|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কথার ফুলঝুরি!
কথার ফুলঝুরি!
	ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
অভাবে নাকি স্বভাব নষ্ট কথাটি বলতে আমরা যা বুঝি যে টাকার অভাবে চুরি ডাকাতি করা এসব আর কি । তবে এরই মধ্যে আমি আরও কিছু অভাবের ধরন আবিষ্কার করে ফেললাম । যেমন - 
১। এতদিন দেখা পেয়েছি তাঁদের যাদের ঘরে খাবার নেই আর এখন দেখা পাচ্ছি যাদের ঘরে জামা কাপড় নেই । আহারে তাঁদের জামা কাপড়ের কি অভাব যে এই করোনা আতঙ্ক উপেক্ষা করে ছুটেছে জামা কাপড় কিনতে   
 
  
  
  
 
আমার মনে হয় কপিলার মত এদেরও সীমিত আকারে মরার শখ হয়েছে । 
 
২। আমাদের বিবেকের অভাব অনেক আগে থেকেই । আর এই অভাবে স্বভাব নষ্ট হওয়ারও নজির আছে বহু । তবে আমি সেদিকে না গিয়ে বিবেক বুদ্ধির অভাবের ছোট্ট একটি স্যাম্পল দিলাম (ছবিটি এ মাসের ১৮ তারিখে শিমুলিয়া কাঠালবাড়ি ফেরিঘাট থেকে তোলা)  
 
৩। রুপে আমার আগুন জ্বলে -- একটা গান আছে । শুনেছেন নিশ্চয় । এদের আবার রুপ দিয়ে আগুন জ্বালানোর মত রুপের অভাব পরেছিলো কিনা   
 
  
 
  
 
৪। গাড়ীগুলোর মনে হয় তেলের অভাব। বহুদিন তেল খাওয়া হয়না সাথে একটু হাওয়া তাই বুঝি হাওয়া খেতে বেরিয়েছে । তবে গাড়ীগুলো যারা চালিয়েছে তাঁদের কিসের অভাব আপনারাই বলুন । গাড়ীগুলো দেখে মনে হচ্ছে না যে সামাজিক দূরত্ব বজায় চলছে ?  
  
   
 
এইসব অভাবীদের নিয়ে আমার আসলে কিছু বলার নেই । আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন । ছবিগুলো এরই মধ্যে অনেকেরই নজরে পরেছে তারপরেও কালেকশনে রেখে দিলাম ভবিষ্যতে অর্থনীতি তে অভাবের সংজ্ঞা ও উদাহরনে যদি যোগ করা যায় এদের।  
এসব ছবি দেখে মেজাজটা খারাপ হয়ে গিয়েছে তাই নিচের ছবিগুলো   
 
৫। ওয়ার্ক ফ্রম হোম - কার কি অবস্থা ?   
 
  
 
৬। কার কার ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে তাঁরাও হাত তুলুন । এবার ঘুরার শখ পূরণ হবে 
  
 
  
 
৭। লকডাউন এর সংজ্ঞা জানা নেই কার   
 
  
  
সবশেষে ব্লগে আমার ভাইয়াদের জন্য ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস   
 
