![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
"মা" পৃথিবীর সবচেয়ে ছোট শব্দ কিন্তু সবচেয়ে বড় অনুভুতি। মায়েরা অতি সাধারণ কিন্তু অসাধারণ। আর বাবা ? বাবারা তো সুপারম্যান । সন্তান ও সংসারের জন্য তারা কি পরিমান ত্যাগ স্বীকার করেন কি পরিমান কষ্ট করেন তার অনেকাংশই আমরা জানিনা কারন বাবারা জানতে দেননা । মা বাবা সৃষ্টিকর্তা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার ।
আমি ব্যক্তিগত ভাবে আসলে কোন দিবস টিবস পছন্দ করতাম না তবে এই সকল দিবস নিয়ে আজ একটা বিষয় অনুধাবন করলাম । বিশেষ করে মা কিংবা বাবা দিবস নিয়ে ।
আগে আমি এসব করতাম না কিন্তু তিন চার বছর আগে থেকে প্রতি বছর মা আর বাবা দিবসে আমার মা বাবার জন্য খুব ছোট হলেও কিছু গিফট আনি আর উইশ করি, ফেসবুকে একটা ছবি দেই কিছু পোষ্ট দেই। আমি দেখলাম এতে তাঁরা খুব খুশী হয় । বাবা আবার ফেসবুকে কে কি দিলো এগুলো নিয়ে মা এর সাথে গল্প করে । আমি কিছু দিলেও সেইসব দেখায় মা কে । কেউ ফোন দিলে তার কাছেও খুব খুশী মনে গর্ব বোধ করে গল্পও করে আমার মেয়ে আজ আমার জন্য গিফট এনেছে । আমি লুকিয়ে দেখি তাঁদের সেই মুহূর্ত, মুখের হাসি । অনেক ভালো লাগে আমার কাছে ।
আমাদের কাছে এসব কিছুনা কারন আমরা সারাক্ষণ এগুলো নিয়েই পরে থাকি কিন্তু তাঁদের কাছে এসব আনন্দের মনে হয় কারন বয়স হলে বাবা মাও বাচ্চাদের মতন হয়ে যায় । জীবনের এই ছোট খাটো বিষয়গুলো কিন্তু অনেক বেশীই আনন্দদায়ক যার জন্য কোন টাকা পয়সার দরকার হয়না। দরকার শুধু একটু কেয়ার আর ভালোবাসার। আপনজনদের মুখে হাসি পৃথিবীর সবচেয়ে ভালো লাগার কিছু তা অনেকেই ফিল করিনা।
অনান্য বার ছোট খাটো কিছু হলেও অফিস থেকে বাসায় ফেরার পথে মা এর জন্য কিছু নিয়ে আসি। এবার সেই উপায় নেই কিন্তু তাতে কি ? মা কে খুশী করতে কি আর বেশী কিছু লাগে ? তাই মা দিবসে আমার মাকে একটু খুশী দেবার জন্য করে ফেললাম চিকেন বিরিয়ানি । সবসময়তো মা রেঁধে খাওয়ায় আর মা দিবসে মা এর রেসিপি ফলো করে আমার মাদারস ডে স্পেশিয়াল চিকেন বিরিয়ানি
যারা এসব দিবস টিবস নিয়ে উঠে পরে লেগে যান দিবস বলে কিছু নেই তাঁদের উদ্দেশ্যে বলছি । মা বাবাকে ভালোবাসার জন্য আসলে কোন দিবসের দরকার নেই এটা ঠিক । প্রতিদিনই মা বাবা কে ভালোবাসি। কিন্তু বড় হলে নিজেদের কাজকর্ম নিয়ে সবাই এত বেশী বিজি হয়ে যাই যে মা বাবাকে ভালোবাসলেও তাঁদের সময় দেওয়া হয়না । এই একটা দিনে একটু বিশেষ কিছু করে যদি নিজের বাবা মা কে স্পেশিয়াল ফিল করানো যায় তাতে ক্ষতি কি ?
