![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ভূমিকম্পা দিয়ে শুরু করি। মাসুম ভাই ব্লগে সুপ্রাচীন তবে তখন তার ছিল ভিন্ন অবয়ব, রাজাকার বিরোধী আন্দোলনে শহীদ এক নিকের জনক হিসাবে। এরপরে স্বনামে আবির্ভূত হয়ে তিনি ব্লগের নানামূখী উদ্যোগে জড়িয়েছেন। শ্বাশত ক্যাম্পেইন থেকে শুরু করে রিকশাচালকদের গানের অনুষ্ঠান তিন-চাকা, সর্বত্রই তার সদর্প বিচরণ। এছাড়াও অবিবাহিতদের জন্য পাত্রী খোঁজার জন্য তার রয়েছে বিশাল প্রসিদ্ধি।
"আগুণের পরশমনি" নামে একটা সাক্ষাৎকারমূলক আয়োজন ছিল ব্লগের প্রাগৈতিহাসিক আমলে। জনপ্রিয় ব্লগারদের সাৎক্ষাতকার নেয়া হতো বটে তবে নিয়ম-কানুনের ছিল না কোন বালাই। আজকের অতিথি, অল ক্রেডিট গোজ টু হিম, শওকত হোসেন মাসুম ভাই এর অনুমতি এজন্য নেয়া হয়নি। কারণ লেখালেখি ছাড়া জীবনে তিনি আর কিছু শিখেন নাই, আর এ-সাক্ষাৎকার লেখালেখির একটা মাধ্যম ছাড়া কিছুই নহে।
শওকত হোসেন মাসুম ভাইকে আগুনের পরশমনিতে প্রশ্ন করুন ইচ্ছেমত - ফান থেকে শুরু করে ন্যাশনাল রান, অর্থনীতি থেকে শুরু করে মুভি, যা ইচ্ছে। সেন্সরবিহিন সাক্ষাৎকারের ব্লগীয় সুধা অন্বেষণে স্বাগতম সবাইকে। গেট, সেট, গো....
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮
মিলটন বলেছেন: হুমমমমম, ভাবতাছি কি কি কমু...............
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার বউয়ের সঙ্গে কখনো পরিচিত হইতে চাইবেন না এ শর্তে লীরা দিলরূবার প্রশ্নের উত্তর দিতে পারি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪
কৌশিক বলেছেন: আপনার বউয়ের সাথে লীনা পরিচিত হতে চাইলে সমস্যা কি?
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১
কৌশিক বলেছেন: এবার আওয়ামী লীগের বিপুল বিজয়ের জন্য কোন কারণটা বেশী গুরুত্বপূর্ণ মনে করেন। চেঞ্জ, চালের দাম কমার সম্ভাবনা, যুদ্ধাপরাধীদের বিচার না বিএনপির দুর্নীতি?
বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা সীমাহীন দুর্নীতি আর জামাতের সাথে জোটকে দায়ী করেছে যা নির্বাচনে কারচুপি হয়েছে বিএনপির এমন দাবীকে অসার প্রমান করে। চালের দাম সহনীয় মাত্রায় এখনও কমেনি। যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বত্র পরিবর্তনের জন্য লালিত স্বপ্ন পূরণের আশানুরুপ অগ্রগতিও দেখা যাচ্ছে না। সার্বিক অবস্থা বিবেচনায় আওয়ামী লীগের প্রথম চল্লিশ দিনের উল্লেখ্যযোগ্য অর্জন ও ব্যর্থতাকে চিন্থিত করবেন দয়া করে।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক কঠিন প্রশ্ন করছে। নির্বাচনের দিন আমার ভোট ছিল ইব্রাহিমপুরে। আমার কাছে কেন্দ্রে ঢোকার কার্ড ছিল। তারপরেও বোঝার জন্য আমি এক ঘন্টা লাইনে দাড়িয়ে ভোট দেই। উদ্দেশ্য মানুষের কথা শোনা। ঐ ঘন্টায় আমি চালের দাম নিয়েই বেশি আলাপ করতে শুনেছি। মূল বিষয় মনে হয় পরিবর্তনের আকাঙ্খা। তবে জরুরী অবস্থা থেকেও মানুষ মুক্তি চেয়েছে। এজন্য সবই একজোটে ভোট দিয়েছে আওয়ামী লীগকে। প্রার্থী দেখে ভোট দিয়েছে এটা বলবো না। তবে প্রার্থী ভাল না হলেও যাতে সরকার গঠনে আওয়ামী লীগের সমস্যা না হয় সে বিবেচনায় নৌকায় ভোট দেওয়া হয়েছে। দুর্নীতি, যুদ্ধাপরাধীদের বিচার সেগুলোও ছিল। একটি কারণ সুনির্দিষ্টভাবে বলা যাবে না। বিএনপির কৌশলও ভুল ছিল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
কৌশিক বলেছেন: জনগণ ভোট দিয়ে পাঁচ বৎসর অপেক্ষা করা ছাড়া আর কোনভাবে তাদের মতামত জানাবার সুযোগ পায় না। শুনেছি পৃথিবীর বেশ কিছু দেশে মধ্যবর্তী জনমত যাচাই-এর সাংবিধানিক কিছু পদ্ধতি আছে। এ বিষয়ে আপনার চিন্তাভাবনা কি? ক্ষমতাসীন সরকার কিভাবে জনগনের কাছে তাদের দায়বদ্ধতার পরিচয় দেবে?
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
লীনা দিলরূবা বলেছেন: আপনার শর্তে রাজি আছি (আমি কেবল আপনার সাথেই পরিচিত হতে চাই)
প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
শওকত হোসেন মাসুম বলেছেন: আর সরকার আওয়ামী লীগের মূল্যায়ন?
বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা ক্রমশই কমছে। সুতরাং আমার প্রত্যাশা খুব বেশি না। মন্ত্রীদের অনভিজ্ঞতা প্রকট হয়েছে। মন্ত্রীরা এখনো বিরোধী দলের থাকার সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন না।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০
কৌশিক বলেছেন: সংসদে আসন নিয়ে আওয়ামী লীগের ভূমিকাকে কিভাবে দেখেন? উদারনৈতিক নেত্রী শেখ হাসিনা যেখানে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেবার মত আগ্রহ দেখিয়ে সুধীজনের প্রশংসা কুড়িয়েছেন, এমনকি বিরোধী দল থেকে মন্ত্রী নিয়োগের চিন্তার কথাও বলেছেন, সেক্ষেত্রে সংসদের সম্মুখভাগের তিনটা আসন নিয়ে অনমনীয় দৃষ্টিভংগীর পরিচয় কেমন যেন বিসদৃশ মনে হয়। আসন নিয়ে দুই দলের সময়ক্ষেপনে সংসদ পরিচালনায় রাষ্ট্রের যে অর্থ অপব্যয় হচ্ছে তার কারণ হিসাবে শেখ হাসিনার এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তকে কিভাবে দেখছেন।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১
আইরিন সুলতানা বলেছেন: মাসুম ভাই, আপনাকে কি নিয়ে প্রশ্ন করব ? ?
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫
শওকত হোসেন মাসুম বলেছেন: লীনা @ এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটার নাই। কয়টা প্রেম করেছি তাই সঠিক বলতে পারছি না। তবে প্রেম করেছি সেইটা মনে আছে। সিরিয়াস প্রেম করেছি। খুচরাও করেছি।
সফল প্রেমের সঠিক সংজ্ঞা আমি জানি না। আমার কাছে অন্তত অনেক উদাহরণ আছে যাদের মনে করতাম সফল প্রেম, বিয়ের পর তাদের বলেছি সফল দম্পতি, আর পরশু দিন শুনলাম তারা বিচ্ছেদের দিকে যাচ্ছে।
আর সফল জুটি? দীর্ঘ প্রেম করার পরেও পরিবার বা অন্য কোনো কারণে বিয়ে হয়নি তারাই সফল জুটি। তাদের প্রেম থেকে যায় আজীবন। আর যারা বিয়ে করতে পেরেছে তাদের বেশির ভাগকে দেখেই আমি হতাস।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭
শওকত হোসেন মাসুম বলেছেন: আইরিন সুলতানা @ প্রশ্ন করতে পারেন বাংলাদেল সন্ত্রাসীদের জন্য বাফার স্টেট বলে মনে করি কীনা
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০০
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক@ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ট একজন সাংবাদিক জানালেন ডেপুটি স্পিকার পদ যে একটা, আরেকটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এইটা নাকি শেখ হাসিনা জানতেন না। পরে তো জেনে ভেজাল বুঝতে পারছেন।
আর সংসদ অধিবেশন মানেই তো অপচয়।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০২
কৌশিক বলেছেন: আপনি প্রথম আলোব্লগে কেন লেখেন না? সচলায়তন বা আমার ব্লগেই বা কেন লিখছেন না? সংবাদ-টাইপ লেখা ছাড়াও আপনার সাবলীল রম্য ও ব্লগীও গল্পের ভক্ত ব্লগাররা। বইমেলায় অগনিত ব্লগারের বই বের হয়েছে। রম্য বা গল্প নিয়ে ইন্টারনেটের বাইরের বিপুল পাঠকগোষ্ঠীর কাছে হাজির হচ্ছেন কবে?