 
 ৩১ টি
    	৩১ টি    	 +২/-০
    	+২/-০  ২০ শে মে, ২০২০  রাত ১০:১৩
২০ শে মে, ২০২০  রাত ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: আলহামদুলিল্লাহ । অবশ্যই আল্লাহর রহমত আছে আমাদের উপর ভাইয়া । অন্যান্য দেশের যে অবস্থা তার চেয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ । কিন্তু তাই বলে তো এভাবে চললে হবেনা ? সাবধান হতে হবে । এখন যে হারে এগোচ্ছে আল্লাহ্ জানে কি হয় । 
দুই মাসের বেশী হয় ঘরের সদর দরজার বাইরে এক পাও দেইনি । আর এই অবস্থায় এইসব উজবুক আর পাগল ছাগলের কাজ কর্ম দেখলে মেজাজ ঠিক রাখা কঠিন ।  
২|  ২০ শে মে, ২০২০  রাত ১০:০৫
২০ শে মে, ২০২০  রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন: 
দেশের মানুষ অরাজকতায় অভ্যস্ত হয়ে গেছে, যাযাবরের মনোভাব।
  ২০ শে মে, ২০২০  রাত ১০:১৪
২০ শে মে, ২০২০  রাত ১০:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: ইনাদের মাথায় সমস্যা আছে আমার তাই মনে হয় ।
৩|  ২০ শে মে, ২০২০  রাত ১০:৫০
২০ শে মে, ২০২০  রাত ১০:৫০
নতুন বলেছেন: আমাদের দেশের আবহাওয়া এবং অন্য কিছু কারনে দেশের মৃত্যুর হার কম। 
আমাদের গরমের মৌসুমে নিউমোনিয়ার প্রকোপ কমে যায়। তাই করোনায় আক্রান্ত হলেও তা নিউমোনিয়াতে রুপ নিচ্ছেনা। 
আরেকটা বিয়ষ আমাদের মুরুব্বিদের হার ইউরোপের চেয়ে মনে হয় কম। তাই মৃত্যুর হার কম। আক্রান্তের সংখ্যা তো লাখের কম হবেনা। 
কিন্তু জনগন যা করেছে সেটা আত্নহত্যার চেস্টার সামিল। যদি ইউরোপের মতন মৃত্যু শুরু হতো তবে মৃত্যুর রেকড করতো বাংলাদেশ। 
  ২১ শে মে, ২০২০  রাত ১:৩৭
২১ শে মে, ২০২০  রাত ১:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: @আমাদের দেশের আবহাওয়া এবং অন্য কিছু কারনে দেশের মৃত্যুর হার কম-- আলহামদুলিল্লাহ । তাই বলে কি এমন বেপরোয়া হলে চলবে । মানুষগুলো কেন যে বুঝছেনা আল্লাহ্ জানে । 
@আরেকটা বিয়ষ আমাদের মুরুব্বিদের হার ইউরোপের চেয়ে মনে হয় কম। তাই মৃত্যুর হার কম। আক্রান্তের সংখ্যা তো লাখের কম হবেনা।-- হা হা। কী জানি হবে হয়তো । তবে এখন শুধু মুরব্বীরা না জোয়ান মানুষ ও মারা যাচ্ছে  । 
@কিন্তু জনগন যা করেছে সেটা আত্নহত্যার চেস্টার সামিল। যদি ইউরোপের মতন মৃত্যু শুরু হতো তবে মৃত্যুর রেকড করতো বাংলাদেশ--- আসলেই ভাইয়া । আল্লাহ্ বাচিয়েছে ইনশাআল্লাহ বাঁচাবে ভবিষ্যতে । তবে এইসব মানুষগুলো কে কি যে করতে মন চায়   আত্মহত্যা তো তাও ভালো ভাইয়া, তাতে নিজেই মরে কিন্তু করোনা এমন জিনিস এরা তো নিজেও মরবে সাথে আরও অনেকে নিয়ে মরবে । আল্লাহ্ মাফ করুক আর ইনাদের হেদায়েত দান করুক । আমীন ।
 আত্মহত্যা তো তাও ভালো ভাইয়া, তাতে নিজেই মরে কিন্তু করোনা এমন জিনিস এরা তো নিজেও মরবে সাথে আরও অনেকে নিয়ে মরবে । আল্লাহ্ মাফ করুক আর ইনাদের হেদায়েত দান করুক । আমীন ।
৪|  ২০ শে মে, ২০২০  রাত ১১:২১
২০ শে মে, ২০২০  রাত ১১:২১
কাওসার চৌধুরী বলেছেন: 
বাংলাদের প্রেক্ষাপটে পুরোপুরি লকডাউন অসম্ভব। তার অনেকগুলো কারণ আছে। এরমধ্যে উল্লেখযোগ্য কারণ হলো- মানুষের অজ্ঞতা, অদৃশ্যবাদিতা, ধর্মীয় গোড়ামি। আর জীবনে কখনো আইন মানার প্রবণতা নেই অনেকের। এছাড়া অর্থনৈতিক কারণ তো আছে। দুই-তিন মাস লকডাউনে থাকলে এদেশের সিংহভাগ মানুষ দুই বেলা খাবার যোগাড় করতে পারবে না। তবে, মার্কেট খোলার সাথে সাথে যারা হুমড়ি খেয়ে পড়ছেন তাদের আর্থিক সমস্যা নেই। এরা অজ্ঞতায় ডুবে আছে।
  ২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৩৯
