নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

এবার কবিতা লেখা না শিখে ছাড় নেই :||

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৪



আগেই বলে নিচ্ছি আমি কিন্তু নিজেকে কোন লেখক কিংবা কবি বলে দাবী করিনা :P কেউ আমাকে আবার ওসব বলে লজ্জা দিবেন না যেন । মাঝে মাঝে দু এক লাইন লিখি কিন্ত সেগুলো কবিতার মত দেখতে হলেও আসলে কবিতা না ।। সেগুলোকে কবিতার রেপ্লিকা বলতে পারেন =p~ তারপরেও কবিতার মত দেখতে কিছু লিখিনা অনেকদিন হল। শেষ লিখেছিলাম

আমার শেষ লেখা, কবিতার মত দেখতে কিছু একটা

আমি প্রথম যখন ব্লগে লেখা শুরু করি কেউ জানতো না, এখনও জানেনা দু একজন ছাড়া । তবে আমার সব কবিতা যাকে নিয়ে তাঁকেও কখনো দেখাতাম না কিন্ত আমি যে তাহার কাছে অনেক আগেই ধরা পরে গিয়েছি তাও আমি জানতাম না :(( তিনি আমার নিজস্ব কবিগুরু আমার মদন চাঁদ :P

আমার কোন লেখা পেলে তিনি তা একজন শিক্ষকের মত পড়েন এবং তার ভুলগুলো নিয়ে আমার সাথে আলোচনা করেন ও শিখিয়ে দেন । আমি তা মাঝে মাঝে বুঝি আবার মাঝে মাঝে তা একদমই বুঝিনা । আর কবিতার যে নিয়ম কানুন আছে তা আমার জানাই ছিলোনা । তবে একটা জিনিস যদি লিখি অবশ্যই তার নিয়ম কানুন মেনে শিখে লেখা উচিত ।

বেচারী আমি তাঁকে নিয়ে কবিতা লিখলেও আমার কবিতার ভাবাবেগের দিকে তার মনোযোগ কম থাকে কারন তিনি কবিতা বিষয়ে এতো জ্ঞানী যে আমার ওমন রেপ্লিকা কবিতা দেখে তিনি পড়ার আগ্রহই হারিয়ে ফেলেন :(

কিছুদিন আগে আমার লেখা একটা কবিতা সাহস করে তাঁকে দেখালাম। তার হাতে কাগজটা দিয়েই আমি পলাতক । কারন আমি জানি বিজ্ঞ কবি ওই লেখার মধ্যে হাজারটা ভুল পাবেন আর বিরক্ত হবেন। তিন চার মিনিট পর ফিরে এসে দেখলাম তিনি আমার কাগজটা হাতে নিয়ে বসে আছেন আর মুচকি হাসছেন । তার হাসি দেখে আমি কিছুটা ইতস্তত বোধ করছিলাম তাই একটু ভয়ে ভয়ে সামনে গেলাম :((
তারপর তিনি আমাকে বসিয়ে সেই কবিতার ছন্দ মাত্রা ও আরও কিছু ভুল আমাকে বোঝালেন ও শেখালেন আর বললেন তিনি সেটা সম্পাদনা করে দিবেন ।

সেই কবিতার দুটা লাইন ছিল

প্রেম হোক তবে পূর্ণ চাঁদে
আঁধার দিবে পাহারা ।

তো তিনি বললেন চাঁদ যদি পূর্ণ হয় তাহলে আধার আসবে কোথা থেকে । পূর্ণ চাঁদ বা পূর্ণিমার সাথে জোছনা থাকে আঁধার না । আমারতো এইসব মাথায়ই আসেনি । এছাড়াও কবিতার ছন্দ মাত্রা ঠিক ছিলোনা । আমারতো সেগুলো জানাই নেই :|

মহাশয় সেদিন বললেন তিনি প্রথম প্রথম ব্লগে আমার কবিতা পড়তেন কিন্ত এখন আর পড়েন না কারন সেগুলো কবিতা হয়না। আমি লজ্জা পেয়ে গেলাম । এক নং আমি যাকে নিয়ে কবিতা লিখি তিনিই পড়েননা আমার কবিতা আর তার সঙ্গী হিসেবে আমার কি এসব আনাড়ি রেপ্লিকা টাইপ কবিতা লেখা সাজে ? :|
তো সেদিন আমি উপলব্ধি করলাম আমার নিজের মান সম্মান না থাক তার সম্মান রক্ষার্থে আমার কবিতা লেখা শিখতেই হবে এবং তার কাছে থেকে আমাকে কবিতা লেখায় একশো তে একশো পেতেই হবে । তারপর তার শেখানো দু একটা বিষয় অনুসরন করে কবিতা নিয়ে একটু পড়াশোনা করলাম । চাইছিলাম একটা চমৎকার কিছু লিখে তাঁকে চমকে দিবো । একশো তে একশো বা লেটার মার্ক না পাই অন্তত পাশ নম্বর টা যেন পাই :-B

তারপর এখন এই পরিস্থিতিতে যে মন মানসিকটা এমনিতেও কবিতা লেখার ভাব আসেনা মনে আর কবিতা লেখা শেখাও মাথায় যাচ্ছেনা । মাঝে মাঝে যদি দু এক লাইন মাথায় আসেও তখন মনে হয় নাহ ওইসব ফাঁকিবাজি কবিতা আর লেখা যাবেনা ।
তাই এবার আমাকে আমার কবিতা লেখার শিক্ষকের কাছে থেকে সত্যিকারের কবিতা লেখা শিখতেই হবে । কবিতার রেপ্লিকা না, সত্যিকারের কবিতা লিখে আমার কবির মন জয় আমাকে যে করতেই হবে :P