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৭
একরামুল হক শামীম বলেছেন: বিসমিল্লাহ-এ-রহমান-এ-রাহিম। অল ক্রেডিট গোওজ টু কৌশিক ভাই অ্যান্ড মাসুম ভাই। এভরিওয়ান ওয়ার্ক হার্ড ফর ইট, এসপেসিয়ালি মি। ইট ওয়াজ টাইট সিচুয়েশন হোয়েন আই ওয়েন্ট ইন কোয়েশ্চেনিং। উইদাউট মাই স্ট্রোক কোশ্চেন ইট নট হ্যাভ বিন পসিবল টু কন্টিনিউ আগুনের পরশমনি। আই ওয়াজ পুলিং দি গুড পোস্ট। ইটস অল টিম এফোর্ট উইচ পুলড আস আউট অফ বিগ হোল। ইনশ আল্লাহ, উই অল উইল ওয়ার্ক টুগেদার এজ টিম, পুট ইন বিগ এফোর্ট অ্যান্ড ডেলিভার গুড রেজাল্ট অল দি টাইম।
কোয়েশ্চেন টু মাসুম ভাই :
হাউ ম্যানি ছ্যাকা ইউ আর ইটিং ইন লাইফ ?
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৭
শওকত হোসেন মাসুম বলেছেন: চারটা ব্লগে লেখা শুরু করলে আমার চাকরি থাকবে না। চাকরি বাচাঁতে অন্যান্য ব্লগে লেখতে পারি না। যেহেতু সামুতে প্রথম থেকে আছি তাই এখানেই থেকে গেছি।
বই কেমনে বের করে আমার জানা নাই। আর আমি খুব গুছানো ছেলে না। তাই আমার পুরাণ লেখা আমার সংরক্ষনে নাই।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
কৌশিক বলেছেন: "মন্ত্রীদের অনভিজ্ঞতা প্রকট হয়েছে। মন্ত্রীরা এখনো বিরোধী দলের থাকার সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন না।"
এ-বিষয়টা আরেকটু যদি খোলাসা করেন?
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
লীনা দিলরূবা বলেছেন: কৌশিকের করা শেষ প্রশ্নটি আমারো প্রশ্ন। আপনার রম্য (যা ব্লগেই প্রথম দেখেছি, অন্য কোথাও নয়) বা গল্প বা উপন্যাস কোনটিই বই আকারে পাঠক পায়নি কেন? আপনার মেধার পুরোটাই অর্থনীতির বিশ্লেষন কিংবা এই সংক্রান্ত সাক্ষাৎকারেই ব্যয়িত হচ্ছে। অথচ ব্লগেই দেখলাম আপনি কি রম্য, কি গল্প, কি স্যাটায়ার সব কিছুতে ওস্তাদ ঘরানার লেখক। আমার মনে হয় কবিতা লিখলেও আপনি ফাটাফাটি কিছু ডেলিভারি দিবেন।
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: অর্বাচীনের প্রশ্ন---
বসন্তে কয় প্রকার ফুল ফোটে কি কি।
আপনার জীবনে কয় বসন্তে কয়টি ফুল ফুটেছে। (কি কি)
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
শওকত হোসেন মাসুম বলেছেন: একরামুল হক শামীম @ অল ক্রেডিট গোজ টু মাই গার্লফেস্ডস। ............ছেকা খাইয়িং এন্ড দেইং। ইট ইজ পার্ট অফ লাইফ।
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক: পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিলেন না। আবার কয়েকদিন আগে পাট মন্ত্রী এক আন্তর্জাতিক সম্মেলনে পাট শিল্পের দূরাবস্থার জন্য ভারতের মারোয়ারী ব্যবসায়ীদের ধুমাইয়া গালি দিছেন। সম্মেলনে মারোয়ারী ব্যবসায়ীরাও ছিল। এমনকি অর্থমন্ত্রী অবমূল্যায়ন নিয়ে যা করলেন সেটিও একটি উদাহরণ। আর আছে বাণিজ্যমন্ত্রী। বলে দিলেন যে টিফা প্রায় চূড়ান্ত। আবার বললেন টিসিবি কার্যকর করা হবে না। এই রকম অনেক উদাহরণ আছে।
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক: সংসদে সরকারি হিসাব কমিটি বলতে একটা স্থায়ী কমিটি আছে। এই কমিটি সরকারের সকল ব্যয় নিয়ে কাজ করে। কোনোদিন যদি এর চেয়ারম্যান বিরোধী দলের কাউকে করা যায় এবং এই লোকটি যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে দুর্নীতির অনেক সমস্যার সমাধান হবে। তখন দদক বা টাস্কফোর্সের প্রয়োজন হবে কম।
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
সামী মিয়াদাদ বলেছেন: অলক্রেডিট নাউ গৌজ টু কৌশিকদা.....
মাসুম ভাই...
১. আপনার বাল্যকালীন প্রেম সম্পর্কে কিছু জানতে চাই? প্রথম কবে প্রেমে পড়ছিলাম।
২. লেখালেখির শুরু হয় কবে থেকে। প্রথম লিখা কি?
৩. প্রিয় বই কি কি?
আপাতত এই.....পরে আইতাসে আরও
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৫
সামী মিয়াদাদ বলেছেন: থুক্কু.....প্রথম কবে প্রেমে পড়ছিলেন....স্লিপ অব কী-বোর্ড হইয়া গেছে
২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮
কৌশিক বলেছেন: কার্যকর সংসদে বিরোধী দল প্রশ্ন করতে পারতো, পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিলেন না কেন? অথবা পাট মন্ত্রী পাট শিল্পের দূরাবস্থার জন্য ভারতের মারোয়ারী ব্যবসায়ীদের কেন গালি দিলেন? অথবা অর্থমন্ত্রী বা বাণিজ্যমন্ত্রীর এমন সব অনভিজ্ঞতার নানাবিধ প্রসংগ। সংসদে এমন সব প্রসংগে সরকারী দলের অন্যান্য সংসদের সমালোচনা করতে দেখা যায় না।
ঠিক এর পাশাপাশি মিডিয়াতে জবাবদিহিতার একটা ট্রেন্ড চালু হয়েছে। আস্ক মিনিস্টার বা হটসিটে মন্ত্রীরা ক্যামেরার সামনে অনেক কথা বলছেন। জনগণের প্রশ্নের উত্তর দিচ্ছেন। সংসদে যা হবার কথা ছিল তা উঠে আসছে টিভি-চ্যানেলগুলোতে। মন্ত্রীরা টক-শোতে এত সময় দেবার সময় পায় কিভাবে? একটা চ্যানেলে জবাবদিহিতার এই মিডিয়াশোকে সংসদে সাধারণ জনগনের একটা নিদৃষ্ট পরিমাণকে প্রবেশ করতে ও প্রশ্ন করতে দেয়া কি অধিকতর যুক্তিসংগত নয়?