২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: এটা ঠিক বলেছেন ভাইয়া আমাদের দেশে পুরোপুরি লকডাউন আসলেই সম্ভব নয় । দুইটা মাস তো থাকতে পারলাম না পুরোপুরি লক । আর এখন তো ধীরে ধীরে সব ওপেন হচ্ছে । তবে চিন্তার বিষয় এখন আরও ধীরে ধীরে রোগী শনাক্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে আর বাড়বেই কারন বাইরে বের হচ্ছে মানুষ । বেঁচে থাকতে হবে কাজ কর্ম করতে হবে তাই নিতান্তই কাজের দরকার ছাড়া এইসব অযথা শপিং বা অন্যান্য কাজে যারা বাইরে যাচ্ছে আসলেই তাঁরা অজ্ঞ । তাঁদের টাকার অভাব নেই তাই কাজ নিয়েও চিন্তা নেই আর নেই করোনা নিয়ে চিন্তা । টাকাই সব তাঁদের ।
৫|  ২১ শে মে, ২০২০  রাত ২:০৮
২১ শে মে, ২০২০  রাত ২:০৮
নেওয়াজ  আলি বলেছেন: 
চরম বাস্তবতা, দুর্দান্ত প্রকাশ। যথার্থ,  ভালো লাগলো ।  
  ২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৩৯
২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া  
৬|  ২১ শে মে, ২০২০  রাত ২:২১
২১ শে মে, ২০২০  রাত ২:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই বৃদ্ধ বয়সে বাংলাদেশে থাকেলেই ভাল করতাম।কেনযে মরতে আসলাম এখানে?
  ২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৪০
২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: আপনি কোথায় আছেন ভাইয়া ?
৭|  ২১ শে মে, ২০২০  রাত ২:২৩
২১ শে মে, ২০২০  রাত ২:২৩
রাজীব নুর বলেছেন: ওয়াব্দুল সাহেব ঠিকই বলেছিলেন- আমরা করোনা থেকে বেশি শক্তিশালী।
  ২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৪১
২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: কিছু মানুষের কাছে করোনা বলে কিছু নেই তা হচ্ছে ছোটবেলার গলাকাটা ।
৮|  ২১ শে মে, ২০২০  সকাল ৭:৪৮
২১ শে মে, ২০২০  সকাল ৭:৪৮
রাফা বলেছেন: সব খারাপের মাঝেও কিছু না কিছু ভালো থাকে।যদি কেউ একেবারেই না কেনাকাটা করে তাহলে এই কাপড়ের ব্যাবসার সাথে জড়িত তারা কি খাবে বলুন'তো ! কর্মচারির বেতনটা কোথা থেকে আসবে ? বাচতে যেমন হবে আবার বাচাতেও হবে। যদি এই সাইকেল না রক্ষা করতে পারি তাহলে একদি দশ কোটি মানুষ'কেই বসিয়ে খাওয়াতে হবে ।সেই সক্ষমতা কি পৃথিবির কোন দেশের আছে? এমনকি আমেরিকারও নেই।তারা'তো আরও বিপদজনকভাবে খুলে দিয়েছে সব কিছু।
পরিবর্তিত পৃথিবির সাথে মানিয়ে চলা শিখতে হবে আমাদের।আমাদের নিজেদেরকে নিজেদেরই বাচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে।যদি একটু সভ্য হই তাহলেই সেটা সম্ভব। 
আপনার মুল চেতনার সাথে আমি সম্পুর্ণ একমত।ধন্যবাদ,ক.ফুলঝুরি।
  ২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৫০
২৩ শে মে, ২০২০  বিকাল ৩:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: কিন্তু আমারা যে সভ্য নই ভাইয়া । এখানেই তো দুঃখ । 
আর পেশা তো শুধু দোকানদার বা অন্যান্য ব্যবসায়ীদের না অনেক পেশার মানুষ এখনও কর্মহীন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গনপরিবহন বন্ধ, অনেক অফিসও বন্ধ এসব জায়গায়ও তো অনেক মানুষ কাজ করে তাঁরা খাবে কি তাহলে ? 
আমরা কেন শুধু কাপড় ব্যবসায়ীদের কথা চিন্তা করছি ? আর বেশীদিন আসলে সবকিছু বন্ধ করে রাখা সম্ভবও না আর রেখেও লাভ নেই সেই সবাই এমনিতেই বাইরে যাচ্ছে । তার চেয়ে কাজ করুক অন্তত অভাবে যেন মরতে না হয় । তবে তারপরেও আমরা পারি যতটুকু সম্ভব কম বের হতে এবং সচেতন হতে কিন্তু ঐযে আমরা আসলেই সভ্য নই ।
৯|  ২৪ শে মে, ২০২০  রাত ১১:০৫
২৪ শে মে, ২০২০  রাত ১১:০৫
শায়মা বলেছেন: আপুনি  ব্লগ পড়ে কমেন্ট করতে গিয়ে কমেন্ট স্ক্রোল করে লাস্টে এসে আটকে গেলাম!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
কত হাতি গেলো তল 
কত ঘোড়া গেলো তল 
আর আসছেন মন্ডল!!!!!!!  
  ২৫ শে মে, ২০২০  রাত ১২:৪১
২৫ শে মে, ২০২০  রাত ১২:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: আপু, ইনি আবার কোন মন্ডল তাও আবার শায়মা মন্ডল   ডাল মে কুছ কালা লাগ রাহা হে
 ডাল মে কুছ কালা লাগ রাহা হে   
 
