![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
শীতের সকালে খুব ভোরে
কুয়াশার চাদর গায়ে দিয়ে
শিশির ভেজা পথে
হেটে হেটে কিছুদুর
কনকনে ঠান্ডায় কাপতে কাপতে
রাস্তার টং এর দোকানে এক কাপ চা।
রাত্রি যখন নিস্তব্ধ গভীর
অন্ধকারের আড়ালে
একটা কিংবা দুটো নয়
হাজারটা কথার বকবকানি
আর টুকটাক খুনসুটির ছলে
পুরোটা রাত নির্ঘুম।
সুর্য যখন যাচ্ছে চলে
গোধুলীর রঙে রাঙা দু হাত
নদীর স্রোতের মিস্টি সুরে
কোন কথা নয় স্বপ্ন বুননে
কাধে মাথা রেখে চুপচাপ।
নয় লং ড্রাইভ নয় আর কিছু
কোলাহল ছেড়ে একটু দূরে
হয় যদি ভালোবাসা বাসি
হাতে হাত রেখে বহুদুর বহুদুর
হাটা হাটি পাশাপাশি।
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল এবং ধন্যবাদ রাজীব নুর ভাইয়া
সুরভি ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি
২| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । তবে এতদিন পরে এলে আমাজে বিস্মৃতির অতলে তলিয়ে যায় ।
শুভকামনা ও ভালোবাসা রইলো ।
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২২
কথার ফুলঝুরি! বলেছেন: আমিতো জানি আমি যতদিন পরেই আসিনা কেনো আমার প্রিয় চৌধুরি ভাইয়া ছোট বোনটিকে ভুলবেনা, তার প্রমান আমার লেখায় আপনার মন্তব্য ব্যক্তিগত কারনে কিছুদিন একটু দূরে ছিলাম ভাইয়া কিন্তু আপনাদেরকে মিস করেছি
আর মিস করেছি আপনার মরীচিকার পর্বগুলো।
তবে আশা রাখি আবার কথার ফুলঝুরি ফুটবে ইনশাআল্লাহ
আমার ইচ্ছেগুলো নিয়ে এলোমেলো কিংবা গুছানো কথামালা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া।
প্রিয় ভাইয়ার জন্যও ছোট বোনের পক্ষ থেকে ভালোবাসা রইলো সাথে শুভকামনা
৩| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০০
আকতার আর হোসাইন বলেছেন: খুব ভাল লাগল
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার ভালোলাগা অনুপ্রেরণা হয়ে রইলো আকতার ভাইয়া
শুভ সকাল ভাইয়া, সাথে শুভকামনা রইলো আপনার জন্য।
৪| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৪
আরোগ্য বলেছেন: মিষ্টি কবিতা।
১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৯
কথার ফুলঝুরি! বলেছেন: মিষ্টি একটি মন্তব্য এর জন্য আপনাকে মিষ্টি একটি ধন্যবাদ' আরোগ্য ভাইয়া
৫| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: ইচ্ছেগুলো সুন্দর। তবে আংশিক কেন, পুরোটাই লিখে ফেলুন।
শরত পেরিয়ে এখন হেমন্তকাল চলছে। বিকেলহীন এই হেমন্তের ইচ্ছেগুলো কি রকম?
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ইচ্ছেগুলো সুন্দর। তবে আংশিক কেন, পুরোটাই লিখে ফেলুন-- আরও অনেক সুন্দর ইচ্ছে আছে তবে ঐযে ঘুরে ফিরে সেই একই কথা, অভাব, সময়ের অভাব
দৌড়াদৌড়ি করে আর যাই হোক লেখালিখি করা যায়না । তার জন্য দরকার শান্ত স্নিগ্ধ পরিবেশ ও কিছু একান্ত সময় যা আর পাওয়া হয়ে উঠেনা
@শরত পেরিয়ে এখন হেমন্তকাল চলছে। বিকেলহীন এই হেমন্তের ইচ্ছেগুলো কি রকম? --- বিকেল? কতদিন বিকেল দেখিনা । আপাতত হেমন্তের স্নিগ্ধ একটি বিকেল দেখতে পারলেই অনেক খুশী হতাম
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।