তবে সেটা যেন অবশ্যই লোক দেখানো বা শুধুমাত্র সোশিয়াল মিডিয়ায় দেখানোর জন্য না হয় ।
মা বাবা দিবসের মত অন্যান্য দিবসেরও একই উদ্দেশ্য । জাস্ট সেই দিবসের মানুষ টাকে একটু স্পেশিয়াল ফিল করানো । আর তাতে ক্ষতি কিছুই নেই । বরং এতে সম্পর্ক গুলো আরও মধুর হয় ।
মাদারস ডে ফাডারস ডে কি তা আপনার মা বাবার বোঝার দরকার নেই । শুধু একটু জড়িয়ে ধরে আদর করে উইশ করে দিন বা দূরে থাকলে ফোন দিন । পারলে খুব সামান্য হলেও একটা কিছু গিফট দিন। দেখবেন অনেক অনেক খুশী হয়েছেন। মা বাবারা সবসময় আদর করেই যান কিন্তু তাদেরও কিন্তু সন্তানের আদর চাই। এটেনশন চাই । আর ভালোবাসা কিন্তু এক্সপ্রেসও করা চাই । আপনি হয়তো কাউকে মনে মনে অনেক বেশীই কেয়ার করে যান ভালোবেসে যান কিন্তু সেই মানুষটারও তো এই ভালোবাসা ফিল করার আনন্দ পাওয়া উচিত । আপনি যে তাঁকে ভালোবাসেন এটা ভেবে আনন্দ আর খুশী সেই মানুষটার জন্যও অনেক কিছু । তাই ভালোবাসা এক্সপ্রেস করুন ।
যাদের মা কিংবা বাবা নেই তারাও কষ্ট পাবেন না। তিনি আল্লাহর কাছেই আছেন যেখানে আমরা সবাই-ই একদিন যাবো। তার জন্য বেশী বেশী দোয়া করবেন। এটাই কিন্ত তার সবচেয়ে বেশী দরকার। মানুষ মারা গেলে সবাই তাকে ভুলে যাই কিন্তু সন্তান হিসেবে সবসময় বাবা মা এর জন্য দোয়া করা উচিত।
পৃথিবীর সব মা আর বাবার জন্য ভালোবাসা ও দোয়া।
হ্যাপি মাদারস ডে
(পোষ্ট এর উপরের ছবিটি আমার মা বাবার সাথে আমার পিচ্চি কালের ছবি )
১০ ই মে, ২০২০ রাত ১১:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: না চাঁদগাজী সাহেব
২| ১০ ই মে, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: আপনার বাবা দারুন স্মার্ট। আপনার মা ভীষন মিষ্টি।
মূরগীর তেহারিটা মনে হয় খেতে ভালোই হয়েছে। খেতে ইচ্ছা করছে।
১০ ই মে, ২০২০ রাত ১১:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার বাবা দারুন স্মার্ট। আপনার মা ভীষন মিষ্টি।[/sb- হুম ভাইয়া দোয়া করবেন আমার বাবা মা এর জন্য ।
@মূরগীর তেহারিটা মনে হয় খেতে ভালোই হয়েছে। খেতে ইচ্ছা করছে-- হ্যাঁ ভাইয়া। আসলেই অনেক মজা হয়েছে । বাবা বলেছে একদম হোটেল এর রান্নার মত কোন একদিন সুযোগ হলে খাওয়াবো আপনাকেও ইনশাআল্লাহ্
৩| ১০ ই মে, ২০২০ রাত ১০:১৮
ওমেরা বলেছেন: আসলে আপু বাবা, মায়ের সাথে এগুলো আমাদের সবসময়ই করা উচিত । কিন্ত বাস্তবতা আর ব্যাস্ততার জন্য জীবন অনেক কঠিন তবে আমি বলব কোন বিশেষ দিনে নয় যখনই সুযোগ হবে তখনই করবো । তবে দিবসকেও আমি খারাপ মনে করি না , অনেকেই হয়তো কোন ভাবেই এগুলো করার সুযোগ পায় না তারা যদি এই দিবসে বাবা, মাকে নিয়ে একটু ভাবে এটাই কম কিসে ।
লিখা ভালো হয়েছে । ধন্যবাদ আপু ।
১০ ই মে, ২০২০ রাত ১১:৩৫
কথার ফুলঝুরি! বলেছেন: @আসলে আপু বাবা, মায়ের সাথে এগুলো আমাদের সবসময়ই করা উচিত -- হ্যাঁ আপু । তা তো অবশ্যই । যখন সুযোগ পাই তখনই করা উচিত । তবে এখন বাবা মা রাও এই দিনগুলোতে একটু বিশেষ কিছু এক্সপেক্ট করে । আর অন্যান্য সময় আসলেই এত বিজি থাকা হয় কিছু বিশেষ করা হয়ে উঠেনা । এইসব দিনগুলো একটা উসিলা করে দেয় ভালোই হয় ।
@তবে দিবসকেও আমি খারাপ মনে করি না , অনেকেই হয়তো কোন ভাবেই এগুলো করার সুযোগ পায় না তারা যদি এই দিবসে বাবা, মাকে নিয়ে একটু ভাবে এটাই কম কিসে-- সেটাই । তবে তা যেন শুধুমাত্র সোশিয়াল মিডিয়ার জন্য না হয় তবেই সার্থক ।
@লিখা ভালো হয়েছে । ধন্যবাদ আপু-- ধন্যবাদ আপু আপনাকেও
৪| ১০ ই মে, ২০২০ রাত ১০:৩২
ডার্ক ম্যান বলেছেন: আমরা পিচ্চিকালের ছবি দেখতে চায় না । এই সময়ের ছবি দেখতে চায় ।
আমি আমার বাবা- মায়ের সবচেয়ে অবাধ্য আর ব্যর্থ সন্তান।
১০ ই মে, ২০২০ রাত ১১:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: @আমরা পিচ্চিকালের ছবি দেখতে চায় না । এই সময়ের ছবি দেখতে চায়-- এই সময়ের ছবি দিলে কি কথার ফুলঝুরি আর কথার ফুলঝুরি থাকবে ? আমিতো ছবি ছাড়াই স্বাচ্ছন্দ্য বোধ করি কারন আমি চাই সবাই শুধুমাত্র আমার লেখাকেই ভালোবাসুক