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১
শওকত হোসেন মাসুম বলেছেন: লীনা দিলরূবা ও কৌশিক: ক্যাডেট কলেজ জীবনে গল্প লিখেছিলাম কয়েকটা। একটা পুরস্কারও পেয়েছিলাম। বের হয়ে আর গল্প লিখি নাই। রমরমা যুগে সাপ্তাহিক যায় যায় দিন ও ২০০০-এ নিয়মিত ভাবে অর্থনীতি নিয়ে লিখতাম। কোনো এক ভালবাসা দিবস সংখ্যায় শফিক রেহমানের অনুরোধে অর্থ ও ভালবাসা নিয়ে একটা রম্য লিখেছিলাম। তারপর ব্লগের বাইরে আর রম্য বা গল্প লিখি নাই।
অর্থনীতি আমার বিষয়। পড়েছিও এই বিষয়ে। আর কবিতা আমি জীবনেও লেখি নাই। কঠিন প্রেমময জীবনেও না। এইটা আমি পারি না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
কৌশিক বলেছেন: কিন্তু মনে করেন একটা কবিতা আপনাকে ডেলিভারী দিতেই হচ্ছে, কার দ্বারা ইমপ্রেগনেন্ট হতে চাইবেন?
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
কালপুরুষ বলেছেন: লীনা, প্লীজ- আপনি মাসুম ভাইকে আপনি এই অপকর্মটি করতে কখনোই উৱসাহিত করবেন না। "ডেলিভারী"র কাজটা অন্যজনের দখলেই থাকুক উনি আমাদের ওনার মজাদার সব লেখা অকাতরে সাপ্লাই দিয়ে যাকা- তাতেই আমরা খুশী।
মাসুম ভাইকে প্রশ্ন,
১। আপনি কী মনে করেন বিয়ে না হলেই প্রেম সফল আর বিয়ের পরে সফল প্রেমেরও করুণ সমাধি হয়। কথাটা কী সত্যি?
২। আমি মনে করি মানুষের মন হলো একটা ফুলগাছ আর প্রেম হলো সেই গাছের ফুল। কোন ফুলগাছেই শুধুমাত্র একবারের জন্য (আমাজান লিলি যদিও ব্যতিক্রম, সেটাকে অবিনশ্বর প্রেম বলা যেতে পারে) ফুল ফোটেনা বরং বার বার ফোটে আর গাছ না মরে যাওয়া পর্যন্ত সেই ফুল ফুটতেই থাকে। প্রেম তেমনি কিছু যা মানুষের মনে ফুটতেই থাকে- একই রঙ, একই সৌরভ আর একই আবেদন নিয়ে। আর সেই ফুল গাছকেই যদি অন্য কোন মাটিতে, অন্যকোন আবহাওয়া সরিয়ে নেয়া হয় তবে তার ফোটা ফুলেও পরিবতর্ন আসে বা ফুল নাও ফুটতে পারে। বিয়ে হলো সেই পরিবর্তন যা মানুষের চিরন্তন প্রেমের স্বতস্ফূর্ত ভাবটাকে ম্লান করে দেয়- বিয়ের পরে দুজনের মধ্যে যা হয় সেটা শুধুই ভালবাসা (কলহ-বিবাদ, মান অভিমান উহ্য থাক), প্রেম নয়।
আপনি কী মনে করেন বিয়ের পরেও দুজনের মাঝে প্রেম থাকে?
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
ফ্রুলিংক্স বলেছেন: সব প্রশ্ন কি কৌশিক একাই করবে?? আমি ওয়াক আউট
মাসুম ভাই (এই নামটা পাবলিক যে কেনো রাখে। নামে মাসুম আসলে বদের হাড্ডি। কি আর বলবো আমারও যে একই নাম) এতো টাইপ করতে আপনার হাত ব্যথা করে না?
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: নতুন পোলাপাইনদের পক্ষ থেকে এক্টা কুইশ্চেন :
১. আপনি কিভাবে মেয়েদের প্রোপোজ করতেন?
২. আওয়ামি লীগের বিগত অর্থ মন্ত্রী কিবরিয়া সাহেব, বিএনপির সাইফুর সাহেব এবং বর্তমান মুহিত সাহেবের মধ্যে কাকে বেশী দক্ষ ভাবেন? ক্যান?
২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ৩. অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেশের অবস্থা কি?
৪. বৈশ্বয়িক অর্থব্যবস্থার ধ্বসের প্রভাব বাংলাদেশকে কতটুক ক্ষতিগ্রস্থ করবে এবং এটার প্রভাব কবে থেকে আমরা টের পাবো?
৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২
শওকত হোসেন মাসুম বলেছেন: সালাহ্ উদ্দিন শুভ্র@ আমি কোনো বসন্তেই অন্ধ থাকি নাই। আমার গোটা জীবনই বসন্তে ভরা
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: হালকা কয়েকটা কোয়েশ্চন করি:
১/ মাসুম ভাই কি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের লোক ?
২/ এত মুভি কি করে দেখেন ? মুভির কালেকশন কি জনগণের জন্য উন্মুক্ত করা হবে ?
৩/খেলা নিয়ে প্যাশন আছে ?
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ৫. ভালবাসা আসলে কি?
৬. ভাবীর সাথে আপনাকে কম দেখা যায় ... এর পেছনেকি টাংকিবাজী বেশী কাজ করে? নাকি ভাবীর বকাঝকা বেশী খেতে হয় এই ভয়ে?
৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০
শওকত হোসেন মাসুম বলেছেন: সামী মিয়াদাদ@
১. সত্যিকারের প্রেমে পড়ছিলাম ভার্সিটি লাইফে। সেই অর্থে বাল্যকালের দুই দূর্ঘটনা থাকতে পারে কিন্তু প্রেম নাই।
২. লেখালেখি শুরু করি ক্যাডেট কলেজে। কলেজে আমি কালচারাল প্রিফেক্ট ছিলাম। বিতর্ক আর উপস্থিত বক্তৃতায় প্রথম ছিলাম। কলেজ ম্যাগাজিনে ছাপা হয়েছে। আর অনার্সে থাকতে বাই পোস্টে একটা লেখা পাঠিয়েছিলাম সে সময়ের আজকের কাগজে। সেই লেখা ছাপা হয়েছিল। সেই অনুভূতি প্রথম প্রেমে পড়ার চেয়ে কম না।
৩. আমার প্রিয় বইয়ের তালিকা মহা লম্বা। শেষ করা যাবে না। পাঠক হিসেবে আমি অনেক ভাল। জীবনে এই কাজটা আজ্ও করি। আমার বউয়ের এ জন্য অনেক অভিযোগ।
৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক: টিভিতে সাক্ষাৎকার পর্ব কাজের কিছু হয় না কেন জানেন? আমার মত হচ্ছে প্রশ্ন যারা করি তাদের দুর্বলতাও একটা বড় কারণ। আমরা সঠিক প্রশ্ন করতেও শিখি নাই।
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
মেসবাহ য়াযাদ বলেছেন: বৌয়ের থেইকা দুরে থাকলে মনে অয়, বৌ ছাড়া বাঁচুম না........আবার বৌয়ের কাছে আইলে মনে অয়, বৌ থাকলে বাঁচুম না........
শ্রদ্বেয় দুলাবাই, আপনের কাছে প্রশ্ন : আপনের কী কখনো ইরাম মনে অয় ????
৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
শওকত হোসেন মাসুম বলেছেন: কালপুরুষদা, আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। পছন্দ হইছে। প্রেম আর ভালবাসার পার্থক্যটা।
আমি পর পর কয়েকটা ঘটনা দেখে বিবাহ আর সফল প্রেম নিয়ে একটু হতাস হয়েছি।
৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
শওকত হোসেন মাসুম বলেছেন: ফ্রুলিংক্স ওরফে মাসুম: আপনে বলার পর এখন হাত ব্যাথা করতাছে। তয় আমার চাকরিই হলো ক্রমাগত টাইপ করা।
৩৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১১
কৌশিক বলেছেন: মাসুম ভাই, ইদানিং শোনা যাচ্ছে টিভির জনৈক সংবাদ-নায়িকার সাথে আপনার বেশ ভালো সম্পর্ক। যত্রতত্র এমনকি টকশোতেও তিনি পিছু ছাড়ছেন না। এটা যদি গুজব হয় তাহলে আসল ঘটনা কি?