লেখাটি লিখতে লিখতে মনে হল ইদানীং ব্লগেও তেমন কবিতা দেখা যাচ্ছেনা । তাদেরও কি এমন কেউ শিক্ষক আছেন নাকি যিনি ফাঁকিবাজি কবিতা বাদ দিয়ে সত্যিকারের কবিতা লিখতে বলেছেন ? কি জানি বাপু সব কবিরা গেলো কই :|| তবে ব্লগের কিছু মানুষ নিশ্চয় এখন খুব খুশী /:)



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৯

ওমেরা বলেছেন: কবিতা লিখা আসলেই কঠিন , বুঝিও না ।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:০০

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই আপু খুব কঠিন :|| এমনিতে লাইন বাই লাইন ছন্দ মেলানো বা দু এক লাইন লেখা আমার কাছে সহজ লাগে কিন্তু নিয়মমাফিক ভাবতে গেলে আর পেরে উঠিনা :(

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:১০

রুদ্র নাহিদ বলেছেন: আমি মনে করি কবিতাকে নিয়মের বেড়াজালে আটকে রাখা যায় না। মুক্ত স্বাধীন করে দিলেই পূর্নতা পায় ।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: আমারও তাই মনে হয় কবিতা লেখায় কোন নিয়ম না থাকলেই ভালো হতো তাতে মনের ভাব আরও সাচ্ছন্দে প্রকাশ করা যেতো । তবে যে কোন কিছুর মাণ নির্ধারণে কিছু বিশেষ বিষয় থাকা উচিত বলে আমি মনে করি ।

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া 8-|

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা 'আসে'। না এলে, কবিতা লেখা যায় না।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: এটাই তো লেখকদের সমস্যা আবার সম্ভাবনা । আমাদের যে ভেতর থেকে লেখা আসতে হয় । আবার জোর করে আনারও উপায় নেই । বড়ই কঠিন এই লেখালেখির জায়গা ।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


কবিতায় মাত্রটা কি জিনিষ?

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবোনা চাঁদগাজী সাহেব কারন আমি নিজেই এখনও বুঝিনা বিষয়গুলো । তবে সামান্য বলতে পারি
বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার। ১. অক্ষরবৃত্ত ২. মাত্রাবৃত্ত ৩. স্বরবৃত্ত

ছন্দ জানতে হলে প্রথমে জানতে হবে মাত্রা, পর্ব আর চরণ।
মাত্রা: মাত্রা হলো শব্দের সবচেয়ে ছোট একক।
পর্ব: কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়।
চরণ: কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয়।

মাত্রা : একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয়, তাকে মাত্রা বলে। বাংলায় এই মাত্রাসংখ্যার নির্দিষ্ট নয়, একেক ছন্দে একেক অক্ষরের মাত্রাসংখ্যা একেক রকম হয়। যেমন -
হে কবি, নীরব কেন ∣ ফাগুন যে এসেছে ধরায় ∣∣
এ অক্ষরবৃত্তের ছন্দে মাত্রা আছে (৮+১০)
এখন, মাত্রা গণনা করলে দেখা যায়, প্রথম চরণের,
প্রথম পর্ব- হে কবি, নীরব কেন; হে কবি- হে+ক+বি = ৩ মাত্রা (তিনটি অক্ষরের প্রতিটির শেষে স্বরধ্বনি থাকায় প্রতিটি ১ মাত্রা); নীরব- নী+রব = ১+২ = ৩ মাত্রা (শব্দের শেষের অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকায় সেটি ২ মাত্রা); কেন- কে+ন = ১+১ = ২ মাত্রা; মোট ৮ মাত্রা

আরেকটি উদাহরন
আসি তবে ∣ ধন্যবাদ ∣∣ (৪+৪) মাত্রা
না না সে কি, ∣ প্রচুর খেয়েছি ∣∣ (৪+৬) মাত্রা
আপ্যায়ন সমাদর ∣ যতটা পেয়েছি ∣∣ (৮+৬) মাত্রা
ধারণাই ছিলো না আমার- ∣∣ (১০) মাত্রা
ধন্যবাদ। ∣∣ (৪)

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৩৬

নেওয়াজ আলি বলেছেন:

কবিতা হোক মুক্ত আকাশ







০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: হুম আকাশ মুক্ত হলেই না উড়ে বেরানোর স্বাধীনতা । তবে বাঘা বাঘা কবিরা আমাদের মত ছোট খাটো মানুষ গুলোর জন্য আকাশটাকে মুক্ত রাখেননি ।

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪৯

হয়ত তোমারই জন্য বলেছেন: তো আপনি ছাতা মাথায় দিয়ে গিছেলেন কোথায় অনেক দিন ব্লগে অনুপস্থিত দেখলাম ৷

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: ছাতা মাথায় দিয়ে গিয়েছিলাম বৃষ্টির খোঁজে ।

আপনার নাম দেখে খুব প্রিয় গানটির কথা মনে পরে গেলো ভাইয়া
হয়ত তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আসার হাত বাড়াই

৮| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:১৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মাত্রা-টা শিখালেন চমৎকার!

০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তবে এই ক্রেডিট আমার কবিতা লেখা শেখার শিক্ষক আমার নিজস্ব কবিগুরু মদন চাঁদের প্রাপ্য । তিনিই আমাকে শিখিয়েছেন তবে আরও অনেক কিছু শেখার ও জানার বাকী আছে এখনও ।

৯| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:৪৩

হয়ত তোমারই জন্য বলেছেন: যাক কথার ফুলঝুরি ফুটুক সবসময় ৷ধন্যবাদ ভাইয়্যু ৷৷

০৫ ই জুন, ২০২০ রাত ১২:০০

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.