![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ভালোবাসার আরেক নাম কৃষ্ণচূড়া
দাদার বাড়িতে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ ছিল । কিন্তু তা এত উঁচু ছিল যেঁ ঘাড় উঁচু করে দেখতে হতো । ছোট বেলার ছোট খাটো একটা মানুষের পক্ষে বার বার ঘাড় উঁচু করে মাথার উপরে কৃষ্ণচূড়ার লাল ফুল গুলো দেখা সম্ভব হতো না । শুধু কৃষ্ণচূড়ার ফলের বীজ গুলো কুড়িয়ে জোর বিজোড় খেলতাম ।
সময়ের বিবর্তনে বিলুপ্ত হয়েছে সেই কৃষ্ণচূড়া গাছ তবে বিলুপ্ত হয়নি তার প্রতি আমার ভালোবাসার । ঠিকানা বদলেছে কিন্তু বদলায়নি কৃষ্ণচূড়ার প্রতি ভালোবাসা ।
বড় শখ ছিল আমার স্থায়ী ঠিকানার উঠোনে লাল লাল ফুলে ভরতি একটা কৃষ্ণচূড়া গাছ থাকবে ।
কিন্তু শহর কেন্দ্রিক জীবন যাপনে এমন অনেক শখই এক সময় ম্লান হয়ে যায়।
খুব বেশি দূরে নয় আবার খুব কাছে নয় তবে হৃদয় হরণ করা যেঁ কৃষ্ণচূড়া আমার জানালায় উকি মারে তাকে নিয়ে আমি কেবল একটি লাইনই বলতে পারি
! আমি পাইলাম আমি ইহাকে পাইলাম !
০৩ রা মে, ২০২১ সকাল ১০:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: জয়ের আনন্দে উচ্ছ্বসিত মন
২| ০২ রা মে, ২০২১ রাত ৮:০৩
জটিল ভাই বলেছেন: পাওয়ার আনন্দে উদ্ভাসিত হোক মন.........
০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার সহজ সরল মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জটিল ভাই
৩| ০২ রা মে, ২০২১ রাত ৮:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় বা আকাঙ্ক্ষিত জিনিসকে পাওয়ার আনন্দ অতুলনীয়। আপনার উচ্ছ্বাস ও কৃষ্ণচূড়ার প্রতি আবেগ মন ছুঁয়ে গেল।
আপনি কৃষ্ণচূড়া পেলেন, সেই সুবাদে আমরাও আপনাকে পেলাম ব্লগে, অনেকদিক বাদে
০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাদের ভালোবাসার টান ব্লগে ফিরিয়ে নিয়ে আসে বার বার । তবে হ্যাঁ, এবার কৃষ্ণচূড়ার উসিলায় চলে আসা
৪| ০২ রা মে, ২০২১ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: লাল কৃষ্ণচূড়ার প্রতি আপনার এ গভীর ভালবাসার পরিচয় পেয়ে মুগ্ধ হ'লাম। শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া আমারও খুব প্রিয়।
০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: জী, ভাইয়া অনেক বেশি পছন্দের এই লাল কৃষ্ণচূড়া আপনারও প্রিয় জেনে অনেক ভালো লাগলো ।
৫| ০২ রা মে, ২০২১ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে বোতলে করে পানি নিয়ে গাছের মুলে ঢালবেন; গাছ আপনাকে চেনে নিবে।
০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: আইডিয়া খারাপ না চাঁদগাজী সাহেব তবে এত বড় গাছের জন্য বোতলের পানি কম মনে হচ্ছে , একেবারে এক বালতি পানি ঢেলে দেওয়া বেশী ভালো হবে
৬| ০৩ রা মে, ২০২১ ভোর ৪:৩৭
নেওয়াজ আলি বলেছেন: পেয়ে মনে হয় হারিয়ে গেছেন
০৩ রা মে, ২০২১ সকাল ১১:০০
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা, না ঠিক তা নয় নেওয়াজ ভাই । তবে আপনার মন্তব্যের তারিফ করতে হয়
৭| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: পেয়েছেন। ছবি তুলেছেন। পোষ্ট করেছেন। আপনি সার্থক।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা সার্থকতার খুব ভালো সংজ্ঞা দিয়েছেন ভাইয়া
৮| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: কথার ফুলঝুরি!!!!!!!
আপনি!!
কেমন আছেন আপনি।
অনেক দিন পর দেখছি।
নতুন পোস্ট দিয়ে ব্লগিং আবার শুরু করুন।
১৩ ই মে, ২০২২ সকাল ১১:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া । আশা করি আপনিও ভালো আছেন ।
অনেক ধন্যবাদ কথার ফুলঝুরি কে মনে রাখার জন্য
হুম আমি মিস করি সামু কে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও্ শুধু একটা লাইনই জানি
জয় করিলাম, আমি তাহাকে জয় করিলাম