৩৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
শওকত হোসেন মাসুম বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব @কি উদ্দেশ্য নিয়া প্রপোজ করবেন সেটার উপর নির্ভর করছে। তরিকা ভিন্ন ভিন্ন । উদ্দেশ্যটা কন।
আর কে দক্ষ বলা মুশকিল। সাইফুর রহমান প্রথম দফায় যতটা দক্ষতা দেখিয়েছেন দ্বিতীয় দফায় সেটা দেখাতে পারেননি। কিবরিয়া সাহেব খানিকটা রক্ষনশীল অর্থমন্ত্রী। আর মুহিত সাহেব এখনো ১৯৮২ সালে পড়ে আছেন।
অর্থনীতি নিয়ে দেশ এখন যে অবস্থায় আছে সামনে সেটা থাকবে না। আরও খারাপ হবে। আর মন্দা টের পাবেন আগামি অর্থবছরে।
৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯
জানজাবিদ বলেছেন: ভাই আমিও এক বই পাগল। বইমেলার এই মাসে দুই একটা স্মরণীয় বইয়ের নাম আপনারে কইতেই হইবো। আমার কথা যদি জিগান, তাইলে দু্ইডা নাম কই, 'প্যাপিলন' আর 'হানড্রেগ ইয়ার্স অফ সলিটিচিউড'। (ইংরেজী ভার্সন)
কোরআনের কথা অবশ্য বললাম না, মুসলমান মাত্রই কোরআন পড়ে।
৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯
শওকত হোসেন মাসুম বলেছেন: মেহরাব শাহরিয়ার@ আমি অর্থনীতির ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা।
মুভি দেখি সকালে। আমি বের হই সকাল ১১টার পর। ৯-৫ টা অফিস করতে হয় না। সকালে যতটা সময় পাই ততটাই দেখি। মাঝে মধ্যে বাচ্চারা ঘুমালে রাতে দেখি।
আর জনগনটা কে তার উপর নির্ভর করে উন্মুক্ত হবে কিনা।
আমি স্পোস্টস রিপোর্টার হিসেবেও কাজ চালাতে পারি। আমি মহা ক্রিকেট ফ্যান।
৪২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২
কৌশিক বলেছেন: একদিন ভাবী ধরুন আপনাকে বললো, ওকে মাসুম, তুমি আসলে অত মাসুম না। আমি নতুন কারো প্রেমে পড়েছি। ছেলেমেয়ে দুটো তোমার কাছে থাকলো, আমি আজকেই তার হাত ধরে চলে যাচ্ছি। তখন কি করবেন?
৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: কি হৈতাছে এইখানে !!!!!
শওকত সাহেব আর আমি একই ইস্কুলে পড়ালেখা কর্ছি .. এইটা জানতে পাইড়া আমি মহাখুশি।
শওকত সাহেব এখন আমার মহল্লায় চাকরি করতাছেন (আল্লাহ আমারে বাঁচাইছে আমি দেশে নাই .. নইলে নির্ঘাত শওকত সাহেব প্রত্যেক সপ্তাহে আমার বাসায় লাঞ্চ টাইমে এসে হাজির হৈতো)
শওকত সাহেবের শ্বশুড়বাড়ি আমার এলাকার পাশেই ... সুতরাং এইখানে উনি যা যা বলবেন সব রেকর্ড করা হৈবে .. শ্বশুড়বাড়িতে পৌছাইতে সেকেন্ডও লাগবে না। সাধু সাবধান
@শওকত সাহেব - আপনের ডিভিডির আলমারির চাবিটা কি আমারে কয়েক দিনের জন্য দেয়া যায় ?
৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
আইরিন সুলতানা বলেছেন: আইরিন সুলতানা @ প্রশ্ন করতে পারেন বাংলাদেল সন্ত্রাসীদের জন্য বাফার স্টেট বলে মনে করি কীনা
============
হাহা ..নাহ...অন্য একটা প্রশ্ন করি ...
আমাদের অনেক রাজনীতিবিদরাই আল-ফাল (আউল-ফাউল) কথা বলেন ....আপনি তাতে একমত কি ?
আজকাল আল-ফাল শব্দটি ব্যপক আলোচ্য কিনা ...
৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
মেসবাহ য়াযাদ বলেছেন: বিমা, ভাইরে আপনে যে কবে মহল্লায় আইবেন ?? আপনেরে আমার বড় বেশি দরকার !!! শওকত সাহেব সম্পর্কে আমার দুলাভাই হন সুতরাং আমিও কিন্তু উল্টা পাল্টা কিছু দেকলে তারে ছাইড়া কতা কমু না.............
৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮
শওকত হোসেন মাসুম বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব @ নাজের কথা ভাবলে আপনার মনের যে অনুভূতি সেটাই ভালবাসা।
ভালবাসা পুকুরের মতো শান্ত। আর প্রেম সমদ্রের মতো। স্রোতে ভেসে যেতে হয়।
আমি মাসুম। আমারে কেউ বকে না। আর আমার বউ দেখার জন্য আপনারা এত উদগ্রীব কেন?
৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
সামী মিয়াদাদ বলেছেন:
আসলেই কোথাও কোন লেখা ছাপা হওয়া প্রথম প্রেমে পড়ার মতোই। দারুন অনুভূতি।
৪. প্রিয় বইয়ের তালিকা লম্বা হওয়াই স্বাভাবিক। কিন্তু এমন কোন বই নেই যে যার কাহিনী, বক্তব্য আজও আপনাকে ভাবায়, চেতনায় আঘাত হানে? এমন দুই একটা বইয়ের নাম বলতে পারেন। কবিতা লিখেন না। কিন্তু পড়েন তো? প্রিয় কবি কে?
৫. মাসুম ভাই, একজন সিনেমাপ্রেমী হিসেবে বাংলাদেশে সিনেমার ভবিষ্যত সম্পর্কে আপনার কি মতামত। পুরোন এবং নতুন ধারার সাথে পার্থক্য করতে কি কি মূল্যায়ন সামনে আনতে হবে?
আমাদের যে বিশাল মুক্তিযুদ্ধ, এখনকার সময়ে এতো এতো ইতিহাস যেখানে প্রকাশিত হচ্ছে, সেই তুলনায় বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস নির্ভর সিনেমা তৈরী হচ্ছেনা। এটা নিয়ে আপনার মতামত কি?
৬. আমাদের দেশে শিল্পকলার বানিজ্যিকিকরন একটু অসুস্হ পর্যায়ে চলে যাচ্ছে কিছু লেখক সাহিত্যিকদের কল্যানে। এ থেকে মুক্তির উপায় কি?
৭. লেখালেখি করা ছাড়া আর কিছু শেখেন নাই। আর কিছু শিখতে চাইবার অপশন দিলে কি শিখতে চান?
৮. বাংলাদেশে ব্লগকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে কতটুকু কার্যকর প্লাটফর্ম হিসেবে মনে করেন? আমি কি সত্যিকার ভাবেই আমার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি? নাকি এই প্লাটফর্মও বাক-পরাধীনতার বেড়াজালে আবদ্ধ। (আপনার পোষ্টে পিয়াল ভাইয়ের একটা কমেন্ট পড়ে প্রশ্নটা মনে জাগলো)
৯. ব্লগের জনপ্রিয়তাকে কিভাবে এনজয় করেন।
মাসুম ভাই.....প্রশ্নগুলোতে হয়তো কোন ধারাবাহিকতা নাই...সরি
এখন একটু বাইরে যাবো.....পরে আরো...
৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
শওকত হোসেন মাসুম বলেছেন: মেসবাহ য়াযাদ@ ভাবীরে ফোন দিতাছি। নাম্বার দেন।
৪৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক @ তারে নিয়া নতুন একটা গল্প আছে। আরো মজার। এখনো হাসতাছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮
কৌশিক বলেছেন: সংবাদ-নায়িকার গল্প শুনতে চাই - এই মুহূর্তে!
৫০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার জীবনের প্রথম নারী আমার বউ, শেষ নারীও আমার বউ। তারে যখন দেখি নাই, তখনো তার প্রেমে মশগুল ছিলাম। বৌয়ের থেইকা দুরে থাকলে মনে অয়, বৌ ছাড়া বাঁচুম না........আবার বৌয়ের কাছে আইলেও মনে অয়, বৌ ছাড়া বাঁচুম না........
এই উত্তরটা কেবল বিমার জন্য
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪
কৌশিক বলেছেন: সালাদের হাত থেকে পিঠ বাচাইতে মিথ্যা কথা বললেন?