তবে দিবো হয়তো কোন একদিন এইকালের ছবি । তবে সেইদিন কবে তা জানিনা
@আমি আমার বাবা- মায়ের সবচেয়ে অবাধ্য আর ব্যর্থ সন্তান--- আমিও কিন্তু খুব বেশী ভালো নই আমিও আমার বাবা মা কে অনেক জ্বালিয়েছি আর এখনও জ্বালাই মাঝে মাঝে
তবে আগের ভুলগুলো অনুধাবন করতে পেরেছি আর চেষ্টা করছি যেন আর কোন জ্বালাতন না করি তাঁদের ।
আপনিও যখন অনুধাবন করতে পেরেছেন তখন চেষ্টা করে যান বাবা মা এর বাধ্য হতে
৫| ১০ ই মে, ২০২০ রাত ১১:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন দুপুরের খাবার সময়।আমার সন্তান ইকবাল(খাবারের দোকান)থেকে এই ধরনের খাবারই নিয়ে এসেছে।(আমি ছবি দিতে জানিনা)সাথে ফুলের তোড়া।(ইকবাল আমাদের বাসা থেকে হেঁটে এক মিনিটের পথ,দোকানিরাই বাসায় দিয়ে গেছে)
খুবই সুন্দর,পড়ে মনটা আনন্দে ভরেগেল।
১১ ই মে, ২০২০ রাত ১২:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার সন্তানের জন্য ভালোবাসা ও দোয়া রইলো ।
অনেক ধন্যবাদ ভাইয়া লেখা পড়ে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন আপনার পরিবারের সবাইকে নিয়ে
৬| ১০ ই মে, ২০২০ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন দুপুরের খাবার সময়।আমার সন্তান ইকবাল(খাবারের দোকান)থেকে এই ধরনের খাবারই নিয়ে এসেছে।
আপনি রোজা রাখেন না !!! ?
রমজানে রোজা রাখুন পরে পেট পুরে
যা ইচ্ছা তাই খাবেন।
ফুলঝুড়িকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি
বাল্যস্মৃতি উপহার দেবার জন্য। সাথে পিচ্চি
বোনাস !!!
১১ ই মে, ২০২০ রাত ১:০১
কথার ফুলঝুরি! বলেছেন: @ফুলঝুরিকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি
বাল্যস্মৃতি উপহার দেবার জন্য। সাথে পিচ্চি
বোনাস !--- হা হা পিচ্চি ফুলঝুরি আপনাকেও ধন্যবাদ ভাইয়া লেখা পড়ে মন্তব্য করার জন্য । আপনার বাল্য কালের স্মৃতি মনে করিয়ে দিতে পেরেছি জেনে খুবই ভালো লাগলো । জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো তো বাল্যকালেরই ।
৭| ১১ ই মে, ২০২০ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ বোন।
১১ ই মে, ২০২০ রাত ১:০২
কথার ফুলঝুরি! বলেছেন: দিবো না কেন ভাইয়া অবশ্যই দিবো ।
৮| ১১ ই মে, ২০২০ রাত ১২:১৬
নেওয়াজ আলি বলেছেন: আজ মাকে ভালোবাসার এত পোষ্ট দেখলাম যে বলতে ইচ্ছে করছে মা আশ্রমে যায় কেন।
১১ ই মে, ২০২০ রাত ১:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: মা বাবারা আশ্রমে যায় কারন আমরা নামে মানুষ হলেও সবাই আসলে মানুষ না ।
৯| ১১ ই মে, ২০২০ রাত ২:১৮
ডার্ক ম্যান বলেছেন: দেখি কতদিন লেখা ভালবাসতে পারি। তবে কথার ফুলঝুরি নামটা সার্থক । উপন্যাস লিখুন।
১১ ই মে, ২০২০ রাত ২:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: কেউ একজন বলেছেন, আমাকে নিয়ে নাকি উপন্যাস লেখা যাবে । সে যদি না লিখে আমিই না হয় লিখে ফেলবো ।
@দেখি কতদিন লেখা ভালবাসতে পারি। তবে কথার ফুলঝুরি নামটা সার্থক-- হা হা
১০| ১১ ই মে, ২০২০ রাত ২:৩৩
ডার্ক ম্যান বলেছেন: বুবুজান আপনি লিখেন । আমি ছাপাবো
১১ ই মে, ২০২০ ভোর ৪:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: ওকে ওকে তবে এখনও তো কবিতা লেখাই শিখতে পারলাম না আর উপন্যাস
১১| ১১ ই মে, ২০২০ ভোর ৫:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ নূরুভাই,আমার রোজা রাখা ডাক্তারের নিষেধ ।গত বিশ বছর আমি কিছুই করি না।
১৭ ই মে, ২০২০ রাত ১২:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়ার সুস্থতা কামনা করছি । আল্লাহ্ ভালো রাখবেন আপনাকে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি কি বিবাহিত, আপনার সন্তান আছে?