নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

নিবিষ্ট জীবন পাঠক আমার বড় কবি

১০ ই জুলাই, ২০০৬ রাত ১১:৫৫

কবিতা লিখে বউকে দেখালাম। বউ বলে, শব্দ বুঝেছি।

মিলে মিশে অর্থ কি হয় বুঝি না!

মনে হয় বুঝে নিতে হয় নিজের মত - যা্ইহোক

আমিও বুঝে নিলাম।



কি বুঝেছো? আসলে আমি তো সম্পর্কের স্বচ্ছতা

অল্প গল্পে অনেক স্বপ্ন বলে দেয়ার কথা বলেছি

সে বলে আমি বুঝিনি শব্দের অর্থ দ্যোতনা

লিখে যে তুমি তৃপ্ত তেমন একটা সুখ

তোমার চোখে মুখে জাগতে দেখেছি!



আমি বলি - কিন্তু আসলে সব শব্দেরা মিলে কিছু নয়

ধরতে হবে একটা টিউন তারপর দেখবে সব বোধগম্য

সে বলে আমার অতশত বুঝে কাজ নেই

তোমার কবিতা, তুমি আর আমার না বোঝা বিনিময়

এই তো এ কবিতার মমার্থ! এওতো সুন্দর অধিক!

এটা ঠিক বুঝেছি।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

কালপুরুষ বলেছেন: বউ কবিতা বেশী না বোঝাই ভাল। বেশী বুঝলে নিজের মনের ভাব প্রকাশে জটিলতা সৃষ্টি করে। খামাখা ঝামেলা বাড়ায়া লাভ কি?

২| ১১ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

অতিথি বলেছেন: অভিজ্ঞতার আলোকে

৩| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

পথিক!!!!!!! বলেছেন: ইস আমার যদি একটা বউ থাকত।

৪| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭

অতিথি বলেছেন: কৌশিকের বড়োই সৌভাগ্য, এমন জীবন পাঠক পাওয়ায়। আমি যে বিষয় নিয়ে নাড়াচাড়া করি আমার বউ সে বিষয়ে মাস্টার্স। অথচ আমি লিখেই চলছি, সে লেখেনা একটুও। কালপুরুষ ভাইয়ের সাথে একমত। সব লেখা বউকে না দেখানোই ভালো।
তবে খুব ভালো লেগেছে কৌশিকের লেখাটি।

৫| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭

অতিথি বলেছেন: মানে বাংলায় মাস্টার্স! আমার বউতো এবার একখান বাংলা মাস্টার জোগাইছে!

৬| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭

অঃরঃপিঃ বলেছেন: ভাবি ভোলে কৌশিক ভবি ভোলেনা। i'll still stick to my words. im missing the explosion..

৭| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭

শাহানা বলেছেন: হমম, বিবাহিতরা ঠিকই উপদেশ দিচ্ছে ভাবি না বোঝাই ভালো। বেচারার চিন্তা বা দুশ্চিন্তা বাড়িয়ে লাভ নেই। হমম সব এক। যতই বলুক বউয়ের সাথে সব শেয়ার করি...।

৮| ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭

অতিথি বলেছেন: কি না শেয়ার করি! বন্ধুর সাথে দেখা করতে শাহবাগ গিয়েছি। পথিমধ্যে ফোন। অফিস থেকে ফিরতে এত সময় লাগে? আমি বলি - জ্যামে আটকে আছি। অফিসের গাড়ি নেই। সে বলে কতক্ষণ? আমি বলি ধরো ঘন্টাখানেক।

তারপর শাহবাগে বন্ধুদের আড্ডায় কেটে যায় ঘন্টা দুয়েক। ফের টনক নড়ে ফোনের শব্দে। শয়তান! আমার সাথে মিথ্যা কথা বলো! ফোন রেখে দেয় রাগ করে।

বাসায় ফিরে কোন কথা হয়না। মুখ ভার করে কম্পিউটারের সামনে ডিএক্সবলটার পতন ঠেকায়। একসময় বলে, বন্ধুদের কাছে যেতে কি আমি বাঁধা দেই!

আমি কিন্তু আবারও একই ঘটনা ঘটাই।

৯| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: হা হা হা
দারুন কৌশিক ভাই ।শুনেছি মাঝে মাঝে
প্রিয় মানুষকে রাগানো ভালো ..এতে নাকি ভালোবাসা ..............

১০| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭

অতিথি বলেছেন: আমি এখনি অভিজ্ঞ হতে চাই..... না।

১১| ১২ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

ঝরা পাতা বলেছেন: উফ! দারুন লেখা। এতো দেরীতে পড়লাম! বউ মুগ্ধ পাঠক হলেই ভালো। দোয়া করেন, যাতে এইরকম একখান বউ পাই। জলিল ভাই, ভাগ্যিস ভাবী কবিতা লিখে না। তাইলে কিন্তু বাজারের লিস্টি খুইলা দেখতেন, দুই পাতার কবিতা। তখন না খাইয়া ...............

১২| ১৩ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭

অতিথি বলেছেন: আসলে হাতুড়ি মেরে মেরে নিধর্ারিত উচ্চতায় পোলভোলট না করলেও খাদে নেমে ফৈয়াজ খাঁ খাম্বাজ ঝেড়ে দিতে পারতেন , কোথাও না কোথাও তো ওেসেই আছে পাগড়ীর কাছা...

১৩| ১৩ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭

অতিথি বলেছেন: ওেসেই = ফেঁসেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.