৫১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: @মেজবাহ ভাই .. আইতাছি আর কয়টা দিন পরেই, আপনের দুলাভাইরে কোন ছাড় দেয়া হৈবে না ।
@শওকত ভাই - আপনের এই উত্তরে খুশি হৈলাম , এইবার সংবাদ পাঠিকার বিষয়টা ঝেড়ে কাশেন মিয়া ভাই । ঘটনা অন্য কোথাও পাচার করা হইবে না গ্যারান্টি । বিফলে মূল্য ফেরৎ
৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
শওকত হোসেন মাসুম বলেছেন: কে কয় মিথ্যা। এর চেয়ে চরম সত্যি আমার জীবনে নাই রে ভাই। ...........বিমা শুনতাছো।
(বিমার জন্য অফটপিক-আমার একাধিক বন্ধু পালাইয়া বিয়া কইরা আমার বাসায় তাকে। পুরা তিন রুম খালি। )
৫৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
শওকত হোসেন মাসুম বলেছেন: আইরিন সুলতানা@ আল-ফালের হিস্দী কি জানেন নাকি?
৫৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: আরে !!!!!
মাসুম ভায়ের মত ভালো মানুষ এই ব্লগে আর একটাও নাই । মাসুম ভাইকে কেউ উল্টা পুল্টা কথা কইলে বাঁশ ডলা দেয়া হৈবে কিন্তু !
মাসুম ভাই আমি আছি আপনের সাথে .. নো চিন্তা।
(রুম একটা খালি রাইখেন মিয়া ভাই ... আল্লাহ না করুক দইজনরেই বাসা থিকা বাইর কইরা দিলে আপনের ঘর ছাড়া এই দোজাহানে যাওয়ার মত আর কোন জায়গা থাকবো না)
৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
ফিউশন ফাইভ বলেছেন:
১. মূল প্রথম আলোর যে একটা সর্বব্যাপী গ্রহণযোগ্যতা, প্রথম আলো ব্লগের কারণে সেই গ্রহণযোগ্যতা অন্তত ইন্টারনেট ইউজারদের কাছে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে- এটা আপনি ভালোই জানেন। কিন্তু প্রথম আলো ব্লগের কী কী সীমাবদ্ধতা আপনার চোখে পড়েছে, শ্রেফ একজন ব্লগার হিসেবে আপনি কি আমাদের জানাবেন?
২. নতুন 'অপরবাস্তব' কয় কপি কিনবেন?
৫৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
শওকত হোসেন মাসুম বলেছেন: সংবাদ নায়িকা গেছে গোয়ালন্দে রিপোর্ট করতে। ৪টা রিপোর্ট করছে গোয়ালন্দের এক বিশেষ জায়গা নিয়া। টিভি মিডিয়ায় পিটিসি নামে একটা কথা আছে। মানে হইলো সব শেষে রিপোর্টার কিছু কথা বলে কোন জায়গা থেকে রিপোর্ট করছে তার নামটা বলে দেওয়া। যেমন, আমি হলে বলবো কারওয়ান বাজার ঢাকা থেকে শওকত হোসেন মাসুম।
তো সংবাদ নায়িকা কাজ শেস করে পিটিসি দিতে গেছে। কিন্তু সংবাদ নায়িকা বলে কথা। চারদিকে লোকজন। সবাই মজা দেখছে। অনেকগুলা পোলাপানও আছে। সংবাদ নায়িকা কথা বলা শুরুর আগেই পিছন দিক থেকে এক পিচ্চি পোলা বলা শুরু করলো.....
গোয়েলন্দের
খানকিপাড়া থেকে
সংবাদি নায়িকা......
প্রতিবারই ক্যামেরা অন হয় আর পিছন থেকে সবাই এই কথা বলা শুরু করে। শেষ পর্যন্ত পিটিসিই দিতে পারে নাই সংবাদ নায়িকা
৫৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: অশ্লীল!!! জায়গাটার নাম কি আসলেই খানকিপাড়া !!!
# মাসুম ভাই , আপনার সংগ্রহে ডিভিডির সংখ্যা কত ?
৫৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: মাসুম ভাই , আমি নিজেকে জনগণ ভাবি
৫৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: মেহরাব , আমিও কিন্তু জনগন এবং তক্কে তক্কে আছি
৬০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
শওকত হোসেন মাসুম বলেছেন: সামী@ চেতনায় আঘাত করার বই আমার কাছে জাহানারা ইমামেম ৭১র দিনগুলি। শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন পড়ে মুগ্ধ। যাযাবরের দৃষ্টিপাত আমার প্রিয় উপন্যাস। শাহররিয়ার কবিরের ওদের জানিয়ে দাও আমার আরেক প্রিয় উপন্যাস। মহাভারত পড়েও আমি মুগ্ধ। আমার আরেক প্রিয় উপন্যাস চাণক্য সেনের পুত্র পিতাকে। আমার সংগ্রহে প্রায় ২ হাজার বই আছে।
আমি কবিতারও মুগ্ধ পাঠক। আমি এক সময় স্বনন নামে একটা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলাম। কবি হিসেবে পছন্দ রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নির্মলেন্দু গুণ, সুনীল, আবুল হাসান।
আমি তারেক মাসুদের ভক্ত। আমার ধারণা দেশে সামনে অনেক ভাল সিনেমা হবে। আর আমি মুভির সমালোচক না দর্শক। কোনো কোনো সিনেমার কাহিনী, কোনটার পরিচালনা, কোনটার ফটোগ্রাফী......নানা কারণে ভাল লাগে। গল্প বলার ঢংটা আসলে পাল্টে গেছে। পার্থক্য এটা একটা বড় বলে মনে হয়।
মুক্তিযুদ্ধ নিয়ে ভাল ছবি করার মতো পরিচালক আমাদের দেশে তেমন নেই। এ কারণেই খুব বেশি হয না।
বাণিজ্যিকিকরণ: আমি প্রচুর বই কিনি। কিন্তু এখন হুমায়ুন আহমেদ কিনি না, মিলন কিনি না, টিভিতে ইত্যাদি দেখি না। আর কি বলতে পারি।?
আমি সিনেমা বানানো শিখতে চাই।
ব্লগ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গী কি এখনো পরিস্কার না। তবে এখন পর্যন্ত তারা এটিকে সিরিয়াসলি নিয়েছে বলে আমার জানা নাই। জরুরী অবস্থার সময়েও দেখা যায়নি সিরিয়াসলি নেওয়ার। ফলে বাগস্বাধীনতা কতখানি আছে আমি আসলেই পরিস্কারভাবে জানি না।
ব্লগে জনপ্রিয় হলে তখন দেখবো।
৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
শওকত হোসেন মাসুম বলেছেন: ফিউশন ফাইভ @ প্রথম আলো ব্লগের সঙ্গে পত্রিকা হিসেবে প্রথম আলোর কোনো সম্পর্ক নাই এটাই আমার কাছে সমস্যা মনে হয়। প্রথম আলোর কোনো লেখা নিয়ে আলোচনা হবে, লেখক নিয়ে হবে সেটাই ভাবছিলাম। প্রথম আলো কেন একটা গণব্লগ করবে?
এক কপি কিনবো নিজের জন্য। বাকিটা আপনাদের দক্ষতার উপর নির্ভর করছে।
৬২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
শওকত হোসেন মাসুম বলেছেন: বিমা@ আমার সংগ্রহে এক হাজারের বেশি ডিভিডি আছে। আর তাতে মুভির সংখ্যা হবে ১২০০/১৩০০ হবে।
৬৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: আমি কিন্তু দেশে আসলে আপনারে জ্বালামু .. রেডি থাইকেন !
(ডর দেখাইলাম ,, আমারো কালেকশন খারাপ না তবে আপনার অর্ধেকেরও কম হবে .. কিন্তু আমি কাউরে দেইনা .. ডজন খানেক ফি সাবিলিল্লাহ হয়ে গেছে .. আর ডজন খানেক স্ক্র্যাচ সহ ফেরত পাইছি ..তারপর থিকা সাবধান হয়ে গেছি। আমি জানি এইটা কি পরিমান কষ্টকর .. নিজির প্রিয় জিনিসে স্ক্র্যাচ পড়লে মনে হয় কলিজায় দাগ পড়লো )
৬৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
ফিউশন ফাইভ বলেছেন: মতি ভাইয়ের ভয়ে বাথরুমে আত্মগোপন করার মতো বিশেষ পরিস্থিতি কি হৈছিল কখনো? হৈলে কয়বার এবং কখন?
৬৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
শওকত হোসেন মাসুম বলেছেন: হা হা হা হা। না ভাই কখনোই হয় নাই। আপনার হইছিল?
