![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এসে দাঁড়ালে।
অধরে রূপালি ঝিলিক - নির্লিপ্ততা আর মৌনতা মিলেমিশে একাকার।
তোমার লাজুক ঢং আর আহ্লাদী সৌষ্ঠবের বর্নচ্ছটা -
হৃৎপিন্ডে হঠাৎ বিস্ফোরণ!
কামনার দাবানল সব ক্যানসার হয়ে ছড়িয়ে পড়লো দীর্ঘশ্বাসের রন্ধ্রেরন্ধ্রে।
চক্রবৃদ্ধি হারে বাড়ছে লোহিত কণিকাদের আস্ফালন।
তোমার শুচিতার তান্ডবে প্লাবিত আমার বিরানভূমি।
জয়া, তুমি ফিরে এসো।
এই যাযাবরের উঠোন ঐ বিরহের বিষবাষ্পের গঙ্গাজল ছুঁয়ে দিয়ে পবিত্র করো।
©somewhere in net ltd.