঝবো যে ওইসব কাজ করা কত কঠিন আর সমালোচনা করা কত সহজ । যখন ক্রিকেট খেলা হয়, কখনো হেরে গেলে আমরা খেলোয়াড়দের কত কিছু বলি, এভাবে করা যেতো, ওভাবে করা যেতো তখন আমরা ভুলে যাই যে যারা কষ্ট করে দিনের পর দিন প্র্যাকটিস করেছে, শিখেছে, খেলার ময়দানে সরাসরি নামছে তাদের চাইতে নিশ্চয় জয়ের বাসনা আমাদের বেশী নেই । কখনো একটু ভুল হলেও সেটা নিশ্চয় ইচ্ছে করে নয় । আর আমরা যারা টিভির সামনে বসে, মাঠে বসে বড় বড় কথা বলছি তারা ব্যাট বল হাতে নামলে তখন বুঝবো খেলা কি জিনিস ।
যারা কবিতা নিয়ে একটু বেশী সমালোচনা করে তারা অন্যান্য লেখা হয়তো অনেক ভালো লিখে, কিন্তু একটি মানসম্মত কবিতা লিখে দেখাক তারপর কথা বলুক । যেমনই হোক, একটি কবিতা লিখতে গেলেও অনেক ভাবতে হয়, অল্প কথার মধ্যে ছন্দ মিলিয়ে বা না মিলিয়ে ভাবনার বহিঃপ্রকাশ করতে হয় সেখানেও কষ্ট আছে তা সেটি বাথরুম সিঙ্গারের মতো কবি হোক না কেন ।

একজন গণিতের শিক্ষক জীব বিজ্ঞান শিক্ষক কে কখনো ঠাট্টা করে বলতেই পারে তোমার সাবজেক্ট আর কি এটা তো যে কেউ পড়াতে পারে কিন্তু গণিত সবাই পারেনা । সেই গণিত শিক্ষক একদিন জীব বিজ্ঞান ক্লাসে যাক তখন সে বুজবে জীবনের গঠন, বিন্যাস, বিবর্তন এসব নিয়ে পড়ানো কত কঠিন ।

@অকবিরা যেসব সমালোচনা করেছে, ব্লগের বিখ্যাত কবিরাও সেসব ত্রুটি আরো গভীরে অনুভব করেছেন বোধ করি। সেসব নিয়ে হয়ত লেখেননি এই দ্বিধায় যে কেউ তাদের প্রশ্ন করতে পারে, "আপনি কি এমন বড় কবি!?"এই ভয়টি তো আমার মতো অকবিদের নেই। তো আমরা মনে যা আসে বলে দেই। --- হা হা, ঠিক বলেছেন যে কেউ বলে বসতে পারে আপনি কি এমন বড় কবি :|| তবে আমি কিন্তু নিজেকে কবি বলে দাবী করিনা আপু, আমি আমার মনের ভাব প্রকাশ করি দু এক লাইনে, তাই সবাই কবিতা ভেবে ভুল করে :P
যারা নিজেই কবি তারাও সমালোচনা করে, এবং করবেই তা না হলে শিখবো কিভাবে তবে তারা নিজেরা তো লিখে তাই বুঝে কবিতা লেখাও সহজ নয় তাই সমালোচনা বা মতামতটা কবির পোস্টেই সীমাবদ্ধ রাখে কবিতা বিদ্বেষ করে পোস্ট দেয়না, আর আমি আবারও বলছি আমি সমালোচনার কথা বলিনি আমি বলেছি বিদ্বেষ এর কথা । যারা আমার লেখার সমালোচনা করবে তারা আমার লেখার পাঠক, তারা আশীর্বাদ কিন্তু যারা বিদ্বেষ করবে তখন বুঝবো তাদের সমস্যা অন্যখানে ।

আর আমি বলবো কাউকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়ার আগে মডুদেরও একটু সময় নেওয়া উচিত, লেখা পড়ে বিবেচনা করা উচিত তার লেখা প্রথম পাতায় যাওয়ার মত কিনা তারপর তাকে সেফ করুন তাহলে সেইসব কবিতা প্রথম পাতায় আসবেও না এত প্রশ্নও উঠবেনা ।

শুধুমাত্র পোস্ট করার জন্য একটি লেখা না লিখে তা নিয়ে ভাবতে হবে পাঠকরা তা কিভাবে নিবে, সময় নিয়ে বানান বা অন্যান্য বিষয় মাথায় রাখতে হবে যেটা অনেকেই করেনা । আমার কাছে কবিতা লেখা অনেক সহজ লাগে কিন্তু গল্প লেখা আসলেই অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার, আরও ডিপ ভাবনার বিষয়, গোছানোর বিষয় কিন্তু কবিতাও সহজ নয় । আর কবিতার পরিসর অল্প হয় বলে বানান একটু বেশীই চোখে পড়ে, কিন্তু গল্পের ক্ষেত্রে আমরা ঘটনার গভীরে ঢুকে যাই, অনেক লেখা থাকে তাই সবসময় বানান চোখে পড়েনা ।