৬৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২০
অমি রহমান পিয়াল বলেছেন: একখন্ডে বাংলাদেশের সাংবাদিকদের জানা-অজানা কৌতুক সমগ্র লিখার দায়িত্ব পাইলে সেইটা কয় পৃষ্টা হইতে পারে
৬৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
শওকত হোসেন মাসুম বলেছেন: কেবল বায়রন নিয়াই তো কয়েকক্ষন্ড হইয়া যাইবো।
৬৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
অমি রহমান পিয়াল বলেছেন: পুরান যুগের জটিল কিছু হিন্দি সিনেমা নিয়া পুস্টাইছিলেন। অহন আর পাইনা ক্যান?
প্রসঙ্গত : ক্রিকেটার পরে নায়ক মোহসিন খানের বউ একসময় কড়া স্টার রীনা খানের (রয়) পা দুইখান আমার কাছে জটিল মনে হইতো। মানে হাটুর নিচে যট্টুক দেখাইতো নাচের সময় আমার কাছে অসাম লাগতো। আপনার কি মন্তব্য? আমার চোখে আলুর প্রবলেম নাকি ঘটনা সইত্য?
৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
আলিফ দেওয়ান বলেছেন: পালথু হাদুমপাদুম তিয়াগ করি কামের কতা বল্ল। কাগুর ঝন্য কাগিমা কুঝিতে তুই এযাভথ কি কি পদক্কেপ গহন করিলি?
৭০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
জেরী বলেছেন: মাসুম ভাই,ভাবী যখন আপনাকে ধোলা দেয়........তখনকার অনুভূতি শেয়ার করুন???খিক
৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
আইরিন সুলতানা বলেছেন: আইরিন সুলতানা@ আল-ফালের হিস্দী কি জানেন নাকি?
==========
"বাকোয়াস" বলে একটা শব্দ আছে ...ওটার কথা বলছেন কি ? যাই হোক...আল-ফাল শব্দটাকে ইদানিংকালে জনপ্রিয় করার জন্য অল ক্রেডিট গোউউস টু মিস্টার পি.রঞ্জন...
কিন্তু আপনি দেখি প্রশ্ন করেন ...প্রশ্ন তো আমাদের করার কথা ..
৭২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
ফাহমিদুল হক বলেছেন: বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমার একটা গড়পড়তা পর্যবেক্ষণ হলো ইহা অতিমাত্রায় বিশ্বব্যাংক-আইএমএফমুখী। অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ এমনকি হয়তো অর্থনীতি-সাংবাদিকও বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট। ক্যাপিটালিস্ট সিস্টেমকে অনিবার্য মেনে নেয়া এবং পুঁজিবাদের আওতায় কল্যাণমুখী রাষ্ট্রের ভাবনা থেকে দূরে দূরে সরে যাওয়াও আরেক সঙ্কট।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন প্রেসক্রিপশন আমরা বিশ্বব্যাংক থেকে দীর্ঘদিন ধরে পেয়ে আসছি। উন্নয়ন নাই।
অর্থনীতির ছাত্র ও সাংবাদিক হিসেবে আপনার প্রেসক্রিপশনটা এবার দেন।
৭৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
শওকত হোসেন মাসুম বলেছেন: অমি রহমান পিয়াল@ আবার দেবো পুরানা ছবির রিভিউ।
আর আমার বেশি পছন্দ ছিল হেলেন। আহা......
৭৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
শওকত হোসেন মাসুম বলেছেন: আলিফ দেওয়ান@ কাগু, রাস্তাঘাটে সুন্দর কাউকে দেখলেই একটু বেশি তাকাই আজকাল্ এইটা হইল কাগীমা খুজতে এইটাই আমার সাম্প্রতিক পদক্ষেপ।
৭৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৫
এস্কিমো বলেছেন: একটা আব্দারের প্রশ্ন করি, ঢাকায় আসলে কি এক বিকালে আপনার সাথে বসে একটা মুভি দেখা যাবে?
৭৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: আমার একটা মামুবাড়ির আব্দার আছে তাইলে । সেই বিকালে আমিও থাকতে চাই @এস্কিমো ভাই
৭৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩০
এস্কিমো বলেছেন: আগে হেড অফিস থেকে পারমিশান পাই তারপর চিকনে তোমারে লগে লমুনে। @ বিমা
৭৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
সুদীপ্ত বলেছেন: পোস্ট পর্যবেক্ষণ।
৭৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহা। বিমা তো আমার প্রতিবেশি, ছোট ভাই ছিল, শালা পর্যায়ে চলে যাচ্ছে। আর এস্কিমো.....আপনারে আমি বড়ই পছন্দ করি। আপনার সঙ্গে দেখা হলে আমার ভাল লাগবে। কবে আসছেন?
৮০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫
এস্কিমো বলেছেন: অল ক্রেডিট গোস টু বিমা - কারন বড় কুটুম্ব বলে কথা।
- ধন্যবাদ, আশা করছি এই বছরের মাঝামাঝি আসবো। আশা করি আপনার সাথে দেখা হবে।
৮১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: @ শওকত সাব - দুলাভাই হয়া গেলে কিন্তু নিজেই বিপদে পর্বেন .. মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা আরকি ! খুব খেয়াল কৈরা
৮২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
শওকত হোসেন মাসুম বলেছেন: বিমা@ বাসায় কিন্তু খালি তিনটা রুম। খুব খেয়াল কৈরা....
৮৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯
কৌশিক বলেছেন: (সবাইকে সতর্ক করে দিলাম। এই পোস্ট থেকে কোনধরণের কৌণিক যোগাযোগ স্থাপন হইলে তার জন্য আমি দায়ী না। মাসুম ভাই আসলেই মাসুম, খাল কেটে কুমির আনতে দেখি তার মহা উৎসাহ। )
আপনার ভ্রমণকাহিনী অসাধারণ। সম্প্রতি যে দেশগুলোতে গেলেন তার কাহিনী মিসিঙ। কেন?
৮৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২
শওকত হোসেন মাসুম বলেছেন: জেরী@ ধোলাই কি?
৮৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
আরিয়ানা বলেছেন: বড়ই জটিল, উম!!!
৮৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
শওকত হোসেন মাসুম বলেছেন: সময়ের অভাবে ফাহমিদ ভাইয়ের প্রশ্নের উত্তর আজ দিতে পারলাম না। এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব না। তাই কাল ভেবে চিন্তে দেওয়ার আশা করি।
৮৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
শওকত হোসেন মাসুম বলেছেন: সময়ের অভাবে ফাহমিদ ভাইয়ের প্রশ্নের উত্তর আজ দিতে পারলাম না। এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব না। তাই কাল ভেবে চিন্তে দেওয়ার আশা করি।
৮৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
সামী মিয়াদাদ বলেছেন: ১০. ইয়াল্লা....এতো বই আর ডিভিডি রাখেন কই? বুক শেল্ফ না অন্যকিছু?
১১. এই সংগ্রহ জমাইতে কতদিন লাগছে আনুমানিক।
১২. কখনো কি এমন হইছে খুব ভাল একটা বই পড়তে চাইতেছেন কিন্তু হাতের কাছে নাই। খুইজা পাইতেছেন না কোথাও। মার্কেট আউট। এমন পরিস্হিতিতে উপলব্ধি কি?
১২. একাত্তরের দিনগুলি পড়ার পর অনুভূতি কি হয়েছিলো। কোন ব্লগীয় রিভিউ কি আছে? না থাকলে জানতে চাই বিস্তারিত।
১৩. এতো পড়েন এতো লেখেন কখনো কি মনেই হয়নাই যে পাঠকরেও কিছু দেয়ার আছে? আত্মউপলব্ধি যাকে বলে। অগোছালো টা তো অন্য জিনিস। এইটা বইলা রেহাই নাই
১৪. কোন লেখা শেষ করার পর কেমন উপলব্ধি হয়? কার একটা লেখা যেন ব্লগে পড়ছিলাম একেকটা পোষ্ট যেন বীর্যস্খলনের মতো। আপনার অনুভূতি কি?
আপাতত এই....
৮৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯
মাহবুব সুমন বলেছেন: আমার কিছু প্রশ্ন
১) সংবাদ প্রকাশের ক্ষেত্রে যখন ব্লাডি জাংলিশদের গোয়েন্দা সংস্থার (ডিএফআই ) প্রেসার পান তখন কেমন লাগে ?
