![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে আলাদা করে কিছু বলার নাই। সর্বদা একা থাকতে পছন্দ না করলেও একাকীত্ব ভালো লাগে। বাস্তবতাবাদী মানুষ আমি। নিজের কল্পনাকে বাস্তবে রচনা করতে ভালোবাসি। যদিও লেখক হওয়ার কোন যোগ্যতা নেই আমার মাঝে, তবুও লেখার চেষ্টা করি। মনের কথাগুলো লেখাগুলো লেখার ভাষায় প্রকাশ করি। আর তাই আমি কথিত লেখক । www.facebook.com/k.lekhok
আজ মাত্র মেয়েটার সাথে প্রথম দেখা,
১৩ টা গোলাপ ফুল আর ৮ টা রজনিগন্ধা ফুল ছিল বিলাসের প্রথম উপহার।
যদিও ফুলগুলো সারারাত শুকিয়ে নষ্ট হয়ে গেছে,
রাস্তায় দাঁড়ানো বিলাস আর রিক্সায় বসা মেয়েটা পদ্ম।
রিক্সা থামিয়ে রিকশাওয়ালার সামনেই বলে ফেললো...
... পদ্ম... আমি তোমাকে খুব ভালোবাসি...
কথাটা শুনে রিকশাওয়ালা হয়তো মুচকি হাসি দিল...
তারপর পদ্ম সেই ফুল গুলোর গন্ধ নিল... বলল... হইসে...
````আর ভনিতা করা লাগবি না ```` এইবার আসো...
...
মেয়েটার বর্ণনা দেয়া লাগবে না... সব প্রেমিকের চোখে তার জানটুসই সব থেকে সেরা সুন্দরি...
তবে মেয়েটা অতটা খারাপ না... তবে লম্বায় একটু খাটো... তবে বিলাসের সাথে মানাবে...
কিন্তু... বিলাস একদম অগোছালো একটা ছেলে... দেখতে অতটা স্মার্ট না, কালো, বেশি লম্বাও না...
মেয়েরা সাধারনত যে টাইপের ছেলে পছন্দ করে... তার ধারে কাছেও নাই...
তবুও পদ্ম বিলাসকে হাসি মুখেই পাশে বসাল...
তারপর একসাথে সারাদিন টই টই করে ঘুরে বেরানো..
ভূতের আড্ডায় ওরা অনেক সময় কাঁটালো...
হঠাৎ কথা থেকে যেন বৃষ্টি আসলো...
ওদের ছাউনি দেয়া রেস্ট পয়েন্ট টা ভিজতে লাগলো...
অল্প একটু যায়গায় শুকনো ছিল...।
দুজনে জড়সড় হয়ে বসে থাকল...
অঝর ধারায় বৃষ্টি...
বিলাস আর পদ্ম...
তারা অন্য একটা রেস্ট পয়েন্ট এর দিকে নজর দিল...
সেখানে অন্য এক জোড়া কপোত কপোতীদ্বয় নিজেদের মাঝে আলিঙ্গনে ব্যাস্ত ......
পদ্ম ও বিলাস দুজনে ভালই মজা নিতে লাগলো...।
...
...
কোথায় যেন কিছু একটা ভুল করে ফেলল।
পদ্ম বড় পুতুল পছন্দ করে ...
কিন্তু বিলাস কোথাও পেলনা পুতুল...
পদ্মকে একটা পুতুল দিতে পারল না...
এই কারনে বিলাসেরও নিজেকে ছোট মনে হল...
তবুও... বিলাস লজ্জা ভুলে পদ্মকে পুর ব্যাপার টা খুলে বলল।
(চলবে)
২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
কথিত লেখক বলেছেন: বলেছেন: অসংখ ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