নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক প্রেমিকা ২

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪

নীরাকে দেখেছিলাম রমনার বটমূলে। আমার পুরো পৃথিবী এক মুহূর্তের জন্যে যেন থেমে গিয়েছিল। আমার মনের হিন্দোল দেখেই হয়ত রুদ্র মুহম্মদ বলেছিলেন :
.
এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

-----------------------
নীরাকে আমি দেখিনা আজ ৩৪ দিন। তার আমার যোগাযোগ ছিন্ন করে রেখেছে কোন এক অলাতচক্র। নিরুদ্দেশের ঠিকানায় তাই লিখে দিলাম মহাদেব সাহার দুটো লাইন :
.
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

-----------------------
নীরা চলে যাচ্ছে। বুকের মধ্যে এতটুকু আক্ষেপ নেই, নেই হাহাকার কিংবা বুক চিরে ছিন্নভিন্ন করা কোন আর্তনাদ।
শুধু শক্তি চট্টোপাধ্যায়ের দুটো লাইন লিখে দিলাম তার কফিনে :
.
কেন অবেলায় যাবে?
বেলা হোক, ছিন্ন করে যেও সকল সম্পর্ক!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.