নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা মানুষকে পথ দেখাতে পারে

সাদা চক কালো বোর্ড

বাক্তি হিসেবে খুব সাধারণ তাই লেখার মত তেমন কিছু না

সাদা চক কালো বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরনা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩

এটা আমার অনেক আগের লেখা কিন্তু আজ এই ব্লগে প্রথম আই ডি ওপেন করলাম। তাই আজকে এইটা পোস্ট করলাম। আপানদের মতামত আমাকে জানাবেন



আমি দেখলাম বৃদ্ধ এক পুলিশ মরে পরে আছে রাস্তায়। কিছুক্ষণ পর দেখলাম তিনি হাত পা নাড়াচ্ছেন। কোরবানি গরু জবাই করার পর গরু যেভাবে কিছুক্ষণ পা নাড়ায়। বিএনপির সমর্থকদের মুখে তৃপ্তির হাসি। এমনকি সেই সব সমর্থক যারা কখনো বিএনপির কোন মিছিলে যায়নি। একজন হেফাজত কর্মী মারা গেল আওয়ামীলীগের সমর্থকের মুখে হাসি। যিনি হয়ত রাতে টকশোও দেখেন না নিয়মিত মিছিলে উপস্থিত তো দূরের কথা। আমাদের এত আনন্দ হচ্ছে কেন? আমাদের বোধ...শক্ত ভোতা হয়ে যাচ্ছে ক্রমশ। ফিলিস্তিনিরা যখন মারা যায় আমরা টিভিতে দেখে একবার ‘উঃ’ করতাম মুখ দিয়ে। আমাদের মুখের ‘উঃ’ মুছে দিত ক্যাটরিনার শরীর।.

এখন সেই অবস্থা থেকেও খারাপ অবস্থা আমাদের। কারা মারা যাচ্ছে? তাদের মেয়েরা কেমন আছে? স্ত্রী? রাতে খাবার সময় তাদের টেবিলে কিভাবে কি কথা হয়? কি খায় তারা? তেলাপিয়া? শাক? হজম হয়?

মানুষ মারা গেলে মানুষের মনে আনন্দ হয়। কারা মারা যাচ্ছে? লীগের? জামায়াতের? পুলিশের? হেফাজতের? বিএনপির? দেখবেন ঘুরে ফিরে এরা সবাই আপনার আত্মীয় স্বজনেই আছে। আমার এই ছোট হৃদয় থেকে আল্লাহ্‌র দরবারে সব মৃত মানুষের জন্য দোয়া রইল। যাদের লাশ নিয়ে রাজনীতি হবে। দুইজন মহিলা ক্ষমতায় আসবে। ক্ষমতা খুব জরুরী জিনিস। তখন রাস্তা দিয়ে পুলিশ সেনাবাহিনী স্যালুট দেয়। যাকে ইচ্ছে ধমক দেয়া যায়। সুশীলরা মাঝে মাঝে ঝারুদারের মত ডিনার খেতে আসে। ডিনারে চিকেন ফ্রাই থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.