নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

রজনীশ ওরফে OSHO - আধ্যাত্মিক গুরু নাকি যৌনতার দীক্ষাগুরু!

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৮

রজনীশ বা OSHO - ভারতীয় পাবলিক স্পিকার, আধ্যাত্মিক গুরু, অনেকের মতে যৌনতার দীক্ষাগুরু(!), আবার ধর্মগুরুও। তিনি নিজেকে ঈশ্বর বলার মাধ্যমে বুঝাতেন যে আপনারও সেই একই সম্ভাবনা আছে ঈশ্বর হয়ে ওঠার। যৌনমুক্তির জ্বরে টালমাটাল করেছিলেন আমেরিকা উচ্চবিত্তসমাজকে।

ভগবান দাবী করা রজনিশের জীবন ছিল বৈচিত্রময় এবং রহস্যময়। জন্ম দিয়েছেন বিভিন্ন সময়ে একের পর এক বিতর্কের। বিশ্বাস করতেন মানুষের সৃষ্টি সবচেয়ে বড় মিথ্যার নাম ঈশ্বর এবং অবাধ যৌনতার মাধ্যমেই শান্তি আনা সম্ভব পৃথিবীতে। শিষ্যদের ধ্যানের শিক্ষা দিতেন। বিশ্বাস করতেন সমাধি আধ্যাত্মিক অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য আর সমাধি অর্জনের চাবিকাঠি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত হওয়া। কখনো কখনো ধ্যানে মগ্ন না হতে পারলে মানসিক প্রশান্তি আনার জন্য ড্রাগ গ্রহনের পরামর্শও দিয়েছেন রজনীশ।
.
তার আশ্রমে ছিল অবাধে যৌনাচারের সুযোগ।ওশো বলেন, যৌনতাকে অবদমিত বা অস্বীকার করার পরিবর্তে উদ্‌যাপন ও আলিঙ্গন করা উচিত। সত্যিকারের ভালোবাসা ও পরিপূর্ণতা খুঁজে পেতে মানুষকে তাদের নিজস্ব ইচ্ছা এবং প্রয়োজনগুলি অন্বেষণ করতে উৎসাহিত করেছিলেন। শিখিয়েছিলেন যে ভালোবাসা সামাজিক নিয়ম বা প্রত্যাশার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝার ওপর ভিত্তি করে হওয়া উচিত। তাঁর আশ্রমে কেন এত যৌনতা? রজনীশ জবাব দিতেন '‘let sex be a playfulness, a fun, after the invention of pill it is not a problem"।

সকল ধর্ম ব্যবসার বিপক্ষে সরব থাকলেও ধর্মের পক্ষেই ছিলেন। যীশু, মহাবীর, শ্রীকৃষ্ণকে নিয়ে তার বিশ্লেষণ তৎকালীন সমাজে রিভলিউশনারী প্রভাব বিস্তার করেছিল। OSHO এর মতে তার লেকচার যদি কোন সাধারণ মানুষ judgement ছাড়া শুনে,তাহলে তিনি মোক্ষ লাভ করতে বাধ্য।
OSHO মহাপুরুষদের বন্দনা করেছেন, নিন্দা করতেও একচুল ছাড়েননি। যৌনতা আর ধ্যানের মত বিপরীত তত্ত্বকে একীভূত করে "যৌনমিলনই মোক্ষলাভের মোক্ষম পথ"- শুধু এই বুলি দিয়েই বিশ্ব কাঁপিয়েছিলেন। হীরের টুপিতে মাথা ঢেকে সাংবাদিকদের বলেছিলেন 'I am spiritual playboy, what's wrong ? রজনীশ এই যুগে জন্মালে তার টেন কম্যান্ডমেন্টস এর কারণে Gen-Z জমানায় তিনি হয়ত হয়ে উঠতেন Neo Moses

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.