![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরা কোন এক অমোঘ কারনে আমাকে আর এক মুহুর্তও সহ্য করতে পারছেনা। চলে যেতে চায় সে অথচ আমি তাকে ছাড়া মুহুর্তও ভাবতে পারছি না।
তাই রুদ্র গোস্বামী বল্লেন,
"তুমি যেমন করে আসো, তেমন করে ফিরে যেয়ো না।
বরং যেকোনো বাহানায় হোক আর কিছুক্ষণ থেকো।"
/
/
কিন্তু না। নীরা দাড়ালো না। সমস্ত সমর্পণের কাছেই আজ যে সে অজেয়।
তাই দেখে হেলাল হাফিজ বললেন,
"যদি যেতে চাও, যাও; আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব; ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।"
/
/
নীরা নেই। জরাজীর্ন শরীরটাকে নীরা ত্যাগ করেছে আজ অনেক দিন হলো।
শামসুর রাহমানের কন্ঠে তাই ধ্বনিত হলো,
"তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়,
আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল,
আমি ভাবতেই পারি না।"
©somewhere in net ltd.