সবশেষে বলবো, আমি এটিই বলতে চেয়েছি একতরফা ভাবে শুধু কবিতা নয়, মানের প্রশ্ন যদি উঠে গল্প বা অন্যান্য বিষয় বাদ যাবে কেন ? সমালোচনা হবে কিন্তু বিদ্বেষ নয়। এটাই আমার লেখার সারাংশ 8-|

যাক, অনেকদিন পর আমার হারিয়ে যাওয়া বোন কে পেয়ে অনেক ভালো লাগলো সাথে চমৎকার মতামত । কেউ যখন আমার লেখার সমালোচনা করে আমি খুশী হই কারন দ্যাট মিন সে আমার লেখাটি মনোযোগ দিয়ে পড়েছে । এমন পাঠক পাওয়া কঠিন সেক্ষেত্রে আপুকে পেয়ে আমি খুশী এবং আমার আপুটা যেন ঠিক আমার মতই কথা বলা শুরু করলে আর যেন শেষ হয়না =p~ আমিও মাঝে মাঝে দু একটি পোষ্টে এমন কিছু বলতে গিয়ে শেষে যখন মন্তব্যটি পোস্ট করি তখন দেখি এত বিশাল মন্তব্য হয়ে গিয়েছে :| আর আজকে প্রতিমন্তব্যও সেই, কিন্তু তাতে কি, মন খুলে কথা বলতে না পারলে কি ভালো লাগে :(

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি পোস্ট পড়লাম । তারপর প্রতিটা কমেন্ট পড়ালাম ।

বাহ বাহ । ভাল ই লাগল । @আহমদ জী এস ভাইয়ের কমেন্টের পর আর কিছু বলার থাকে না । তিনি যেভাবে কমেন্ট করেছেন তারপর আর কিছু বলার নেই । তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে বর্ননা করেছেন ।

তবে ব্লগের ক্ষেত্রে বলি অনেকেই কবিতা লেখেন । তবে কিনা তাদের কবিতায় মন্তব্য করলে তারা ক্ষেপে যান । পাঠক হিসেবে আমার সমালোচনা করার অধিকার আছে । তাদের সেটা ঠিক ভাবে নেয়া । আমি যদিও কবিতার মানুষ নই । কবিতা লিখতেও পারি না । তাই এর সমালোচনা করি না । তবে কবিতা পড়তে ভাল লাগে । তাই একটু হলেও এই ব্যাপারে আমার ধারনা আছে ।

ছন্দ আর কবিতার মিল বা সনেট এর কথা যাই বলি না কেন । একটু একটু পড়েছি ।

তবে এই গুরুগম্ভীর পোস্টটা পড়তে খারাপ লাগেনি ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: @তবে ব্লগের ক্ষেত্রে বলি অনেকেই কবিতা লেখেন । তবে কিনা তাদের কবিতায় মন্তব্য করলে তারা ক্ষেপে যান । পাঠক হিসেবে আমার সমালোচনা করার অধিকার আছে । তাদের সেটা ঠিক ভাবে নেয়া । আমি যদিও কবিতার মানুষ নই । কবিতা লিখতেও পারি না । তাই এর সমালোচনা করি না--- অবশ্যই ভাইয়া, আপনি কবিতা না লিখলেও সমালোচনা করতে পারবেন না এমনটি নয় । সমালোচনা অবশ্যই হবে, বরং সমালোচনা আমার লেখার মান বৃদ্ধিতে সহায়ক যদি আমি তা পজিটিভলি নেই । তবে আমি সমালোচনা নয়, আমি বলেছি কবিতা বিদ্বেষ এর কথা । এ নিয়ে কয়েকটি পোস্টও দেখেছি কিন্তু ব্লগের আর কোন লেখা নিয়ে এমনটি চোখে পরেনি, তাই বলেছি শুধু মানহীন কবিতা নিয়েই কথা কেন, কথা যদি হয় সবকিছু নিয়েই হওয়া উচিত । একতরফা ভাবে শুধু কবিতা নয় ।

@আমি পোস্ট পড়লাম । তারপর প্রতিটা কমেন্ট পড়ালাম ।-- অনেক ধন্যবাদ অপু ভাইয়া, সময় করে পড়ার জন্য 8-|

@তবে এই গুরুগম্ভীর পোস্টটা পড়তে খারাপ লাগেনি --- হা হা ! আর বলবেন না ভাইয়া, এখন তো আমার কোন কবিতা পোস্ট করতে গেলেই ভয় লাগে :|| তবে আমি নিজেকে কবি বলে দাবী করিনা, ঐ মাঝে মাঝে দু এক লাইন লিখি :P অপু ভাইয়ার কবিতা ভালো লাগে জেনে ভালো লাগলো ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.