![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা বুঝলাম সব সমস্যার সমাধান লুকিয়ে আছে নারীর পোশাকের তলায়।
সেই লুক্কায়িত সমাধান অন্বেষণে ঢাবি আর নর্থ সাউথের মেধাবীরা অগ্রগণ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে।
কবি নজরুল অবশ্য অনেক আগেই বলে গেছেন যে
অন্যরা যখন মহাকাশ, জ্ঞান ও বিজ্ঞান নিয়ে গবেষণা করে,
আমরা তখনও বসে বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি।
/
এদিকে অনলাইন লাঠিয়াল বাহিনীর চিন্তার বিস্তৃতি দেখে আমি রীতিমত আবেগে শিহরিত। যেমন-
* খোলা খাবারে মাছি বসে, খোলামেলা পোশাকে মেয়েরা বের হলে ধর্ষণ হতেই পারে।
* শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, মুক্তমনারা নারীর পোশাক ও চলাফেরার স্বাধীনতা চায়।
* আপনি কি আপনার মা বোনকে রাস্তায় উলঙ্গভাবে বের করতে চান?
এমন Objectification যাদের মস্তিষ্কে গ্রথিত,যুক্তিবাদ সেখানে বিলাসীতা।
.
তবে দুনিয়ার সকল দেশের ধর্ষকদের একটি কমন যুক্তি - 'উস্কে দেয়া'।
এইযে যাদের অনুভূতি একটু হলেই হাত পিছলে উসকে যায়-এদের কিন্তু খুব সহজেই চেনা যায়। অর্থাৎ একটা মানুষ কিন্তু হটাত একদিন ধুম করে রেপিস্ট হয়ে যায় না। শুরুটা হয় Sexist হওয়ার মাধ্যমে।
সেখান থেকে misogynist, এরপর Sadist, সবশেষে Potential Rapist.
/
সুনীল গাঙ্গোপাধ্যায় "ছবি ও কবিতার দেশে" বইতে একটা সুন্দর কথা বলেছিলেন, "অশ্লীলতা প্রকাশ পায় ভংগীতে, নগ্নতায় নয়।"
টাইটানিকে ক্যাটের নগ্নদেহ অশ্লীল নয় কিন্তু বাংলা সিনেমায় পুরা কাপড় পড়েও বিশ্রী নাচ অশ্লীল। ইম্প্রেশনিজমের প্রথম দিকে ভ্যান গগকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল।সেসব দাম আজ কোটি টাকা। Everything is Relative. এমনকি Vulgarismও।
©somewhere in net ltd.