হাতি ঘোড়া সব গেলো তলিয়ে 
তবে মন্ডল কেন ঘুরছে পালিয়ে পালিয়ে  
১০|  ২৪ শে মে, ২০২০  রাত ১১:২৩
২৪ শে মে, ২০২০  রাত ১১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ওয়ার্ক ফ্রম হোমের খোঁচাটা দারুণ হয়েছে!
তবে, আমি কিন্তু দারুণ ভাগ্যবান। আমাকে কিছু করতে হচ্ছে না।
অফটপিকঃ এই পোস্টে শায়মা মণ্ডল, করছেন গণ্ডগোল!!!
  ২৫ শে মে, ২০২০  রাত ১২:৫৯
২৫ শে মে, ২০২০  রাত ১২:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ওয়ার্ক ফ্রম হোমের খোঁচাটা দারুণ হয়েছে!
তবে, আমি কিন্তু দারুণ ভাগ্যবান। আমাকে কিছু করতে হচ্ছে না--- হা হা । খুব ভালো খুব ভালো । নিশ্চয় বাবা মা এর হোটেলে বসে খাওয়া হচ্ছে তাই বেঁচে গিয়েছেন তা না হলে এই টানা লকডাউনে খবর হয়ে যেতো   
 
@অফটপিকঃ এই পোস্টে শায়মা মণ্ডল, করছেন গণ্ডগোল!!!--- নামেই তার পরিচয়, মণ্ডল করে শুধু গন্ডগোল  
১১|  ২৪ শে মে, ২০২০  রাত ১১:২৮
২৪ শে মে, ২০২০  রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: আজকের খবরঃ গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক সংখ্যক লোকের মৃত্যু হয়েছে, ২৮ জন। এ যাবত মোট মৃতের সংখ্যা ৪৮০। আগামী দিনগুলোতে, অন্ততঃ জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এ সংখ্যাটা বাড়তেই থাকবে বলে মনে হয়। আর এবারে ঈদ উপলক্ষে যেভাবে ফেরী/লঞ্চ বোঝাই করে লোকজন গ্রামের বাড়ীতে গেল, তাতে মনে হচ্ছে এ রোগটা অচিরেই শহর থেকে গ্রামে ছড়িয়ে যাবে। খুবই আশঙ্কাজনক পরিস্থিতি হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য।
  ২৫ শে মে, ২০২০  রাত ১:০২
২৫ শে মে, ২০২০  রাত ১:০২
কথার ফুলঝুরি! বলেছেন: হ্যাঁ, ভাইয়া বিষয়টি নিয়ে দিনের পর দিন ভয় বাড়ছে । দুই মাসের বেশী ঘরের বাইরে যাচ্ছি না । এই আশায় ছিলাম হয়তো ধীরে ধীরে সব ঠিক ঠাক আর স্বাভাবিক হবে কিন্তু হচ্ছে উল্টো । আমি আপনি ঘরে থাকলে কি হবে অনেকেই থাকছেনা । তাই এখন নিজেরও আর থাকতে ইচ্ছে করেনা ঘরে। তার চেয়ে বরং বাইরে যাই কাজ কর্ম করি সেই ভালো ।
১২|  ২৫ শে মে, ২০২০  রাত ১২:৪৪
২৫ শে মে, ২০২০  রাত ১২:৪৪
শায়মা বলেছেন: মন্ডলরা আসে.....
যুগে যুগে ধুকে ধুকে 
আবার মরে যায় আবার ফিরে যায় 
জীবানান্দের গান গায় .....
আবার আসিবো ফিরে সামুসিড়িটির তীরে .....
  ২৫ শে মে, ২০২০  রাত ১:১৭
২৫ শে মে, ২০২০  রাত ১:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক বলেছেন আপু । মণ্ডলরা হারিয়ে গিয়েও হারায়না ভালোবাসার টানে ঠিক ফিরে আসে বার বার
১৩|  ২৫ শে মে, ২০২০  রাত ১:২৪
২৫ শে মে, ২০২০  রাত ১:২৪
শায়মা বলেছেন: ভালোবাসার টানে!!!
ঠিক ঠিক তাহারা ভালোবাসেন গন্ডগোল
তাহারা ঝামেলা মন্ডল...
ঝামেলা ছাড়া ভালো লাগেনা কিছু
তাই ছাড়েনা পিছু ......
এবারে পরেছেন অন্যের পিপিই 
খুব শিঘ্রী মুখে লাগুক ছিপি.... 
  ২৬ শে মে, ২০২০  রাত ১:০৩
২৬ শে মে, ২০২০  রাত ১:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: আপুনি, অনেকদিন পর একটু নস্টালজিক হয়ে গেলাম । আমি প্রথম যখন সামু তে আসি তখন মন্ডল ভাই আর কাওসার ভাই সাথে আমিও ছন্দে ছন্দে প্রতিমন্তব্য করতাম । দারুন লাগতো আমার কাছে   আহারে সেই দিনগুলো কই গেলো
 আহারে সেই দিনগুলো কই গেলো   
 