২) আশে পাশে যখন অসৎ কিন্তু বিখ্যাত সাংবাদিক দেখেন তখন তাদের সাথে হাত মেলাতে খারাপ লাগে না ?
৩) খুবই জরূরী সংবাদ যখন ব্লাক আউট হয় তখন মন খারাপের পরিমান টা কতটুকু হয় ?
৪) ঘুষের অফার কেমন পান ?
৫) মশারি টাঙাতে কতটুকু পারদর্শী ?
৬) ভালোবাসার ক্ষেত্রে কোনো মানুষ যদি চরম স্বার্থপরের মতো আচরন করে ডিগবাজী খায় তখন তাকে কি করতে ইচ্ছে হবে ?
৭) সারা পৃথিবী অর্থনীতির চরম মন্দাবস্থায় দেশের সরকারের হেলে দুলে চলা কি চোখে লাগে ?
৮) ভন্ড মানুষকে কি করতে ইচ্ছে হয় ?
৯ ) আমড়া না কদবেলের আচার, কোনটা বেশী প্রিয় ?
১০ ) প্রিয় ফুল কোনটা ?
১১) আপনার প্রতি মানুষের পছন্দটা টের পান ?
১২) ভাবীর কথায় "জি হাঁ" এ শব্দ দুটি দিনে কবার বলেন ?
১৩) সুখ ও শান্তির মাঝে যেকোনো একটি বেছে নিতে বলা হলে কোনটা বেছে নিবেন ?
১৪) গোলাপী শার্ট কেউ গিফট করলে সেটা নিবেন ?
১৫) বাসায় লুঙি পড়েন ?
১৬) বাংলা সিনেমায় প্রিয় নায়িকা কে ? ( বর্তমান )
১৭) ব্লগের ট্যাগিং ও ট্রলিং সংস্কৃতিকে কি ভাবে দেখেন ?
১৮) স্টিল বডি লন্চ না কাঠ বডি লন্চ; কোনটা বেশী পছন্দের ?
১৯ ) দূঃস্বপ্ন দেখলে ভয় পান ?
২০ ) ছোটবেলার কোন স্বপ্নটা পূরন করতে পারেনি নাই ?
---
আপাতত এতটুকুই
৯০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫০
রন্টি চৌধুরী বলেছেন: কোন প্রশ্ন নাই।
শওকত হোসেন মাসুম প্রায় পারফেক্ট পর্যায়ের একটা লোক..তারে পছন্দ করি খুব।
৯১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
সত্যের মত বদমাশ বলেছেন: মাসুম ভাইয়ের কাছে প্রশ্ন...
মাসুম ভাইগো, আপনে কবে নাগাদ বালেগ অইবেন?
৯২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২
জ্বিনের বাদশা বলেছেন: সিনেমা নিয়ে আপনার প্যাশন আপনার ব্লগের আশেপাশে থাকলেই বোঝা যায়।
বিশেষ করে ইংরেজী বা হলিউডের ছবিগুলো নিয়ে।
কখনো কোন ছবি দেখে মনে হয়েছে, "বাংলায় এরকম একটা ছবি তৈরী করতে পারতাম!"?
আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এযাবৎ তৈরী ছবিগুলোর মধ্যে শ্রেষ;ঠ ছবি আপনার মতে কোনটি?
৯৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬
শওকত হোসেন মাসুম বলেছেন: আজ আমি একটু দেশের বাইরে যাচ্ছি। এখনই অফিস থেকে উঠবো। দুই প্রিয় মানুষ মাসু আর জ্বীনের বাদশার প্রশ্নের উত্তর এসে তারপর দেই না হয়? সামীও কিছু প্রশ্ন করেছে। সেও আমার প্রিয় মানুষ।
৯৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৮
শিরোনামহীন বলেছেন: মাসুম ভাই : কেন আপনার ভাই একটু লম্বা হৈলো না? :'( কেন কেন কেন???
৯৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এর পর লোকালটক রে আগুনের পরশমনিতে হাজির করা হোক
৯৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯
নুশেরা বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: কোন প্রশ্ন নাই।
শওকত হোসেন মাসুম প্রায় পারফেক্ট পর্যায়ের একটা লোক..তারে পছন্দ করি খুব।
প্রবলভাবে একমত।
৯৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
সামী মিয়াদাদ বলেছেন: প্রত্যুদার লগে কঠিন ভাবে সহমতিত হইলাম
লুকাল্টক রে পরশমিনতে চাই....কৌশিকদা অচিরেই
৯৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
শওকত হোসেন মাসুম বলেছেন: ফাহমিদ ভাই জটিল কিছু প্রশ্ন করেছেনভ
১. আপনার পর্যবেক্ষনে অনেকটাই একমত। তবে এখন যদি বলেন তাহলে বিশ্বব্যাংকের প্রভাব আগের মতো নেই, ৫/৭ বছর আগেও যেরকম ছিল। তবে এখন প্রভাব বেশি আইএমএফ-এর। সাইফুর রহমান ছিলেন পুরোটাই বিশ্বব্যাংক-আইএমএফমুখী। অর্থনীতিবিদদের মথধ্রে কেউ কেউ বিশ্বব্যাংকের প্রকল্পে কাজ করে হয়তো। কিন্তু অর্থনীতি-সাংবাদিকও বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট-এইটা মনে হয় ঠিক না। বরং বিশ্বব্যাংক-আইএমএফ বিরোধীতাই আমি বেশি দেখি।
২. আমার ধারণা আমাদের বড় সমস্যা নেতৃত্ব। নেতৃত্ব যদি ঠিক থাকে এবং তাদের যদি যে কোনো ধরণেরই মোটামুটি ভাল একটা পরিকল্পনা থাকতো তাহলে আমরা আরো ভাল করতে পারতাম। আমি বিশ্বাস করি বিদ্যমান নেতৃত্ব দিয়ে টিকে থাকা যাবে, খুব বেশি আগানো যাবে না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮
কৌশিক বলেছেন: মাল সম্বন্ধে কিছু বলবেন কি? সে কোনমুখী? ব্রিফ কপারিজন বিটউইন মাল এন্ড সাইফু।
৯৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
শওকত হোসেন মাসুম বলেছেন: মাল এখনো অতীতমুখী। ১৯৮২ সাল থেকে তাকে আগে ২০০৯ সালে আসতে হবে।
১০০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
ফিউশন ফাইভ বলেছেন: মাসুম ভাই, এখন শরীরের অবস্থা কেমন? খুব খারাপ লাগল আপনার অবস্থা জেনে। শিগগিরই সেরে উঠুন- এই কামনা করছি।
১০১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮
শওকত হোসেন মাসুম বলেছেন: হা হা হা হা। ঘটনার দিন কিন্তু আমি দেশে ছিলাম না।
১০২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক@ বিদেশ ভ্রমন নিয়া খুব একটা লেখা হয় না। কি হনু রে টাইপ হয়ে যেতে পারে।
১০৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫
কৌশিক বলেছেন: টকশোর কিছু হট এপিসোডের কথা বলেন। যা বলতে চান তা কি বলতে পারেন? একবার বলেছিলেন টকশোর উপরে অলিখিত মডারেশনের কথা, এখন কি অবস্থা? আপনার কি মনে হয় টকশোর পরিমাণ অত্যাধিক এবং বেশীরভাগ ক্ষেত্রে অতিথিদের আলোচনা অর্থহীন ও ফালতু?
১০৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৯
শওকত হোসেন মাসুম বলেছেন: সামী মিয়াদাদ @
১.আমার একটা রুম আছে। সেখানে খারি বই আর ডিভিডি। আমি বই কেনা শুরু করছে স্কুলে থাকতেই। আমাদের সময় এসএসসি আর এইচএসসিতে ভাল করলে বৃত্তি দেওয়া হতো। সেই টাকা দিয়ে সব বই কিনেছিলাম। ছোটবেলা অল্প কিছু কিনলেও ইউনিভার্সিটি লাইফ থেকেই বই কেনা বেশি শুরু।
৭১ এর দিনগুলি নিয়া কোনো ব্লগীয় রিভিউ নাই। আর এটা নিয়া এতো ভাল ভাল লেখা আছে যে আমার লেখার প্রয়োজন হচ্ছে না।
আমার এমনিতেই প্রচুর লিখতে হবে। আলাদা করে বইয়ের জন্য লেখার তাগিদ এখনো তেমন পাই নাই। অর্থনীতির পরিভাষা নিয়ে নতুন ধরণের একটা বই লেখার ইচ্ছা ছিল, দেখি কি করা যায়?