কিন্তু আমি শায়মা মন্ডল এর বিষয়টি নিয়ে চিন্তিত। আমার পোস্টে তাহার মন্তব্য বলে এক কথা কিন্তু তার নিজের ব্লগে তার পোষ্ট সমূহ বলে আরেক কথা  
১৪|  ২৬ শে মে, ২০২০  বিকাল ৪:১০
২৬ শে মে, ২০২০  বিকাল ৪:১০
শায়মা বলেছেন: তার পোস্ট সব কপি পেস্ট। এক কলম লেখার ক্ষমতাহীন এবং অন্যের বেশ ধরে কাক ময়ূর হবার সাধ!!
  ২৭ শে মে, ২০২০  রাত ১২:১৪
২৭ শে মে, ২০২০  রাত ১২:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: আচ্ছা   কিন্তু নিজের বেশভূষা পাল্টে এসব কেন
 কিন্তু নিজের বেশভূষা পাল্টে এসব কেন  
১৫|  ২৭ শে মে, ২০২০  রাত ১২:৩১
২৭ শে মে, ২০২০  রাত ১২:৩১
শায়মা বলেছেন: ইহারা এমনই যুগে যুগে আসে..... আবার হারিয়ে যায় ...... নিজের স্বত্তা নাই, অন্যের বেশ পরে অন্যের লেখা কপি করে আনে....
ঐ সব পোস্টের লেখা একটু কপি করে গুগলে সার্চ দিলেই দেখবে কবে কো্থায় প্রকাশিত হয়েছিলো.....
  ২৮ শে মে, ২০২০  রাত ১:২০
২৮ শে মে, ২০২০  রাত ১:২০
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা । কপি পেস্ট বলেই চেহারা বদল  
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২০  রাত ১০:০৩
২০ শে মে, ২০২০  রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: শুনুন বোন, আমাদের উপর আল্লাহ সহায় আছেন। তা না হলে, দেশের মানূষের যে অবস্থা তাতে এতদিনে দশ হাজার লোক মরার কথা। মরেছে মাত্র চার শ'র মতো। আক্রান্ত হওয়ার কথা এক লাখ লোক। আক্তনাএর সংখ্যাও কম। সব আল্লাহর রহমত।
এত ওলি আউলিয়ার পীর ফকি আর কবিদের দেশে আল্লাহ বেশি মানুষকে মারবেন না।