প্রথম প্রথম নাম ছাপা হচ্ছে দেখেই অসাধারণ এক অনুভুতি হতো। এখন ভালো কোনো রিপোর্ট ছাপা হলে প্রশংসা পেতে ভাল লাগে।
১০৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
শওকত হোসেন মাসুম বলেছেন: মাহবুব সুমন @ মেলা প্রশ্ন দেখি।
১) সংবাদ প্রকাশের ক্ষেত্রে যখন ব্লাডি জাংলিশদের গোয়েন্দা সংস্থার (ডিএফআই ) প্রেসার পান তখন কেমন লাগে ?
-তখন তো স্বাধীন দেশ বইলা মনে হয় না।
২) আশে পাশে যখন অসৎ কিন্তু বিখ্যাত সাংবাদিক দেখেন তখন তাদের সাথে হাত মেলাতে খারাপ লাগে না ?-আমার চাইতে মনে হয় তাগো বেশি খারাপ লাগে। অপরাধ বোধ তো তাগোই হওয়ার কথা ।
৩) খুবই জরূরী সংবাদ যখন ব্লাক আউট হয় তখন মন খারাপের পরিমান টা কতটুকু হয় ?
নিজের করা রিপোর্ট নানা কারণে ছাপা না হলে অসম্ভব মন খারাপ হয়।
৪) ঘুষের অফার কেমন পান ? তিন বিখ্যাত লোক অফার করছিল। সে এক মজার কাহিনী।
৫) মশারি টাঙাতে কতটুকু পারদর্শী ?
-ক্যাডেট কলেজ জীবন থেকে মশারি টানাই রে ভাই। ঢেঙ্গু হওয়ার পর আরো বেশি সাবধান হইছি।
৬) ভালোবাসার ক্ষেত্রে কোনো মানুষ যদি চরম স্বার্থপরের মতো আচরন করে ডিগবাজী খায় তখন তাকে কি করতে ইচ্ছে হবে ? এখন অভ্যস্ত হয়ে গেছি।
৭) সারা পৃথিবী অর্থনীতির চরম মন্দাবস্থায় দেশের সরকারের হেলে দুলে চলা কি চোখে লাগে ?
- এইটাতেও অভ্যস্ত।
৮) ভন্ড মানুষকে কি করতে ইচ্ছে হয় ?
-চারদিকে বেশিরভাগই তো ভন্ড।
৯ ) আমড়া না কদবেলের আচার, কোনটা বেশী প্রিয় ?
-কদবেল
১০ ) প্রিয় ফুল কোনটা ?
-বিউটিফুল (নারী)
১১) আপনার প্রতি মানুষের পছন্দটা টের পান ?
-আমি এই জীবনকে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি (নারীসহ)
১২) ভাবীর কথায় "জি হাঁ" এ শব্দ দুটি দিনে কবার বলেন ?
-গুনি না
১৩) সুখ ও শান্তির মাঝে যেকোনো একটি বেছে নিতে বলা হলে কোনটা বেছে নিবেন ?
সুখ সহহলভ্য না, শান্তি ঠিকাছে। (আমি ছোটবেলায় শান্তি নামে একজনরে চিনতাম।)
১৪) গোলাপী শার্ট কেউ গিফট করলে সেটা নিবেন ?
-নিয়া নিমু।
১৫) বাসায় লুঙি পড়েন ?
-একদিন পড়ছিলাম। সকালে খুইজা পাই নাই।
১৬) বাংলা সিনেমায় প্রিয় নায়িকা কে ? ( বর্তমান )
মুনমুনরে এখন আর দেহি না। আহারে.......
১৭) ব্লগের ট্যাগিং ও ট্রলিং সংস্কৃতিকে কি ভাবে দেখেন ?
-পার্ট অব ব্লগ লাইফ হয়ে গেছে। মাঝে মধ্যে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়।
১৮) স্টিল বডি লন্চ না কাঠ বডি লন্চ; কোনটা বেশী পছন্দের ?
-কোনোটাই না, আমার পছন্দ ৩৬-২৪-৩৬ বডি
১৯ ) দূঃস্বপ্ন দেখলে ভয় পান ?
-এখন আর দেখি না।
২০ ) ছোটবেলার কোন স্বপ্নটা পূরন করতে পারেনি নাই ?
-আমি এখনো বড় হই নাই। আমি মাসুম
---
১০৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
শওকত হোসেন মাসুম বলেছেন: রন্টি চৌধুরী ও নুশেরা -এই ব্লগে না আসলে আপনাদের মতো প্রিয় মানুষদেরও পাওয়া হতো না।
১০৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
শওকত হোসেন মাসুম বলেছেন: জ্বিনের বাদশা@ সিন্ডলার্স লিস্ট ও হোটেল রোয়ান্ডা দেখে মনে হইছে আহা এইরকম এক ছবি তো বাংলাদেশ নিয়া হইতে পারতো।
রূপক ছবি ধরলে মাটির ময়না আমার প্রিয়।
১০৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
শওকত হোসেন মাসুম বলেছেন: শিরোনামহীন@ আপনারে এতো লম্বা হইতে কে কইছে।? কে? কে? কে?
১০৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
শওকত হোসেন মাসুম বলেছেন: কৌশিক-টক শো ঝামেলা ছিল জরুরী অবস্থার সময়। এখন আর নাই।
১১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
শওকত হোসেন মাসুম বলেছেন: সবাইরে ধন্যবাদ।
বিসমিল্লাহ-এ-রহমান-এ-রাহিম। অল ক্রেডিট গোওজ টু দি বয়েজ। এভরিওয়ান ওয়ার্ক হার্ড ফর ইট, এসপেসিয়ালি কৌশিক। ইট ওয়াজ টাইট সিচুয়েশন হোয়েন হি ওয়েন্ট ইন। উইদাউট হিজ স্ট্রোক ইট নট হ্যাভ বিন পসিবল। আই ওয়াজ অলসো অ্যানসারিং দি দি গুড কোশ্বেন। অলসো মডারেটর কিপিং ক্লোজ ওয়াচ অন প্রোগ্রেস অ্যান্ড গিভিং ইন্সট্রাকশন। ইটস অল টিম এফোর্ট উইচ পুলড আস আউট অফ বিগ হোল। ইনশ আল্লাহ, উই অল উইল ওয়ার্ক টুগেদার এজ টিম, পুট ইন বিগ এফোর্ট অ্যান্ড ডেলিভার গুড রেজাল্ট অল দি টাইম।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
কৌশিক বলেছেন: আল্লাহামুদিল্লাহ। সুবহানাল্লাহ। অল ক্রেডিট ওয়েন্ট টু দোস প্লেয়ারস হু থ্রো বাউঞ্চারস এন্ড সাম ফানারস। বাট মাসুম ভাই ইজ এ্য গ্রেট ব্যাটসমান, ইকুয়ালী প্লেজ ইসুইং এন্ড আউটসুইং গুড, বল ওয়েন্ট সাম হোল, বাট ইট ওয়াজ গুড, ডিপ মিড অফ রিজিয়ন অজ ভিভিডলী সিন ক্রসিং বাউন্ডারি। আই লাইক টু ডিকলার ইউ দি ম্যান অব দ্যা ব্লগ ফর টুডে এন্ড ফর দ্যা পোস্ট ইউ হ্যাভ নট প্লেড ইয়েট। ম্যানি ম্যানি থ্যাংকস ফর স্টেইং সো লঙ ইন দ্যা ক্রেস কিপিং উইকেট স্টান্ডিং এন্ড ডিড নট লেট ইট আউট। অল দ্যা বেস্ট ফোরপ্লে ফর নেক্টস্ট পোস্ট।
১১১| ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২
নষ্ট কবি বলেছেন: আমাকে প্লিজ নাম্বার টা পাঠান,,,,,[email protected]
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭
কৌশিক বলেছেন: কার কিসের নাম্বার চাচ্ছেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮
লীনা দিলরূবা বলেছেন: মাসুম ভাইকে প্রশ্ন, জীবনে কয়টা প্রেম করেছেন?
আর, সফল প্রেম কাকে বলে?
আরেকটি, আপনার চোখে পৃথিবীতে সেরা জুটি কোনটি?